Jk Jafor bin

Jk Jafor bin Hello guys I’m video content creator please follow my page

তোমাকে যতটা গুরত্ব দিয়েছি, তার এক অংশ গুরত্ব যদি নিজেকে দিতাম তবে আজ তোমার কাছে নষ্ট ঘড়ি বা পুরাতন ক্যালেন্ডারের মতো পড়ে...
12/11/2024

তোমাকে যতটা গুরত্ব দিয়েছি,
তার এক অংশ গুরত্ব যদি নিজেকে দিতাম তবে আজ তোমার কাছে নষ্ট ঘড়ি বা পুরাতন ক্যালেন্ডারের মতো পড়ে থাকতে হতো না।
তোমাকে যতটা বিশ্বাস করেছি
তার এক বিন্দু পরিমান বিশ্বাস যদি নিজের প্রতি থাকতো - তুমি বিশ্বাস ভাঙতেই পারো, তবে আজ আমাকে বিশ্বাস শব্দটাই ভয় পেতে হতো না।

তোমাকে যতটা চেয়েছি,
তার এক ভাগ যদি নিজের জন্য নিজেকে চাইতাম তবে আজ তোমার কাছে আমাকে হারাতে হতো না।
তোমাকে যতটা অধিকার দিয়েছি,
তার কিছুটা অধিকার যদি নিজের জন্য জমায়ে রাখতাম, তবে আজ তোমার অবহেলা আমাকে ছুঁইতে পারতো না।

অবহেলা করে গেলে তো যাও
তুমিও কারো না কারো এক বুক অবহেলা নিয়ে ঠিক ফিরবে।

তোমাকে বিষন্নতায় রেখে যে নিশ্চিতে ঘুমিয়ে পড়ে, সে কখনোই তোমাকে ভালোবাসেনি.!😓💔
12/11/2024

তোমাকে বিষন্নতায় রেখে যে নিশ্চিতে ঘুমিয়ে পড়ে, সে কখনোই তোমাকে ভালোবাসেনি.!😓💔

সব অজুহাত মিথ্যা, যে তোমাকে চায় সে তোমার জন্য লড়বে।"💔
12/11/2024

সব অজুহাত মিথ্যা, যে তোমাকে চায় সে তোমার জন্য লড়বে।"💔

চোখ দুটো বড্ড বেহায়া, ক্ষনে ক্ষনেই তার মুখের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে.!😔💔
12/11/2024

চোখ দুটো বড্ড বেহায়া, ক্ষনে ক্ষনেই তার মুখের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে.!😔💔

14/10/2024
মানুষকে ক'ষ্ট দিয়েন না, মানুষ আর বাঁ'চে কয়দিন।😊💔
14/10/2024

মানুষকে ক'ষ্ট দিয়েন না, মানুষ আর বাঁ'চে কয়দিন।😊💔

সকালের ঘুম ভেঙে যাওয়ার পর হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা মনে পরার মতো খারাপ অনুভূতি আর হয় না..!"💔😢🦋
29/09/2024

সকালের ঘুম ভেঙে যাওয়ার পর হারিয়ে যাওয়া
প্রিয় মানুষটির কথা মনে পরার মতো খারাপ অনুভূতি আর হয় না..!"💔😢🦋

পরিস্থিতি যখন নাচায়, পরিচিতিরা তখন ঢোল বাজায়..!🙂💔
29/09/2024

পরিস্থিতি যখন নাচায়, পরিচিতিরা তখন ঢোল বাজায়..!🙂💔

_জীবন এত বাজেভাবে এলোমেলো হয়ে গেছে,যে জীবনটা আবার গোছাতে গিয়ে আরো প্যাঁচিয়ে যাচ্ছে!💔😅
28/09/2024

_জীবন এত বাজেভাবে এলোমেলো হয়ে গেছে,যে জীবনটা আবার গোছাতে গিয়ে আরো প্যাঁচিয়ে যাচ্ছে!💔😅

পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন। মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বি...
26/09/2024

পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন।
মানুষকে চেনা কিন্তু সহজ নয়।
মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে।
মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি।"

মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি ' বলেও বারবার পিছু ফিরে তাকায়।
কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়' ভালো থেকো।'
এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি...!!!

আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না।
সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো. তার এই কান্নায় আপনি এক ধরনের ভালোলাগা অনুভব করবেন।
পরের দিন ও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপোনা " এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন, সে চোখের জল ঝড়াতে ব‍্যস্ত।
আপনি ভাববেন, বাহ্!! সে তো আমাকে খুব ভালোবাসে.... আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে।

আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব,
সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে।
আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন।
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন।
তার চোখে আর জল নেই আপনার জন্য।

তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগেনা।
তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা,।
ঘুম আসেনা, তার শান্তি লাগেনা কোনো কিছুতেই।
বুক ভারী হয়ে আসে কেমন যেনো একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে।
তার মন খুলে হাসতে ইচ্ছে করেনা, চোখেও কান্না আসেনা।
নীরবতা যেনো আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে।
কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারেনা।

মন উজাড় করে কাউকে বলতেও পারেনা যে, আমার ভীষন খারাপ লাগছে।
কাউকে বলতে পারেনা যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষন প্রয়োজন।
তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি!! আজ সে কাঁদলো না কেনো???
সে কি আমাকে আর ভালোবাসে না???
আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা, আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে।

আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না।
বরং সে হাসবে।
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে ঘুমিয়ে পড়বে।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ!!

ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়োই খারাপ জিনিস।
শুধু মানুষ কেনো, কেউই এটি সহ‍্য করতে পারেনা। বাড়ির উঠোনে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অবহেলা করে দেখুন।
দেখবেন দুইদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন থেকে।

😔❤️‍🩹
25/09/2024

😔❤️‍🩹

Address

Cumilla
3055

Telephone

+966561732624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jk Jafor bin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category