Sheikh Firoz

Sheikh Firoz Travelling the wonderful world

06/05/2023

অবিশ্বাস্য এক রাশিয়া !

27/04/2023

রাশিয়ার মধ্যে আরেক বাংলাদেশ !

25/04/2023

রাশিয়ার অন্যতম সুন্দর জায়গা 🇷🇺।

16/04/2023

পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে রাশিয়া একটি🇷🇺।রাশিয়ার পথে প্রান্তরে ঘুরে বেড়ানোই আমার নেশা!

13/04/2023

রাশিয়ান ফুড🇷🇺💁

09/04/2023

একটি রাশিয়ান মাল্টা'র ক্র‍য় ইতিহাস😃🇷🇺

08/04/2023

মস্কো শহরে আপনাকে স্বাগতম... ♥️🇷🇺

06/04/2023

রাশিয়ার গুলিস্তান 😁🇷🇺

04/04/2023

রাশিয়াতে নিত্যপণ্যের দাম কেমন?

02/04/2023

রাশিয়া🇷🇺

23/03/2023

Be positve about Russia ♥️.

21/03/2023

মস্কো,রাশিয়া🇷🇺

04/03/2023

রাতের রাশিয়া 🇷🇺

26/02/2023

Russia 🇷🇺

13/02/2023

what a weather of Russia! 🫰😘

11/01/2023

Beautiful Russia🇷🇺

Dream House❤️
28/12/2022

Dream House❤️

24/12/2022

তুষার আর সাথে বৃষ্টি এমতাবস্থায় সাইকেলে মস্কো শহর ঘুরে দেখলাম 😍।

20/12/2022

Good Morning from Russia🇷🇺

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
13/12/2022

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

05/12/2022

রাশিয়াতে আসবেন কি করে.......? 🇷🇺

27/11/2022

আমার ইউটিউব চ্যানেল...কমেন্টস বক্সে দিয়ে দিলাম লিংক....

লাইভে জয়েন হতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যেন খুব সহজেই যুক্ত হতে পারেন আমার সাথে....

25/11/2022

Beautiful Moscow City, Russia 🇷🇺

20/11/2022

পুরো মস্কো শহর তন্ন তন্ন করে খুজেও অন্য দেশের একটা পতাকা পেলাম না। বিশ্বকাপ চলছে অথচ রুশদের কোন ভ্রুক্ষেপ বা উন্মাদনা নেই কারণ তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। তারা কিন্তু আপনার আমার চেয়ে কম ফুটবলপ্রেমী না।আমাদের বাংলাদেশের মানুষের জাতীয় সমস্যার শেষ নেই কিন্তু তারা একমাত্র জাতি যারা বিশ্বকাপের আমেজে বুদ হয়ে তুরি মেরে সব উড়িয়ে দিচ্ছে। এদেশের একটা মানুষ বিশ্বকাপ নিয়ে দিনে ৪/৫ টি পোস্ট দেয় এবং একজন অন্যজনের সাথে তর্কে লিপ্ত হয়ে মা*রা*মা*রি পর্যন্ত করতে পারে। কিন্তু দেশের জাতীয় সমস্যা নিয়ে একটু লিখতে বা প্রটেস্ট করতে ভয় পায়। এদিকে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ হাপিত্যেশ করছে সেদিকে দেখার কেউ নেই।থাকেন ভাই আপনারা বিশ্বকাপ নিয়া,আমি আছি আগামিকাল কিভাবে সারভাইব করব সেটা নিয়ে কারণ আমার ঘরে খাবার নেই....

17/11/2022

রাশিয়ার 🇷🇺 শীতের সকাল....

10/11/2022

আড্ডা ফ্রম রাশিয়া 🇷🇺

08/11/2022

লাইভ আড্ডা রাশিয়া হতে 🇷🇺....

07/11/2022

ঢাকায় একটি আন্তর্জাতিক ( সাইন বোর্ডে তাই লেখা ! ) এয়ারপোর্ট আছে।

কিন্তু এটাই দুনিয়ার একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট যার সাথে পাবলিক ট্রান্সপোর্টের কোনই যোগাযোগ নাই ! না আছে সিটি বাস সার্ভিসের কোন ব্যবস্থা , না আছে কোন ট্রেন সার্ভিসের কোন ব্যবস্থা।

কারণ, বাংলাদেশে যারা এয়ারপোর্ট ব্যবহার করে তাদের সবার সুইসব্যাংকে একাউন্ট আছে এবং সবাই প্রাইভেট গাড়িতে এয়ারপোর্টে যাওয়া আসা করে , সবাই ১২০০ টাকা দিয়ে একটি দেশি মুরগি কিনে খায় !

তাই কোন পাবলিক ট্রান্সপোর্টের দরকার পরে না !

অনেকেই বলবে কেন , ঢাকা বিমান বন্দর স্ট্যাশন তো আছে !

হ্যা তা আছে , ২০/২২ ঘন্টা জার্নি করে দুই তিনটা স্যুটকেস নিয়ে , অথবা বড় বড় দুইটা বস্তা নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে ওগুলো মাথায় নিয়ে পোনে এক কিলোমিটার হাইটা , ঢাকার সবচেয়ে ব্যস্ত সড়ক পার হয়ে ওই স্ট্যাশনে যদি জান নিয়ে, সব মাল নিয়ে পৌঁছতে পারেন তাহলে বলা যায় আপনি একজন সুপার হিউম্যান !

এই এয়ারপোর্টে নামার পর সব ধরণের বালা মুসিবতের দোয়া পড়ার পর যদি ইমিগ্র্যাশন কাস্টমসের পুল সিরত কোন ঝামেলা ছাড়াই পার হতে পারেন তবে আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

তবে কাস্টমস থেকে বের হয়ে যেখানে গাড়িতে উঠবেন ঠিক সেখানে নিজেকে আবিষ্কার করবেন যে আপনি আসলে খাঁচায় বন্দি !

এই খাঁচার ভিতর ১০/১২ গাড়ি ঢুকতে পারে মাত্র যাত্রী নেয়ার জন্য।

স্বভাবতই , বিদেশ থেকে যারা আসে তাদের সাথে অনেক বোস্কাবাস্কি থাকে ফলে গাড়িতে উঠতে বেশ সময় লাগে।
ফলে এই খাঁচার মধ্যে গাড়ি সহজে ঢুকতে পারে না যেহেতু গাড়ি রাখার জায়গা নাই।

আপনাকে নিতে আসা ড্রাইভার খাঁচার বাইরে লাইনে দাঁড়িয়ে আছে আধাঘন্টা, মাত্র ১০০ গজ দূরে আপনাকে নেয়ার জন্য।

এইটা এমন একটি খাঁচা যে আপনি নিজে হেটে গেটের বাইরে গিয়ে গাড়িতে উঠে চলে যেতে পারবেন না , কারণ ওয়ানওয়ে সিস্টেম।

যে গাড়ি একবার এই লাইনে ঢুকছে তাকে এই খাঁচা দিয়েই বের হয়ে যেতে হবে , এছাড়া কোন উপায় নাই।

দীর্ঘ যাত্রা শেষে আপনি হয়তো টয়লেটে যাওয়ার চাপ অনুভব করছেন কিন্তু কোন উপায় নাই। আপনাকে ব্যাকসাইডের মাসল শক্ত করে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে।
আর একবার যেহেতু বেরিয়ে এসেছেন তাই এয়ারপোর্টের ভিতরেও ঢুকতে পারবেন না কাজ সারার জন্য !

তাহলে এই খাঁচা কেন বানিয়েছে যেখানে মানুষের এতো ভোগান্তি হয় !

এখানেই আমাদের জাতীয় চরিত্রের প্রথম ছাপ দেখতে পাবেন !

আমরা জাতিগত ভাবে যে নিতান্তই নিম্ন শ্রেণীর তার প্রমান হলো এই খাঁচা।

এই খাঁচা যদি না বানাতো তবে কোন বিদেশ ফেরত মানুষ তার মালসামানা নিয়ে তার বাড়িতে ফিরতে পারতো না।

চোর ডাকাত সন্ত্রাসী মাফিয়ার দল যাত্রীকে সেবার নাম করে তাদের গাড়িতে উঠিয়ে আপনার সব খসিয়ে এক কাপড়ে জানে না মেরে ( যদি দয়া করে আর কি ) রাস্তায় নামিয়ে দিবে।

তাই এই খাঁচা ঢাকা এয়ারপোর্টে খুব জরুরী, নইলে কোন প্রবাসী দেশে ফিরে বাড়িতে পৌঁছতে পারবে না ।

যাইহোক , আপনি স্রেফ গরমে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে এক সময় নিজের গাড়িতে উঠতে পারলেন , কিন্তু এক চুল আগাতে পারবেন না !

কারণ , আপনার গাড়ির সামনে আর এক ড্রাইভার রাস্তা ব্লক করে এক মিনিবাস ভর্তি আত্মীয় স্বজন নিয়ে তাদের সৌদি ফেরত জামাইকে রিসিভ করতে এসেছে।

৭ সিটের মাইক্রো থেকে একে একে ২০জন বের হয়ে জামাইকে ফুল দিচ্ছে , গ্লাসে গরম দুধ খাওয়াচ্ছে , মিষ্টি মুখ করাচ্ছে !

আপনি তো আর এই সামাজিক কালচারে ব্যাঘাত ঘটাতে পারেন না , আপনাকে অধীর ধৈর্যসহকারে গাড়িতে বসে থাকতে হবে , আর কানের কাছে আনসারের বাঁশির তীব্র আওয়াজ শুনতে হবে।

যাক , এরপর কোন এক সময় খাঁচা থেকে বের হলেন ভাবলেন এবার বুঝি রেহাই !

কিন্তু না ভোগান্তি মাত্র শুরু হলো !

আন্তর্জাতিক একটি এয়ারপোর্ট কিন্তু এর থেকে বের হয়ে মেইন রোডে উঠতে পারবেন না !

চোখের সামনে অনেকগুলো রাস্তা এবং গাড়িও আস্তে আস্তে চলছে , কিন্তু মেইন রোডে উঠতে পারবেন না।

কারণ আগের সেই গোলচক্করে যাওয়ার রাস্তা বন্ধ , এয়ারপোর্ট উন্নয়নের কাজ চলছে।

তো এয়ারপোর্টে রাস্তার কাজ হতেই পারে , কিন্তু যাত্রী বাইরের যাবার রাস্তা নেই , আছে গোলক ধাঁধা !

সামনের কয়েকটি গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে আমাদের ড্রাইভারও যাচ্ছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য , কারণ কে কোনদিকে যাচ্ছে কেউ জানে না।

তো এক জায়গায় এক ছাতার নিচে দাঁড়ানো নিরাপত্তা রক্ষীকে দেখে জিজ্ঞেস করলো , কার্গোর দিক দিয়ে কি বের হওয়া যাবে ?!

সে কোন কথা না বলে শুধু মাথা নাড়লো , বুঝলাম তার কোনই গরজ নাই আপনি বের হতে পারেন বা না পারেন।

কার্গোর দিকে কিছুদূর যাওয়ার পর দেখা গেলো আর এক পুলিশ সব গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে।

অগত্যা আমাদের গাড়ি ঘুরে আবার সেই গোলক ধাঁধার ভিতর ফেরত আসলো।

এবার ডমেস্টিক এয়ারপোর্টের দিকে অন্য গাড়িগুলি যাচ্ছে দেখে আমাদের গাড়িও যেতে লাগলো।
কিন্তু লম্বা লাইন , গাড়ি বাম্পার টু বাম্পার , গাড়ি নড়ন চরণের কোন উপায় নাই।

কিছু সময় এভাবে পার করার পর , আমাদের গাড়ির ড্রাইভার রোড-কোন দিয়ে রাস্তা বন্ধ করার ফাঁক গাড়ি ঢুকিয়ে অজানা উদ্যেশ্যে রওনা দিলো।
মনে মনে ভাবছি নির্ঘাত ওখানে যেয়ে দেখবো রাস্তা টোটালি বন্ধ , ড্রাইভারকে আবার ঘুরে এখানেই আসতে হবে।

যাইহোক , ড্রাইভার কয়েকটি খানাখন্দ পার হয়ে একটি রাস্তায় উঠলো, যেটাতে আরো অনেক গাড়ি আটকে আছে।

এরপর সেই রাস্তা আমাদেরকে মেইন রোডে ( ঢাকা টঙ্গী রোড ) উঠতে দিলো। কিন্তু উল্টা পাশে , মানে যাবো ঢাকার দিকে কিন্তু এই রাস্তা যাচ্ছে উত্তরার দিকে !

রাস্তার মাঝখানে ডিভাইডার , উপায় নেই ওপর পাশে যাওয়ার।
মেট্রো রেলের কাজ হচ্ছে অনন্তকাল ধরে তাই একটি মাত্র লেইন যাচ্ছে উত্তরার দিকে। প্রচন্ড জ্যাম চারিদিকে !

ধীরে ধীরে আমরা উত্তরার জসিমউদ্দিন মোর পর্যন্ত গেলাম আধা ঘন্টায় , সেখানে যেয়ে গাড়ি ইউটার্ন নেয়ার সুযোগ পেলো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে !

তখন বাজে সন্ধ্যা সাতটা , বুঝতেই পারেন কি প্রচন্ড জ্যাম লেগেছিল সেই রাস্তায়।
সেখানে থেকে আড়াই ঘন্টা পরে বাসায় পৌঁছতে পেরেছিলাম সেদিন।

এই হচ্ছে ঢাকা " আন্তর্জাতিক " এয়ারপোর্ট নেমে একজন যাত্রীর বাসায় পৌঁছার কাহিনী ! 🙃
©cpoied

06/11/2022

বুঝলে তো?

30/10/2022

ভারতে ১ কেজি চিনির দাম মাত্র ৪৩ টাকা আর পাশের দেশ সিঙ্গাপুরে ১১৫-১২০ টাকা! কারণ আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যায়বার বহন করছি নিত্যপণ্যের দাম ইউরোপ আমেরিকার মত হলেও এদেশে মানুষের আয় উগান্ডার চেয়েও নিচে। মাছ, মাংস,দুধ,ডিমের দাম ত আরও অনেক আগেই মধ্যবিত্ত আর নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে শাক-সবজি ও মশলার দামও নাগালের বাইরে। পাশের দেশগুলোর সাথে আমাদের নিত্যপণ্যের দামের তুলনা করলে দেখা যায় ৬-১২ গুণ দামের পার্থক্য! এদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাদের আবার অধিকাংশ গ্রামে বাস করে এসব মানুষের বেশিরভাগের ইনকাম এতটাই কম যে কোনমতে চারটা ডাল ভাত খেতেও হিমশিম খেতে হচ্ছে তাদের এর বাইরে চিকিৎসা খরচ, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ত আছেই আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এটা ত নীল আকাশের নীল তারার মত স্বপ্ন। মাছ,মাংস,ফলমূল খাওয়া এখন মানুষের কাছে পূর্ণিমার চাঁদের মত মনে হয় ভবিষ্যতে আমরা এক পুষ্টিহীন, রোগাক্রান্ত,মেধা-শক্তিহীন, অকার্যকর জাতি পেতে চলেছি সে দিন আর বেশি দূরে না আর এর জন্য কিন্তু আমরা কাউকে দোষারোপ করতে পারবনা কারণ আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি। একদল বেকুব,নির্বোধ, দায়িত্বজ্ঞানহীন মানুষ তারপরও বলবে ঢাকাকে আকাশ থেকে দেখলে সিঙ্গাপুর মনে হয়,দেশ কানাডা হয়ে গেছে আসলে লুটপাটের টাকায় বেগম পাড়ায় বাড়ি থাকলে তা মনে হওয়াটাই স্বাভাবিক ৭১,৫১ এর চেতনা বিক্রি করে বেগম পাড়ায় বাড়ি করার নামই দেশপ্রেম।

©সংগ্রহীত

26/10/2022

একটু পরে আমি আমার আইডি থেকে লাইভে আসব....

Safora তে গিয়েছিলাম একজন সুগন্ধি লাভার হিসেবে।  ওমা! দাম তো দেখি মাত্র ৫০-৬০ হাজার টাকা ! তাই আর নিলাম না। এত কম দাম দিয়...
25/10/2022

Safora তে গিয়েছিলাম একজন সুগন্ধি লাভার হিসেবে। ওমা! দাম তো দেখি মাত্র ৫০-৬০ হাজার টাকা ! তাই আর নিলাম না। এত কম দাম দিয়ে নিব না। আরো দামটা একটু বাড়ুক.... 😄

আমার জীবনের অন্যতম সেরা একটি দিন ছিল। রাশিয়ান সরকারী স্কলারশিপ ২০২২ এর ভিসা প্রদান অনুষ্ঠান ও ফেয়ারওয়েল পার্টি।  ❤️
24/10/2022

আমার জীবনের অন্যতম সেরা একটি দিন ছিল।
রাশিয়ান সরকারী স্কলারশিপ ২০২২ এর ভিসা প্রদান অনুষ্ঠান ও ফেয়ারওয়েল পার্টি। ❤️

22/10/2022

এক জাম্বুরা ৩০০ টাকা আর নারকেল ২০০ টাকা 😲।

জীবনে একটি দিনের জন্য হলেও মস্কো শহর দেখে যাবেন...... কি অসাধারণ সব স্থাপনা 🇷🇺🍁❤️‍🔥
19/10/2022

জীবনে একটি দিনের জন্য হলেও মস্কো শহর দেখে যাবেন...... কি অসাধারণ সব স্থাপনা 🇷🇺🍁❤️‍🔥

17/10/2022

Average Bangali Dudes

17/10/2022

Eid Mubarak✌️🇧🇩🇷🇺.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Firoz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Firoz:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All

You may also like