10/01/2024
আগামী ১০ই জানুয়ারী হতে চালু হতে যাওয়া ৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍
√ নামঃ পর্যটক এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ স্নিগ্ধা ও শোভন চেয়ার কোচ৷
√ সাপ্তাহিক বন্ধঃ রবিবার।
√ সময়সূচিঃ
> ৮১৫ আপ পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ০৮ টায় ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে ➡️ চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১১.১৫ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ৩.৫০ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ৩.৫৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ৪.৩০ মিনিটে।
> ৮১৬ ডাউন পর্যটক ঢাকা থেকে ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে সকাল ৬.৩৮ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে সকাল ৬.৪৩ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১.২০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে সকাল ১১.৪০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে দুপুর ০৩ টায়।
√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....
> শোভন চেয়ার- ৬৯৫ টাকা, স্নিগ্ধা- ১৩২৫ টাকা।
√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....
> শোভন চেয়ার- ২৫০ টাকা, স্নিগ্ধা- ৪৭০ টাকা।
√ বিস্তারিত সিটপ্লানঃ
> শোভন চেয়ারে উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।
> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷
> ৮১৫ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৬ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।
√ এসি কেবিন কোচ বর্তমানে পাহাড়তলী ওয়ার্কশপে কমিশনিং হচ্ছে। এরপর ট্রায়াল হবে। এরপরে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি কেবিন যুক্ত হবে।
√ অন্যান্য ট্রেনের ন্যায় এই ট্রেনেরও ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত। তাই চাপের এই পর্যটন মৌসুমে কাউন্টার এর চেয়ে বরং অনলাইনে টিকেট প্রাপ্যতা বেশি থাকবে।
ধন্যবাদ সকলকে। 😊😌
অনলাইনে রেজিষ্ট্রেশন এবং টিকেট সংগ্রহ করার নিয়মঃ 👇
https://m.facebook.com/story.php?story_fbid=314028908065700&id=100083757796601&mibextid=RtaFA8
সিটপ্ল্যান ছবিতে দেখুনঃ 👇
https://m.facebook.com/story.php?story_fbid=314490701352854&id=100083757796601&mibextid=RtaFA8
C