16/10/2022
সন্তানকে যে ৭টি কথা কখনোই বলবেন না
সন্তান পালন করা অত্যন্ত কঠিন কাজ। সব বাবা-মাই সেটা জানেন। সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক চেষ্টার দরকার পড়ে। এটা করতে গিয়ে প্রায়ই আমরা হতাশ হয়ে পড়ি। সেসময় কিছু হয়তো বলে ফেলি সন্তানদের, যেটা না বলাই ভালো হতো। এর কারণে সন্তানের সঙ্গে সম্পর্কও খারাপ হতে পারে আমাদের।
তাই এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা ছাড়া উপায় নেই। নিচের এই ৭টি কথা কখনোই সন্তানদের বলবেন না।
১. "তুমি ওর মতো হতে পারো না কেন!"
সন্তানকে অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যদি সন্তানকে ‘'ও তোমার চেয়ে অনেক ভালো’' কিংবা '‘তুমি কেন তোমার ভাইয়ের মতো ভালো হতে পারো না?'’ এমন কথা বলেন তাহলে সে আত্মবিশ্বাস হারাবে।
প্রতিটি মানুষেরই নিজস্ব পরিচয় আছে, সবাই সেই পরিচয় ধরেই বড় হতে চায়, অন্যদের চেয়ে আলাদা হতে চায়। তার কাজকে অন্যের সাথে তুলনা করলে তার নিজস্বতা তৈরি ও নিজের মতো কাজ করার উৎসাহ নষ্ট হয়ে যায়। সে নিজেকে অন্যের ছায়ায় দেখতে শুরু করে।
২. "আজকে তোমার বাবাকে বাসায় আসতে দাও!"
বাচ্চারা মাঝে মাঝে ভুল করে ও এমন আচরণ করে যে মনে হয়, আপনি একা তাকে সামাল দিতে পারবেন না। তখন কেবল তাকে ভয় দেখানোর কথাই মাথায় আসে। “তোমার বাবা আসুক, তার কাছে বিচার দেবো” এমন কথা বললে সে হয়তো শুরুতে ভয় পাবে। কিন্তু আস্তে আস্তে তার ভয় কেটে যাবে, এক পর্যায়ে সে আপনার কোনো কথাই শুনবে না।
তাছাড়া, বাবা যদি অনেক কড়া হন, তাহলে আপনার সন্তান ভয় পেতে শুরু করবে।
৩. "কান্না থামাও!"
বাচ্চাদের কান্না করা দরকার। বড়দের তুলনায় তারা অনেক নরম মনের হয় ও ছোটখাটো বিষয়েই তাদের চোখে পানি চলে আসে। বাচ্চাকে কাঁদতে দেখলে কান্না থামাতে না বলে তাকে জড়িয়ে ধরুন, আদর করুন, স্বান্ত্বনা দিন। "কান্না থামাও!" বললে তার মনে হবে, আপনি তাকে বুঝতে পারেন না। আপনি তার পক্ষের না।
৪. "তুমি ব্যর্থ"
সন্তানরা কখনোই বাবা-মায়ের কাছ থেকে শুনতে চায় না যে তারা ব্যর্থ। বাচ্চারা সবাই একরকম না। সবাই সব কিছুতে ভালো নাও করতে পারে। সেটা তারা আস্তে আস্তে বুঝতে শেখে। আগে থেকেই তাদের সমালোচনা করলে তারা উৎসাহ হারাবে ও নিজের উপর ভরসা রাখতে পারবে না।
৫. "আমাকে বিরক্ত কোরো না!"
সন্তান লালন-পালন এবং একইসাথে পরিবার ও সংসারের দায়িত্ব সামলানো একদমই সহজ কাজ না। প্রতিদিন অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক কাজ করতে হয়। কিন্তু তা করতে গিয়ে বাচ্চাদের ছোট ছোট চাহিদা এড়িয়ে যাবেন না।
৬. "আমার কিছু যায় আসে না"
বাচ্চাদের নিজেদের আলাদা পৃথিবী থাকে, নিজস্ব নানারকম সমস্যা থাকে। তারা সেসব সমস্যা নিয়ে আপনার কাছে আসলে আপনি যদি বলেন তাতে কিছুই যায় আসে না, তাহলে তাদের মন ভেঙে যাবে। কারণ এইসব সমস্যা নিয়ে যাওয়ার আর কেউ নেই তাদের। তাদের এসব সমস্যায় আপনি একটু আগ্রহ দেখালেই হবে, আর কিছু লাগবে না।
৭. "অসাধারণ কাজ করেছো!"
সব বাচ্চাই বাবা-মায়ের প্রশংসা শুনতে চায়। তবে সবসময় প্রশংসা করলে তাদের উন্নতিতে তা বাধা তৈরি করতে পারে।
বাচ্চারা যখন আসলেই অসাধারণ কিছু করবে, অসাধারণ প্রশংসাগুলি শুধু তখনই করুন। সবসময় প্রশংসা করলে তাদের প্রশংসা শোনার আকাঙ্ক্ষা বাড়বে, ফলে কাজের প্রতি আগ্রহ কমে যাবে। বাচ্চাদের প্রয়াসের স্বীকৃতি দেয়া দরকার, কিন্তু খেয়াল রাখুন সেটা যেন সঠিক সময়েই হয়।
#সন্তান #কথা #টিপস