Musa Ebrahim

Musa Ebrahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musa Ebrahim, Digital creator, Dhaka.

05/11/2024

কয়েক কোটি বছর ঘুরতে যাইনা😔

সাজেক ভেলী কে কতবার গিয়েছেন?
02/11/2024

সাজেক ভেলী কে কতবার গিয়েছেন?

01/11/2024

সেদিন আমরা পানি দিয়েছিলাম,
আর বিনিময়ে
তোমরা আমাদের গুলি দিয়েছিলে।😔

খুব শিঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সাজেকের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইনশাআল্লাহ আগের মতো আবার দৌড়ঝাপ হবে।
29/10/2024

খুব শিঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সাজেকের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।
ইনশাআল্লাহ আগের মতো আবার দৌড়ঝাপ হবে।

11/10/2024

দেশকে অশান্ত করার উদ্দেশ্যে যাঁরা সাম্প্রদায়িক উস্কানিমূলক খেলায় মেতেছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই;

দেশে যদি একবার সাম্প্রদায়িক দা*ঙ্গা লেগেই যায় তবে কি সামলাতে পারবেন এই আবেগি বাঙালিদের,?
পারবেন কি? র*ক*তের বন্যা থামাতে,?

নোংরা রাজনৈতিক ফায়দা লুটার জনাল্য, ছোট্ট একটা ইস্যু পেলেই সেইটাকে সাম্প্রদায়িক ইস্যুতে রূপান্তর করেন।

শোনেন! আগুন নিয়ে খেইলেন না।

একবার আ*গু*ন লেগে গেলে কেউ-ই আর বাঁচতে পারবো না জ্ব*লে মরবেন সবাই।
তখন অসাম্প্রদায়িক দেশ চাই বলার মতো কোনো সম্প্রদায় আর বেচে থাকবেনা।

অতএব আবেগী বাঙালি না হয়ে, কোনটা ষড়যন্ত্র, কোনটা উস্কানি সেটা সনাক্ত করুন আবেগে আর গুজবে গা ভাসাইয়েন না।
যাচাই বাছাই করুন।

এতে, দেশ, জাতি, সম্প্রদায় সবাই ভালো থাকবে।

ধন্যবাদ সবাইকে।

✍ Musa Ebrahim

কে কত পাইলেন জানাইয়েন।সবাই কিছু কিছু দিয়ে একটা সমাজসেবা সংগঠন  করবো। 🙂এবং পলাতক নেতাদের জন্য একটা আশ্রম খুলবো, কারন ২৬ ত...
26/09/2024

কে কত পাইলেন জানাইয়েন।
সবাই কিছু কিছু দিয়ে একটা সমাজসেবা সংগঠন করবো। 🙂
এবং পলাতক নেতাদের জন্য একটা আশ্রম খুলবো, কারন ২৬ তারিখ অলরেডি চলে যাচ্ছে।🙂
আমরা সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিতে চাই।🙂

কে কত পাইলেন জানাইয়েন।সবাই কিছু কিছু দিয়ে একটা সমাজসেবা সংগঠন  করবো। এবং পলাতক নেতাদের জন্য একটা আশ্রম খুলবো, কারন ২৬ তা...
26/09/2024

কে কত পাইলেন জানাইয়েন।
সবাই কিছু কিছু দিয়ে একটা সমাজসেবা সংগঠন করবো।
এবং পলাতক নেতাদের জন্য একটা আশ্রম খুলবো, কারন ২৬ তারিখ অলরেডি চলে যাচ্ছে।🙂
আমরা সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিতে চাই।🙂

অশান্ত পাহাড় শান্ত হোক সকলের মাঝেসম্পৃতির শান্তিফিরে আসুকইন্ডিয়া বাংলাদেশ সিমান্ত, রামগড়, খাগড়াছড়ি।
25/09/2024

অশান্ত পাহাড়
শান্ত হোক
সকলের মাঝে
সম্পৃতির শান্তি
ফিরে আসুক

ইন্ডিয়া বাংলাদেশ সিমান্ত, রামগড়, খাগড়াছড়ি।

24/09/2024

সাজেকে আটকে থাকা পর্যটকদের আর্মি স্কট দিয়ে নামিয়ে আনা হচ্ছে।
আর্মি,পুলিশ, বিজিবি,আনসার ব্যাটালিয়ন সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি ২/৩ দিনের মধ্যে সাজেকের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে
ইনশাআল্লাহ।


ক্যাপশন কি হতে পারে?
15/09/2024

ক্যাপশন কি হতে পারে?

আজকের আমাদের রাস্তা সংস্কার,ডালপালা পরিষ্কার, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোকে আলোকিত করা প্রজেক্টের একাংশ। আশা করি আমাদের এই ...
11/09/2024

আজকের আমাদের রাস্তা সংস্কার,ডালপালা পরিষ্কার, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোকে আলোকিত করা প্রজেক্টের একাংশ।
আশা করি আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

সকলেই আনন্দের সাথে শ্রম দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেছে। আমাদের সেচ্ছাসেবী কয়েকজন আজকে ভিমরুলের হুল খেয়েছে। 🙂
অনেকে স্বেচ্ছাসেবিদের নাস্তার ব্যবস্থা করেছে।
সকলের ত্যাগগুলোকে আল্লাহ কবুল করুক আমিন।

এ যেনো প্রাণ ফিরে পাওয়ার সাদৃশ্য। দীর্ঘ দিন পর আবার আমাদের এলাকা আলোয় আলোকিত। সকলের দেওয়া অর্থ, শ্রম,ত্যাগ আল্লাহ তায়ালা...
11/09/2024

এ যেনো প্রাণ ফিরে পাওয়ার সাদৃশ্য।
দীর্ঘ দিন পর আবার আমাদের এলাকা আলোয় আলোকিত। সকলের দেওয়া অর্থ, শ্রম,ত্যাগ আল্লাহ তায়ালা কবুল করুক, এর প্রতিদান বহুগুনে ফিরিয়ে দিক আমিন।

10/09/2024

ভাঙা রাস্তা মেরামতের কাজ রাস্তার দুই পাশের গাছের ডালপালা পরিস্কার অবশেষে এলাকার যুবকদের নিজস্ব অর্থায়নে নিজ উদ্যোগেই শুরু হলো।
কালকে থেকে লাইটিং সহ
ধাপে ধাপে আরো কাজ দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।

এলাকার সকলের নিজ উদ্যোগে এলাকায় রাস্তা সংস্কার রাস্তার দুই পাশের গাচের ডালপালা পরিষ্কার কাজ চলমান। আগামীকাল রাস্তার বিভি...
10/09/2024

এলাকার সকলের নিজ উদ্যোগে এলাকায় রাস্তা সংস্কার রাস্তার দুই পাশের গাচের ডালপালা পরিষ্কার কাজ চলমান। আগামীকাল রাস্তার বিভিন্ন পয়েন্টে লাইট লাগানোর কাজও চলবে।
আশা করি এই ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

যদি তুমি ভয় পাওতবে তুমি শেষ।যদি তুমি রুখে দাড়াওতবেই বাংলাদেশ। আজকের রংতুলি আয়োজন। মিরপুর,কালশি,ইসিবি চত্বর।
11/08/2024

যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ।
যদি তুমি রুখে দাড়াও
তবেই বাংলাদেশ।

আজকের রংতুলি আয়োজন।
মিরপুর,কালশি,ইসিবি চত্বর।

10/08/2024

মোমবাতি প্রজ্জ্বলন।
ফায়ার সার্ভিস মাঠ মিরপুর ১০।

04/08/2024

আধার পেরোলেই ভোর হয়।
বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

18/07/2024

কিসের সংলাপ,?
র*ক্তে*র
হিসাব আগে দে।

Address

Dhaka

Telephone

+8801609420332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musa Ebrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share