Meghna Television

Meghna Television মেঘনার প্রতিচ্ছবি
(4)

মেঘনায় উপজেলা চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ।মো. ইব্রাহীম খলিল মোল্লা-কুমিল্লা মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্য...
19/06/2024

মেঘনায় উপজেলা চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ।

মো. ইব্রাহীম খলিল মোল্লা-
কুমিল্লা মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজের ভাতিজাসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ১ নম্বর আসামী মানিকারচর গ্রামের হাসিবুর রহমান শুভ (১৮) সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদের ছেলে। বুধবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে বারটার দিকে হামলায় আহত মো. দুলাল মিয়ার স্ত্রী রিফাত জাহান হ্যাপি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার জয়পুর গ্রামস্থ জনৈক শাকিল মিয়ার ফার্নিচার দোকানের সম্মুখে ১ নম্বর আসামী শুভসহ কয়েকজন একসঙ্গে মো. দুলাল মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। একপর্যায়ে মারধরের পর দুলাল মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পরে গেলে অভিযুক্তরা মৃত ভেবে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মো. দুলাল মিয়া জানান, গত উপজেলা পরিষদের নির্বাচনে আমি ঘোড়া প্রতীকের রমিজ উদ্দিন লন্ডনি প্রার্থীর পক্ষে সমর্থন করায় মানিকারচরের হাসিবুর রহমান শুভ ও ওই এলাকার অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন ভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবার তো আমাকে মেরেই ফেলার চেষ্টা করেছিলো। কিন্তু আল্লাহ আমাকে বাচিঁয়ে রেখেছে। আমি আপনাদের তথা মেঘনাবাসির কাছে এর উপযুক্ত বিচার চাই। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যার ফলে আমার স্ত্রী বাদী হয়ে মেঘনা থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছে।

এদিকে রোগীর শারীরিক ও মানসিক বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. সোহেল রানা বলেন, রোগীকে আমরা ভর্তি দিয়ে কয়েকটি ডায়াগনোসিস দিয়েছি এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছি। রিপোর্ট আসার পর বাকি চিকিৎসা চলবে। তবে ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত রোগীর ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না।

মেঘনা থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক আমাদের এই প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ রোগীকে দেখতে এসে গণমাধ্যম কর্মীদের বলেন, এখন পর্যন্ত রোগী ভালো আছে। রোগী পুরোপুরি সুস্থ হলে এবং তার জবানবন্দি নিয়ে খুব শিগগিরই এর সঠিক বিচার করা হবে। সে যে-ই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম তাজের সাথে "আমরা মেঘনাবাসী" সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়
19/06/2024

মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম তাজের সাথে "আমরা মেঘনাবাসী" সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল আজহার ছুটি শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস কার্যক্রম শুরু করেন
19/06/2024

ঈদুল আজহার ছুটি শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস কার্যক্রম শুরু করেন

18/06/2024

জয়পুর গ্রামের বিএনপির নেতা মোঃ দুলাল মিয়া (৪২)কে আনুমানিক রাত ৮ টার দিকে জয়পুর দক্ষিণ পাড়ার মেইন রোডে অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। এলাকাবাসী দেখতে পেয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মোঃ দুলাল মিয়া মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

ঈদ মোবারক..  ইহকাল ও পরকালের অতিনিকটে দাড়িয়ে আছি শুধু আল্লাহর হুকুমে নিশ্বাস বন্ধ হবে তো পরকালের আগমনে এই মাটির ঘরে রূহ ...
17/06/2024

ঈদ মোবারক..
ইহকাল ও পরকালের অতিনিকটে দাড়িয়ে আছি শুধু আল্লাহর হুকুমে নিশ্বাস বন্ধ হবে তো পরকালের আগমনে এই মাটির ঘরে রূহ ছাড়া দেহটাকে রাখা হবে, এবং রুহ এর হিসাব নিকাস শুর হয়ে যাবে, প্রথম হিসেব দিতে হবে কবরে. তারপর হাশর, মিজান, পুলসিরাত, তার পর জান্নাত বা জাহান্নামে নিক্ষেপ হবো। ও মালিক আমি আপনার গোলাম। আপনি আমাকে এই দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আপনার এবাদত করার জন্য, কিন্তু মালিক আমি তো এই দুনিয়ার নেশায় নিজের প্রতিই জুলুম করে ফেলতেছি, ও মালিক আমি ছাড়া আপনার তো অনেক গোলাম আছে কিন্তু আপনি ছাড়া আমার তো দ্বিতীয় কোনো মালিক নাই। আমি বিশ্বাস করি আপনি একক, নবী মোহাম্মদ (সঃ) আপনার মনোনীত পয়গম্বর নবী ও রসূল৷ তিনিই আখেরী পয়গম্বর উনির আগে প্রথম নবী ও রাসূল হযরত আদম (আঃ) থেকে শুরু করে অসংখ্য নবী রসুল দুনিয়াতে এসেছে। দুনিয়ায় আর কোনো পয়গম্বর আসবেন না এখন শুধু কেয়ামত এর দিকে অগ্রসর হচ্ছে, এই কঠিন পরিস্থিতিে আপনি ছাড়া কে আছে আমাদের ঈমান আমল সহীহ রেখে হেদায়েতের অন্তর্ভুক্ত করতে। হে মালিক আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতে আপনার নিকট আশ্রয় চাই।
হে মালিক এই কবরে যারা শুয়ে আছে তাদের জিন্দেগী আজ কেমন জানি না তাই আপনার রহমান নামের গুণের প্রতিফলন ঘটিয়ে তাদের জিন্দেগীর গুনান মাফ করে দেন।

আমাদের এই কুরবানী একমাত্র আপনার সন্তুষ্টির জন । সকলের কুরবানী কবুল করুন হে মহা প্রজ্ঞাময় মহা
পরাক্রমশালী আল্লাহ। (আমীন)

মোঃ মিজানুর রহমান
এর পক্ষ হতে আজ ঈদের নামাজ এর পর মোহাম্মদ পুর গ্রামের কবরস্থানে দাড়িয়ে আরশের মালিকের কাছে আরজি ও ক্ষমাপ্রার্থনা আর সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

16/06/2024

কবি শামীম আহম্মেদ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

16/06/2024

রমিজ উদ্দিন লন্ডনী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

16/06/2024

ঈদ শুভেচ্ছা: তাজুল ইসলাম তাজ, মেঘনা উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা

16/06/2024
16/06/2024

দেশ ও প্রবাসে থাকা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধা বিজনেস ম্যান জাহাঙ্গীর আলম,
সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া জুহুরবারু সিগামাত।

15/06/2024

মেঘনা উপজেলা পরিষদের পক্ষ হতে দেশ ও প্রবাসে থাকা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।
Dilara Shirin
::: বি:দ্র: ফাইল ফুটেজ।

15/06/2024

পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থাকা সকল রেমিট্যান্স যোদ্ধাদের মেঘনা টেলিভিশনের পক্ষ হতে হাজার সালাম। ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আল্লাহ সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন( আমীন)।

15/06/2024

সকলের জন্য কুইজ!
কত সালের কয় তারিখ মেঘনা উপজেলা নামকরণ সহ স্বীকৃতি পায়? এর প্রতিষ্ঠার পেছনে উল্লেখযোগ্য অবধান রেখেছে তার নাম? সঠিক উত্তর দাতাদের মধ্যে হতে লটারির মাধ্যমে রয়েছে উপহার

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২মো. ইব্রাহীম খলিল মোল্লা-মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্...
15/06/2024

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মো. ইব্রাহীম খলিল মোল্লা-
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-কুমিল্লা মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিক মিয়ার ছেলে জামিউল ইসলাম জয় (২২) ও বড় সাপমারার বাবুল মিয়ার ছেলে ইমরান হোসেন (১৯)।

শনিবার (১৫ জুন, ২৪) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার শাহশের আলী সিএনজি ফিলিং স্টেশনের উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী লেনে দূরপাল্লার একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আরোহী জামিউল ইসলাম জয় মারা যায়। গুরুতর আহত অবস্থায় চালক ইমরানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ لَ...
15/06/2024

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ
لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক,ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক,লা শারীকা লাক।

সারা বিশ্বের সকলকে হেদায়েত দান করে সকলের গুনাহ মাফ করতে যেনে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাজি খুশি হন(আমীন)

চাকুরীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি.. যারা মেঘনা বারাকাহ ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করতে ইচ্ছুক তারা নিচের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে...
15/06/2024

চাকুরীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি..
যারা মেঘনা বারাকাহ ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করতে ইচ্ছুক তারা নিচের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সিভি পাঠাতে পারেন।
জনসেবায় পোস্টটি সেয়ার করুন সকলেই??

দালালের খপ্পরে না পরে আমাদের বেলালের খপ্পরে পড়ুন, অল্প টাকায় ভোগান্তি মুক্ত ইন্ডিয়া ভিসা প্রসেসিং করুন।যোগাযোগ মেঘনা আইট...
13/06/2024

দালালের খপ্পরে না পরে আমাদের বেলালের খপ্পরে পড়ুন, অল্প টাকায় ভোগান্তি মুক্ত ইন্ডিয়া ভিসা প্রসেসিং করুন।
যোগাযোগ মেঘনা আইটি সেন্টার। মানিকারচর বাজার. মেঘনা কুমিল্লা।
০১৯১৫৮৮৮১২২, ০১৯৮৩৫০৫৭৬৪

12/06/2024

শিশু অপহরণের পর হত্যা; ৩ জনের ফাঁসি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিশু আব্দুর রহমানকে (৪) অপহরণ করে হত্যার দায়ে তিন জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলার সর্বোচ্চ রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভিকটিম আব্দুর রহমানের পরিবারসহ এলাকাবাসী।

বৃস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজের বিচারক মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন (৩৩), একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান (৩০) ও ছালামত খানের ছেলে শাহিন খান (২০)। এ মামলায় যাবজ্জীবন কারাদনন্ড প্রাপ্ত আসামি হলো, মজিবুর রহমানের ছেলে রবিউল হাসান (৩৪)।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারী রাতে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়।

পরে আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রæত কার্যকর করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ স্পেশাল পিপি এডভোকেট মোঃ মোবারক হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

সংগ্রহীত

আপত্তিকর আড্ডায় মেতে উঠেছে মেঘনার স্কুল-কলেজের শিক্ষার্থীরামো. ইব্রাহীম খলিল মোল্লা-শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এ মেরুদণ্...
11/06/2024

আপত্তিকর আড্ডায় মেতে উঠেছে মেঘনার স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মো. ইব্রাহীম খলিল মোল্লা-
শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এ মেরুদণ্ডকে পুঁজি করে শিক্ষার মানদণ্ড নষ্ট করার লক্ষ্যে পথেঘাটে হাত ধরে ঘোরাঘুরিতে ব্যস্ত সময় পার করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বসছে ঘনিষ্ঠভাবে, একে অপরকে জড়িয়েও ধরছে প্রকাশ্যে। কুমিল্লার মেঘনা উপজেলায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এমন আড্ডার বিষয়টি শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দিনের পর দিন স্কুল-কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ক্লাসে অনুপস্থিত থাকছে অনেকে। আবার কেউ কেউ ক্লাস ফাঁকি দিয়েও এমনটা করছে। অভিভাবকদের অজান্তে বিভিন্ন মহল কিংবা রেস্টুরেন্টে ছেলে-মেয়ে একসঙ্গে আড্ডায় মত্ত থাকছে। শিক্ষার্থীরা একই ক্লাসের বন্ধু-বান্ধবীকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে একান্ত সময় কাটানোর পর ফিরে যাচ্ছে বাড়িতে। অভিভাবকরা কোনোভাবেই বুঝতে পারছেনা তাদের ছেলে-মেয়েদের এমন কর্মকাণ্ড। উঠতি বয়সি শিক্ষার্থীদের এমন আচরণকে দৃষ্টিকটু হিসেবে দেখার পাশাপাশি বিব্রতও হচ্ছেন স্থানীয়রা।

বেশ কিছুদিন পূর্বে বিভিন্ন রেষ্টুরেন্টে প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের আনাগোনাসহ ক্লাস ফাঁকি দিয়ে কয়েকজনকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ইতিমধ্যে এ আপত্তিকর কয়েকটি ভিডিও গোপন সূত্রের মাধ্যমে আমাদের এই প্রতিনিধির হাতে এসেছে।

স্থানীয়রা জানান, এই সমস্ত রেষ্টুরেন্ট গুলোতে বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থীরা যায়। ইউনিফর্ম পরা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রেষ্টুরেন্টে গিয়ে আপত্তিকর আড্ডায় চরম বিব্রত বলেও জানান তারা। শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই সকাল থেকে ভরদুপুরে বাজারে ঘুরাঘুরি করতে দেখা যায়। আবার কেউ কেউ ঘুরাঘুরি করতে গিয়ে তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে। প্রকাশ্যে ধূমপানও করছে নানা বয়সি মানুষের সম্মুখে। তারা আরও জানান- আমাদের ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, স্কুল-কলেজে নিয়মিত আসছে কিনা এবং ক্লাস করছে কিনা এটা দেখা আমাদের যেমন দায়িত্ব তেমনি স্কুল-কলেজ কর্তৃপক্ষেরও দায়িত্ব। কর্তৃপক্ষ যদি বিষয়গুলো তদারকি করে তাহলে উঠতি বয়সী শিক্ষার্থীরা বাইরে যেতে পারবে না বলে জানান তারা।

মেঘনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুর রহমান বলেন, আমি প্রায় ১৫ দিন হলো এই উপজেলায় আসছি। যদি পুরাতন হতাম তাহলে এর দায়ভার আমিও নিতাম। তবে এর জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অবশ্যই দায়ী। তাদের কারণেই আজ শিক্ষার্থীরা আপত্তিকর আড্ডায় বেপরোয়া হয়ে উঠেছে। আমি এই শিক্ষার্থীদের অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সেই সাথে পড়াশোনার মানোন্নয়নে আপনাদের তথা মেঘনাবাসির সহযোগিতা কামনা করছি।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা নজরদারি রাখব যেন শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কোনোভাবেই রেষ্টুরেন্ট বা নির্জন কোনো স্থানে আড্ডা দিতে না পারে। আর রেষ্টুরেন্ট গুলোকে সতর্ক করে দিয়ে আসবো যেন ভবিষ্যতে ক্লাস চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় রেষ্টুরেন্টে তাদের ঢুকতে না দেওয়া হয়। যদি পরবর্তীতে একই অভিযোগ আমাদের নিকট আসে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস আমাদের এই প্রতিনিধিকে বলেন, এখন স্কুল কলেজ বন্ধ। ঈদের পরে খুললে এ অবক্ষয়টি দূর করার জন্য আমরা একটা অভিভাবক সমাবেশ ডাকবো।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ ভোরের কাগজকে বলেন, এই সমস্ত অপরাধের তথ্য প্রমাণাদি আমার কাছে দিন। আমি যেভাবে পারি এর সমাধান দেবো। এমনকি ক্লাস চলাকালীন সময়ে রেষ্টুরেন্ট তো দূরের কথা বাজারেও যেন ঢুকতে না পারে বাজারের আশপাশের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কঠোর ভাবে নির্দেশ দিয়ে আসবো।

11/06/2024

লুটেরচর ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের ড্রেনের কাজ
ভালো হয়নি বলে মেঘনা উপজেলা
পরিষদের তাজ চেয়ারম্যানের কঠিন পদক্ষেপ।

মেঘনায় ভূমিসেবা সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিতমো. ইব্রাহীম খলিল মোল্লা-কুমিল্লার মেঘনা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ- ২০২৪  ও আল...
10/06/2024

মেঘনায় ভূমিসেবা সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইব্রাহীম খলিল মোল্লা-
কুমিল্লার মেঘনা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ- ২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুন, ২৪) সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন ও মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবদুল মালেক। অন্যদের মধ্যে ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ার অহিদুল ইসলাম শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকার্তাসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ভূমিসেবা প্রার্থী গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মো. তাজুল ইসলাম তাজসহ বক্তারা বলেন, সরকারি খাসজমি রক্ষণাবেক্ষণে সাংবাদিকসহ সমাজের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন- আমাদের উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়টি স্বচ্ছ ভূমিসেবায় কাজ করে যাচ্ছে। আব্দুল মালেক বলেন- সরকারি খাস জমি, খাল রক্ষণাবেক্ষণ ও ভূমিসেবার উপর গুরুত্ব আরোপ করতে হবে।

07/06/2024

আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে সকাল ৯টা থেকে বিকালা ৫টা পর্যন্ত পাচ্ছেন কি? যদি অফিস সময়ের মধ্যে না পেয়ে থাকেন তাহলে আমাদের মেঘনা টেলিভিশনকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দিন?

মো. ইব্রাহীম খলিল মোল্লা
সংবাদকর্মী
মেঘনা টেলিভিশন

07/06/2024

কোরবানীর জন্য এই দুটি গরু প্রস্তুত। যারা গরু দুটো ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
হাবিবুল্লাহ মিয়া - 01924919074

06/06/2024

মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা, সহকারী অধ্যাপক আবদুল আলেক স্যার এর আব্বা মো: আব্দুল খালেক কিছুক্ষন আগে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মেঘনা উপজেলা লুটেরচর ইউনিয়নের  নব নির্বাচিত  চেয়ারম্যান মোজাম্মেল হক হাউদ শপথ নিলেন। মেঘনা বাসীর সহ সকালের নিকট তিনি দোয়...
06/06/2024

মেঘনা উপজেলা লুটেরচর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক হাউদ শপথ নিলেন।
মেঘনা বাসীর সহ সকালের নিকট তিনি দোয়া প্রত্যাশা করেছেন। আজ কুমিল্লা জেলা প্রশাসক এর কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ মিজানুর রহমান
মেঘনা টেলিভিশন

05/06/2024

সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ করে দিয়েছেন মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। আগামী ৭ তারিখ রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রোগী দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে।

উল্লেখযোগ্য বিশেষজ্ঞগন:
ডা: আরিফিন খান
সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ

মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ডা: আমানাত হাসান সোহেল

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ডা: নুসরাত জাহান শিফা

মেঘনায় বজ্রপাতে খেয়াঘাটের মাঝির মৃত্যুমো. ইব্রাহীম খলিল মোল্লাকুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে শফিক মিয়া (২২) নামের এক খ...
04/06/2024

মেঘনায় বজ্রপাতে খেয়াঘাটের মাঝির মৃত্যু

মো. ইব্রাহীম খলিল মোল্লা
কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে শফিক মিয়া (২২) নামের এক খেয়াঘাটের মাঝির বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন, ২৪) বিকেল ৪টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়িয়াকান্দি গ্রামের ঘাট থেকে তুলাতুলী বাজার ঘাট সংলগ্ন নদীপথে এলাকার লোকজনদের পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত শফিক মিয়া বড়ইয়াকান্দি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তারা তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়।

জানা যায়, তার নিজস্ব নৌকা করে ৭/৮ জন যাত্রী নিয়ে নদী দিয়ে পার হচ্ছিলো, এমন সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে মাঝি শফিকসহ সবাই। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে সে নৌকা থেকে নদীতে ঢলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ি ও মেঘনা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত হয়। পরে প্রশাসনসহ এলাকাবাসী নৌকা ও জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার মরদেহ খুঁজে পাচ্ছে না।

এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলমগীর জাহান মেঘনা টেলিভিশনকে বলেন, আমার ফোর্স এখন পর্যন্ত কাজ করছে। নিহতের লাশ খুঁজে পাওয়া গেলে আমরা আপনাকে জানাব। এদিকে মেঘনা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আলাউদ্দিন জানান- আমরা নারায়ণগঞ্জ থেকে ডুবুরি নিয়ে আসছি। তাদেরকে নিয়ে আমরাসহ অভিযান চালিয়ে যাচ্ছি। নিহতের লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

04/06/2024

বজ্রপাতে নিহত।
মেঘনা উপজেলায় তুলাতুলি বাজার সংলগ্ন বড়ইয়াকান্দি নদীতে নদী পারাপারের মাঝি আজ বজ্রপাতে নিহত।

মেঘনাতে লাঙল-জোয়াল বিলুপ্ত হওয়ায় বিপাকে নিশিকান্তি পরিবারমো. ইব্রাহীম খলিল মোল্লা:কুমিল্লার মেঘনা উপজেলা নদীবেষ্টিত ও চর...
03/06/2024

মেঘনাতে লাঙল-জোয়াল বিলুপ্ত হওয়ায় বিপাকে নিশিকান্তি পরিবার

মো. ইব্রাহীম খলিল মোল্লা:
কুমিল্লার মেঘনা উপজেলা নদীবেষ্টিত ও চর-অঞ্চল এলাকা হলেও পেয়েছে আধুনিকতার ছোঁয়া। আর এ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে অতীতের অনেক কিছু। এরমধ্যে হারিয়ে যাচ্ছে কৃষিকাজে ব্যবহৃত লাঙল-জোয়াল ও গরুর ব্যবহার। অতীতে দেখা যেতো ভোরবেলা পাখির ডাকে জেগে উঠতো কৃষকরা। কাঁধে লাঙল-জোয়াল ও গরু নিয়ে বেরিয়ে পড়তো মাঠের জমিতে। বর্তমানে আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নয়া আবিস্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানান পরিবর্তন। কালের বিবর্তনে এমন পরিবর্তন হওয়ায় বর্তমানে গরু, গো-খাদ্যের মূল্যবৃদ্ধি, অন্যান্য সংকটে কৃষকরা এখন গরু ও লাঙল-জোয়ালের পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিয়েছে। ফলে দীর্ঘদিনের জমি চাষের পদ্ধতি আজ ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাচ্ছে।

এদিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বাজার সংলগ্ন চন্দনপুর গ্রামের মৃত নিশিকান্তি চন্দ্র দাসের দুই ছেলে গৌরাঙ্গ চন্দ্র দাস ও রঞ্জিত চন্দ্র দাস প্রায় ৪০ বছর যাবৎ লাঙল-জোয়াল তৈরি করে হাটে বিক্রি করে পরিবারের ভরণপোষণসহ দৈনন্দিন জীবন-যাপন গড়ে তোলার লক্ষে জীবিকা নির্বাহ করতেন। কারিগর রঞ্জিত দাস বলেন- আগে প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫টি লাঙল তৈরি করে বিভিন্ন হাটে গিয়ে প্রতি পিস বিক্রি করতে পারতাম প্রায় এক থেকে দের হাজার টাকা। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। এ কর্ম আমার বাবা করেছেন এবং আমরাও করে যাচ্ছি। এ পেশা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই, উপার্জনের একমাত্র পথ লাঙল-জোয়াল তৈরি করা। অপরদিকে গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন- গ্রামের পাড়া-মহল্লায় গিয়ে গাছ খড়িত করে কুড়াল ও করাত দিয়ে কেটে লাঙলের পানিকাঠ ও কনি তৈরি করতাম। ১টি লাঙল তৈরি করে এক হাজার টাকা বিক্রি করলে প্রায় ৩ শত টাকা লাভ হতো। এখন আর তেমন একটা বিক্রিও হয় না লাভও হয় না। শুধু লাঙল-জোয়াল তৈরিতে আমাদের দুই ভাইয়ের সংসার চালাতে এখন হিমশিম খাচ্ছি।

অন্যদিকে কৃষক মনু মিয়া ১৫ কিলোমিটার দূর থেকে তাদের কাছ থেকে লাঙল ক্রয় করতে এসে বলেন, ট্রাক্টর দিয়ে হালচাষ থেকে লাঙলে হালচাষ অনেক ভালো। এতে ফসল ভালো হয় ও মাটির উর্বরতা নষ্ট হয় না। এলাকার কয়েকজন চাষির সঙ্গে আলাপচারিতায় বসলে তারা জানান- সরকারি কোনো সংস্থা যদি এই পরিবারের পাশে থেকে সহযোগিতা করে তাহলে কাঠের তৈরি লাঙল-জোয়াল শিল্পটি ধরে রাখতে পারবে। এমনকি পরিবারটি ভালো থাকবে। তাছাড়া বেকারত্বতা দূর করতে হলে কৃষিকাজে সরকারের নজর দেওয়া উচিৎ। তা নাহলে দিন দিন লাঙল-জোয়ালের ব্যবহার চিরতরে বিলুপ্তি হয়ে যাবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম বলেন, গরু-মহিষ, লাঙল ও জোয়াল ছিল আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি। সেই সময় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। কিন্তু এখন আধুনিক কৃষিপ্রযুক্তি পুরাতন চাষ পদ্ধতিকে আমূল পরিবর্তন করেছে।

রাজনীতিতে পক্ষ-বিপক্ষ দল-বিরোধীদল,মতানৈক্য  থাকবেই কিন্তু নীতিতে ঠিক তো সব ঠিক। নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম ভাই ও...
03/06/2024

রাজনীতিতে পক্ষ-বিপক্ষ দল-বিরোধীদল,মতানৈক্য থাকবেই কিন্তু নীতিতে ঠিক তো সব ঠিক। নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম ভাই ও তৃতীয় বারের মতো ( হ্যাট্রিক) সফল মহিলা ভাইস চেয়ারম্যান দিলার শিরিন আপা সহ আরও অনে্কে সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার কাকার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময়ে মধ্য দিয়ে মেঘনার জনতার মাঝে এক বিশাল ভ্রাতৃত্ববোধ গড়ে তুলার শুভ সৃচনা করে দিলেন। রাজনীতির সৌন্দর্য তো এখানেই।
সকলের জন্য মন থেকে দোয়া রহিলো।

মোঃ মিজানুর রহমান
মেঘনা টেলিভিশন।

Address

আব্দুস সামাদ শপিং কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা।
Cumilla
3515

Telephone

+8801938835700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Television:

Videos

Share

Category

Nearby media companies