Mahmud's

Mahmud's ____"ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা"____

মনে রাখুন-
28/09/2023

মনে রাখুন-

[প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি]   2nd paper   board
20/09/2023

[প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি] 2nd paper board

অবিভক্ত বাংলা।
18/09/2023

অবিভক্ত বাংলা।

ময়লাওয়ালা না বলে, পরিষ্কারওয়ালা বলার চর্চা করি❤️
16/09/2023

ময়লাওয়ালা না বলে, পরিষ্কারওয়ালা বলার চর্চা করি❤️

https://m.facebook.com/story.php?story_fbid=831045565089888&id=100045533557287&mibextid=Nif5oz
16/09/2023

https://m.facebook.com/story.php?story_fbid=831045565089888&id=100045533557287&mibextid=Nif5oz

আমাদের জানা মনে,
আপনি একজন স্মার্ট, পরিশীলিত, উচ্চ শিক্ষিত,
প্র্যাকটিসিং মুসলিম।
আপনার ব্যাপারে আমাদের সবারই ধারণা পজিটিভ।
আপনি বিভিন্ন আলোচনায় ইসলাম প্রাক্টিস করেন বলে বহুবার বলেছেন। তাছাড়া, আপনার উচ্চারণ, বাচনভঙ্গি ও আ্যটিটিউড সেই ইঙ্গিতই দেয়। সম্প্রতি মাসজিদে বিয়ের আকদের আয়োজন তারই প্রকৃষ্ট উদাহরণ।

আজ আপনি যাকে বিয়ে করেছেন গতকালও তিনি ছিলেন আপনার সহকর্মী। আজ তিনি আপনার ওয়াইফ, আপনার অর্ধেক দ্বীন, আপনার জীবনের পথ চলার সাথী, আলহামদুলিল্লাহ।

আপনি তাকে প্রত্যাশিতভাবেই অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছেন। মানুষের প্রত্যাশাও তাই ছিল। ইং শা আল্লাহ, আল্লাহ হয়তো আপনার জন্য উপযুক্তটাই নির্ধারণ করে দিয়েছেন।

আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো।
দোয়া রইলো আপনাদের জন্য।
আল্লাহ আপনাদের দাম্পত্যজীবনকে
বারাকাহপূর্ণ করুন, আমীন।
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير.

[অর্ধাঙ্গিনী]
গতকাল পর্যন্ত আপনার আজকের অর্ধাঙ্গিনীর
পর্দার খেলাফ যত আমল ছিলো,
সেগুলোর সব দায়ভার তাঁর নিজের,
এবং অভিভাবক হিসেবে তাঁর পিতা ও ভাইদের।

এখন তিনি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী হয়েছেন।
এমুহূর্তে তার পর্দার দায়ভার আপনার, এবং তার পর্দাহীন চলাফেরার পারলৌকিক দায় আপনাকে নিতে হবে। হাদিসের পরিভাষায় যাকে বলা হয়েছে দাইয়্যুস। রাসুল সাঃ বলেছেন, দাইয়্যুস কখনো জান্নাতে যাবে না।

তাঁর ব্যাপারে গতকাল পর্যন্ত আপনাকে
আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগতো না,
কিন্তু আজ..?
আজ তার পর্দাহীনতার গুনাহের দায়ভার
আপনাকেও নিতে হবে।

আপনি আপনার স্ত্রীকে ইসলামী ড্রেসকোডের মধ্যে রাখলে
তিনি মানুষের বদনজর থেকে বাঁচবেন,
আপনি বাঁচবেন গুনাহের দহন থেকে।
আর আপনারা হাজার হাজার যুবকের অনুপ্রেরণার বাতিঘর হওয়ায় আপনাদের অনুসরণে হাজার হাজার স্টুডেন্ট ইসলামী ড্রেসকোড পরিপালনে অনুপ্রাণিত হবে। আধুনিক যুগজামানা ও সামাজিক যোগাযোগমাধ্যম এর প্রেক্ষাপটে, হয়তো হাজারো আলেম ওয়াজ করে যতটুকু প্রভাব ফেলতে পারবেন, আপনারা এক দম্পতি মিলে সে কাজটি তার চেয়ে অনেক বেশী ও অনেক সহজে করতে পারতেন। পাশাপাশি সাদাকাহ জারিয়াহ এর বিশাল প্রাপ্তি আপনাদের একাউন্টে জমা হতো।

কতইনা উত্তম হতো, যদি এই কথাগুলো বোনটির কাছে,
ভাইটির কাছে পৌছাতো, যদি তারা এমনটি আমল করতেন। আমরাও মন ভরে দোয়া করতাম, এবং গর্ব করে বলতে পারতাম, উদাহারন হিসাবে দেখাতে পারতাম আমাদেরও প্রিয় একটি হিজাবী দম্পতি আছে।

ইংরেজিতে কথা বলতে (English Spoken) এই Rules গুলো যথেষ্ট!
16/09/2023

ইংরেজিতে কথা বলতে (English Spoken) এই Rules গুলো যথেষ্ট!

15/09/2023
A beautiful moment!❤️
15/09/2023

A beautiful moment!❤️

ইউটিউবে প্রকৃত শিক্ষকের ডেফিনেশন খুজতে গিয়ে যা পেলাম...! এমন প্রকৃত শিক্ষক কারা হতে চান?🤣
10/09/2023

ইউটিউবে প্রকৃত শিক্ষকের ডেফিনেশন খুজতে গিয়ে যা পেলাম...! এমন প্রকৃত শিক্ষক কারা হতে চান?🤣

😀
10/09/2023

😀

চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩ এর  সফল অবতরণ।  বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।সফলভাবে মঙ্গলবার বা...
23/08/2023

চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩ এর সফল অবতরণ।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।

সফলভাবে মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৩২ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বিশ্বে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়ল ভারত।

উল্লেখ্য চাঁদের উত্তর ও দক্ষিণ মেরু চাদের বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি রহস্যময় ও চ্যালেঞ্জিং। এর পূর্বে চাঁদের সকল মিশনই হয়েছে বিষুবীয় অঞ্চলে। এই প্রথম দক্ষিণ মেরুতে মানব সভ্যতার চিহ্ন স্পর্শ করলো এবং অদূর ভবিষ্যতে হয়তো অনেক রহস্য উন্মোচন হবে।

Congratulations ISRO - Indian Space Research Organisation 🇮🇳

জেনে রাখা ভাল। শিক্ষনীয়ঃ ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার...
23/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

(সংগৃহীত)

টিউশনিতে গেলাম,পড়াচ্ছি....স্টুডেন্টের পিচ্চি ছোট ভাই আসছে হাতে চকোলেট নিয়ে।এসে আমাকে বলতেছে, কাও এটা তুমি কাও।কয়েকবার না...
11/06/2023

টিউশনিতে গেলাম,পড়াচ্ছি....

স্টুডেন্টের পিচ্চি ছোট ভাই আসছে হাতে চকোলেট নিয়ে।এসে আমাকে বলতেছে, কাও এটা তুমি কাও।

কয়েকবার না করলাম।তাও শুনেনা। পিচ্চিটায় চকোলেট আমার মুখে লাগিয়ে আবারো বলতেছে কাও।আমার মুখ মেখে যাচ্ছে। বাধ্য হয়ে হা করে খেয়ে নিলাম।না খেলে মুখ নোংরা করে ফেলত আমি শিওর।

চকোলেট চিবুচ্ছি আর পড়া দেখিয়ে দিচ্ছি।খাওয়া শেষ।পিচ্চির মুখের দিকে চেয়ে দেখি ওর চোখের পানি টলমল করতেছে!

পিচ্চিটা ২হাত দিয়ে আমার মুখ ফাকা করার চেষ্টা করতেছে। কি বিরক্তিকর অবস্থা! না খেলেও জালা,খেয়েছি তাতেও জালা।

নিজেই হা করলাম।ও মুখের ভিতরে তাকিয়ে দেখে চকোলেট নাই।মানে খেয়ে ফেলছি। ওর বোঝতে দেরি ভ্যাএএএএ করে কান্না করতে দেরি নাই।
পাশের রুম থেকে স্টুর মা বলতেছে কি হইছেরে রাফি (আমার ছাত্র)? নাফি কান্দে কেন?

স্টুডেন্ট ডাইরেক্ট বলে দিছে, স্যার নাফির চকোলেট খেয়ে ফেলছে।এই কথা শুনে মনে হল চকোলেট না আমি বিষ খাইছি। কি লজ্জার ব্যপার।স্টুডেন্টের আম্মু এসে পিচ্চিটাকে নিয়ে গেল।কান্নার শব্দ বেড়েই যাচ্ছে।স্টুডেন্টের দাদা,দাদি পাশের রুমে গিয়ে জিজ্ঞেস করতেছে কি হইছে দাদা ভাই?

স্টুডেন্টের আম্মু বলে দিল নাফির চকোলেট স্যার খেয়ে ফেলছে।

এই কথা শুনে নিজেকে তখন ফাঁসির আসামি মনে হচ্ছিল। এরপর আসছে স্টুডেন্টের কলেজ পড়ুয়া ফুপ্পি।সেও জেনে গেল 'নাফির চকোলেট স্যার খেয়ে ফেলছে'। নিজেকে তখন বিরাট মাপের অপরাধী মনে হতে লাগল।

এরপর আসছে কাজের মহিলা।সেও জেনে গেল 'স্যার নাফির চকোলেট খেয়ে ফেলছে'। কাজের মহিলা তো বলেই ফেলল 'কাইন্দোনা বাবু,স্যারকে মাইর দিমু'। এই কথা শুনে ঐ বাড়িতে থাকতেও পারতেছিলাম না বের হতেও পারছিলাম না।

কাজের মহিলা নাফিকে কোলে করে নিয়ে দোকানে যাচ্ছে।নাফি তখনও কাদতেছে।রাস্তায় কেউ জিজ্ঞেস করবে নাফি কান্দে ক্যা? কাজের মহিলা বলবে স্যার নাফির চকোলেট খেয়ে ফেলছে।আরো লোকের সাথে পথে দেখা হবে,তারাও জানতে চাইবে নাফি কান্দে ক্যা?

এভাবে সারা এলাকা জেনে যাবে 'স্যার নাফির চকোলেট খেয়ে ফেলছে।'

- সংগৃহীত

HSC-2023 Routine Published     #এইচএসসি
08/06/2023

HSC-2023 Routine Published
#এইচএসসি

বহুরূপী!
03/06/2023

বহুরূপী!

কবিদের চোখে লোডশেডিং😃
03/06/2023

কবিদের চোখে লোডশেডিং😃

02/06/2023

প্রিয় বন্ধুগন, অনুগ্রহ করে সতর্ক থাকুন.. এই সময়ে একটি উচ্চ প্রযুক্তির কেলেঙ্কারী চলছে যাকে বলা হয় *SIM SWAP FRAUD* এর...
02/05/2023

প্রিয় বন্ধুগন,
অনুগ্রহ করে সতর্ক থাকুন..

এই সময়ে একটি উচ্চ প্রযুক্তির কেলেঙ্কারী চলছে যাকে বলা হয় *SIM SWAP FRAUD*

এর দ্বারা শত শত লোক আক্রান্ত হয়েছে, তারা হঠাৎ দেখতে পেলেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট *খালি ৷*

এটা কিভাবে কাজ করে?

১) SIM SWAP নামক নতুন স্ক্যাম এভাবে শুরু হয় ৷ আপনার ফোন নেটওয়ার্ক হঠাৎ করে ফাঁকা/শূন্য হয়ে যাবে (কোন সিগন্যাল/জিরো বার নেই) এবং কিছুক্ষণ পর, আপনি একটি কল পাবেন।

২) কলকারী আপনাকে বলবে যে সে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে (আপনার মোবাইল ফোন কোম্পানি) থেকে কল করেছে এবং আপনার মোবাইল নেটওয়ার্কে একটি সমস্যা আছে।

৩) তিনি আপনাকে নির্দেশ দেবেন অনুগ্রহ করে নেটওয়ার্ক ফিরে পেতে আপনার ফোনে 1 চাপুন। - *দয়া করে*... এই পর্যায়ে
কিছু চাপবেন না, শুধু কলটি বন্ধ করুন বা *শেষ করুন*। আপনি যদি 4 টিপেন নেটওয়ার্কটি হঠাৎ এবং মুহূর্তের মধ্যে প্রদর্শিত হবে *আপনার HP আবার ফাঁকা হয়ে যাবে (জিরো বার) এবং সেই ক্রিয়াকলাপের সাথে আপনার ফোন ইতিমধ্যে হ্যাকড*।

কয়েক সেকেন্ডের মধ্যে তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ফেলবে, এবং আপনি এটি সম্পর্কে কোনও বিজ্ঞপ্তি পাবেন না।
এটি এমনভাবে দেখাবে যেন আপনার লাইনটি কোনও নেটওয়ার্কের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এদিকে আপনার সিম *পরিবর্তন করা হয়েছে*

এখানে বিপদ হল, আপনি কোনো লেনদেনের সতর্কতা পাবেন না।

আসুন আরও সতর্ক হই।

অনুগ্রহ করে, আপনার পরিচিতি, প্রিয়জন এবং বন্ধুদের কাছে এই তথ্যটি প্রচার করুন। প্রতারণা দিন দিন বাড়ছে।

*CybersecurityGroup* থেকে প্রাপ্ত এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না ৷ আমি আবার বলছি এই তথ্য শেয়ার করতে ভুলবেন না। আক্রান্ত হয়েছেন বহু মানুষ। অবিলম্বে শেয়ার করুন যাতে আরও বেশি লোক এই *স্ক্যামার* থেকে রক্ষা পায়।

collected

কাজের মেয়েতো নয় যেন নিজের জন্য বউ খুঁজছে!🙄
26/04/2023

কাজের মেয়েতো নয় যেন নিজের জন্য বউ খুঁজছে!🙄

এসএসসি ও এইচএসসি তে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।***ছবির টি প্রোগ্রামিং ক্যালকুলেটর***
26/04/2023

এসএসসি ও এইচএসসি তে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

***ছবির টি প্রোগ্রামিং ক্যালকুলেটর***

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। অসাধারণ দক্ষতা।  🙏🏻পুরোটা...
25/04/2023

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। অসাধারণ দক্ষতা। 🙏🏻

পুরোটা পরে দেখুন খুব ভালো লাগবে আপনাদের।

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, _"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, _"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_

সংগৃহীত

ক্লাসে ১ম হলে অথবা ভালো কোনো ভার্সিটিতে চান্স পেলে মাটিতে পা পড়ে না আমাদের।পারলে তো আমরা  হেডমাস্টার / প্রিন্সিপাল এর চ...
09/04/2023

ক্লাসে ১ম হলে অথবা ভালো কোনো ভার্সিটিতে চান্স পেলে মাটিতে পা পড়ে না আমাদের।পারলে তো আমরা হেডমাস্টার / প্রিন্সিপাল এর চেয়ারে গিয়ে বসি। কিন্তু
ছোট্ট এই বালক. হাফেজ সালেহ আহমেদ তাকরিম সমস্ত বিশ্বজয় করে এসেছে।আল্লাহ প্রদত্ত তার সুললিত কন্ঠে তেলাওয়াত করে সে।তবুও কোন অহংকার নেই, ইনফ্যাক্ট তাকে শত চেষ্টার পরেও ওস্তাদের সাথে চেয়ার এ বসানো যায়নি।
ওস্তাদদের পায়ের কাছে বসে দোয়া নিচ্ছেন।ওস্তাদকে কি করে সম্মান করতে হয়, সেটা মনে হয় তাকরিমের আদব দেখে শেখা উচিত আমাদের।

সন্তানকে উচ্চশিক্ষিত বানাবার আগে হয়তো কুরআনের জ্ঞান শিক্ষা দান করা উচিত,কারণ ইসলাম যে খুব শান্তির জায়গা।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম এর
জন্য রইল দোয়া ও শুভ কামনা রইল।
©আরিফ

কি একটা অবস্থা 😃
01/04/2023

কি একটা অবস্থা 😃

আল্লাহ্ যেন এই ভাইয়ের ব্যবসায় আরো বরকত দেয়- আমিন।
28/03/2023

আল্লাহ্ যেন এই ভাইয়ের ব্যবসায় আরো বরকত দেয়- আমিন।

10/03/2023

মেডিকেল ভর্তি পরীক্ষার ১০০ প্রশ্নের সমাধান ।। ও কিছু কথা
পুরো প্রশ্নটা সমাধান করে যা বুঝলাম ২০১৬ সালের মত একটা সুপার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এবছর । বায়োলজিতে সবচেইয়ে পেছাইছে । শর্ট সিলেবাসের বাইরে থেকেই প্রায় সব দিয়েছে ইচ্ছাকৃত ভাবে তাও ২০-২৪ পাওয়া উচিত । রসায়ন সুপার ইজি প্রশ্ন হয়েছে শর্টের বাইরে ৪ টা ছিল আর সব একদম ইজি প্রশ্ন । পদার্থবিজ্ঞান একদম কমন ২০ এ ১৮-১৯ পাওয়ার মত ইনশাআল্লাহ,ম্যাথটা আনপ্লেইবেনল ফর MAT ASPIRANTS । ইংরেজি-জিকে ২০ পাওয়ার মত প্রশ্ন ইনশাআল্লাহ ।
কাটমার্ক নিয়ে কোন কমেন্ট করব না কিন্তু এর আগেরবারের মত এত বেশি কাট্মার্ক উঠবে না বলেই আমার ধারণা । ৭০ এর আশেপাশে থাকতে পারে ইনশাআল্লাহ,, আবার বাড়তেও পারে । কমার সম্ভবনা কম ৭০ থেকে ।
সলভ সর্বোচ্চ কারেক্ট রাখার চেষ্টা করা হইছে তাও কিছু ভুল থাকলে আমরা আপডেট করে দিব , যেই কোচিং এর সলভই মিলাও তা থেকে ৫ মার্ক মাইনাস করে নিজের মার্ক বিবেচনা করবা তাইলে ধাক্কা খাওয়া লাগবে না ।
বায়োলজিঃ
১)কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয় – Agaricus Compestris
২) কোন হেপাটাইটিস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমন ঘটায় – Hepatitis A
৩)কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয় – প্রজাতি বৈচিত্র্য
৪) কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক – কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে
৫) মুখে খাওয়ার পোলিও ভ্যাক্সিন কোন ধরনের ভ্যাক্সিন – জীবন্ত টিকা (Live attenuated Vaccine)
৬) কোনটা ম্যাক্রোফেজের কাজ নয় -বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি
৭) কোনটা প্লাজমিডের বৈশিষ্ট্য – এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তর হতে পারে
৮) সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে কোন উদ্ভিদ তৈরি হয় –গাজর
৯) অন্তঃশ্বসন -কোষ ও রক্তে সংঘটিত হয়
১০) Mollusca ক্ষেত্রে সঠিক -নরম ও অখন্ডায়িত

১১)গ্লুকাগন – ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত
১২)উদ্ভিদদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস -টুংরো ভাইরাস
১৩)কোনটি লুপ্তপ্রায় অঙ্গ – থাইমাস
১৪)অ্যানিমোট্যাক্সিস্কে প্রভাবিত করে – বায়ুপ্রবাহ
১৫)কোনটি জাতক লিপিড -স্টেরয়েড
১৬)কোনটি গাঠনিক প্রোটিন -কোলাজেন
১৭)কোনটি বেড়ে গেলে রক্তে এথেরোস্কেলেরোসিস হয় -LDL
১৮) পিরানহা কোন প্রাণী ভৌগলিক অঞ্চলের –নিওট্রপিকাল অঞ্চল
১৯) দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক -দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে

২০)সেলুলেজের সম্পর্কে কোনটি সঠিক –মলের বেশিরভাগ
২১)এনজাইমের বিষয়ে কোনটি সঠিক -আমিষ দিয়ে গঠিত
২২)অ্যাথলেটস ফুটের কারণ – ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়
২৩)মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয় -ক্রোমসোমে লুপ সৃষ্টি হয়
২৪) মায়োফাইব্রিলে থাকে -অ্যাকটিন ও মাইওসিন
২৫)জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সসিটু কনজারভেশন নয় -ইকোপার্ক
২৬)অন্ত্রের ১ম প্রতিরক্ষাস্তর –পাকস্থলির এসিড,মাইক্রোবায়োম ও মল ত্যাগ

২৭) ডায়টমের বিষয়ে কোনটা সঠিক –জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক
২৮) বুকের দুধের কোন উপাদান নবজাতকের প্রতিরক্ষায় ভূমিকা রাখে – ইমিউনোগ্লোবিউলিন-এ
২৯) চাক্রীয় ফটোফসফোরাইলেশনে -অক্সিজেন উৎপন্ন হয় না
৩০) ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটা সঠিক -প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে

রসায়নঃ
১) সেমি মাইক্রো এনালাইটিক পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস – CHCSNH2+H2O
২) STP তে SO2 গ্যাসের আয়তন – 22.4 L
৩) কোন অঞ্চলের IR বর্ণালির মাধ্যমে কার্বনিল মূলক শনাক্তকরণ করা যায় – 1660-1860 cm-1
৪) কোনটি কলয়েড ইমালশন নয় – দধি
৫) দুধ থেকে ছানা তৈরি – কোয়াগুলেশন

৬) নিচের কোনটি বিজারক – I-
৭) H2 ফুয়েল সেলের emf – 1.23 ev
৮) ক্রোমিক এসিড দ্বারা বুরেট পরিস্কারে কিরূপ বিক্রিয়া হয় – জারণ
৯) কোনটি অপ্রতিসম অ্যালকেন – CH2=CH-CH3
১০)ক্যারেন্সি নোটে ব্যবহৃত হয় -ফসফোর
১১) অ্যালডল ঘনীভবন পরীক্ষা দেয় – CH3CH2CHO
১২) 0.1M NaOH ও 0.1M H2SO4 মিশ্রনের প্রকৃতি কেমন হবে – অম্লীয়
১৩) অম্লধর্মী মাটির pH বাড়াতে সাহায্য করে – CaCO3
১৪) বিক্রিয়া হারের একক – molL-1s-1
১৫) কোন কনার বিনিময়ে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয় – ফোটন

১৬) 1.032 g O2 ও 0.573g CO2 এর মিশ্রনে CO2 এর মোল ভগ্নাংশ – 0.287
১৭) বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য – 0.139 nm
১৮) Ca(OCl)Cl এর Cl এর অক্সিডেশন নাম্বার - +1,-1
১৯) অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয় – Br2 দ্রবণ
২০) পাকস্থলির পাচক রসে H+ এর ঘনমাত্রা কত হলে pH 1.4 -0.04 M
২১) অ্যালডিহাইড মূলক থেকে মিথিলিন মূলক – ক্লিমেনসন বিজারণ
২২) -CONH- বন্ধন – পেপটাইড বন্ধন

২৩) কিটো ইনল টটোমারিতা – প্রোপানোন
২৪) Pb মৌলটির পর্যায় ও গ্রুপ – পর্যায় 6 , গ্রুপ 14
পদার্থবিজ্ঞানঃ
১) কোন কণা ইশ্বর কণা নামে পরিচিত?
উত্তরঃ হিগস বোসন
২) নিচের কোনটির উপর রোধ নির্ভর করেনা?
উত্তরঃ তড়িৎ প্রবাহ
৩) মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ ডার্ক এনার্জি বস্তুসমূহ
৪) নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়?
উত্তরঃ বেগ
৫) সূচন কম্পাংকের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেক্ট্রনের বেগ কত?
উত্তরঃ শুন্য
৬) 1 kg ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে-
উত্তরঃ 6.673*10^-11 N
৭) সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
উত্তরঃ তাপমাত্রা

৮) তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
উত্তরঃ তাপ ও কাজ
৯) একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো__
উত্তরঃ মহাকর্ষীয় ধ্রুবক
১০) তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করেনা__
উত্তরঃ কুন্ডলীর রোধের উপর

১১) তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল কঠিন পদার্থকে ভেজাবে না?
উত্তরঃ 120°
১২) নিচের কোন তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়?
উত্তরঃ তরঙ্গ তত্ত্ব
১৩) ভূপৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উচুতে অভিকর্ষজ ত্বরনের মান কত?
উত্তরঃ 7.33 ms^-2

১৪) ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান শুন্য হয়__
উত্তরঃ মেরু অঞ্চলে
১৫) কোনটি চার্জ পরিমাপের হার পরিমাপের একক?
উত্তরঃ এম্পিয়ার
১৬) তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরংগদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী?
উত্তরঃ রেডিও ওয়েভস অঞ্চল
১৭) মিটার ব্রীজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
উত্তরঃ হুইটস্টোন ব্রীজ

১৮) কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়?
উত্তরঃ ফোটন
১৯) 100m দীর্ঘ একটি ট্রেন 45 km/h বেগে চলে 1km দীর্ঘ একটি ব্রীজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
উত্তরঃ 88 সেকেন্ড
২০) কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়?
উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
২১) জড়তার ভ্রামকের একক কি?
উত্তরঃ kgm²

ইংরেজিঃ
1. Which of the following can be used as a modal as well as main verb?
=> need
2.What kind of pronouns are 'who,what and which'?
=> relative
3.The word recalcitrant means -
=> mutinous
4. The flight is leaving shortly.Here 'shortly' is -
=> an adverbial
5.I have no kith and kin in this town. It is a-
=> noun phrase

6. The antonym of 'harbinger' is-
=> follower
7. Father loves me. Here 'loves' is an example of -
=> transitive verb
8. Complete the following sentence: Do you know when _
=> the results will be published
9. The man who sat next to me is an architect. It is a -
=> complex sentence
10. We want to take legal action against the hoodlum. In this sentence,'to' is -
=> infinitive marker
11. There is no mother but loves her child, here 'but' is -
=> negative relative
12. Choose the correct sentence.
=> He gave me some advice.
13. Which sentence uses inchoative verb?
=> It is growing dark.
14. An 'elegy' is a -
=> poem of lamentation
15. Which one is a masculine noun?
=> death
সাধারণ জ্ঞানঃ
১.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
=> মা
২. বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
=> ৮ নং সেক্টর

৩. বংগবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে?
=> ১২ মার্চ, ১৯৭২
৪. বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
=> পুন্ড্র
৫. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
=> পূর্ব জার্মানি
৬.পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন?
=> ড. গোবিন্দ চন্দ্র দেব
৭. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
=> কেন্দ্রীয় শহীদ মিনার
৮.'আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি' এ গানের প্রথম সুরকার কে?
=> আব্দুল লতিফ
৯.১৯৬৬ সালের ঘোষিত ছয় দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
=> ৩
১০. ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন?
=> পর্তুগিজ
এই সলভ অনুযায়ী কত নাম্বার আশা করছো জানাও কমেন্টে ।কোন সাবজেক্টে কত পাবা তাও জানা??

HSC রসায়ন ১ম পত্র (৫ম অধ্যায়) #কর্মমুখীরসায়ন  #মল্টভিনেগার     ধন্যবাদ   গুছিয়ে নোট করার জন্য।
05/03/2023

HSC রসায়ন ১ম পত্র (৫ম অধ্যায়)
#কর্মমুখীরসায়ন #মল্টভিনেগার


ধন্যবাদ গুছিয়ে নোট করার জন্য।

ভিটামিন সি এমন একটি পুষ্টি উপাদান যা মানব শরীরের জন্য খুবই জরুরি। কারণ রক্ত চলাচল থেকে শুরু করে শিরা ও ধমনীর কর্মক্ষমতা ...
03/03/2023

ভিটামিন সি এমন একটি পুষ্টি উপাদান যা মানব শরীরের জন্য খুবই জরুরি। কারণ রক্ত চলাচল থেকে শুরু করে শিরা ও ধমনীর কর্মক্ষমতা বজায় রাখা, কোষ গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সব কিছুতেই ভিটামিন সি-এর উপস্থিতি অপরিহার্য। ভিটামিন সি অত্যন্ত উচ্চ মানের অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন দূষণ থেকে রক্ষা করে। নানা ধরনের ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে ভিটামিন সি। এছাড়া এটিপি, ডোপেমিন ও পেপটাইন হরমোনের ক্ষেত্রেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোটকথা আমাদের শরীরের চালিকাশক্তি বজায় রাখার জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পূর্ণ বয়স্ক মানুষের ভিটামিন সি-এর প্রাত্যহিক চাহিদা হলো ৬০ মিলিগ্রাম। এই ভিটামিন সি আমরা আমাদের প্রতিদিনের খাবার থেকেই পেয়ে থাকি। ভিটামিন সি-এর একটি ভালো উত্‍সের কথা ভাবতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লেবুর ছবি! কিন্তু জানেন কি, সর্বোচ্চ ভিটামিন সি সমৃদ্ধ প্রথম দশটি খাবারের মধ্যেই লেবুর স্থান নেই? এটা সত্যি! অবাক হচ্ছেন নিশ্চয়ই? লেবুর চেয়ে আরো অনেক বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের চোখ এড়িয়ে যায়। আসুন জেনে নিই সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ ভিটামিন সি যুক্ত দশটি খাবারের কথা –

কাঁচা মরিচ :
সর্বোচ্চ ভিটামিন সি সমৃদ্ধ খাবারের তালিকার প্রথমেই রয়েছে আমাদের অতি চেনা কাঁচা মরিচ। আমরা স্যুপ, সালাদ, ভর্তার সাথে বা এমনিতেই কাঁচা মরিচ খেয়ে থাকি। প্রতি ১০০ গ্রাম কাঁচা মরিচে রয়েছে ২৪২.৫ মিলিগ্রাম ভিটামিন সি। এর পরেই রয়েছে লাল মরিচের স্থান। প্রতি ১০০ গ্রাম লাল মরিচে রয়েছে ১৪৪ মিলিগ্রাম ভিটামিন সি।

পেয়ারা :
দ্বিতীয় স্থানে রয়েছে পেয়ারা। পেয়ারা প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি। একটি মাঝারি আকারের পেয়ারায় প্রায় ১২৬ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। তবে পেয়ারার জাতভেদে এর পরিমাণ কম-বেশি হতে পারে।

বেল মরিচ :
বেল মরিচ পাস্তা সস বা পিজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এটি মেক্সিকান মরিচ। প্রতি ১০০ গ্রাম বেল মরিচে রয়েছে ১৮৪ মিলিগ্রাম ভিটামিন সি।

টাটকা ভেষজ :
বেশির ভাগ ভেষজই নানান পুষ্টিগুণে ভরপুর। সেটা তাজা হোক অথবা শুকনো। তবে তাজা থাইম ও পোর্সলেতে রয়েছে আর সব ভেষজ থেকে বেশি ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম থাইমে রয়েছে ১৬০ মিলিগ্রাম ভিটামিন সি এবং প্রতি ১০০ গ্রাম পোর্সলেতে রয়েছে ১৩৩ মিলিগ্রাম ভিটামিন সি।

গাঢ় সবুজপাতা এবং শাক :
আমার খাবার হিসেবে যেসব কাঁচা পাতা খাই যেমন পুদিনা বা লেটুস তেমনই একটি হলো Kale। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম Kaleতে রয়েছে ১২০ মিলিগ্রাম ভিটামিন সি। শাকের ভেতরে সরিষা শাক সর্বোচ্চ ভিটামিন সি যুক্ত। প্রতি ১০০ গ্রাম সরিষা শাকে রয়েছ ৭০ মিলিগ্রাম ভিটামিন সি।

ব্রকোলি :
সবুজ টাটকা ব্রকোলি ভিটামিন সি-এর আরেকটি ভালো উত্‍স। প্রতি ১০০ গ্রাম ব্রকোলিতে রয়েছে ৯৯ মিলিগ্রাম ভিটামিন সি।

কিউয়ি ফল :
কিউয়ি ফল ভিটামিন সি-এর আরেকটি উত্‍কৃষ্ট উত্‍স। প্রতি ১০০গ্রাম কিউয়িতে রয়েছে ৯৩ মিলিগ্রাম ভিটামিন সি।

পেঁপে :
আমাদের অতি পরিচিত ফল পেঁপে রয়েছে অষ্টম স্থানে। পেঁপেকে ভিটামিন এ এবং ফোলেটের আধার হিসেবে প্রাধান্য দেয়া হলেও এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে রয়েছে মিলিগ্রাম ৬২ ভিটামিন সি।

কমলা :
কমলার খাদ্যযোগ্য প্রতি ১০০ গ্রাম অংশে রয়েছে ৫৯ মিলিগ্রাম ভিটামিন সি।

স্ট্রবেরী :
চমত্‍কার স্বাদের ফল স্ট্রবেরী এমনিতে খাওয়ার পাশাপাশি কেক, আইসক্রিম, ডেজার্ট এবং আরো বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে। প্রতি ১০০ গ্রাম স্ট্রবেরীতে রয়েছে ৫৯ মিলিগ্রাম ভিটামিন সি।

Use Of "It" ★ইংরেজিতে  'it' এর ব্যবহার ★
26/02/2023

Use Of "It" ★ইংরেজিতে 'it' এর ব্যবহার ★

26/02/2023

🥀🙄

ব্রেকিং নিউজ

আগামী ২৯,৩০,৩১ তারিখ বন্ধ থাকবে ফেসবুক।
মার্চের ১ তারিখ থেকে আবারো ফেসবুক ব্যবহার করতে পারবেন।

Use of "THERE"  ||  ইংরেজিতে There এর ব্যবহার
23/02/2023

Use of "THERE" || ইংরেজিতে There এর ব্যবহার

23/02/2023

সারাদিনে ৫ মিনিট বসে থেকে কখনো চিন্তা করে দেখেছো আমরা কেন পড়াশোনা করি?

সত্যি বলতে এখনকার সময়ে আমরা সবাই নিজেকে প্রশ্ন করতে ভুলে যাচ্ছি আমরা কাজটি কেন করছি। যদি আমরা সত্যি সত্যি প্রতিদিন একটু করে হলেও চিন্তা করতাম, ভাবতাম তাহলে আমাদের জীবন কখনোই এমন হতো না।

হয়তো ভাবছো আমি এসব কথা কেন বলছি। বলছি এ কারণেই যে, কোনো কাজের উদ্দেশ্য সম্পর্কে তুমি যত বেশি নিশ্চিত থাকবে, তোমার সেই কাজে সফলতার চান্স ততো বেশি।

সুতরাং শুধু পড়াশোনা না; সব কাজ শুরুর আগে একবার হলেও সেটি নিয়ে ভাবো। তাহলে তোমার জন্য কাজটি করা সহজ হবে। সেখানে পৌঁছাবার রাস্তাগুলো সম্পর্কে তোমার মনে প্রশ্ন আসবে, ভাবনা আসবে। ফলে তুমি সঠিক রাস্তা খুঁজে নিতে পারবে।

এবার আসল কথায় আসি, আমরা সত্যি কেন পড়াশোনা করছি জানো? সবাই মুখে বলবে মানুষ হতো। কিন্তু আসলেই কি তাই। ভেতরে ভেতরে আমরা সবাই টাকা চাই, পাওয়ার চাই। কিন্তু টাকা বা পাওয়ার তো আর এমনি এমনি পাওয়া যায় না। তাই এগুলো পাওয়ার জন্যে হলেও পড়তে হবে। সুতরাং পড়াশোনা করতেই হচ্ছে। সেটা তুমি যে কারণেই ভেবে থাকো না কেন?😁

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud's:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like