Jone Crazy

Jone Crazy আমাদের পেজে আসার জন্য অসংখ্য ধন্যবাদ?

08/05/2024

কলিজায় লাগার মত একটা ভিডিও😭😭

With Joynal Abdin – I just got recognized as one of their top fans! 🎉
08/05/2024

With Joynal Abdin – I just got recognized as one of their top fans! 🎉

01/02/2024

Papa😄🤪

23/10/2023

HEART-BREAKING| A Palestinian Nurse was shocked to find her sister among the victims who arrived at the hospital.



হৃদয় বিদারক| একজন ফিলিস্তিনি নার্স হাসপাতালে আসা ভুক্তভোগীদের মধ্যে তার বোনকে পেয়ে হতবাক হয়েছিলেন।

22/10/2023

সে শুধু খেলতে চায়, কিন্তু তারা তার শৈশব কেড়ে নিয়েছে।

She just wants to play, but they has taken away her childhood.

Today's the best Photo 🌿.... beautiful
02/09/2022

Today's the best Photo 🌿.... beautiful




 #শিক্ষনীয়_গল্প:- এক সন্তান তার পিতার কাছে গিয়ে নরম স্বরে বললো,"বাবা" আমি আর কোন দিন মসজিদে যাবো না"√বাবাঃ "কারণটা জা...
27/08/2022

#শিক্ষনীয়_গল্প:-
এক সন্তান তার পিতার কাছে গিয়ে নরম স্বরে বললো,
"বাবা" আমি আর কোন দিন মসজিদে যাবো না"

বাবাঃ "কারণটা জানাবে কি?"

সন্তানঃ "সালাতের সময় আমি কিছু লোককে দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত আছে, কেউ গল্পগুজব করছে আর অনেককেই দেখলাম সালাত যথাযথভাবে আদায় না করতে,
তারা শুধুই ভণ্ডামি করছে।"

পিতা কিছুক্ষন চুপ থেকে বললো, "আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্ত চুড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটি কাজ করে দেখাতে পারবে?"

সন্তানঃ "কি কাজ করতে হবে"?

পিতাঃ "তুমি একটি পানিভর্তি গ্লাস নিয়ে মসজিদের চারদিকে দুইবার ঘুরে আসবে আর খেয়াল করতে হবে যেন পানি একফোটাও না পড়ে।"

সন্তান কাজটি করতে রাজি হলো এবং কিছুক্ষণ পরে এসে বললো,
"আমি আপনার দেওয়া কাজ শেষ করেছি।"

পিতা এবার সন্তানকে তিনটি প্রশ্ন করলেনঃ
১. তুমি কি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছো?
২. তুমি কি কাউকে গল্পগুজব করতে দেখেছো বা শুনেছো?
৩. তুমি কি কাউকে ভুল কোন কিছু করতে দেখেছো?

সন্তানঃ "আমি পানির গ্লাসটি নিয়ে এতোই ব্যস্ত ছিলাম যে, কে কি করেছে তা দেখিনি, কে কি বলেছে তা শুনিনি,
আমি শুধুই গ্লাস থেকে যেন পানি উপচে না পরে সেই দিকেই খেয়াল রেখেছি,
আর এই কারনে পানি পরেনি।"

পিতাঃ এখন থেকে তুমি যখন মসজিদে যাবে তখন শুধুই সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ মনোযোগ দিবে, সৃষ্টির দিকে নয়।
তাহলেই তুমি মহান আল্লাহর ঘরের পূর্ণ রহমত আশা করতে পারবে.
আল্লাহ্ আমাদের সকলকে সালাতের ব‍্যাপারে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক... আমিন!

22/08/2022

নারীদের জন্য শিক্ষনীয় একটি ঝগড়া ।

20/08/2022

শরীরের লোম দাড়িয়ে যাবে- জামশেদ মজুমদার _ Jamshed Majumdar

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে অব্যাবস্থাপনা হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই ব...
16/08/2022

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?

দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে অব্যাবস্থাপনা হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই বলে এখন এভাবে মরতে হবে ?

আর কত ভাবে মরতে হবে আমাদের?

একটা লাইন লেখার আগে ত একশ বার চিন্তা লাগে যে কে কোথা থেকে আবার শত্রুর কাতারে ফেলে দেবেন আমায়, আমাদের!

ঘুমায় যাই? ঘুমের মাঝে মরে গেলে হয়ত কষ্ট কম হবে!

হয় দ্রুততম সময়ে সঠিক বিচার করেন, নাহয় বলেন চোখ,কান,মুখ বুজে মরে যাই সবাই মিলে।

10/08/2022

হুজুর আমারে কেউ ভালোবাসে না _ Abrarul Haque Asif

09/08/2022

নামাজে খারাপ চিন্তা আসলে কি করবেন_ ABRARUL HAQUE ASIF

নিজেই নিজের খুশির কারন হও..দেখবে লাইফে কখনো কষ্ট পাবে না ☺
08/08/2022

নিজেই নিজের খুশির কারন হও..দেখবে লাইফে কখনো কষ্ট পাবে না ☺

লাইফে প্রথম এই পোস্ট পড়ে কান্না করলাম😭 রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!...
08/08/2022

লাইফে প্রথম এই পোস্ট পড়ে কান্না করলাম😭
রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!!
সকাল গেলো ঘুম থেকে উঠলাম না...!!! আরামে ঘুমাবো বলে মা ডাকলো না...!!!
দুপুর হয়ে গেলো ঘুম থেকে উঠলাম না...!!!

এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না।
মা চলে গেলো।
একটু পর আবার আসলো।
এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো আমি তাও উঠলাম না। এইবার মা একটা থাপ্পড় দিলো।
তাও উঠলাম না।

এবার মা হাত ধরে টান দিলো কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো।
শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে।
মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো।
কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না।
এইবার বাবা চোখের জল ফেলে বলছেঃ উঠে আয় তোকে আর কোন দিন কিছু বলবো না।
যেমন করে থাকতে চাস থাক।
তাও উঠে আয়।
তোকে আজকেই ল্যাপটপ কিনে দিবো।

আমি অবাক হয়ে দেখছি বাবা এতো করুণা করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে।
আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না।
এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে।
একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো।

ওদিকে মা কাঁদছে কেউ মাকে স্বান্ত্বনা দিচ্ছে কেউবা বাবাকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে।
একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিলো।

আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যাথা লাগছে নামাও এখান থেকে।
কেউ আমার কথা শুনলো না।
একটু পর ঐ মানুষ গুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ডেলে দিলো।
ঈশ আমার শরীর পুড়ে গেলো বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুঁইছে।

আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিয়ো না,শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিয়ো না।
খুব ব্যাথা লাগছে কেউ শুনলোনা।
অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে।

আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে।
কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিলো।
একটা চাদরও নিচে দিলনা।
একটু পরে মা,বোন আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পড়ালো।
মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে।
এতো আদর কোনোদিন করেনি মা আমাকে।

আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না।
আমি এতো করে বলছি কেঁদো না।
মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা । একটু পর কয়েক জন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিলো কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনলো না।

মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো।মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে।
ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না।
কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনলো না।
কেঁদেই চলেছে।
একটু বেশি ঘুমালে বাবা বকা দিতো।
কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে।
একটা বকাও দিলো না আমাকে।

মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েক জন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিলো একটা ছায়ায়।
তার পরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেলো আমায়। একটু দূরেই একটা মাটির গর্ত করে রাখছে।
বাবা আর ভাই, ২ জন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ঐ ছোট মাটির গর্তে শুইয়ে দিলো।

একটা বালিশ, চাঁদর কিছু দিলো না।
একটা লাইটও দিলো না।
আমার পা আর মাথার কাছের বাঁধন গুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাচা বাঁশ দিয়ে ঢেকে দিলো।
তার উপর আরো কি কি দিলো আমি কিছুই দেখতে পাচ্ছি না।
যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে।

আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো।
আমার খুব ভয় করছে।
কিছু দেখতে পাচ্ছি না।
একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে।
আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেওনা।
না কেউ শুনল না।
স্বার্থপরের মত সবাই চলে গেলো...!!!

কি ভাবছেন...???
মৃত্যুবরণ করবেন না...???
আরো রং তামাশা করার বাকি আছে...?

আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুন..
আল্লাহুম্মা আমিন💖 جوينال عابدين

Address

Cumilla

Website

http://www.jonecrazy.com/, http://www.jonecrazy.com/, http://www.jonecrazy.com/, http://www.j

Alerts

Be the first to know and let us send you an email when Jone Crazy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jone Crazy:

Videos

Share

Category