17/01/2025
কৃমিল্লার মুরাদনগরে তারন্যের উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ' এই শ্লোগানে কুমিল্লার মুরাদনগরে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব, বই মেলা, চারুপন্য প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। কলেজ পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ান অধ্যাপক আবদুল মজিদ কলেজ, রানারআপ মুরাদনগর কাজী নোমান আহাম্মদ কলেজ, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ান পাঁচপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে শেষে অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাছান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সিরাজুল ইসলাম মানিক. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর মো: জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আবদুল আওয়াল খন্দকার, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মো: মনছুর আলম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।