Md.Sabbir Bokthier

Md.Sabbir Bokthier কার কিসে হয় ..?
আমার তো গানেই নেশা হয়

কার কিসে হয় , আমারতো গানেই নেশা হয় , বলতে পারেন গান পাগলা একটা ছেলে আমি, গানের পরে ঘুরতে ভালবাসি , সপ্ন অনেক বড় , দেখতে যখন পেরেছি বাস্তবায়ন ও করতে পারবো এই ইচ্ছা সক্তি নিয়েই বেচে আছি, সব কিছুতো আল্লাহ্ হাতে, জানি আল্লাহ্ নিরাশ করবেনা ,এতদুর যখন এসেছি শেষটা না দেখে কি আর মরতে পারি .

Dear❤
11/01/2024

Dear❤

11/01/2024

🙂

08/01/2024

আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি,
তাদের অ'বহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কি ভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়।

আমার বস আমাকে উদ্দেশ্য করে কথা গুলো লিখেছে , আহ্ মনে শান্তি লাগে , কেউ একজন আমাকে ভালবাসে , আহ্ মনে একটা প্রশান্তি যাগে ...
31/12/2023

আমার বস আমাকে উদ্দেশ্য করে কথা গুলো লিখেছে , আহ্ মনে শান্তি লাগে , কেউ একজন আমাকে ভালবাসে ,
আহ্ মনে একটা প্রশান্তি যাগে গুরুজি আমায় তার ছন্দে প্রকাশ করেছে ,

অধম তার প্রতিটি কদম
আবেগের বশে অবুঝের মতো
নিজেই পথ ভেঙে যাওয়ার চেষ্টা করে...
বাধার ঘরে কাঠিনারে
চৌকস পাহারাদারে...
উদ্ভট চিন্তার দ্বারে!
অধম:- একলা পাখি..
Happy New Year 2024

COMING SOON

31/12/2023

সব না পাওয়ার হিসেব যেন এই নভেম্বর আর ডিসেম্বরেই!'🙂
06/12/2023

সব না পাওয়ার হিসেব যেন এই নভেম্বর আর ডিসেম্বরেই!'🙂

05/12/2023

I Know Your Skills
and you have strength
but trust me you choose a wrong person to play.
Revenge Is not Experide
I will come back
when my mood☺

11/11/2023

ভালোবাসা জিনিসটাই মিথ্যা। আপেক্ষিক একটা একটা জিনিস। কে কার সাথে কতটুকু প্রয়োজনে থাকবে এটার একটা নাম দেয়া শুধু। সম্পূর্ণ নিঃস্বার্থ হলে মানতাম যে এই জিনিস আছে। এমনকি মা বাবারও এই জিনিস উঠানামা করে পরিস্থিতি অনুযায়ী। আমরা আমাদেরটা করছি এবার তোমাদের পালা। মা বাাবারা এতো করেন যে সেখানেও কৃতজ্ঞ থাকতে বলা হয়। এটা গিভ এন্ড টেক জিনিস। মানুষ ১০০% প্রয়োজনে সংসার শুরু করে। যার প্রয়োজন যত বেশী তার প্রতি টান ততবেশী। এইসব ভালোবাসা বলতে কিছু নাই। এটার নাম হওয়া উচিত ছিলো প্রয়োজন। আর বলা উচিত আমি তোমাকে প্রয়োজন মনে করি। আই নিড ইউ সো মাচ😁
শুধুমাত্র সৃষ্টিকর্তার আমাদের প্রয়োজন নেই।। সৃষ্টিকর্তাই শুধু ভালোবাসতে পারে।
তাই কেও চলে গেলে তার প্রয়োজন শেষ। আবার চলে আসলে প্রয়োজন পড়ছে ☺

25/09/2023

Amar hat bandhibi pa bandhibi mon bandhibi kemone

22/07/2023

ESHWAR | PRIYOTOMA | PRINCE MAHMUD X RIYAD

18/07/2023

আমরা জমজ দু্ই ভাই গানের আড্ডায়
গান: প্রেমে পরা বারন

18/07/2023

Huian Bechan Pehli bar | MSB

17/07/2023

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে

17/07/2023

Maya Barash ken re bondhu

17/07/2023

সুন্দর এর অহংকার একদিন ভাংবেরে তোমার

আমার সুরে নাটকের টাইটেল গান  বিদেশ ফেরত জামাই  নাটকটি দেখুন আমার গান শুনুন আশা করি গান নাটক ২ টাই ভাল লাগবে 🙂Ekushey ETV...
16/07/2023

আমার সুরে নাটকের টাইটেল গান বিদেশ ফেরত জামাই নাটকটি দেখুন আমার গান শুনুন আশা করি গান নাটক ২ টাই ভাল লাগবে 🙂
Ekushey ETV তে প্রতি সপ্তাহের সোম-মঙ্গলবার রাত ০৮ঃ৩০ মিনিটে
চলবে ধারাবাহিক নাটক " বিদেশ ফেরত জামাই "

একটা মানুষ নাকি সব কাজের অপর দক্ষ হতে পারে না 🙂আমি মানুষ কে সেটাই দেখাতেই চাই আমার জীবনে না শব্দটা নাই 😊একজন বলেছিল গান ...
08/07/2023

একটা মানুষ নাকি সব কাজের অপর দক্ষ হতে পারে না 🙂
আমি মানুষ কে সেটাই দেখাতেই চাই আমার জীবনে না শব্দটা নাই 😊
একজন বলেছিল গান নিয়ে থাকতে আর কিছু হবে না আমার ধারা হয়ে গেলাম ইডিটর , আরেকজন বলেছিল সব বাদ দিয়া ইডিট নিয়া থাকো ইডিটে টাকা আছে আগে ইনকাম করো পরে সখ পুরোন কইরো হয়ে গেলাম ক্যামেরা ম্যান 🙂হ্যা আমি একাই একটা প্রডাকশন 🙂
তাদের ধন্যবাদ জারা উত্তসাহিত না করে মানসিকতা খারাপ করে দিয়ে ছিলেন , তাদের জন্যই তো জেদ পুষেছি নিজের জন্য কিছু আর্জন করেছি😇
কি লাগবে আমার , গান লিখতে পারি , সুর করেতে পারি , এডিট করতে পারি , ক্যামেরা চালাইতে পারি .🙂হ্যা আমি একাই একটা প্রডাকশন 🙂 কিছু বছর পর কিছু মানুষদের জবাব দিবো , শুধু সময়ের অপেক্ষা , আর হ্যা জবাব টা হবে আমার কাজ দিয়ে 🙂

07/07/2023

ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায় | Vab Ache Jar Gaye Dekhle Tare Chena Jay

07/07/2023

ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা জায় | Ashok Bala | Rakibul Rakib | MSB

02/07/2023

জিতে গেছো তুমি
হয়তো বা আমি
জিতে গেছে কাগজ আর কলম,
এই ক্ষত সারবে না বেচে থাকতে কোনদিন
দাও যদি পৃথিবীর সেরা কোন মলম☺
বানিয়ে ছিলাম রানি ,রুপ বদলে হইলা কালনাগিনি
দেখবা আর আফসোস করবা সেদিন
যেদিন শুনবা আমার সুখের কাহিনি

30/06/2023

আহ কি আসাধরন গান 😍

28/06/2023

এই যে দুনিয়া কিসেরো লাগিয়া , কত যন্তে গড়াইয়াছেন সাই
সাউন্ড প্রবলেমের কারনে আনেক লিররিক্স বাদ পরেছে , যত টুকু আছে আসা করি ভাল লাগবে

26/06/2023

চোর খুনিদের হয়রে বিচার আইন আদালতে মন ভাংগার হয়না বিচার এই দুনিয়ার বুকে
তোর নামে দেবো বিচার খোদার আদালতে🙂

22/06/2023

কেউ হারামে জড়িয়ে প্রশান্তি খোঁজে নিজের
কেউ হালালের অপেক্ষায় চোখ ভেজায় ☺
দুটি অন্তর যে অনেকটা পার্থক্যের ☺

20/06/2023

আমার অন্তরেতে জ্বালা না না সইতে পারি না
এমন আগুন জ্বলে বুকে কইতে পারি না 🙂

20/06/2023

মানুষের সৌন্দর্য চেহারার থাকে না ,
থাকে মায়ায়।
যার প্রতি যতখানি মায়া ,
তারে ততখানি সুন্দর লাগে ☺

19/06/2023

যত যন্ত্রনা তুমি দিয়েছো আমায় , দিয়োছো যত জ্বালা , একদিন দিগুন হয়ে তোমাকেই পোরাবে 🥰
গানটা শুধু তোমার জন্য কথাগুলো মনে রাইখো 🙂

Address

Boro Moghbazer, Dilu Road
Dhaka
1217

Telephone

+8801609794518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sabbir Bokthier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Sabbir Bokthier:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All