Ek media

Ek media আসসালামুয়ালাইকুম
আমি আপনাদের মাঝে ইসলামিক বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও দিবো। ইনশাল্লাহ । আমীন 🤲

08/12/2023

মোঃ রবিউল ইসলাম

04/12/2023

দাজ্জালের_ফেতনা_থেকে_বাচাঁর_উপায়_বিস্তারিত_আলোচনা।_আলি_হাসান_ওসাম_ওয়াজ।_Ali Hasan Osama







09/11/2023

⭕ কিছু নেকি এভাবেও পাওয়ায় যায় 👇👇👇

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্ল-হ্

২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ্

৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী

৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্ল-হু আকবার

৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্ল-হ্

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার।

৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম

৯.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ আল্লাহুমা সল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ (স.)

১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায জ্ব-লীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী সগীরা

১২.لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدࣨ رَّسُوْلُ اللّٰهِ ~ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)

১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন।

⭕ পরিশেষে শুকরিয়া মহান রবের আলহামদুলিল্লাহ।💝

07/11/2023

💛💛ইসলামিক কুইজ 💛💛
নবীজী সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?

05/11/2023

❤️❤️ইসলামিক কুইজ ❤️❤️
নবীজী সর্ব প্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?

03/11/2023

💓💓💓গুরুত্বপূর্ণ পাঁচটি হাদিস:💓💓💓

১.প্রিয় রাসুল (স.) বলেছেন,
"তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।"
[সহিহ বুখারীঃ ৪০৭৯]

২.প্রিয় রাসূল (স.) বলেছেন, “তোমরা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কি'য়া'মতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।”
(আবু দাউদ-১৫০১)

৩.দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়! (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস:____
لا -اله الا أنت سبحانك انى كنت من الظالمين....
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ য-লিমিন।

৪."তোমার দ্বারা যদি একটি মানুষও হিদায়াত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রং এর উট পাওয়ার চেয়েও উত্তম।"
[সহীহ বুখারী : ৩৭০১]

৫." মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মি'থ্যা বলে তার জন্য ধ্বংস।"
(আবু দাউদ,হাদিস নং ৪৯৯০)।
💓💓আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ইয়া রব্বুল আলামীন।💓💓

28/10/2023

মুফতী আলী হাসান ওসামার নতুন বয়ান ২৮/১০/২৩ইং

13/10/2023

_হয়তো বিয়ে নয়তো রোজা_ গুনাহ করা যাবে না _ মুফতী আরিফ বিন হাবিব _ Arafah Media New video
বিয়ের গুরুত্বপূর্ণ ফজিলত ও বিয়ের সমর্থ না থাকলে কি করণীয়।

28/09/2023

দাজ্জালের_ফেতনা_থেকে_বাচাঁর_উপায়_বিস্তারিত_আলোচনা।_আলি_হাসান_ওসাম_ওয়াজ।_Ali Hasan Osama

27/09/2023

ঈদে মিলাদুন্নবী নিয়ে বয়ান করলেন মাওঃ মোঃ আলী হাসান ওসামা ৷ ali hasan osama new waz

26/09/2023

এক দাড়োয়ান ও মালিকের আজিব ঘটনা। আল্লামা নজরুল ইসলাম কাসেমী।Nazrul Islam Kasemi shaheb

ক্ষমতা থাকলেই সবকিছু গিলে খেতে যাওয়া উচিৎ নয়...🥹🥹        ভালো ভাবে দেখুন ..
22/09/2023

ক্ষমতা থাকলেই সবকিছু গিলে খেতে যাওয়া উচিৎ নয়...🥹🥹

ভালো ভাবে দেখুন ..

22/09/2023

একটা মেয়ে ফেসবুকে''''
''''পোস্ট করেছিল''''।
''''বাবা মায়ের দায়িত্ব''''
''''যদি মেয়েদের''''।
''''দেওয়া হয় তাহলে''''
''''পৃথিবীতে''''।
''''কোনো বাবা মা'''
''''বৃদ্ধাশ্রমে থাকবে না''''।
''''তা দেখে একটি ছেলে''''
''''কমেন্ট করেছিল''''।
''''সব মেয়েরা যদি তার''''
শশুর শাশুড়ি কে'''''।
''''নিজের বাবা মা''''
''''ভাবতো''''।
''''তাহলে পৃথিবীতে''''
বৃদ্ধাশ্রম থাকতো না।
এই খানে কার কথা সঠিক ছেলেটার নাকি মেয়েটার?

14/09/2023

দেবর ভাবির সম্পর্ক কেমন হওয়া উচিত _ মুফতী আরিফ বিন হাবিব _ Ek media _ Arafah Media New video
#ইসলামিক

08/09/2023

জুমু’আর দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ

১) ‘‘ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া।’’ [সহীহ বুখারী, ৮৯১] (তাওহীদ পাবলিকেশন)

২) ‘‘মিসওয়াক করা।’’ [সুনান ইবনু মাজাহ, ১০৯৮]

৩) ‘‘গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা।’’ [সহীহ বুখারী : ৮৮৩,৮৭৭] (তাওহীদ পাবলিকেশন)

৪) ‘‘উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো।’’ [সুনান আবূ দাউদ, ৩৪৩] (তাহকিককৃত)

৫) ‘‘জুমু’আহ সালাতের জন্য আগে আগে রওয়ানা হওয়া।’’ [সহীহ বুখারী, ৮৮১] (তাওহীদ পাবলিকেশন)

৬) ‘‘বেশি বেশি দরূদ পাঠ করা।’’ [সুনান আবূ দাউদ, ১০৪৭] (তাহকিককৃত)

৭) ‘‘সুরা আল-কাহাফ পাঠ করা।’’ [দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১]

৮) ‘‘নীরব থেকে খুতবা শোনা ও জুমু’আহর সালাত আদায় করা।’’ [সহীহ বুখারী, ৯৩৪] (তাওহীদ পাবলিকেশন)

৯) ‘‘জুমু’আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।’’ [সহীহ বুখারী, ৯৪০] (তাওহীদ পাবলিকেশন)

১০) ‘‘বেশি করে দু’আ করা, বিশেষ করে আসরের শেষের দিকে।’’ [সুনান আবূ দাউদ, ১০৪৮] (তাহকিককৃত)

07/09/2023

নবীজি (সা:) বলেছেন!
এমন এক জামানা আসবে, যখন ইসলামের উপর টিকে থাকা হাতের তালুতে আগুন রাখার মত কঠিন হবে।
(তিরমিযী শরীফ -২২৬০)🖤🌻

06/09/2023

নারীদের ধ্বংসের ৮টি কারণ,সহীহ হাদীসের আলোকে যেনে নেই।

১. "ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।"
(সহিহ বুখারী: ৪৮৮৬)

২. "ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।"
(বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)

৩. "ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব‍্যাভিচারিণী।"
(সহিহুল জামে: ৪৫৪০)

৪. "ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট্যাটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।"
(সহিহ মুসলিম: ২১২৫)

৫. "অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।"
(সহিহ বুখারী: ৪৮৮৬)

৬. "ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।"
(সহিহ বুখারী: ৬৬৫৭)

৭. "ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।"
(সহিহ মুসলিম: ২৫৬৩)

৮. "ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল‍্যবান সময় নষ্ট করে।"
(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন🤲

05/09/2023

"হে মু'মিনগণ!
তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর,
এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণা কর।"

--[সূরা আহযাব ৩৩, আয়াত ৪১-৪২]

05/09/2023

যারা পরকিয়ায় লিপ্ত তাদের কি করনিয়।মুফতি আরিফ বিন হাবিব নতুন ওয়াজ ২০২৩ । M***i Arif Bin Habib New

05/09/2023

জালেম__উকবা ইবনে আবী ওয়াইড_এর শেষ পরিণতি কী হয়েছিল_আলী হাসান ওসামা _
#আলী_হাসান_ওসামা #ইসলামিক #

04/09/2023

জেনে নিন সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলতঃ-

"কোনো একদিন হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেলো । হযরত জিবরাঈল (আঃ) নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফিরিশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতোপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি । সে ফিরিশতা নবী করীম (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনার জন্যে দুটো নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর । যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তা'য়ালার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন আপনাকে তা প্রদান করা হবে ।”
(মুসলিম, হাদীস নং- ৮০৬)
👉নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা আসমান-যামীন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দু‘টি আয়াত নাযিল করছেন। সেই দু‘টি আয়াতের মাধ্যমেই সূরা আল-বাক্বারা সমাপ্ত করেছেন। যে ঘরে তিন রাত এ দু‘টি আয়াত তিলাওয়াত করা হয় শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না।
(তিরমিজি— ২৮৮২)
👉আয়ফা' ইবনু ‘আবদিল কালা‘ঈ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক ব্যক্তি আরয করলেন,হে আল্লাহর নবী(ﷺ)! কুরআনের কোন্ আয়াত এমন, যার বরকত আপনার ও আপনার উম্মাতের কাছে পৌঁছতে আপনি ভালবাসেন? তিনি (ﷺ) বললেন, সূরা আল বাকারাহ্’র শেষাংশ। কেননা আল্লাহ তা‘আলা তাঁর ‘আরশের নীচের ভাণ্ডার হতে তা এ উম্মতকে দান করেছেন। দুনিয়া ও আখিরাতের এমন কোন কল্যাণ নেই যা এতে নেই।
(মিশকাত— ২১৬৯)
👉জুবায়র ইবনু নুফায়র (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা আল বাকারাকে আল্লাহ তা‘আলা এমন দু’টি আয়াত দ্বারা শেষ করেছেন, যা আমাকে আল্লাহর ‘আরশের নীচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এ আয়াতগুলোকে শিখবে। তোমাদের রমণীকুলকেও শিখাবে। কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত, (আল্লাহর) নৈকট্য লাভের উপায়। (দীন দুনিয়ার সকল) কল্যাণ লাভের দু‘আ।
(মিশকাত— ২১৭৩)
👉হযরত আলী (রাঃ) বলেছেন, এটা আমার জানা নেই, উপযুক্ত বয়সের এবং জ্ঞান-বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে যে, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসী এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত তিলাওয়াত করে না। (তাফসীরে ইবনে কাসীর, ১ম খন্ড, পৃষ্ঠা-৭৩৫)
👉বাদ্রী সাহাবী আবূ মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সূরা বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট। অর্থাৎ রাত্রে কুরআন মাজীদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরাহ বাকারার শেষ দু’টি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।
(সহিহ বুখারী)

03/09/2023

যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে রাসূলের অনুসরণ করো।
(সূরা ইমরান- ৩১)

02/09/2023

আল্লাহর রাসূল (সাঃ) সারা জীবনে মাটির একটি লোককে মেরেছিলেন (হত্যা করেছিলেন)_জেনেনিই সে কে Ali Hasan Osama
#ইসলামিক #কেরাত #আলী_হাসান_ওসামা

02/09/2023

ওজুর পর যে ব্যক্তি
কালেমা শাহাদাৎ পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে

[সহীহ মুসলিম ৪৪১]🤲🌺

01/09/2023

অসাধারণ Osadaron

01/09/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
আমি তিনটি বিষয়ে শপথ করছি এবং সেগুলোর ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছি। আমি তোমাদেরকে এমন একটি কথা বলছি, তোমরা এগুলো মনে (মূখস্ত) রাখবে।

🔘এক. দান-খাইরাত করলে কোন বান্দার সম্পদ হ্রাস পায় না।
🔘দুই. কোন বান্দার উপর যুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তা’আলা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন।
🔘তিন. কোন বান্দাহ ভিক্ষার দরজা খুললে (ভিক্ষাবৃত্তি করলে) অবশ্যই আল্লাহ তা’আলাও তার অভাবের দরজা খুলে দেন অথবা তিনি অনুরূপ কথা বলেছেন।

▪️তারপর রাসূল সা. বলেনঃ (দুনিয়ার মানুষ) চার প্রকার মানুষের জন্য এই পৃথিবী।

🔘এক. আল্লাহ তা’আলা যে বান্দাহকে ধন-সম্পদ ও ইলম (জ্ঞান) দিয়েছেন, আর সে এই ক্ষেত্রে তার প্রভুকে ভয় করে, এর সাহায্যে আত্মীয়দের সাথে সৌজন্যমূলক ব্যবহার করে এবং এতে আল্লাহ তা’আলারও হক আছে বলে সে জানে, সেই বান্দার মর্যাদা সর্বোচ্চ।

🔘দুই. আরেক বান্দাহ, যাকে আল্লাহ তা’আল ইলম দিয়েছেন কিন্তু ধন-সম্পদ দেননি সে সৎ নিয়াতের (সংকল্পের) অধিকারী। সে বলে, আমার ধন-সম্পদ থাকলে আমি অমুক অমুক ভালো কাজ করতাম। এই ধরনের লোকের মর্যাদা তার নিয়্যাত মুতাবিক নির্ধারিত হবে। এ দুজনেরই সাওয়াব সমান সমান হবে।

🔘তিন. আরেক বান্দাহ, আল্লাহ তা’আলা তাকে ধন-সম্পদ প্রদান করেছেন কিন্তু ইলম দান করেননি। আর সে ইলমহীন (জ্ঞানহীন) হওয়ার কারণে তার সম্পদ স্বীয় প্রবৃত্তির চাহিদা মতো ব্যয় করে। সে ব্যক্তি এ বিষয়ে তার রবকেও ভয় করে না এবং আত্মীয়দের সাথে সৌজন্যমূলক ব্যবহারও করে না। আর এতে যে আল্লাহ তা’আলার হক রয়েছে তাও সে জানে না। এই লোক সর্বাধিক নিকৃষ্ট স্তরের লোক।

🔘চার. অপর এক বান্দাহ, যাকে আল্লাহ তা’আলা ধন-সম্পদও দান করেননি, ইলমও দান করেননি। সে বলে, আমার যদি ধন-সম্পদ থাকত তাহলে আমি অমুক অমুক ব্যক্তির ন্যায় (প্রবৃত্তির বাসনামতো) কাজ করতাম। তার নিয়্যাত মুতাবিক তার স্থান নির্ধারিত হবে। অতএব, এদের দুজনের পাপ হবে সমান সমান।

সহীহ, ইবনু মা-জাহ (৪২২৮)।
আবূ কাবশা আল-আনমারী (রাঃ) হতে বর্ণিত
(হাসান সহীহ)।

▪️আমরা কোন দলের অন্তর্ভুক্ত আছি, ভেবে চিন্তে নিয়্যাত বিশুদ্ধ করে নেয়া জরুরী! কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই হাদীসের আলোকে নিজেকে বিশ্লেষণ করেছেন প্রিয় ভাই ও বোনেরা? এই হাদীসের মর্মবাণী সার সংক্ষেপে এক বাক্যে কি মনে হয় আপনাদের কাছে?

31/08/2023

”হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর!
নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন”
‌‌ __সূরা বাক্বারা: আয়াত ১৫৩__

30/08/2023

কালেমা পড়তে পড়তে যেনো জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তুমি কবুল করো।
আমিন।

29/08/2023

তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পযর্ন্ত তুমি তোমার রবের ইবাদত কর।(আল-হিজরঃ৯৯)

28/08/2023

কবর বলে আমি দুনিয়ার কোন রাজা বাদশাহকে-চিনি না।
- আমি ধনী গরিব- চিনি না।
- আমি শুধু চিনি ঈমান আর আমল...

27/08/2023

আপনি খুবই অসুস্থ?
তাহলে বেশি বেশি সূরা 'ফাতিহা' পড়ুন। কারণ সূরা 'ফাতিহা' সব রোগের শিফা। আলহামদুলিল্লাহ।
(সহীহ বুখারী - ৫৭৩৬)

26/08/2023

রাসূল (সাঃ) বলেছেন,
আসমান ও যমীনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে, আল্লাহ সকল কিছুর তাকদীর নির্ধারণ করেছেন।

( তিরমিজী ২১৫৯)

25/08/2023

❝"সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার "!"❞
❝"আর মা হারিয়ে গেলে দুনিয়া অন্ধকার"❞
যাদের কলিজার মা বেঁচে আছে "" তারাই বলি
Alhamdulillah

18/08/2023

'''''''বিয়ে করা সুন্নত এটা পাগলেও বুঝে,,
কিন্তু বিয়ের পরে স্ত্রীকে পর্দায় রাখা ফরজ,,
এটা শিক্ষিত লোকেও বুঝেনা,,,!!
আফসোস....

29/07/2023

..༏༏࿐💛🌸

-"যতো'ই কষ্টে থাকো না কেনো কখনো নিজের মৃত্যু কামনা করো না___!🙂🖤
-"কারণ কবর দেখছো কিন্তু কবরে'র আজাব দেখো'নি___!😊💜

{হযরত মোহাম্মদ (সাঃ)🥰}
.༏༏࿐💛🌸

25/07/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ek media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ek media:

Videos

Share

Category



You may also like