Kazi Choton

Kazi Choton Alhamdulillah for Everything � I am youtuber from Bangladesh
(2)

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়।
23/04/2024

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়।

সবার স্বপ্ন যেন পূরণ হয়।
12/04/2024

সবার স্বপ্ন যেন পূরণ হয়।

ঈদের ছুটিতে যারা বাড়িতে যাচ্ছেন বা যাবেন;অনুগ্রহ করে, লং রোড যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।অপরিচিত লোকজনের সাথে সি...
06/04/2024

ঈদের ছুটিতে যারা বাড়িতে যাচ্ছেন বা যাবেন;
অনুগ্রহ করে,
লং রোড যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।
অপরিচিত লোকজনের সাথে সিএনজি বা মাইক্রোবাসে উঠবেন না।
রাত্রে যাত্রা বিরতি/এক যান থেকে অন্য যানে উঠার বিরতির ক্ষেত্রে টার্মিনালে/স্টেন্ডেই অবস্থান করুন।
যাত্রাপথে বাইরের খাবার পরিহার করুন।
অযথা ঝুঁকি নিবেন না।
অধিক যাত্রীবাহী যানবাহনে উঠবেন না।

সতর্কতা অবলম্বন করুন

আপনি যদি অভাবে থাকেন এই দোয়াটি নিয়মিত পড়েন,দেখবেন আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে।
18/03/2024

আপনি যদি অভাবে থাকেন এই দোয়াটি নিয়মিত পড়েন,দেখবেন আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে।

সকল সূরা বাংলা অনুবাদ সহ,সম্ভব হলে আপনার টাইম লাইন এর রেখে দিন।
13/03/2024

সকল সূরা বাংলা অনুবাদ সহ,সম্ভব হলে আপনার টাইম লাইন এর রেখে দিন।

আবু জাহেলও খেজুর খেতেন, আবু লাহাবও খেজুর খেতেন। আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল --যে মহিলাটি হুজুরের চলার পথে কাঁটা ...
11/03/2024

আবু জাহেলও খেজুর খেতেন, আবু লাহাবও খেজুর খেতেন। আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল --যে মহিলাটি হুজুরের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো সেও খেজুর খেতেন।

ঘটনা সেটা নয়। ঘটনা হলো তাদের দেশে ছিলোই সহজলভ্য খেজুর। তাই ভালো মন্দ সবাই খেজুর খেতেন। যদি কলা, পেয়ারা কিংবা সফেদা তাদের সহজলভ্য ফল হতো তবে তারা তাই খেতেন।

আমরাও যখন সহজে কেনা যাবে তখন খেজুর অবশ্যই খাবো। তাই বলে কেজি আঠারোশ' টাকা দিয়ে আমরা খেজুর কেন খাবো যেখানে মোটাচালের কেজি সত্তর টাকা হলেই আমাদের অবস্থা করুন হবে।

খেজুর নিয়ে অসৎ ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ আত্মসাতের সুযোগ দিবেন না। দেশীয় খাবার দিয়ে ইফতার করলেও রোজা হয়ে যাবে।

©Md Golam Sarwar

 #চলচ্চিত্রে একটা কথা প্রচলিত আছে- যে যতো খোলা মেলা, তার ততো মার্কেট ডিমান্ড। যারা নায়িকা হতে চায় তারা খুব ভালো ভাবে জ...
19/02/2024

#চলচ্চিত্রে একটা কথা প্রচলিত আছে- যে যতো খোলা মেলা, তার ততো মার্কেট ডিমান্ড। যারা নায়িকা হতে চায় তারা খুব ভালো ভাবে জেনে বুঝেই সিদ্ধান্ত নেয়। তারা জানে চলচ্চিত্র মানে অশ্লী*লতা, হা*রাম, নষ্টামি ভরপুর।

আর নায়িকারা আর দশটা সাধারণ নারীদের চেয়ে আলাদা। তাই খোলামেলা ভাবে চলাফেরা করবে- এটাই স্বাভাবিক। আপনি তাদের কাছে পর্দা করে চলাফেরা আশা করেন কিভাবে ? যদি তারা পর্দা করেই চলাফেরা করতো।‌ নিশ্চয়ই তারা নায়িকা হতো না। তারা জেনে বুঝেই অশ্লী*লতাকে বেছে নিয়েছে।

অপু বিশ্বাসের কাপড় একটু এদিক সেদিক হলেই- শুরু হয় ট্রল। ছিঃ ছিঃ অপু বিশ্বাস এটা কি পরছে? এটা ঠিক হয়নি। তখন সুশীল সমাজের বিবেক নাড়া দিয়ে উঠে।‌ তাদের ঘুম ভেঙ্গে যায়। আবার বুবলি যখন সামনের সাইট ঢেকে রেখে ব্যাকসাইট খোলা ময়দান বানিয়ে রাখে তখন সুশীল সমাজের বিবেক জাগ্রত হয় না। বুবলির আজকের ড্রেস ৯০ দশকের অ*শ্লীলতাকে আবার মনে করিয়ে দিলো। তবে এটাকে আমি অস্বাভাবিক ভাবে দেখছি না। নায়িকা হিসেবে ড্রেস ঠিক আছে।

অস্বাভাবিক লাগে তখনই- যখন অপু বিশ্বাস বা অন্যে কারো বেলায় সব হা*রাম আর বুবলি বা অন্যেদের বেলায় সব হালাল। এটা সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষের কাছে কাম্য নয়। সবাইকে সমান চোখে দেখবে এটাই স্বাভাবিক। সবার বেলায় এক নিয়ম।

তবে যদি আমি বুবলিকে বীরের মা হিসেবে দেখি- তাহলে বুবলি যেটা করছে মোটেও ঠিক করেনি। প্রতোকের কাছেই অস্বাভাবিক লাগবে। আশাকরি নেক্সট টাইম খোলামেলা ড্রেস পরিধান এর ক্ষেত্রে নজর দিবে।

একটা জিনিস খেয়াল করবেন- এক সময় পরীমনি খোলামেলা ড্রেস পরতো। মা হওয়ার পর থেকে সে খোলামেলা ড্রেস পরা একদম বন্ধ করে দিয়েছে। যেকোনো প্রোগ্রামে শাড়ি পরে যায়। এতেই তাকে রুপকথার রাজকন্যার মতো লাগে। ব্যাকসাইট বা সামনের সাইট দেখিয়ে নজরে আসতে হয় না।

নবী করিম (সাঃ) বলেছেন, তোমরা কুরআন পড়,কেননা কি'য়া' মতের দিন সে তারসাথিদের জন্য সুপারিশ করবে। 🌿{সহিহ মুসলিম হাদিস-১৯১০}🌿
28/01/2024

নবী করিম (সাঃ) বলেছেন, তোমরা কুরআন পড়,
কেননা কি'য়া' মতের দিন সে তার
সাথিদের জন্য সুপারিশ করবে।

🌿{সহিহ মুসলিম হাদিস-১৯১০}🌿

21/01/2024

আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন।

আলহামদুলিল্লাহ আবারও বিশ্ব সেরা হলেন আমাদের সবার প্রিয় হাফেজ সালেহ আহমেদ তাকরিম।দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২০...
15/01/2024

আলহামদুলিল্লাহ আবারও বিশ্ব সেরা হলেন আমাদের সবার প্রিয় হাফেজ সালেহ আহমেদ তাকরিম।

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২০২৪ ইং বিশ্বের ৭০ টি দেশকে পিছনে ফেলে আবারও বিশ্বসেরা হলেন বাংলাদেশের ১৭ কোটি মানুষের গর্ব হাফেজ সালেহ আহমদ তাকরিম।

✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️
31/12/2023

✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️

মাত্র ১ সপ্তাহ পেঁয়াজ ক্রয় বন্ধ রাখুন, প্রয়োজনে ১ কেজি বা আধা কেজি ক্রয় করুন, পেয়াজ পচনশীল পন্য, সিন্ডিকেট ভেঙে যাবে...
10/12/2023

মাত্র ১ সপ্তাহ পেঁয়াজ ক্রয় বন্ধ রাখুন, প্রয়োজনে ১ কেজি বা আধা কেজি ক্রয় করুন, পেয়াজ পচনশীল পন্য, সিন্ডিকেট ভেঙে যাবে।

কোরআনের পাখিদের সাথে কিছু সময় কাটালাম,সবাই তাদের জন্য দোয়া করবেন।
06/12/2023

কোরআনের পাখিদের সাথে কিছু সময় কাটালাম,সবাই তাদের জন্য দোয়া করবেন।

31/10/2023

আলহামদুলিল্লাহ সোনালী হাইব্রি মুরগির বাচ্চা নিয়ে কিছু কথা।

16/10/2023

আলহামদুলিল্লাহ,
মসজিদ শেষ করতে এসে নিজেই চিৎপটাং

13/10/2023

জাগো মুসলিম জাগো ফিলিস্তিন জিন্দাবাদ ইসরাইল নিপাত যাক,সবাই প্রতিবাদ গড়ে তুলুন।

13/10/2023

ক্ষেপেছে মুসলিম জনতা ফিলিস্তিন জিন্দাবাদ ইসরাইল নিপাত যাক প্রতিবাদ করার জন্য Md Rafiq কাকাকে অসংখ্য ধন্যবাদ।

09/10/2023

জামাতের প্রথম দরজা খুলবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম।

08/10/2023

জান্নাতের প্রথম দরজা খুলবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ)

04/10/2023

১ লক্ষ ২৪ হাজার নবী পৃথিবীতে এসেছেন; এর মধ্যে শ্রেষ্ট নবী হযরত মুহাম্মদ (সাঃ)।
-সুবহানআল্লাহ!!!

18/09/2023

পথে পথে চলতে চলতে।

16/09/2023
15/09/2023

আপন মানুষ চেনার উপায়,ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন।

14/09/2023

এসব কিছু আমরা সকলে পরিহার করতে হবে,না হয় জীবন ধ্বংস,সবাই ভিডিওটি দেখবেন এড়িয়ে যাবেন না।

13/09/2023

আল্লাহ তুমি সবাইকে কাবা শরীফ যাওয়ার তৌফিক দান করো আমিন কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।

11/09/2023

নোয়াখালীতে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হইতেছে।

10/09/2023

বিদ্যুতের লোডশেডিং এর জালাই আর বাচিনা? আপনারা কি ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছেন,কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

Address

Dhaka

Telephone

+8801627952714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Choton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Choton:

Videos

Share

Category



You may also like