17/06/2021
👉মিম্বার প্রতিযোগিতা ২০২১👈
মিম্বার এবার বেশ ব্যতিক্রমধর্মী একটি প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই প্রতিযোগিতার শিরোনাম দিচ্ছি আমরা- ‘মুসলিম ঐতিহ্যের খোঁজে’। ইংরেজিতে- ‘In Search of Muslim Heritage’।
‘মিম্বার’ এমনিতেই জড়িয়ে আছে মসজিদের সাথে। অন্যদিকে মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন হলো মসজিদ। মুসলিম মাত্রই মসজিদের সাথে পরিচিত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, সে অন্তত জুম্মার নামাজ পড়তে মসজিদে যায়। আবার এই মসজিদকে কেন্দ্র করে সমাজে গড়ে উঠে বন্ধন। প্রতিদিনি মসজিদে গেলে সমাজের মানুষের সাথে দেখা হয়। সেই হিশেবে মসজিদকে একটি কমিউনিটি প্লেসও বলা যায়।
মসজিদকে ঘিরে অনেক অঞ্চলে নানান সামাজিক কার্যক্রম চলে। কোথাও মসজিদে বিয়ের আকদ হয়, কোথাও মসজিদ কেন্দ্রিক পাঠাগার ব্যবস্থা আছে, কোনো কোনো মসজিদে সালিশ বসে (বিচার)।
মিম্বার প্রতিযোগিতা ২০২১ –এর এবারের আয়োজন মসজিদ নিয়ে। আমরা বর্তমানে এসি, ফ্যানের সুব্যবস্থাপূর্ণ যে মসজিদে যাই, সেই মসজিদটি আমাদের দাদা বা তাঁর বাবা স্থাপন করেছিলেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, ফসল ঘরে তুলে কিছু অংশ রাখতেন মসজিদের জন্য, এককালে মসজিদের ছাদের জন্য টিন পাননি। তিলে-তিলে গড়ে তুলেছিলেন মসজিদটি। আমরা অনেকেই সেটাকে ‘Taken for Granted’ হিশেবে পেয়ে গেছি। তাঁদের অবদানটা মনেই করি না হয়তো।
আবার, ছোটোবেলায় আমরা যে মসজিদে যেতাম, এখন সেই মসজিদটি নেই। নতুন ভবন যেমন হয়েছে, তেমনি পুরনো অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। যেমন: মক্তব ভিত্তিক শিক্ষাব্যবস্থা। আমাদের চোখের সামনে যে মসজিদটি আছে, সেই মসজিদটি নিয়ে কিভাবে নতুন করে উদ্যোগ নেয়া যায়, নতুন করে সাজানো যায় এমন পরিকল্পনাও আমাদের মাথায় রাখা দরকার।
সবকিছু বিবেচনায় মিম্বার একটি ভিডিও ও স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতার আয়োজন করেছে। সর্বনিম্ন ৩ মিনিট, সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও হবে। সাথে থাকবে একটি লিখিত স্ক্রিপ্ট। ভিডিও এবং স্কিপ্ট দুটোই জমা দিতে হবে একটি গুগল ফর্মে। পাশাপাশি ভিডিওটি একটি ক্যাপশন দিয়ে, মিম্বার পেইজকে মেনশন করে, হ্যাশট্যাগ দিয়ে নিজেদের টাইমলাইনে আপলোড করতে হবে। অরিজিনাল ভিডিওটি গুগল ড্রাইভে এক্সেস অন করে আপলোড করবেন। গ্রুপের এনাউন্সমেন্টে একটি পোস্ট দেবো, সেই পোস্টে টাইমলাইনে আপলোড করা পোস্টের লিংক কমেন্ট করবেন।
একটু সংক্ষেপে পয়েন্টগুলো বলে নিই:
মসজিদ নিয়ে সর্বনিম্ন ৩, সর্বোচ্চ ৫ মিনিটের একটি ভিডিও বানাতে হবে। ভিডিওতে মসজিদটি দেখাতে হবে। ভিডিওটি ভয়েস দিয়েও হতে পারে, সাবটাইটেলের মতোও (ভয়েস ছাড়া) হতে পারে।
ভিডিওটি নিজেদের টাইমলাইনে আপলোড করতে হবে। মিম্বার পেইজকে মেনশন করতে হবে। হ্যাশট্যাগ দিতে হবে । পোস্টটির প্রাইভেসি পাবলিক করতে হবে।
নিজের নাম, ফোন নাম্বার, অরিজিনাল ভিডিওর গুগল ড্রাইভ লিংক, টাইমলাইনের পোস্টের লিংক এই গুগল ফর্মে দিতে হবে- https://forms.gle/XqD3LVSGmNATRky97
টাইমলাইনের পোস্ট খুঁজে পেতে আমাদের যাতে কষ্ট না হয়, সেজন্য পোস্টের লিংক মিম্বারের এনাউন্সমেন্টের একটি পোস্টে দিতে হবে। আমরা ঘোষণা দিয়ে জানাবো।
ভিডিও এবং স্ক্রিপ্টে তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে:
মসজিদের ইতিহাস: কে বা কারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠার পেছনের গল্প।
মসজিদটির অতীতের কার্যক্রম এবং বর্তমান কার্যক্রম। যেমন: সকালবেলা মক্তবে পাঠদান, বাচ্চাদেরকে চকোলেট দেয়া, পাঠাগার, দাওয়াতী কার্যক্রম, দারিদ্র বিমোচনে উদ্যোগ, বেকারত্ব নিরসনে উদ্যোগ, বৃক্ষরোপণ, বয়স্কদের পাঠদান ইত্যাদি।
মসজিদটিকে কিভাবে পরিকল্পিতভাবে সাজানো যায়, নতুন কী উদ্যোগ নেয়া যায় এই সংক্রান্ত নিজেদের চিন্তা শেয়ার করা।
এই তিনটি থিমের উপর ভিত্তি করে আপনারা ভিডিওটি তৈরি করবেন। মসজিদটি যেনো মানুষ দেখতে পায়, সেই ব্যবস্থা করবেন। ভিডিও আগে থেকে করে পরবর্তীতে শুধু ভয়েস দিতে পারেন, অথবা মসজিদের সামনে দাঁড়িয়ে, ভেতরে গিয়ে মসজিদ দেখিয়ে ভিডিওটি করতে পারেন।
এসব পড়ার পর আপনাদের মনে সবচেয়ে বড়ো প্রশ্ন হলো- প্রতিযোগিতার পুরষ্কার কী থাকবে?
প্রতিযোগিতার পুরষ্কার থাকবে:
👉প্রথম পুরষ্কার: ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা প্রাইজমানি, ২০ টি মূল্যবান বই এবং একটি ক্রেস্ট।
👉দ্বিতীয় পুরষ্কার: ২০,০০০ (বিশ হাজার) টাকা প্রাইজমানি, ১৫ টি মূল্যবান বই এবং একটি ক্রেস্ট।
👉তৃতীয় পুরষ্কার: ১৫,০০০ (পনেরো হাজার) টাকা প্রাইজমানি, ১০ টি মূল্যবান বই এবং একটি ক্রেস্ট।
👉চতুর্থ পুরষ্কার: ১০,০০০ (দশ হাজার) টাকা প্রাইজমানি, ৮ টি মূল্যবান বই এবং একটি ক্রেস্ট।
👉পঞ্চম পুরষ্কার: ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রাইজমানি, ৫ টি মূল্যবান বই এবং একটি ক্রেস্ট।
👉এছাড়াও ১৫ টি আকর্ষণীয় পুরষ্কার থাকবে। মোট পুরষ্কার এবং বিজয়ীর সংখ্যা হবে ২০ জন।
👉প্রতিযোগিতা শুরু হবে ১৮ জুন সকাল ১০ টা থেকে। শেষ হবে ১৮ জুলাই ২০২১ সালের সকাল ১০ টায়। অর্থাৎ, পুরো এক মাস (+)।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে মিম্বার গ্রুপে ভিডিও বানানো এবং এডিট করার কৌশল নিয়ে কয়েকটি লাইভ হবে। সেগুলো দেখে আপনারা সহজেই ভিডিও বানাতে পারবেন।
নিয়মাবলীর পোস্টটি আপনাদের অনেকবার পড়তে হবে। পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, সেইভ করে রাখতে পারেন অথবা কপি করে নোটবুকে রাখতে পারেন।
সবার প্রতি শুভকামনা।