02/12/2022
আসসালামু আলাইকুম। 🖤✨
সারা বিশ্বে মানুষের ইসলামের প্রতি ঝোঁক বেড়েই চলেছে। নারীদের মাঝে আজ অনেক বড় একটা অংশ মডেস্ট পোষাকের ব্যপারে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই বোঝেন পর্দা করাটা জরুরি এবং এটা আল্লাহ আমাদের উপর পর্দা ফরয করেছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারেন না।
চিন্তার কোন কারণ নেই। মডেস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন এতো উন্নত, এতো ভেরাইটি জিনিস অফার করে যে পর্দা করা এখন অনেকটাই সহজ। তারপরও মনে করি কিছু সাজেশন আপনাদের কাজে আসবে যা যা দিয়ে আপনারা পর্দা শুরু করতে পারেন ইন শা আল্লাহ।
১। কুর্তি/টপঃ
আজকাল সালোয়ার কামিজের ডিজাইনগুলো এমন যে বডি শেইপ অনেকটাই বোঝা যায়। এই সালোয়ার কামিজগুলোকে আপনি রিপ্লেস করতে পারেন বিভিন্ন ঢিলা-ঢালা কুর্তি/টপ/টিউনিক দিয়ে। কুর্তি আপনি পালাজ্জো/ স্কার্ট দিয়ে পরতে পারেন। পালাজ্জো/স্কার্ট পরলে আপনার পায়ের শাইপও ঢেকে যাবে ইন শা আল্লাহ। পিন দিয়ে হিজাব পরা কষ্ট মনে হলে ইন্সট্যান্ট হিজাবগুলো ব্যবহার করতে পারেন।
২। শ্রাগ/কেইপঃ
কুর্তির পাশাপাশি আপনি সালোয়ার কামিজ বা শাড়ির সাথে শ্রাগ পরতে পারেন অথবা কেইপ/পঞ্চো দিয়ে পালাজ্জো/স্কার্ট পরতে পারেন ইন শা আল্লাহ। এগুলোতে বডি শেইপ কভার করবে।
৩। কালারফুল আবায়াঃ
বাজারে এখন কালারফুল আবায়ার অভাব নেই। কিন্তু কালারফুল আবায়ার ক্ষেত্রে আমি আপনাদের ডিপ কালারগুলো সাজেস্ট করব কারণ হালকা কালারগুলো অনেক সময় see through হয়। এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে অবশ্য। আপনি হালকা কালার পরতে পছন্দ করলে ডাবল লেয়ারের আবায়া পরাই ভাল। যদি মনে করেন একদম সিম্পল পরতে চাচ্ছেন না তাহলে সামান্য কাজ করা বোরখা দিয়েও পর্দা শুরু করতে পারেন। অনেকে হালকা কাজ বা এ্যাম্বোডারি দেখলে ঘাবড়ে যান এই ভেবে যে পর্দা হবে কিনা !!! বোরখা না পরার চেয়ে কিছু দিয়ে শুরু করে দেয়া উত্তম।
৪। নিকাব-খিমারঃ
আপনার যদি মনে হয় পিন দিয়ে হিজাব পরা, কেইপ- কুর্তি পরা আপনাকে দিয়ে হবে না তাহলে আপনি সরাসরি নিকাব-খিমার ব্যবহার করতে পারেন। এতে পিন-আপ করার কোন ঝামেলা নেই প্লাস সামনে একটা এক্সট্রা লেয়ার থাকার কারনে চেস্ট সুন্দরভাবে কভার হয়। নিকাব-খিমার আপনি স্কার্ট/ পালাজ্জো/ ইনার যেকোনটা দিয়েই পরতে পারবেন ইন শা আল্লাহ।
৫। ভাল ম্যাটেরিয়াল বাছাই করাঃ
আপনার যদি গরমে বেশ সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে চেরি,নিদা ম্যাটেরিয়ালের বোরখা কিনতে পারেন। এগুলো গরমে বেশ আরামদায়ক। দাম কম দেখলেই ঝাপিয়ে পরবেন না। বাজারে এখন নিম্নমানের চেরি,নিদাও পাওয়া যায়। সাম্থ্য থাকলে একটু ভাল বাজেট দিয়ে কমফোর্টেবল বোরখা কিনুন যেন সেটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং আপনি পরে আরামও পান। ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটি ভাল ম্যাটেরিয়াল হচ্ছে BMW. যাদের গরমে সমস্যা হয় না তারা এ ফেব্রিকের বোরখা পরতে পারেন। কারণ বি এম ডাব্লিউ কাপড় যত হালকা রঙই হোক না কেন see through হয় না।
অবশেষে বলব, পর্দা করা যে যেভাবেই শুরু করেন না কেন আল্লাহর উপর তাওয়াককুল/ ভরসা করাটা খুবই জরুরি। পর্দা যেন হয় শুধু আল্লাহ্রই জন্য এটা খেয়াল রাখতে হবে। কারণ এখানে যদি কোন গরমিল থাকে তাহলে আপনি নিকাব, হাত-মুজা পরলেও আল্লাহর কাছে সেটা গ্রহনযোগ্য হবে না। আর আপনি যদি শুধু সামান্য একটা হিজাব দিয়ে হলেও পর্দা শুরু করেন এবং সেটা যদি হয় আল্লাহর জন্য তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহনযোগ্য। তবে আমরা যেন কখনই আমাদের ঈমান কিংবা পর্দা নিয়ে সন্তুষ্ট না হই। আমাদের সব সময় চেষ্টা করতে হবে কিভাবে আমরা আল্লাহর আরো নৈকট্যে পৌছাব। আপনি আপনার শরীর এবং সৌন্দর্য নন-মাহরামদের সামনে যত বেশি আবৃত করতে পারবেন ততই আপনি আল্লাহর নৈকট্যে পৌছাবেন। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্যে পৌছানোর তৌফিক দান করুন। আমিন।