Adventure Express

  • Home
  • Adventure Express

Adventure Express Here we upload various travel and tourism type blogs or informational posts.Stay Tuned with us.
(1)

23/08/2024

টংগী তুরাগ নদী বন্যা এলার্ট ⚠ ⚠ ⚠

সময়: ২৩ আগস্ট, শুক্রবার। দুপুর ২;০০ ঘটিকা।
টংগীর তুরাগ নদীর পানি এখনো বিপদ সীমার অনেক নিচেই আছে।তবে বর্ষার মৌসুমের পানি কমে যাওয়ার পর পুনঃরায় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
আমাদের সতর্ক থাকতে হবে।

আল্লাহ আমাদের সহায় হউন।
আমিন।

16/07/2024

কোটা না মেধা?

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂১. মাইর খাবার পরে কাঁদলে। ২. মাইর খাবার পর না কাঁদলে। ৩. ন...
09/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

কালেক্টেড 🙂

11/03/2024

চাঁদ দেখা কমিটি হয়ে গেলাম।
সবাইকে অগ্রিম রমজানুল মোবারক🥰

26/11/2023

এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো।

যারা ভালো করো নাই তারা পড়াশোনা খ্যামা দিয়া বিদেশ যায়া কাম কাজ করার ট্রাই করো। বা দেশে যেকোনো ব্যাবসা করো। পাঁচ বছর পর উপরের ক্যাটাগরিকে চাকরি দিতে তোমারে লাগবে।

যারা মাঝামাঝি রেজাল্ট করছো তোমাদের জ্ঞান দেয়ার সামর্থ্য নাই। কারণ তোমরা বেশিরভাগ যায়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। ঐটা একটা স্ক্যাম। বেকার বানানোর কারখানা। যে ছেলেটা ইন্টারের পর টেকনিকাল কোনো কাজ শিখে আয় রোজগার কর‍তে পারতো সেই ছেলেটাও নামের লগে অনার্স ডিগ্রি লাগানোর লোভে ন্যাশনাল ইউনিভার্সিটি নামের স্ক্যামিং মেশিনে ঢুকে পড়বে।

যদি ভালো বুদ্ধি চাও তাইলে কর্মসংস্থান নাই পাবলিক ইউনিভার্সিটির এমন সাবজেক্টে চান্স পাইলেও পইড়ো না।

ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পইড়া টেকনিকাল কোনো স্কিল ডেভেলপ করো।

সবসময় ন্যাশনাল জিনিস থেইকা দূরে থাকবা। ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি।

আমরা গরীব দেশ। আমাগো লাখ লাখ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, যুক্তিবিদ, দার্শনিক এসবের প্রয়োজন নাই। কয়েকজন হইলেই চলে। আর ঘরে ঘরে অনার্স পাশ আনস্কিলড বেকার থাকারও দরকার নাই।

কোনো সাবজেক্টের ডিমান্ড ক্যামনে বুঝবা?

আগে দেখো, ঐ সাবজেক্ট ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় কিনা। মানে মানুষ টাকা খরচ কইরা ঐ সাবজেক্টে পড়তে রাজি থাকে কিনা।

যে সাবজেক্ট লোকে টাকা খরচ করে পড়বেনা সে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেট ওলারা করে না।

আর যে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেটওলারা করেনা সেইটার ডিমান্ড মার্কেটে নাই।

-ইঞ্জিনিয়ার মোঃ ইমরান খান

উনার ভদ্র চেহারার মায়ায় পড়ে যাবেন না।উনি খুব দুষ্টু। উনার নাম মি. বল্টু।উনার ভাব সিংহকেও হার মানায়😜❤️‍🔥
14/11/2023

উনার ভদ্র চেহারার মায়ায় পড়ে যাবেন না।
উনি খুব দুষ্টু।
উনার নাম মি. বল্টু।
উনার ভাব সিংহকেও হার মানায়😜❤️‍🔥

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
10/11/2023

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ৩৫৭কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?একমাত্র আল্লাহ সুবহানুওয়াতায়ালা ছাড়া আর কে আছেন এই জ্ঞান দান করার ??? আলহামদুলিল্লাহ কারন আমি একজন মুসলমান।

#কপি

27/10/2023

Concert Vlog 2023 || Grameenphone presents CholoBangladesh Concert ||

আমরা বাংলাদেশ ক্রিকেট দলের বেহায়া সাপোর্টার।জীবনে প্রথম বাংলাদেশের জার্সি কিনলাম।আশা করি বাকি ম্যাচ গুলো আমরা নাটকীয় ভাব...
15/10/2023

আমরা বাংলাদেশ ক্রিকেট দলের বেহায়া সাপোর্টার।
জীবনে প্রথম বাংলাদেশের জার্সি কিনলাম।
আশা করি বাকি ম্যাচ গুলো আমরা নাটকীয় ভাবে জিতে যাবো।
আমাদের টার্গেট একটাই,
বিশ্বকাপ জিততে চাই।🥰

09/10/2023

নারায়ণগঞ্জ রুপগঞ্জ এলাকার কুলাদি গ্রামে অবস্থিত এই পার্কটি।গ্রামের বাড়ি পার্ক নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি হয়েছে।
গ্রামের বাড়ি পার্কের গুগল লোকেশন: https://maps.app.goo.gl/bg9ZKDkVYJdksnqs8

নৌকা বাইচ,তুরাগ নদী।
16/09/2023

নৌকা বাইচ,তুরাগ নদী।

16/09/2023

নৌকা বাইচ

07/09/2023

আমি নাকি জলহস্তির মত সাতার কাটি🤣🤣🤣

ব্লগ আসছে.........চোখ রাখুন এডভেঞ্চার এক্সপ্রেস এর ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে।
06/09/2023

ব্লগ আসছে.........

চোখ রাখুন এডভেঞ্চার এক্সপ্রেস এর ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে।

05/09/2023

নতুন ব্লগ আসছে। তার আগে ছোট্ট একটি লাইভ নিয়ে আপনাদের সামনে চলে এলাম।

গাছের ছায়াতলে মনোরম সুবাতাস।🥰
23/08/2023

গাছের ছায়াতলে মনোরম সুবাতাস।🥰

মানষিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত।একটু শান্তি দরকার।আমি জানি,প্রকৃতি আমায় খুব করে ডাকছে।কোথায় যাবো?কেউ ডাকো আমায়।তোমাদের যেক...
20/08/2023

মানষিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত।

একটু শান্তি দরকার।

আমি জানি,
প্রকৃতি আমায় খুব করে ডাকছে।

কোথায় যাবো?

কেউ ডাকো আমায়।
তোমাদের যেকোনো জেলায়।

এডভেঞ্চার এক্সপ্রেস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা।এই কুরবানির ঈদকে সামনে রেখে ...
28/06/2023

এডভেঞ্চার এক্সপ্রেস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা।

এই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা মনের পশুকেও কুরবানি করে আমরা আমাদের আল্লাহর নিকট তাকওয়া অর্জন করি।

ঈদ মোবারক।❤️

 #ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--★গেন্ডারিয়া  ইংরেজি শব্দ Grand Area  থেকে এসেছে,  এখানে আগেরদিনের অভিজাত ধ...
08/05/2023

#ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--
★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকতো।
★ভুতের গলি ঃ🧚
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।
★মহাখালী ঃ🧟
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।
★ইন্দিরা রোডঃ🧜‍♀️
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ ।
★পিলখানাঃ🧚‍♀️
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা । বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ ।
★এলিফ্যানট রোডঃ🧚‍♂️
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল"এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো । সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে ★"এলিফ্যান্ট রোড" । পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল" ।
★কাকরাইলঃ🏇
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল । নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল" ।
★রমনা পার্কঃ🤼 অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক । পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক" ।
★গোপীবাগঃ🚴‍♂️
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন । নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"
★টিকাটুলিঃ🏄‍♂️
হুক্কার প্রচলন ছিলো । হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি" ।
★তোপখানাঃ🤾‍♀️
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে ।
★পুরানা পল্টন, নয়া পল্টনঃ🫂
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন । পরবর্তীতে আগাখানিরা
এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।
★বায়তুল মোকারম নামঃ 🤽‍♂️
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-নতুন ঢাকার যোগাযোগ রাস্তার । তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান,আবাসিক বাড়িঘর চলে যায় । আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে । এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর", এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।
★ধানমন্ডিঃ👨‍👧
এখানে এককালে বড় একটি হাট বোসতো । হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল ।
★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা । মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন । অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত । সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল" ।
★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।🧚‍♀️
★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন । এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী ।
★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর । এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর ।

 #হাতিরপুল, ঢাকা এর নামকরন,,,,,,,,,,,,, #হাতিরপুলের নীচে ছিল একটি রেললাইন। তৎকালীন বৃটিশ সরকারের শেষ সময়ে ঐ স্থানে রেললা...
06/05/2023

#হাতিরপুল, ঢাকা এর নামকরন,,,,,,,,,,,,,

#হাতিরপুলের নীচে ছিল একটি রেললাইন। তৎকালীন বৃটিশ সরকারের শেষ সময়ে ঐ স্থানে রেললাইন তৈরি করা হয়। এই পুল দিয়ে একসময় হাতি পারাপার হতো। #হাতিদেরকে রেললাইনের উপরের পুল দিয়ে পিলখানা থেকে হাতিরঝিলে নিয়ে যাওয়া হতো গোসল করাতে। নুড়ি পাথর আর স্লিপারের কারণে রেললাইনের উপর দিয়ে হাতিরা হাঁটতে পারতো না। তাই তারা যেতো তৈরিকৃত উপরের পুল দিয়ে। আর সেই থেকেই এটির নাম হলো হাতিরপুল।

#ইতিহাস সাক্ষ্য দেয় মোঘল ও ইংরেজ আমলে ঢাকায় সরকারের মালিকানাধীন অনেক হাতি ছিল। পরিবহন আর যাতায়াত করা ছাড়াও এই হাতিগুলো নানাধরণের কাজে ব্যবহৃত হতো। #পিল মানে হাতি, আর #খানা মানে আশ্রম। সরকারের এই হাতিগুলো থাকতো #পিলখানায়। পিলখানা জায়গাটার নামের উৎপত্তি এভাবেই। বর্তমানে এই এলাকাটি বিজিবি হেডকোয়ার্টার আর 'সীমান্ত স্কয়ার মার্কেট' নামেই অধিক পরিচিত।

#পিলখানা থেকে বর্তমান হাতিরপুল এলাকায় হাতি চলাচলের জন্য ইস্টার্ন প্লাজা ও পরিবাগ বরাবর যে সেতু বা পাকা পুল নির্মাণ করা হয়েছিল হাতি পারাপারের জন্য, সেটিই হাতিরপুল। পিলখানা থেকে রমনা পার্কে হাতি চারণের জন্য নেয়া হতো। যে রাস্তা দিয়ে নেয়া হতো সেটাই #এলিফ্যান্ট রোড।

#গাউছিয়া মার্কেটের পাশ দিয়ে বাটা সিগনাল ক্রস করে হাতিরপুল দিয়ে পরিবাগ হয়ে রমনা থানার পাশ দিয়ে মগবাজার ওয়্যারলেস মোড় পেরিয়ে মধুবাগের দিকে যে রাস্তাটি গেছে - এই পুরো রাস্তাটির নাম ছিল এলিফ্যান্ট রোড, এটিই আদি ইতিহাস।
#ইতিহাস থেকে আরও জানা যায়, আজকের জনবহুল এলিফ্যান্ট রোড এলাকাটি ১৮০০ সালে ছিলো বিশাল আকৃতির গাছ-গাছালিতে ঘেরা ছোটখাট বনাঞ্চল। পরবর্তীতে গাছ-পালা কেটে হাতি চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। এই এলিফ্যান্ট রোড দিয়েই শত শত হাতির পাল চড়িয়ে বেড়াতেন মাহুতরা। পরবর্তীতে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত 'নিউ এলিফেন্ট রোড' নামের আড়ালে আদি এলিফেন্ট রোডের পরিচয়টি হারিয়ে গেছে।

#বর্তমানে এলাকাটি #হাতিরপুল নামেই পরিচিতি লাভ করে। তখন মানুষে এই পুল, হাতি আর ট্রেন দেখতে এখানে আসতো। পুলের নিচে এর নীচে কাছাকাছি অবস্থানে ছোট ছোট কয়েকটি খাবারের হোটেল ছিল। #আর ছিলো ছোট্ট একটি বাজার। বাজার বলতে তখন রেল লাইনের উপর কয়েকটা অস্থায়ী দোকান। পঞ্চাশ এর দশকের মাঝামাঝি সময়ে সেখানে বসতি গড়ে উঠতে শুরু করে। হাতিরপুল বাজার তখনও হয়নি।

নূতন বাসিন্দারা নিজেদের প্রয়োজনে পুঁজি বিনিয়োগ করে।

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

নবীজি সা: বলেছেন,তোমরা তোমাদের শ্রমিকের মুল্য তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই পরিশোধ করে দাও।আজ বিশ্ব শ্রমিক দিবস।সকল ...
01/05/2023

নবীজি সা: বলেছেন,
তোমরা তোমাদের শ্রমিকের মুল্য তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই পরিশোধ করে দাও।

আজ বিশ্ব শ্রমিক দিবস।
সকল গায়ে খাটা শ্রমিকদের প্রতি এডভেঞ্চার এক্সপ্রেস এর পক্ষ থেকে রইলো ভালোবাসা ও শ্রদ্ধা।

23/04/2023

আমার সারাদিন ঈদ যেভাবে কাটলো।🌙🥰❤️
আপনাদের ঈদ কেমন কাটলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
সবাইকে এডভেঞ্চার এক্সপ্রেস এর পক্ষ থেকে ঈদ মোবারক।

ট্রেন্ডি "বীচ ইফতার" এবং তার পরিণাম !বীচ এ বন্ধুরা মিলে ইফতারের ছবি তুললাম, ফেসবুকে ছাড়লাম, কিছু লাইক কমেন্ট আসলো এরপর আ...
19/04/2023

ট্রেন্ডি "বীচ ইফতার" এবং তার পরিণাম !

বীচ এ বন্ধুরা মিলে ইফতারের ছবি তুললাম, ফেসবুকে ছাড়লাম, কিছু লাইক কমেন্ট আসলো এরপর আমাদের আর কোন দায়িত্ব নেই ।
বাহ্ চমৎকার !

ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরাই আমাদের সমুদ্রকে ডাস্টবিনে পরিণত করছি । ছবিতে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ওয়ান টাইম ব্যবহৃত গ্লাস, প্লেট, পলিথিন, জুসের প্যাকেট, তরমুজ, কমলা, আনারস ইত্যাদির খোসা সরাসরি সমুদ্রের পানিতে পড়েছে । পড়েছে বললে ভুল হবে, বরং ফেলে আসা‌ হয়েছে ।

এসব বিষয়ে আমরা কখন সচেতন হবো ? আপনাদের কাছে একটাই অনুরোধ,বীচ এ ইফতার করুন সমস্যা নেই । কিন্তু অবশ্যই ইফতারের পর আপনাদের ব্যবহৃত সকল প্লাস্টিকজাত আবর্জনা এবং ফলমূলের খোসা সাথে নিয়ে এসে ডাস্টবিনে ফেলবেন ।

মনে রাখবেন, প্রকৃতি সব কিছুই ফিরিয়ে দেয় । এমনভাবে ফিরিয়ে দেয় তখন আমাদের আর করার কিছুই থাকে না ।

ম্যাসেজটি সবার কাছে পৌঁছে দিন।সচেতনতা ছড়িয়ে পড়ুক।

স্থানঃ প্যারাসেলিং পয়েন্ট,কক্সবাজার
তারিখঃ ১৬ এপ্রিল,২০২৩
#কালেটেড

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Express:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Nearby media companies