Dawaah Point

Dawaah Point Always follow the Quran and sunnah.
(18)

14/04/2024
01/04/2024

রাসূল সা. বলেছেন, ‘নিশ্চয়ই রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা ফিরিয়ে দেওয়া হয় না।

31/03/2024

কদরের রাত মিস করতে না চাইলে এই ৫টি আমল করুন 🤍🍂

১, নফল নামাজ পড়া (দীর্ঘ করে)।
২, সাদাকাহ দেওয়া (প্রত্যেক রাত্রে)।
৩,এশা এবং ফজর জামাত মিস না করা।
৪, প্রত্যেক রাত্রে কুরআন তেলাওয়াত করা।
৫, প্রত্যেক রাত্রে দুরুদ পড়া।

25/03/2024

রমজান মাস। এ মাসেই নাযিল করা হয়েছে আল কোরআন,যা মানবজাতির জন্য হিদায়াত ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। 🍂
(আল বাকারা~১৮৫)

24/03/2024

রাসুল সাঃ বলেছেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো।নিশ্চয়ই আমি দৈনিক একশতবার আল্লাহর নিকট তাওবা করে থাকি।🌱
[সহীহ মুসলিম ]

22/03/2024

রাসুল সাঃ বলেছেন,কিয়ামতের দিন রোজা ও কুরআন তেলাওয়াত বান্দার জন্য সুপারিশ কারী হবে।🥀
(মুসনাদে আহমদ, সহীহ আত তারগীব)

20/03/2024

রাসুল সাঃ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে,আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে চল্লিশ বছর দূরে সরিয়ে রাখবেন।🌹
(বুখারী ও মুসলিম)

17/03/2024

فَلَا تَعۡلَمُ نَفۡسٌ مَّاۤ اُخۡفِیَ لَهُمۡ مِّنۡ قُرَّۃِ اَعۡیُنٍ ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ

অতএব কেউই জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী লুকিয়ে রাখা হয়েছে। তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ!
___ আস সাজদাহ :১৭

16/03/2024

😢😢 وَلَقَدۡ ذَرَاۡنَا لِجَہَنَّمَ کَثِیۡرًا مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ ۫ۖ لَہُمۡ قُلُوۡبٌ لَّا یَفۡقَہُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اَعۡیُنٌ لَّا یُبۡصِرُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اٰذَانٌ لَّا یَسۡمَعُوۡنَ بِہَا ؕ اُولٰٓئِکَ کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡغٰفِلُوۡنَ
আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্যে সৃষ্টি করেছি ; তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তা দিয়ে দেখে না আর তাদের কান আছে তা দিয়ে শোনে না; এরা পশুর ন্যায়, বরং এরা অধিক পথভ্রষ্ট। এরাই গাফিল।

—আল আ'রাফ - ১৭৯

15/03/2024

আকাংখাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা । __হযরত আলী(রাঃ)

14/03/2024

যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমান ও সওয়াবের আশায় তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 🌹
[বুখারী ও মুসলিম ]

13/03/2024

যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা, গিবত ও অহেতুক কথাবার্তা এবং অনুরূপ কাজকর্ম বর্জন করেনি তাঁর এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনই মূল্য নেই। (বুখারি)

12/03/2024

🤍💔 রমজানে ১১টি করণীয় 🍂

❝যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে, সে আমলকারীদের সমান নেকী পাবে।❞
[সহীহ মুসলিম: ৬৯৮০]

১, তাওবা -ইসতেগফার করা
২, রমজানের ফজিলত সম্পর্কিত আয়াত এবং হাদীস গুলো জানা।
৩, গুনাহ মাফের জন্য প্রতিজ্ঞা করা।
৪, হিংসা-বিদ্বেষ এবং শিরক থেকে মুক্ত থাকা
৫, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকা।
৬, গত রমজানে কোন কোন সমস্যার কারণে এবাদত হয় নাই সেটা খুঁজে বের করা।
৭, শাবান মাস থেকে রমজানের আমল গুলো শুরু করা
৮, প্রত্যেক রমজানের জন্য রুটিন তৈরি করা
৯, রমজানে সারা দিনের চার্ট তৈরি করা
১০,শাবানের শেষের দিন রমজানের চাঁদ দেখা
১১, আল্লাহর কাছে তাওফিক চেয়ে আলাদা করে দোয়া করা

_____শায়খ আহমাদুল্লাহ

11/03/2024

রমজানের স্পেশাল ২৭টি আমল 🍂

❝যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে, সে আমলকারীদের সমান নেকী পাবে।❞
[সহীহ মুসলিম: ৬৯৮০]

১, শাবান মাসের শেষ দিন রমজানের চাঁদ দেখা এবং দোয়া পড়া ( اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ
২, সিয়াম পালন করা
৩, তারাবির সালাত আদায় করা
৪, সাহরি খাওয়া
৫, সাহরীর শেষের দিকে খাওয়া
৬, ইফতার করা
৭, ইফতার তাড়াতাড়ি করা
৮, ইফতারের দোয়া পড়া
৯, সাহরি ও ইফতারে খেজুর খাওয়া
১০, সারাদিন বেশি বেশি দোয়া করা
১১, সকল পাপাচার বর্জন করা
১২, মিথ্যা পরিহার করা
১৩, ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা
১৪, সকল সাধারণ নেক আমল এমাসে গুরুত্বের সাথে করা
১৫, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
১৬,রোজাদারকে ইফতার করানো
১৭, অর্থ সহ কোরআন তেলাওয়াত করা
১৮, কোরআন তেলাওয়াত করে অন্যকে শুনানো
১৯, সাদাকাহ করা
২০, তাহাজ্জুদ পড়া
২১, সামর্থ্য থাকলে ওমরা করা
২২, মেসওয়াক করা
২৩, শেষ ১০ দিন এতেকাফ এ বসা
২৪, শেষ ১০ দিন সবচেয়ে বেশি ইবাদত করা
২৫, লাইলাতুল কদর তালাশ করা
২৬, কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে এই দোয়া পড়া (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী)
২৭,গরীবদেরকে ফিতরা দেওয়ার মাধ্যমে রমজানকে বিদায় দেওয়া।

_______ শায়খ আহমাদুল্লাহ

10/03/2024

তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং পৃথিবী সেই একই পরিমানে”।(সূরা তারেক:১২)

01/03/2024

"বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং (যার জন্য ইচ্ছা) সংকুচিত করে দেন

[সূরা বনী ইসরাইল : ৩০]

26/02/2024

শয়তান তোমাদিগকে অভাবের ভয় দেখাইবে এবং অসুদপায়ে উপার্জনের পরামর্শ দিবে— সূরা বাকারা

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
25/02/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

25/02/2024

যদি তোমরা ঈমানদার হয়ে থাক, তবে আল্লাহতায়ালার উপর ভরসা করো—আল-কোরআন

24/02/2024

আলহামদুলিল্লাহ, ইন শা আল্লাহ, জাযাকাল্লাহ শব্দগুলোতে এতো আপত্তি কেন?

৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর সাহসী উচ্চারণ ছিল— এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো 'ইন শা আল্লাহ'। এখানেও কি 'ইন শা আল্লাহ' শব্দের প্রয়োগকে ভাষার দূষণ হিসেবে আখ্যায়িত করার দুঃসাহস দেখাবেন?

ভাষা আন্দোলনের পাঁচ ভাষাশহিদ— আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান, আবদুস সালাম, আবদুল জব্বার এই সবগুলো নামই আরবি। এ নামগুলোর উচ্চারণেও কি ভাষার দূষণের ঘ্রাণ নাকে স্পর্শ করে?

আসলে ইসলাম নিয়ে এলার্জি চিনতে পারার প্যারামিটার এগুলোই।
©️ Mizanur Rahman Azhari

23/02/2024

হে মুমিনগণ! আল্লাহতায়ালাকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক—আল-কোরআন

22/02/2024

আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।
- Hazrat Umar (RA)

21/02/2024

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে।
- Hazrat Ali (RA)

20/02/2024

স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই।
- Hazrat Ali (RA)

19/02/2024

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
- Hazrat Ali (RA)

18/02/2024

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন।
- Hazrat Muhammad (SAW)

17/02/2024

সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তা’আলা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।
- Hazrat Ali (RA)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dawaah Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawaah Point:

Videos

Share

Category

Nearby media companies



You may also like