Ayesha's Story

Ayesha's Story Our customers are our first priority, give Us a chance and check 's_Story

26/09/2024
20/09/2024

মিরপুরবাসী যে একটা স্বতন্ত্র দেশ চায় নি এটাই আলহামদুলিল্লাহ।
না মানে দেখেন আশেপাশে
দুইটা ক্যান্টনমেন্ট,
দুইটা এয়ার বেজ,
গেট ঘুরিয়ে দিলে দুইটা বিমানবন্দর,
মাথার উপরে মেট্রো,
সাথে ক্রিকেট স্টেডিয়াম,
তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়, (MIST, BUP, & Maritime University),
কয়েকটা শিল্পাঞ্চল,
আবার ওই পাশে তুরাগ নদী,
চাষাবাদের জন্য আলুবদি গ্রাম তো আছেই।
জনসংখ্যা ও ৫০ লাখের উপর।
কয়েকটা জাতীয় স্থাপনা আবার এখানেই।

Collected

23/08/2024

Allah sobaike bonya theke hefajot korun.. Ameen

আমার এই বিল্ডিং ভূঁইয়া টাওয়ার সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হলো ।এটি একটি ২৮ ইউনিটের বাড়ি। আশা করি ১...
23/08/2024

আমার এই বিল্ডিং ভূঁইয়া টাওয়ার সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হলো ।এটি একটি ২৮ ইউনিটের বাড়ি। আশা করি ১০০০ হাজারের বেশি লোক উপকৃত হবেন।
স্থান বিরিন্ছি সদর হাসপাতাল মোড় ,কামরুল ম্যানসন, ফেনী।
আপনারা যারা পানি বন্দি হয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য আসার জন্য আহ্বান জানাচ্ছি ।
ভূঁইয়া টাওয়ারের সত্তাধিকারি জনাব শিপন ভূঁইয়া।
যোগাযোগ এর জন্য
মিরাজ ভূঁইয়া: 01844286180
রেশমা: 01820088738
শামিম: 01601723717
শিপন ভূঁইয়া: 01885505520/ 01705041876

সংগৃহীত

বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বললো বাচ্চাটা দেইখেন। বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি। এক ৯০ বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছে আজ ...
23/08/2024

বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বললো বাচ্চাটা দেইখেন। বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি। এক ৯০ বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছে আজ কি কে'য়ামত?
বাচ্চাটা কোলে দিয়ে তার বাপ বললো বাচ্চাটা দেইখেন। বাপকে রেখে মাকে সহ বাচ্চা নিয়ে আসছি। এক ৯০ বছরের বৃদ্ধ জিজ্ঞেস করছে আজ কি কে'য়ামত?
হে আল্লাহ সবাইকে বন্যার পানি থেকে রক্ষা করুন আমিন 🤲

Absolutely right👉
22/08/2024

Absolutely right👉

Subhan Allah😍
21/08/2024

Subhan Allah😍

সবচেয়ে বিশ্রী অহংকার হলো "ইবাদতের অহংকার"।পাঁচ ওয়াক্ত সালাত আর এক খতম কোরআন পড়ে যদি নিজের মধ্যে কিঞ্চিৎ সুপিরিয়র ভাব চলে...
21/08/2024

সবচেয়ে বিশ্রী অহংকার হলো "ইবাদতের অহংকার"।

পাঁচ ওয়াক্ত সালাত আর এক খতম কোরআন পড়ে যদি নিজের মধ্যে কিঞ্চিৎ সুপিরিয়র ভাব চলে আসে এবং দুই টা লেকচার শুনে যদি হুট করেই সবাইকে জাহেল মনে হয়!!

তাহলে ধরে নিবেন আপনি ইসলামের সবচেয়ে প্রাচীন পাপের পথে হাঁটছেন!
যে পথে হেঁটেছিল বিতাড়িত শয়তান।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

How is it?🤩
21/08/2024

How is it?🤩

🤩অফার 🤩 অফার 🤩 অফার🤩প্রতিটি ড্রেসে পাচ্ছেন বিশেষ ছাড়। ✌️✌️প্রতিটি শর্ট টপস মূল্য মাত্র  ৩০০৳ ✌️👌এখনি অর্ডার করুন আপনার প...
23/02/2024

🤩অফার 🤩 অফার 🤩 অফার🤩
প্রতিটি ড্রেসে পাচ্ছেন বিশেষ ছাড়। ✌️✌️
প্রতিটি শর্ট টপস মূল্য মাত্র ৩০০৳ ✌️👌
এখনি অর্ডার করুন আপনার পছন্দের ড্রেস টি স্টক আউট হওয়ার আগেই।😎😎

দিদির জন্যে শেষে ১০টাকা ছাড় দিতে শুরুতেই ৫০টাকা বেশি চেয়ে বসে🤓সবখানেই রাজনীতি।🙃
21/02/2024

দিদির জন্যে শেষে ১০টাকা ছাড় দিতে শুরুতেই ৫০টাকা বেশি চেয়ে বসে🤓
সবখানেই রাজনীতি।🙃

পিউর আড়ং কটন শাড়ী অফার প্রাইস 850টাকা১৩.৫ হাত লম্বা রানিং ব্লাউজ পিছ
12/02/2024

পিউর আড়ং কটন শাড়ী
অফার প্রাইস 850টাকা
১৩.৫ হাত লম্বা রানিং ব্লাউজ পিছ

28/01/2024

আজকাল আমার সাথে অহরহ একটা ঘটনা ঘটছে, যেটা আমি আমার সরল মনে কিছুতেই মেলাতে পারছি না। ঘটনাটা বলছি....
দুপুরে বাসা থেকে কল আসলো। বউ ফোন করে জিজ্ঞেস করলো, ‘রাতে কি রান্না করবে।’ চমৎকার বউসুলভ প্রশ্ন।
কিন্তু যেহেতু চাকরিজীবী বউ, তাকে তো আর পোলাও-কোরমা রান্না করার কথা বলা যায় না!
বুদ্ধি করে বলে দিলাম, ‘ডাল আর ডিমভাজি হলেই আমার চলবে!’সহজ রান্না।কষ্ট কম।আমি কারো কষ্টের কারণ হতে চাই না।
সন্ধায় বাসায় ফিরলাম। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রান্না হয়েছে - পোলাও, মুরগির রোস্ট আর ডিম ভুনা।
ব্যাপারটা দেখে একটু খটকা লাগলো।আজকে আবার বার্থডে বা অ্যানিভারসারির মত কোন উটকো উপলক্ষ- টুপলক্ষ নেইতো!ভুলে গেলেই তো আবার বিপদ!মনে মনে হিসাব কষা শুরু করলাম।
আজকে কি বউয়ের বার্থডে? - না, ক্যানসেল।
আমার বার্থডে? - না, ক্যানসেল।
আমাদের অ্যানিভারসারি? - না, তাও না, ক্যানসেল।
কি হতে পারে, কি হতে পারে!মনে মনে আবার হিসাব করা শুরু করলাম।অনেক হিসেব আর এলগরিদম মিলিয়ে একটাই সল্যুশন বের করতে পারলাম।
২০২০ এর লিপ ইয়ারে ৩৬৬ দিন ধরে আজ আমাদের বিয়ের ১৯৯৯ তম দিন।এটা কি একটা কারণ হতে পারে!১৯৯৯তম দিন কি কোন সেলিব্রেট করার দিবস? না, মানে, মানুষ কি সেলিব্রেট করে? নাকি রাত ১২ টার পর ২০০০তম দিন হবে, সেইটা কারণ?
কি জানি, হয়তো আমি একটু বেশিই ভাবছি। হয়তো এসব কিছুই না!কিন্তু তাও, রিস্ক নিয়ে লাভ নেই।সাথে সাথে নীচে যেয়ে কয়েকটা গোলাপ কিনে আনলাম। গোলাপ হচ্ছে গিফটের আলু!
আলু যেমন সব তরকারির সাথে যায়, গিফট হিসেবে গোলাপও যে কোন কিছুর সাথেই যায়!
ডিনার শেষে বউকে বললাম, – ‘ রান্না চমৎকার হয়েছে। ’
আর গোলাপগুলো হতে দিয়ে বললাম, ❝ হ্যাপি গুড ডে ❞
বউ কিছু বললো না। মুচকি হাসলো।'হ্যাপি ১৯৯৯তম দিন' আর বললাম না, চেপে গেলাম।
আমার এলগরিদমের হিসেব অনুযায়ী যদি ও না ভেবে থাকে!
থাক, রিস্ক নিলাম না।কিন্তু আমার সব হিসাব ভুল। সেদিন আসলে কোন ডে- ফে ছিল না। বউ এমনিতেই ভালো মন্দ রান্না করেছিলো।সেদিনের ব্যাপার ওখানেই শেষ।
'
'
'
এরপর আরেকদিন.....
বউ ফোন করে জিজ্ঞেস করলো, ‘রাতে কি রান্না করবে।’
আমি আবারও বললাম, ‘ডাল আর ডিমভাজি হলেই আমার চলবে।’
পয়েন্ট টু বি নোটেড - এখানেই একটা ব্যাপার বোঝার আছে।একদিন পোলাও রোস্ট রান্না করেছে বলেই সেটাকে গ্যারান্টেড হিসেবে ধরে নেওয়া যাবে না।মনে রাখতে হবে "পোলাও-রোস্ট ইজ আ প্রিভিলেজ, নট আ রাইট!" ম্যাক্সিমাম পুরুষই এই পয়েন্টে এসে ধরা খায় - পোলাও রোস্টকে গ্যারান্টেড ধরে নেয়।আমি সেই ভুল করলাম না।
সন্ধায় বাসায় ফিরলাম। রাতে খেতে বসে দেখলাম সেদিন রান্না হয়েছে - ভুনা খিচুড়ি, গরু ভুনা আর বেগুন ভাজি।
ডিনার শেষে বউকে বললাম, ‘রান্না চমৎকার হয়েছে।’ বউ আবারও কিছু বললো না। হালকা হাসলো।
'
'
এরপর আরেকদিন......
বউ জিজ্ঞেস করলো রাতে কি রান্না করবে।
আমি আবারও বললাম, ‘ডাল আর ডিমভাজি হলেই চলে আমার!’
রাতে বাসায় ফিরে খেতে বসে দেখি, রান্না হয়েছে - গরুর নেহারি আর গরম গরম ছিটে রুটি।
বাহ চমৎকার!চমৎকার এই ব্যাপারটার কি উপমা দেওয়া যেতে পারে? 'মেঘ না চাইতেই বৃষ্টি' নাকি 'অতি ভক্তি চোরের লক্ষণ'?
উপমা যেটাই হোক, ততদিনে আমি ভালোমন্দ খেয়ে অভ্যস্ত।
এরপর আরেকদিন........
তার পরের দিন........
তারপরেও একদিন.......
আরো অনেকবার.... অনেকদিন.....
বউ ফোন করে জিজ্ঞেস করে, ‘রাতে কি রান্না করবে।’
ততদিনে ডাল, আলু ভর্তা আর ডিমভাজি বলতে বলতে আমিও ক্লান্ত। আর এসবতো ও রান্নাও করে না, বরং ভালো কিছুই করে সব সময়।
কিন্তু কথায় আছে - ' To err is human', মানে 'পুরুষ মাত্রই ভুল' !
পুরুষ মানুষ ভুল করবেই। আজ হোক, কাল হোক- করবেই।তাই আমিও সাহস করে বলে ফেললাম - “ রূপচাঁদা ভুনা আর খাসির কলিজা করো, সাথে পোলাও বা খিচুড়ি। ”
বাসায় ফিরলাম।রাতে খেতে বসে দেখি শুটকো বরবটি ভাজি আর উস্তে তরকারি, তাও আলু ছাড়া (আমাদের এলাকায় করোল্লাকে উস্তে বলা হয়)।
হাসিমুখে বললাম,
- “ কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম কলিজা আর রূপচাঁদা রান্না করতে? ”
ব্যাস.............বিষ্ফোরণ!
একটা কথা......জাস্ট এই একটা সামান্য কথা আমাকে সংসারের সব হিসাব - নিকাশ বুঝায়ে দিলো।এই একটা সহজ প্রশ্নের কারণে আমি পাল্টা যেসব প্রশ্ন শুনলাম তার কিছু অংশ অনেকটা এরকম...
- প্রতিদিন ভালো মন্দ খাওয়াই, একদিন না পারলেই দোষ?
- তুমিতো রান্নাও করতে পারো না, আমার কষ্ট কিভাবে বুঝবে?
- বাচ্চাও তো সামলাতে পারো না, কলিজা ভুনা খাওয়ায় সখ হয় কিভাবে?
- সংসারতো সামলাতে হয় না, কত ধানে কত চাল জানো?
- কালকে ঝুল ঝাড়ু আনতে বলেছিলাম, এনেছিলে?
- সকালে ময়লার বালতি নিচে নামিয়ে দিতে বলেছিলাম, দিয়েছিলে?
- নিজে নিজে কিছু করতে পারো না, সব কি আমার বলে দিতে হবে?
- সংসারে যে আরেক জন নতুন মানুষ আসছে, আমার শরীরের অবস্থা কেমন জিজ্ঞেস করেছো কখনো?
আরো কী কী জানি বললো! সব কথা আমি বুঝিও নাই। কিন্তু লাস্টের কথাটা শুনে খুশি হয়ে গেলাম।তাই মাফ চেয়ে উস্তে তরকারি দিয়েই খেয়ে উঠে পড়লাম।
রাতে শুয়ে জিজ্ঞেস করলাম,
– “ এমন করলে কেনো তখন? ”
– “ তুমি আজকাল খুব বেশি ভালো হয়ে গিয়েছিলে। কিছুতেই ঝগড়া করতে পারছিলাম না তাই......... ”....................................................................................
শেষ : এই গল্পটা লিখে বউকে পড়তে দিলাম, জিজ্ঞেস করলাম, ‘লেখা কেমন হয়েছে?’
বউ সাবলীল ভাবে উত্তর দিলো,
– “ ডাল আর ডিমভাজি - যেটা এতদিন পাচ্ছিলে, আজ থেকে সেটাও বন্ধ। কাল থেকে তুমি রান্না করবে। ”
-----------------------------
#রম্যগল্প
#কলমেঃ_নিশাদ_আর. প্রিতুল
-----------------------------

06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো?
কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো?
কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো?
কোনো দলের হয়ে,কয়টা টাকার জন্য,কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।
বাড়ি ফিরছিলো ওরা।যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই।ব্যাগ ভর্তি কাপড় চোপড়,বুকের ওপর প্রিয় বাচ্চাটা,পাশের সিটে জীবনসঙ্গী।বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো,"কদ্দূর আসছো?",ওরা উত্তর দিয়েছিলো,"এইতো কমলাপুর,একটু পরেই ট্রেন থেকে নামবো।ভাত খাবো এসে।"
মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে।ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।
ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে,ওটাই বাংলাদেশ।এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো।মাঝে মাঝে ভুলে যাই।মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।
আমরা আবার ভুলে যাবো,কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো।শুধু ভুলতে পারবে না সেই মানুষটা,যে ভাত নিয়ে বসে রইলো,কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"
আল্লাহ আগুনে পোড়া মানুষগুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।
#কপি পোস্ট

14/12/2023

বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, বাবাকে বলা যায় না বাবা আমার কষ্ট হচ্ছে মাথায় হাত বুলিয়ে দাও। আমরা আসলেও এতটাও বড় হতে চাইনি কখনো, যতটা বড় হলে নিজের কষ্টগুলো ভাতের লোকমার সাথে গিলে নিতে হয়। বাবাকে জড়িয়ে ধরা যার না, মায়ের কোলে শুয়ে কান্না করা যায় না। এতটাও বড় হতে চাইনি কখনো!!🥹
(স্সংগ্রহীত)

👍নায়রা কাট টু পিছ কালেকশন 👍জামা লিলেন এমবৃাটরি কাজ করা 👍ওড়না কটন ইস্কিন পিং করা 👍ওড়না ৫ হাত👍জামার লং ৪৬Inbox for price...
09/07/2023

👍নায়রা কাট টু পিছ কালেকশন
👍জামা লিলেন এমবৃাটরি কাজ করা
👍ওড়না কটন ইস্কিন পিং করা
👍ওড়না ৫ হাত
👍জামার লং ৪৬
Inbox for price and order☺️

🥰শাড়ীতেই নারী🥰👉গরমে আরামদায়ক হাল্ফ সিল্ক শাড়ীFeel free to give message for price and order..Happy Shopping....😍
09/07/2023

🥰শাড়ীতেই নারী🥰
👉গরমে আরামদায়ক হাল্ফ সিল্ক শাড়ী
Feel free to give message for price and order..
Happy Shopping....😍

🥰শাড়ীতেই নারী🥰👉গরমে আরামদায়ক হাল্ফ সিল্ক শাড়ীFeel free to give message for price and order..Happy Shopping....😍
09/07/2023

🥰শাড়ীতেই নারী🥰
👉গরমে আরামদায়ক হাল্ফ সিল্ক শাড়ী
Feel free to give message for price and order..
Happy Shopping....😍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share