25/06/2024
অধ্যাপক আসিফ নজরুলের (মো. নজরুল ইসলাম) পিএইচডি থিসিসের বিষয় ছিল বাংলাদেশের সাথে ভারতের পানি বন্টনের জটিলতা। আসিফ নজরুল তাঁর এই পিএইচডি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে।
ফারাক্কার পানি-বণ্টনের জটিলতা এবং এ বিষয়ক আন্তর্জাতিক আইনের বক্তব্য বিষয়ে অধ্যাপক আসিফ নজরুল দীর্ঘদিনের সেই পিএইচডি গবেষণার গ্রন্থরূপ "'Sharing' Ganges Water: Indo-Bangladesh Treaties and International Law"। এই বইতে প্রসঙ্গক্রমে তিনি ভারত, পাকিস্তান ও নেপালের যৌথ নদীর পানি-বণ্টনের চুক্তির অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেছেন। ফারাক্কা বাঁধ নির্মিত হওয়ার সময়ের অজস্র দলিল, তথ্য ও গবেষণা তিনি পর্যালোচনা করেছেন; আলোচনা করেছেন গোটা বিশ্বের অজস্র উদাহরণ নিয়েও। অধ্যাপক আসিফ নজরুল দেখিয়েছেন, আন্তর্জাতিক নদী আইনের অন্যতম বিবেচনার বিষয় পরিবেশ রক্ষা বিষয়ে সচেতনতা, যেটি ফারাক্কাসহ উপমহাদেশের বহু বাঁধ স্থাপনায় বিবেচনায় নেওয়া হয়নি।
ফলে এই বইটি থেকে ফারাক্কার পানি-বণ্টনের জটিল সমস্যা নিয়ে সর্বশেষ তথ্য-উপাত্ত যেমন এই গ্রন্থটি থেকে মিলবে, তেমনি পাওয়া যাবে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাও। যৌথ নদী ও পানি-সমস্যার সমাধান এ উপমহাদেশের দীর্ঘদিনের অস্থিরতা দূর করতে কতখানি ভূমিকা রাখতে পারে, বাংলাদেশের পক্ষের আইনবিদ ও আলোচকরা কোন কোন জায়গাতে দূর্বল ভূমিকা রেখেছেন, বাংলাদেশের শক্তির জায়গাগুলো কী কী, কোন কোন জায়গায় বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে– এ সবই অধ্যাপক আসিফ নজরুল আলোচনা করেছেন আন্তর্জাতিক আইনের ভাষ্যের আলোকে।
গোটা বিশ্বের পরিবেশ ও নদী রক্ষা এবং বাংলাদেশের নদী, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক আইন, পররাষ্ট্রনীতি নিয়ে জানতে ও ভাবতে উৎসাহী সকলের জন্য অধ্যাপক আসিফ নজরুলের এ গ্রন্থটি একটি মূল্যবান আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
"'Sharing' Ganges Water: Indo-Bangladesh Treaties and International Law" নদীগবেষক, আন্তর্জাতিক আইন, পরিবেশ এবং সাধারণভাবে বাংলাদেশ বিষয়ে আগ্রহী সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।
"Sharing' Ganges Water: Indo-Bangladesh Treaties and International Law" বইটি ২০ শতাংশ ছাড়ে ৭২০ টাকায় পাওয়া যাবে। অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি ফোন করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।
#নতুনবই #রাজনীতি #দ্বিপক্ষীয়চুক্তি #বাংলাদেশ #ভারত #গঙ্গা #জ্ঞানভিত্তিকসমাজ #ইউপিএল