26/09/2024
পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন।
মানুষকে চেনা কিন্তু সহজ নয়।
মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে।
মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি।"
মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি ' বলেও বারবার পিছু ফিরে তাকায়।
কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়' ভালো থেকো।'
এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি...!!!
আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না।
সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো. তার এই কান্নায় আপনি এক ধরনের ভালোলাগা অনুভব করবেন।
পরের দিন ও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপোনা " এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন, সে চোখের জল ঝড়াতে ব্যস্ত।
আপনি ভাববেন, বাহ্!! সে তো আমাকে খুব ভালোবাসে.... আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে।
আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব,
সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে।
আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন।
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন।
তার চোখে আর জল নেই আপনার জন্য।
তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগেনা।
তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা,।
ঘুম আসেনা, তার শান্তি লাগেনা কোনো কিছুতেই।
বুক ভারী হয়ে আসে কেমন যেনো একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে।
তার মন খুলে হাসতে ইচ্ছে করেনা, চোখেও কান্না আসেনা।
নীরবতা যেনো আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে।
কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারেনা।
মন উজাড় করে কাউকে বলতেও পারেনা যে, আমার ভীষন খারাপ লাগছে।
কাউকে বলতে পারেনা যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষন প্রয়োজন।
তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি!! আজ সে কাঁদলো না কেনো???
সে কি আমাকে আর ভালোবাসে না???
আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা, আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে।
আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না।
বরং সে হাসবে।
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে ঘুমিয়ে পড়বে।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ!!
ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়োই খারাপ জিনিস।
শুধু মানুষ কেনো, কেউই এটি সহ্য করতে পারেনা। বাড়ির উঠোনে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অবহেলা করে দেখুন।
দেখবেন দুইদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন থেকে।