Israt Jahan

Israt Jahan I am a digital marketer specializing in strategy.I also Highlight my Daily activities and my country.

21/11/2023

লেখিকা :বীথিকা দাস
পাঠিকা:ইসরাত জাহান
Location:Chittagong Golf Club

09/03/2023

যে রাধেঁ, সে চুল ও বাধেঁ✌️✌️

     #ডিজিটাল       marketing   marketing   marketing   development   jahan
01/03/2023



#ডিজিটাল


marketing
marketing
marketing
development
jahan

28/02/2023



❤️❤️
28/02/2023

❤️❤️

ছবিতে যে লোকটাকে দেখতেছেন সে তুরস্কের একজন বিখ্যাত ধনী ব্যাক্তি ৪০ সেকেন্ডের  ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো...
09/02/2023

ছবিতে যে লোকটাকে দেখতেছেন সে তুরস্কের একজন বিখ্যাত ধনী ব্যাক্তি

৪০ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।

 #ডিজিটাল মারক্যাটিংব্যাবসা আপনার, প্রচারের দায়িত্ব আমাদের 🤗গতানুগতিক আর কত বু'স্টিং করবেন?🤔এইবার একটু আমাদের মার্কেটিং ...
09/02/2023

#ডিজিটাল মারক্যাটিং
ব্যাবসা আপনার, প্রচারের দায়িত্ব আমাদের 🤗
গতানুগতিক আর কত বু'স্টিং করবেন?🤔
এইবার একটু আমাদের মার্কেটিং ফানেল স্ট্র‍্যাটেজি অনুযায়ী Facebook A'ds Campaign করে আপনার বিজনেস এর সেলস স্ট্রাটেজি চেঞ্জ করে ফেলুন✌️

🧐 আমাদের পে'ইজ ম্যানেজমেন্ট সার্ভিস (Monthly) প্যাকেজ এ পাচ্ছেন👇
♦️ পে'ইজ তৈরী,
♦️ পে'ইজের লোগো তৈরী,
♦️ পে'ইজ কভার তৈরী,
♦️ পোস্ট কন্টেন্ট
♦️ পোস্ট ব্যানার
♦️ ভিডিও পোস্ট
♦️ ইনবক্স কাস্টমাইজ,
♦️ অটো-রিপ্লাই সেট,
♦️ পেইজ প্র'মোশন
♦️ পোস্ট বু'স্ট
♦️ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি,
♦️ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং
আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Hi,everyone,let us introduce our-self, what is our aim in life?Me:Israt Jahan,,aim in life is a successfull Digital mark...
06/02/2023

Hi,everyone,let us introduce our-self, what is our aim in life?
Me:Israt Jahan,,aim in life is a successfull Digital marketer✌️✌️

page create with professional digital marketer,,,,,,,***Page create and full set up***Cover photo design***Prof...
25/01/2023

page create with professional digital marketer,,,,,,,
***Page create and full set up
***Cover photo design
***Profile photo design
***Add business information
***Page boost and post boost

সেল নাই, আসলেই ভাই সেল নাই!!! এই সেল নাই সমস্যায় যারা আছেন তাদের আর কোন চিন্তা নাই!কেন আপনাদের সেল হয় না???- কারণ সঠিক ক...
22/01/2023

সেল নাই, আসলেই ভাই সেল নাই!!!
এই সেল নাই সমস্যায় যারা আছেন তাদের আর কোন চিন্তা নাই!

কেন আপনাদের সেল হয় না???
- কারণ সঠিক কাষ্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছায় না।

কেন আমাদের থেকেই সার্ভিস নিবেন?

- আপনার প্রোডাক্ট এর ধরণ ও মূল্য অনুযায়ী আমরা আপনার প্রোডাক্ট পৌঁছে দেবো সঠিক কাষ্টমারের কাছে।

আপনাদের খরচ কেমন?
- সবচেয়ে কম খরচে সেরা মার্কেটিং

আপনাদের থেকে কি লাইফটাইম সাপোর্ট পাওয়া যাবে?
- জ্বি লাইফটাইম সাপোর্ট পাওয়া যাবে

Proud to be a digital marketer✌️✌️✌️✌️
21/01/2023

Proud to be a digital marketer✌️✌️✌️✌️

(Love,respect,trust,care) all these are a perfect combination of true love❤️❤️❤️❤️❤️❤️❤️
21/01/2023

(Love,respect,trust,care) all these are a perfect combination of true love❤️❤️❤️❤️❤️❤️❤️

Be Careful🫵
21/01/2023

Be Careful🫵

সেল করুন অনলাইনে!! নিশ্চিন্তে; নিরাপদে।বুষ্টিং তো সবাই করে! কিন্তু বিজনেস এনালাইসিস করে, সঠিক অডিয়েন্স টার্গেট করে কাজ ক...
18/01/2023

সেল করুন অনলাইনে!! নিশ্চিন্তে; নিরাপদে।

বুষ্টিং তো সবাই করে! কিন্তু বিজনেস এনালাইসিস করে, সঠিক অডিয়েন্স টার্গেট করে কাজ করে কয়জন? আমি ইসরাত জাহান নিয়ে এলাম আপনার বিজনেস এনালাইসিস করে সঠিক মার্কেট/অডিয়েন্স টার্গেট করে সেই অডিয়েন্স এর কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সার্ভিস ।

সার্ভিস সমূহ -
✅ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন পারসন
✅ অরিজিনাল কার্ড/ অথোরাইজড একাউন্ট দিয়ে বুস্টিং সুবিধা 😎
✅ পেইজের রিচ, ইম্প্রেশন ও কোয়ালিটি বৃদ্ধির নিশ্চয়তা ❤️
তাই দেরি না করে বিস্তারিত জানতে অথবা সার্ভিসটি পেতে ইনবক্স করুন। অথবা সরাসরি ফোন করুন।
📱 01646549806
Service First 🤟

ভালোর সাথে থাকুন, আজকের ব্যর্থতার কথা ভাববেন না, বরং আগামীকাল যে সাফল্য আসতে পারে সেটাই  ভাবুন।আপনি নিজেকে একটি কঠিন কাজ...
18/01/2023

ভালোর সাথে থাকুন, আজকের ব্যর্থতার কথা ভাববেন না, বরং আগামীকাল যে সাফল্য আসতে পারে সেটাই ভাবুন।আপনি নিজেকে একটি কঠিন কাজে নির্ধারণ করেছেন, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তবে আপনি সফল হবেন; এবং আপনি প্রতিটি বাধা অতিক্রমে এক অন্যরকম আনন্দ পাবেন। মনে রাখবেন, সুন্দর কিছু অর্জনের জন্য আমরা যে প্রচেষ্টা করি তা কখনও নষ্ট হয় না।
হেলেন কিলার

4 mins read,change your life✌️✌️✌️✌️🫶🫶ইলন মাস্ককে বলা হয় বাস্তব দুনিয়ার আয়রন ম্যান। কমিক বই বা সিনেমার পর্দার আয়রন ম্যান...
18/01/2023

4 mins read,change your life✌️✌️✌️✌️🫶🫶
ইলন মাস্ককে বলা হয় বাস্তব দুনিয়ার আয়রন ম্যান। কমিক বই বা সিনেমার পর্দার আয়রন ম্যান একজন জিনিয়াস, তিনি দারুন দারুন সব আইডিয়া বের করেন, এবং সেগুলো কাজে লাগিয়ে নিজে তো টাকার পাহাড় গড়েছেনই, সেইসাথে পৃথিবীর মানুষের উপকার করারও চেষ্টা করেন। ইলন মাস্ক অনেকটাই সেরকম। তিনি দিন রাত খেটে নতুন নতুন প্রযুক্তির আইডিয়া বের করেন। সেগুলো কাজে লাগিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছেন। আবার সেই ডলার খরচ করেন পৃথিবীর মানুষের জীবনযাত্রা উন্নত করার প্রজেক্টে।

তবে ইলন মাস্ক শুধুমাত্র একজন টেকনিক্যাল জিনিয়াস নন। তিনি ব্যবসাটাও খুব ভালো বোঝেন। তা না হলে শুধু টেকনিক্যাল জিনিয়াস হলেই বিলিওনেয়ার হওয়া যায় না। পৃথিবীতে এমন বহু জিনিয়াস এসেছেন, যাঁরা দারুন দারুন আইডিয়া ভাবলেও, টাকা আয় করা তো দূরের কথা – আইডিয়া বাস্তবায়নও করতে পারেননি। তাই, বর্তমান বিশ্বের একজন সেরা প্রযুক্তিবিদ ও আবিষ্কারকের পাশাপাশি – তাঁকে সেরা একজন বিজনেস আইকন হিসেবেও ধরা হয়। বিজ্ঞান আর ব্যবসা ভালো বোঝার কারণেই তাঁকে কল্পনার জগতের হিরো আয়রন ম্যানের পাশাপাশি টমাস আলভা এডিসন এর মত বাস্তব দুনিয়ার হিরোর সাথে তুলনা করা হয়।

২০০৭ সালে প্রথম আয়রন ম্যান সিনেমার শুটিং এর আগের কথা। আয়রনম্যান চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনি জুনিয়র ইলন মাস্কের স্পেস এক্স এর হেডকোয়ার্টারে গিয়েছিলেন তাঁর সাথে দেখা করতে। কারণ, লেখিকা এ্যাশলি ভেন্স তাঁর ইলন মাস্কের জীবনী বইয়ে লিখেছিলেন, “টনি স্টার্ক (আয়রন ম্যান এর আসল নাম) এবং ইলন মাস্ক আসলে একইরকম চরিত্রের মানুষ”। তাই আয়রনম্যান চরিত্রে অভিনয় করার আগে রবার্ট বাস্তবের আয়রনম্যানের সাথে দেখা করে তাঁর চালচলন ও কাজের ধরন সম্পর্কে আইডিয়া নিতে গিয়েছিলেন।

মাস্কের সাথে দেখা করার পর রবার্ট ডাউনি জুনিয়রের প্রতিক্রিয়া ছিল এরকম: “যেটা আমার মাথা খারাপ করে দিয়েছে, তা হল তাঁর ব্যবসা পরিচালনার ধরন। এমন একজন মানুষ অবশ্যই অসাধারণ ব্যবসায়ী হবেন”

ইলন মাস্ক কিভাবে ব্যবসা পরিচালনা করেন, তা জানার চেষ্টা করেছিলেন শীর্ষস্থানীয় বিজনেস ও সেলফ ডেভেলপমেন্ট ম্যাগাজিন “এ্যাডিক্টেড টু সাকসেস” এর নিয়মিত লেখক এবং “LiveaBusinessLife” এর কর্ণধার মোস্তফা ডাসট্রাস। তিনি মোট ৪টি বিষয় খুঁজে পেয়েছেন, যেগুলো ইলন মাস্ককে অসাধারণ একজন বিজনেস এ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছে।

আমরা আমাদের পাঠকদের জন্য তাঁর সেই খুঁজে পাওয়া বিষয়গুলোই সংক্ষেপে তুলে ধরছি:

০১. তিনি অফিসে খুবই বন্ধুত্বপূর্ণ

বেশিরভাগ প্রতিষ্ঠানের বসই খুব ভয়ঙ্কর ধরনের চরিত্র হয়ে থাকেন। তাঁকে একটি কথা বলতে গেলে কর্মীদের ১০ বার ভাবতে হয়। এতেকরে আসলে প্রতিষ্ঠানেরই ক্ষতি হয়। হয়তো কোনও কর্মী নতুন কোনও ভালো আইডিয়া পেল, কিন্তু বসের গম্ভীর ভাবের কারণে সে তা বলতেই সাহস পেল না। আবার মিটিংয়ে ভালো কোনও মতামত মাথায় এলেও অনেকে বসের সামনে মুখ খোলেন না। এটার কুফল সম্পর্কে বোঝা এবং কাজের পরিবেশকে বন্ধুত্বপূর্ণ করে তোলার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। প্রতিষ্ঠানের প্রধান যদি সব সময়ে গম্ভীর হয়ে থাকেন, এবং অন্যদের সাথে দূরত্ব বজায়ে রাখেন – তবে এই কালচার পুরো প্রতিষ্ঠানেই ছড়িয়ে যায়। এবং নতুন আইডিয়া প্রকাশ হয় না। প্রতিষ্ঠানও বেশিদূর এগিয়ে যেতে পারে না। –

ইলন মাস্ক এই ব্যাপারটা খুব ভালো বোঝেন, এবং তাঁর সবগুলো প্রতিষ্ঠানের কর্মীরা খুব সহজে তাঁর কাছে যেতে পারে এবং কথা বলতে পারে। তিনি তাঁর কর্মীদের ভালো মন্দের দেখভাল খুব ভালোমত করেন, যার ফলে কর্মীরাও নিজেদের কাজটি ঠিকমত করাকে দায়িত্ব মনে করে। – যেকারণে, তাঁর সবগুলো প্রজেক্টের কর্মীরা খুব মন লাগিয়ে কাজ করেন। ফলে প্রায় প্রতিটি প্রজেক্টই শতভাগ সাফল্য পায়। কর্মীরা তাঁকে সম্মান করে – কিন্তু ভয় পায় না। একারণেই নিজেদের আইডিয়া ও মতামত খুব সহজেই বসের কাছে পেশ করতে পারে – যা কোম্পানীর জন্যই ভালো।

কর্মীদের সাথে সহজ হতে পারা এবং তারা যেন তাদের কথা অকপটে বলতে পারে – এমন পরিবেশ সৃষ্টি করা একটি দারুন মোটিভেশন। শুধুমাত্র সেরা বসরাই এই মোটিভেশন দিতে পারেন। এবং ইলন মাস্ক নি:সন্দেহে তাঁদের একজন।

০২. সততা

ইলন মাস্ক নি:সন্দেহে খুবই মেধাবী এবং জ্ঞানী একজন মানুষ। কিন্তু তিনি কখনও যা জানেন না, তা জানার ভান করেন না। কোনও কনফারেন্সে তাঁর অজানা কিছু জিজ্ঞাসা করা হলে তিনি গোঁজামিল দিয়ে উত্তর দেয়ার চেষ্টা না করে, না জানার কথা সরাসরি স্বীকার করেন।

তাঁর প্রডাক্টের বর্ণনায় যা দেয়া থাকে, সেটাই পাওয়া যায়। কোনও বেশি বা কম নেই। এই কারণেই নাসার মত প্রতিষ্ঠান রকেট ও স্যাটেলাইটের মত জিনিস তাঁর কোম্পানী থেকে কেনে। কথা ও কাজে এক থাকা সত্যিকার সফল ব্যবসায়ী হওয়ার অন্যতম শর্ত। যারা এক ধরনের পন্যের প্রতিশ্রুতি দিয়ে অন্য ধরনের পন্য ক্রেতার হাতে তুলে দেয়, তারা আসলে ব্যবসায়ী নয় – এরা আসলে চোর। এই ধরনের ব্যবসায়ীরা কখনওই ইলন মাস্ক বা জ্যাক মা এর পর্যায়ে যেতে পারে না।

আপনাকে যদি সত্যিই বিশাল পর্যায়ের উদ্যোক্তা হতে হয়, তবে অবশ্যই স‌ৎ হতে হবে। প্রতিশ্রুতি, কথা এবং কাজের মধ্যে কোনও অমিল থাকা যাবে না। ইলন মাস্ক এর এই একটি নীতিই তাঁর ব্র্যান্ড গুলোকে নিজ নিজ বাজারের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হতে সাহায্য করেছে।

০৩. ক্রেতাদের সন্তুষ্টির ব্যাপারে কোনও ছাড় নয়

পরিসংখ্যান অনুযায়ী, ১০টি উদ্যোগের মধ্যে ৮ ব্যবসাই ব্যর্থ হয়। এর প্রধান একটি কারণ হল ক্রেতাদের সন্তুষ্ট করতে না পারা। কোনও ব্যবসায়ী যদি সত্যিকার অর্থেই ক্রেতাদের সন্তুষ্ট করতে পারে – তবে তার ব্যবসার সাফল্যের জন্য আর কিছু দরকার নেই। এমনকি প্রাথমিক অবস্থায় লস দিয়ে হলেও ক্রেতাদের সন্তুষ্ট করা উচি‌ৎ। ইন্টারনেটে বহু সার্চ ইঞ্জিন আছে, কিন্তু মানুষ তবুও শুধু গুগলেই সার্চ করে – কারণ, গুগল সেরা সার্চ রেজাল্টা দেখানোর চেষ্টা করে। এটা তাদের ফ্রি সার্ভিস – কিন্তু তারপরও তারা এটার পেছনে লাখ লাখ ডলার খরচ করে। এর কারণ, সন্তুষ্ট গ্রাহকরা গুগলকে বিশ্বাস করে এবং গুগলের অন্য সার্ভিসগুলো টাকা দিয়ে কিনতে দ্বিধা করে না।

এবার ইলন মাস্কের কথায় আসা যাক, ইবের কাছে তাঁর প্রথম ব্যবসা “পে-পাল” বিক্রী করে তিনি ১৮০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিলেন। সেই টাকার প্রায় পুরোটাই তিনি তাঁর নতুন কোম্পানী টেসলা এবং স্পেস এক্স- এ বিনিয়োগ করেন। কিছু ঝামেলার কারণে দু’টি কোম্পানীতেই টাকার সমস্যা দেখা দেয়।

এক সময়ে খবর বের হয় যে গাড়ির কোম্পানী টেসলার ফান্ডে মাত্র ৯ মিলিয়ন ডলার জমা আছে। যতগুলো গাড়ির অগ্রিম অর্ডার ছিল, এই পুঁজিতে তা বানানো সম্ভব ছিল না। এই অবস্থায় মাস্ক তাঁর নিজের ব্যক্তিগত টাকা থেকে ক্রেতাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য তৈর হয়ে গিয়েছিলেন, এমনকি ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে আর তা করতে হয়নি। টেসলা ঠিকমতই ঘুরে দাঁড়াতে পেরেছিল। কিন্তু এই ঘটনার ফলে টেসলা সম্পর্কে মানুষের ধারণাই অন্যরকম হয়ে গিয়েছিল। কোম্পানীর ফান্ডে টান পড়লে যখন বেশিরভাগ কোম্পানীর মালিক নিজের পকেট বাঁচাতে কোম্পানীকে দেউলিয়া ঘোষনা করানোর জন্য আদালতে ছোটেন, তখন মাস্ক নিজের পকেট থেকে ক্রেতাদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন। এই কারণেই তিনি বর্তমান সময়ের সেরা একজন পাবলিক ফিগার হতে পেরেছেন।

মাস্ক তাঁর ক্রেতাদের জন্য সব সময়েই সেরা পন্যটি বানানোর চেষ্টা করেন। পরীক্ষা ব্যর্থ হলে আবার চেষ্টা করেন। তাঁর পন্যে কোনওরকম খুঁত থাকা চলবে না। আর যে কোম্পানীই ক্রেতাদের সন্তুষ্টির জন্য কাজ করে, তা এক সময়ে না এক সময়ে বিরাট কোম্পানীতে পরিনত হয়।

০৪. নতুন কিছু খোঁজার পেছনে বিনিয়োগ করা

বিশ্বের সবচেয়ে বড় যেসব ব্যবসায়ী আছেন, তাঁদের প্রায় সবাই লাভের চেয়ে প্যাশনকে বেশি গুরুত্ব দেন। তাঁরা ব্যবসা থেকে আয় করার পাশাপাশি এমন কিছু করতে চান – যা মানুষের জীবনে নতুন কিছু নিয়ে আসবে। এর পাশাপাশি ইতিহাসের পাতায় তাঁদের নাম লেখাবে।

জেফ বেজোস অথবা স্টিভ জবস এর মত উদ্যোক্তারা পৃথিবীকে নতুন কিছু দিতে পেরেছেন বলেই তাঁরা এত সম্মানিত ও বিখ্যাত।

আর তাঁদের পরের যুগের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা নি:সন্দেহে ইলন মাস্ক। এর কারণ, তিনিও নতুন কিছু করেছেন। তাঁর আবিষ্কৃত পে-পাল অনলাইন লেনদেনের ধারণাই পাল্টে দিয়েছিল। আগে যেখানে ব্যাঙ্কে ছোটাছুটি করে, কয়েক দিন অপেক্ষা করে টাকা লেনদেন করতে হত – সেখানে পে পাল এর মাধ্যমে মানুষ কয়েক সেকেন্ডে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা লেনদেন করার সুবিধা পেয়েছিল।

পে-পালের পর কিন্তু মাস্ক থেমে যাননি। পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক গাড়ি টেসলা বাজারে এনেছেন তিনি। তাঁর আগে কেউ ভাবতেও পারেনি যে রকেটের যন্ত্রাংশ একবারের বেশি ব্যবহার করা যায়। তাঁর স্পেস এক্স এর আগে একটি রকেট একবারই ব্যবহার করা যেত। যার ফলে খরচ হত কোটি কোটি ডলার। তাঁর কারণে রকেটের খরচ বহুগুণ কমে গেছে।

মাস্ক এখনও তাঁর ব্যবসার লাভের অনেকটাই নতুন গবেষণার পেছনে ঢালেন। তাঁর সোলার সিটি প্রজেক্টের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যু‌ৎ উ‌ৎপাদন করে মানুষের সব প্রয়োজন মেটানোর বিষয়ে গবেষণা চলছে। – এমন আরও বহু নতুন আইডিয়া নিয়ে তিনি কাজ করে চলেছেন।

তাঁর এই নতুন নতুন আইডিয়ার পেছনে সময় ও অর্থ ব্যয় করা তাঁর এত খ্যাতি ও সাফল্যের আরেকটি প্রধান কারণ। একজন উদ্যোক্তাকে শুধু ব্যবসা করলেই চলে না, অনন্য হতে হলে তাঁকে অন্যদের নতুন কিছু দেয়ার চেষ্টা করতে হবে।

পরিশিষ্ট:
ব্যবসায়ী পৃথিবীতে বহু আছেন। কিন্তু খুব কমই আছেন যাঁরা ইলন মাস্কের মত হতে পেরেছেন। উদ্যোক্তা হিসেবে তিনি অনেক দিক দিয়েই অন্যরকম।

যে কোনও বিষয়ে সফল হতে গেলে সেই বিষয়ে আগে যাঁরা সফল হয়েছেন – তাঁদের কাজের ধরন সম্পর্কে আইডিয়া নেয়াটা খুব ভালো একটি উপায়। আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান – তবে ইলন মাস্কের চেয়ে ভালো রোল মডেল আর কে হতে পারে? অবশ্যই প্রতিটি মানুষের কাজের ধরন আলাদা। একজনের জন্য যা কাজ করেছে, আরেকজনের জন্য তা না-ও করতে পারে। অন্ধ অনুকরণ কখনওই ভালো নয়। তবে বিভিন্ন মানুষের কর্ম পদ্ধতি বিষয়ে ধারণা থাকলে তা আপনাকে বিভিন্ন সমস্যা সমাধান করতে এবং সঠিক ভাবে কাজ করতে সাহায্য করবে।

আমরা আশা করব ইলন মাস্কের ব্যবসা পরিচালনা পদ্ধতি নিয়ে এই লেখাটি উদ্যোক্তা বা ম্যানেজার হিসেবে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সেক্ষেত্রে এই লেখাটি যদি আপনাকে একটু হলেও সাহায্য করে – তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।

লেখাটির বিষয়ে আপনার যে কোনও মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মহামূল্যবান।

আর যদি মনে হয় লেখাটি অন্যদেরও উপকার করবে – তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
ইলন মাস্কের জীবনী: একজন আর্দশ সফল উদ্যোক্তা

প্রমো'ট এবং বু'স্ট, এডভান্স লে'ভেল ডিজি'টাল মার্কে'টিং করুন পণ্যের সেল বাড়ান, ডিজি'টাল মার্কেটিং'য়ের নির্ভরযোগ্য পারসন আ...
18/01/2023

প্রমো'ট এবং বু'স্ট,
এডভান্স লে'ভেল ডিজি'টাল মার্কে'টিং করুন পণ্যের সেল বাড়ান,
ডিজি'টাল মার্কেটিং'য়ের নির্ভরযোগ্য পারসন আমি ইসরাত জাহান আছি আপনাদের সাথে

☎️ ০১৬৪৬৫৪৯৮০৬

🔰🔥 বর্তমান সময় এ প্রফেশনাল ফেসবুক পেজ ছাড়া ভাল সেল বা ডেভেলপমেন্ট সম্ভব নাএকটি পেজ এ শুধু পোস্ট ও লাইভ করে কিন্তু আপনি ভ...
17/01/2023

🔰🔥 বর্তমান সময় এ প্রফেশনাল ফেসবুক পেজ ছাড়া ভাল সেল বা ডেভেলপমেন্ট সম্ভব না

একটি পেজ এ শুধু পোস্ট ও লাইভ করে কিন্তু আপনি ভাল রেজাল্ট আশা করতে পারেন না, সেই সঙ্গে পেজ ডাউন, রিচ ডাউন, রেস্ট্রিক্টেড ও আর অনেক কিছু । তাই একটি পেজ এ ভাল ভাবে সেটআপ করা অনেক বেশি গুরুপ্তপুন সেই সঙ্গে সকল নিয়ম মেনে কাজ করা অতি জরুরী।

আমি দিচ্ছি আপনার পেজ এর সকল সমাধান। আসুন দেখে নেই আমার প্রফেশনাল পেজ সেটআপ এ কি কি পাচ্ছেন।
🔰কমপ্লিট পেজ চেকাপ।
🔰 লোগো কাভার ও অন্যান্য ডিজাইন সেটআপ।
🔰কমপ্লিট পেজ এর ইনফো সেটআপ ও ডিটেইলস।
🔰শপ, গ্রুপ, ও কন্টাক্ট মাধ্যম সেটআপ।
🔰কমপ্লিট মার্কেটিং প্লান সেটআপ।
🔰লাইভ এর ভিউ প্লান সেটআপ।
🔰এসএমএস মার্কেটিং প্লান সেটআপ।
🔰এড সেট আপ

What is Facebook's marketing?Facebook marketing is the practice of promoting a business and brand on Facebook. It can he...
17/01/2023

What is Facebook's marketing?
Facebook marketing is the practice of promoting a business and brand on Facebook. It can help businesses build brand awareness, grow an online following, gather leads, and sell more products or services.

আসসালামু আলাইকুম 🥰✅ ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অধিক মা...
17/01/2023

আসসালামু আলাইকুম 🥰✅ ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়ান!

✅ পেজ প্রমোট বা পোস্ট বুস্টের সুবিধাঃ
👉 টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
👉 কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
👉 বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
👉 আমি ইসরাত জাহান আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ ব্যবসায় সাফল্য আসবেই।

আপনাকে সাফল্য পেতে হলে Hard work অবশ্যই করতে হবে। যদি আপনি smart way তে কাজ করেন তাহলে সাফল্যটা দ্রুত আসবে। Smart and Ha...
17/01/2023

আপনাকে সাফল্য পেতে হলে Hard work অবশ্যই করতে হবে। যদি আপনি smart way তে কাজ করেন তাহলে সাফল্যটা দ্রুত আসবে। Smart and Hard work ছাড়া কখনো সাফল্য পাওয়া সম্ভব না।

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Israt Jahan:

Videos

Share

Category