Gomti Television

Gomti Television Gomti Television, news Program Tv show, or newscast is a regularly scheduled radio or television program that reports current News is Babgladesh

06/08/2024

সারা বাংলাদেশ বিভিন্ন জেলা এবং থানায় ডিস এবং ইন্টারনেট ব্যবসাহিক দের ওপরে হামলা এবং ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন

06/08/2024

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবি...
06/08/2024

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷ প্রফেসর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ এসময় তার সঙ্গে আরো দুজন সমন্বয়ক উপস্থিত ছিলেন৷

বাংলাদেশের ক্যাবল টিভি ব্যবসায় নিম্ন অবস্থায় মুখোমুখি আছেন
20/06/2024

বাংলাদেশের ক্যাবল টিভি ব্যবসায় নিম্ন অবস্থায় মুখোমুখি আছেন

T20 World CupCricket 2024
20/06/2024

T20 World Cup
Cricket 2024

পরমাণু অস্ত্রে আমেরিকা, রাশিয়া, ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে ?
20/06/2024

পরমাণু অস্ত্রে আমেরিকা, রাশিয়া, ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে ?

25/12/2023

“কুমিল্লার বাহারের প্রার্থীতা কেনো বাতিল হবেনা” ২৭ তারিখ সিদ্ধান্ত ...

বরগুনা পৌর মার্কেটের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭০টি দোকান পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের
17/05/2022

বরগুনা পৌর মার্কেটের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭০টি দোকান পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের

14/05/2022
14/05/2022
14/05/2022

ঘর ভাঙলো একসঙ্গে ২ প্রেমিকাকে বিয়ে করা সেই রনির!

07/05/2022

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়,
আহত ২০

এবার ঈদে মটরবাইক্ দুর্ঘটনায় বেশি ক্ষয় ক্ষতি হয়েছে !বুয়েটের গবেষণা অনুযায়ী দুর্ঘটনার শিকার বাইকারদের মধ্য ৭০% এর বয়স ১...
07/05/2022

এবার ঈদে মটরবাইক্ দুর্ঘটনায় বেশি ক্ষয় ক্ষতি হয়েছে !
বুয়েটের গবেষণা অনুযায়ী দুর্ঘটনার শিকার বাইকারদের মধ্য ৭০% এর বয়স ১৬-২৮ এর মধ্যে, ইদের সময় ও দেখি তাই, এর কারনগুলো খুজতে যেয়ে নিজের চিন্তাভাবনা থেকে নিচের কারনগুলো খুজে পেলামঃ

১. হিরোইজমঃ বাইকে বসলেই এরা নিজেকে ধুম ছবির জন আব্রাহাম মনে করে। ইদের দিন রাস্তায় মেয়েরা ঘুরতে বের হয় তাদের দৃষ্টি আকর্ষণ করা, অযথা হর্ন দেয়া, তাদের সামনে চুল উড়িয়ে বাইক চালিয়ে একটু নায়ক ভাব নেয়া।

২. পার্সনালিটি কনফ্লিক্টঃ সমবয়সী কেউ যদি এদের বাইক ওভারটেক করে, এটা এরা হজম করতে পারে না, ঐ বাইককে এদের ধরা ই লাগবে, নইলে বন্ধু মহলে ইজ্জত শেষ।

৩. বাইক ফ্যাক্টরঃ প্লাটিনা নিয়ে আমার পালসারের আগে চলে গেলো, ও জিক্সার দিয়ে আমার ৪ভিরে খাইয়া দিলো, ওরে খাইছি আইজকা।

৪. ফিটনেস বিহীন বাইকঃ বাইকের কোন সার্ভিস নাই, ব্রেক নাই, লুকিং গ্লাস নাই, টায়ারের ভিট নাই, শুধু হাওয়া ৩৫ আর ৪৫ থাকলেই হলো, ব্যস।

৫. অপেশাদারিত্বঃ পেশাদার বলতে আমি শুধু যাদের বাইক আছে, রেগুলার চালায়, বাইকের সবকিছু ওকে থাকে, নিজের বাইকের খুটিনাটি যাদের জানা থাকে তাদের বুঝিয়েছি, প্রচলিত অর্থে নেয়। যাদের বাইক নাই হঠাৎ একদিন মামা, চাচা, দুলাভাই, বন্ধুর অথবা বাইক ভাড়া নিয়ে বের হওয়ার পরে আর পায় কে? যারা রেগুলার বাইক চালায় তাদের চালানোর ধরনই আলাদা, তাদের পজিশন সেন্স, নিজের বাইকের ব্রেকিং ডিস্টেন্স সবই তাদের জানা থাকে, এদের কাছে এগুলো পাবেন না, কারন এরা ঐ একদিনের ড্রাইভার।

৬ঃ ফ্যামিলির প্রতি দায়বদ্ধহীনতাঃ বয়স কম কারেন্ট বেশি, ফ্যামিলির প্রতি কোন দায়বদ্ধতা নাই, একটা দুর্ঘটনা যে একটা ফ্যামিলির জন্য কত বড় একটা ডিজএস্টার এরা কখনো চিন্তা ও করে দেখেনা।

৭ঃ টিকটক, লাইকির মত ভাইরাস এপে লাইক, কমেন্ট বা ভাইরাল হওয়ার চেষ্টা।

৮ঃ রেসের উস্কানিঃ অন্য বাইককে ওভারটেক করার সময় বিরক্তিকর হর্ন দেয়া, থাম্বস ডাউন দিয়ে রেসের জন্য অন্য বাইকারকে উস্কানি দেয়া।

৯ঃ হেলমেট, গ্লাভস, প্যাড, জুতা, ড্রাইভিং লাইসেন্স এগুলো এসের কাছে হাসির খোরাক, আমাদের দেখলে এরা কয় ভয়ে এত কিছু পরা লাগলে বাইক চালানোর দরকার কি?

১০ঃ সিটিং পজিশনঃ বাইকের ফুটরেস্টের উপর এদের "ঠ্যাং চ্যাগাইয়া" বসার রহস্য আমি আজও উদঘাটন করতে পারলাম না। আপনারা পারলে জানায়েন।

একটা বাস্তব ঘটনা দিয়ে শেষ করি-
৩/৪ বছর আগে ইদের পরের দিন দেশের বাড়ি যাচ্ছিলাম, কাশিয়ানি ভাটিয়াপাড়া মোড়ে দেখলাম এক লোক একটা ক্রাশড বাইক নিয়ে গ্যারেজে আসলো, জিজ্ঞেস করলাম ভাই কেম্নে হইলো, বললো তার শালা চুপ করে চাবি নিয়ে আরেক বন্ধুকে নিয়ে বেরোয়ছিলো, জিজ্ঞেস করলাম সেকি এইপারে আছে, না ওইপারে গ্যাছেগা? বললো গোপালগঞ্জ ২৫০ বেডে আছে।

যারা বুঝমান/অভিজ্ঞ রাইডার আছেন তাদের কাছে অনুরোধ অন্তত ১ জন ছোট ভাই কিংবা তার বন্ধুরে বোঝান, গ্রুপে ৫০ হাজার এক্টিভ রাইডার আছে ১ জন করে বোঝালেও ৫০ হাজার রাইডার সেফলি রাইড করা শিখবে।

কেউ চাইলে আরো পয়েন্ট এড করতে পারেন আবার দ্বিমত ও পোষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
লিখেছেন

06/05/2022

Address

Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Gomti Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gomti Television:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Cumilla

Show All