CumillaViews24.Com

CumillaViews24.Com ইতিহাস ঐতিহ্যের পূর্ণভূমি কুমিল্লায় ঘটে যাওয়া মূহুর্তের খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।

17/01/2024

নাঙ্গলকোটের ঐতিহ্য ঠান্ডা কালী বাড়ীর মেলা !

নাঙ্গলকোটের ঐতিহ্য ঠান্ডা কালী বাড়ীর মেলা। ব্রিটিশ আমল থেকে এখানে প্রতি বছর পহেলা মাঘ এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।। মৌকারা ইউনিয়নের মোঘরা গ্রামে গ্রাম বাংলার ঐতিয্যের ধারাবাহিকতায় শতাব্দীর প্রচীন ঠা-ন্ডা কালী মেলা যেন নাঙ্গলকোটবাসীর জাতীয় উৎসব। ব্রিটিশ শাসন আমল থেকে প্রতি বছর মাঘ মাসের একতারিখে নিয়মিত এ মেলা বসানো হয়। কুমিল্লার সবচেয়ে বড় মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ হরেক রকম পণ্য সামগ্রী বেচা কিনা করতে এ মেলায় সমবেত হয়। মূলত মেলাটি জমে একদিন। কিন্তু একদিনের মেলা হলেও মেলা শুরুর কয়েকদিন আগ থেকে ব্যবসায়ীরা
এখানে এসে দোকানপাট সজায় আবার মেলা শেষে মালামাল নিয়ে যেতে আরো ২/৩ দিন সময় লেগে যায়। সর্বপরি মেলায় কার্যক্রম চলে ৭/৮
দিন। তবে মেলা পুরোপুরি মিলে শুধু প্রতি মাঘ মাসের এক তারিখে। মেলার দিন এলাকার মানুষের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় খেলনা
সামগ্রী, বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ এবং কাঠের সামগ্রী কৃষি যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের মালামাল কেনাবেচা হয়।
নাগর দৌলা, পুতুল নাচ সহ বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী প্রদর্শনে জমজমাট হয়ে উঠে পুরো মেলা। কথিত আছে, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া
ইউনিয়নের মোঘরা গ্রামের শ্রী উপেন্দ্র চন্দ্র এর বাড়িতে কালি দেবতার নামে পূজোর আসর বসত। এ পূজা আসরে পাঠা বলি দেওয়া হত। কাল ক্রমে বাড়িটির নাম কালী বাড়ি হিসেবে পরিচিত লাভ করে। এরপর কালী বাড়ির লোকজন শীত ঋতুতে বাংলা বছরের ১লা মাঘ মেলা শুরু করে। মেলাটি শীতকালে অনুষ্ঠিত হওয়ায় ঠান্ডা আর কালী বাড়িতে হওয়ায় ঠান্ডা কালী মেলা নামে পরিচিত লাভ করে..
যুগ যুগ ধরে মেলাটি কুমিল্লার মানুষের নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় বড় বড় মাছ , গ্রাম বাংলার কৃষি যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনীয় জিনিস
ও বাচ্চাদের খেলনার জন্য বিখ্যাত। মেলায় প্রতি বছর ৩/৪ লাখ দর্শনার্থী ভিড় জমায়। ভ্রাম্যমান দোকান বসে ৪ থেকে ৫ হাজার।

ভিডিও কৃতজ্ঞতা : Shakibul Hasan Miazi

13/01/2024

ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতিবছর প্রচুর দেশী-বিদেশী দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সমাধিক্ষেত্রে আসেন।

ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান। এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি Commonwealth War Graves Commission (CWGC) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এ সমাধিক্ষেত্র পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।

সমাধিক্ষেত্রটিতে ৭৩৬টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ কবর হল সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকগণের। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে রয়েছেন ৩ জন নাবিক, ৫৬৭ জন সৈনিক এবং ১৬৬ জন বৈমানিক। সর্বমোট ৭২৩ জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল।

09/01/2024

নির্বাচনের আগেরদিন দেবিদ্বার উপজেলার সেচ্ছাসেবকলীগ নেতা বক্তব্য ভিডিও দেখুন!!

নির্বাচনের পরে নৌকা পার্থী হেরে যাওয়ার তার ফেসবুকের স্ট্যাটাস হুবুহু পড়ুন!

কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলার
সুলতানপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাজমুলের বেদনাদায়ক মেসেজ-

😭😭আজ আওয়ামী লীগ ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, করেছি নৌকার কাজ তারপরও আমার বাড়িতে আক্রমণ, রাতের অন্ধকারে কোনরকমে বউ বাচ্চা নিয়ে জীবন নিয়ে চলে এসেছি, আজ আমার বাড়িতে তালা দেওয়া হয়েছে, সারাদিন আমার আওয়ামী লীগের নৌকার লোকদের উপর আক্রমণ করেছে, একটু পর পর কল আসছে ভাই, ভাতিজা, মামা ওরা মারতে আসছে, নৌকার কিছু মুরব্বিকেও ওরা আঘাত করেছে? কি করবো ভেবে পাচ্ছি না।😭😭

09/01/2024

কুমিল্লায় জামানত হারিয়েছে ৭৭ প্রার্থী।

09/01/2024
আমাদের সময় পপি গাইড পড়েনি -- এমন শিক্ষার্থী ছিলো বিরল।খুবই জনপ্রিয় গাইড ছিলো।ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্...
08/01/2024

আমাদের সময় পপি গাইড পড়েনি --
এমন শিক্ষার্থী ছিলো বিরল।

খুবই জনপ্রিয় গাইড ছিলো।

ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা ছিলো। দারুণ কার্যকরী ছিলো।

সবমিলিয়ে পপি গাইডের অবদান অস্বীকার করা অসম্ভব!

প‌পি গাইডের লেখক ছিলেন অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার।

আজ শুনলাম স্যার কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

নায়ক - নায়িকা - গায়ক - গায়িকা- ভাঁড় -জোকার- স্তুতিকারী প্রার্থীদের মধ্যে আপনাদের মতো কিছু মানুষ সাংসদ নির্বাচিত হয়েছেন -- এটি অন্তত: পজিটিভ একটি বিষয়।

অভিনন্দন স্যার।

এই পপি ছিলো স্যারের আদরের মেয়ে, মেয়ের নামেই পপি গাইডের নামকরণ।

পড়ার প্রায় ত্রিশ বছর পর পপি গাইডের সেই ঐতিহাসিক পপিকে দেখলাম, বাবার সাথে।

যাহোক, ধন্যবাদ অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার। আপনার কাছে এই ধন্যবাদ হয়তো পৌঁছাবেনা। তবুও বিলম্বিত ধন্যবাদ।

আমাদের জীবন গড়ায় আপনার অবদান ছিলো।

একেবারেই কৃতজ্ঞতা প্রকাশ না করার চেয়ে দেরীতে প্রকাশ করা নিশ্চয় উত্তম।

বেটার লেইট দ্যান নেভার!

08/01/2024

কুমিল্লা-৫
আবু জাহের (কেটলি)-65,810
সাজ্জাদ হোসেন (ফুলকপি) 61,522

জেলা প্রশাসক আজকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
08/01/2024

জেলা প্রশাসক আজকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

07/01/2024

নাটোর ৪ আসন। বড়াইগ্রাম পাইলোট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগে রেজাল্ট শিট তৈরি করে রাখছে!!

07/01/2024

কুমিল্লার নাঙ্গলকোটে ছোট বাচ্চার জাল ভোট মারা দৃশ্য!!

07/01/2024

কুমিল্লা-৩ মুরাদনগরে সিল ছাড়াই ব্যালট বই কাটা শেষ!!

07/01/2024

কুমিল্লার দাউদকান্দি শেষ সময়ে ব্যালেট পেপারে সিল মারার দৃশ্য!

কুমিল্লা-১০ আসনে নাঙ্গলকেটের  বাঙ্গডা ইউনিয়নের পরিকোট কেন্দ্রের ভোটার উপস্থিতি! "দুপুর তিনটা।
07/01/2024

কুমিল্লা-১০ আসনে নাঙ্গলকেটের বাঙ্গডা ইউনিয়নের পরিকোট কেন্দ্রের ভোটার উপস্থিতি! "
দুপুর তিনটা।

কুমিল্লার-১০ নাঙ্গলকোটের দায়েমছাতি কেন্দ্রে ভোটার স্লিপের সাথে ১০০ টাকা দিতর দেখা গেছে!!
07/01/2024

কুমিল্লার-১০ নাঙ্গলকোটের দায়েমছাতি কেন্দ্রে ভোটার স্লিপের সাথে ১০০ টাকা দিতর দেখা গেছে!!

কুমিল্লার চোদ্দগ্রামের বাতিসা কেন্দ্রের ভোটের পরিস্থিতি।
07/01/2024

কুমিল্লার চোদ্দগ্রামের বাতিসা কেন্দ্রের ভোটের পরিস্থিতি।

কুমিল্লা নাঙ্গালকোটে বিভিন্ন কেন্দ্র বর্তমান ভোটদানের পরিস্থিতি! বেলা বাড়লেও একটি কেন্দ্র ছাড়া অন্য সবকটি কেন্দ্রে ভোটার...
07/01/2024

কুমিল্লা নাঙ্গালকোটে বিভিন্ন কেন্দ্র বর্তমান ভোটদানের পরিস্থিতি!
বেলা বাড়লেও একটি কেন্দ্র ছাড়া অন্য সবকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত নয়!!

07/01/2024

কুমিল্লার চান্দিনায় সিল মারা ব্যালেট উদ্ধার!!

বেলা বাড়লেও ভোটার উপস্থিতি কম!!
07/01/2024

বেলা বাড়লেও ভোটার উপস্থিতি কম!!

জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে! ৭ জানুয়ারী কুমিল্লা -০৮ (বরুড়া)জয়কামতা,আমড়াতলী, বরুড়া,কুমিল্লা
07/01/2024

জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে!
৭ জানুয়ারী কুমিল্লা -০৮ (বরুড়া)
জয়কামতা,আমড়াতলী, বরুড়া,কুমিল্লা

কুমিল্লা সদর আসনে দুর্গাপুর ইউনিয়নে একটি বেলা সাড়ে দশটায় কিন্তু ভোট উপস্থিতি নেই বলে চলে।
07/01/2024

কুমিল্লা সদর আসনে দুর্গাপুর ইউনিয়নে একটি বেলা সাড়ে দশটায় কিন্তু ভোট উপস্থিতি নেই বলে চলে।

বেলা বাড়তেছে কিন্তু ভোটার উপস্থিতি নাই; কাকৈরতলা,একবাড়িয়া,পেরপেটি (আদ্রা ইউনিয়ন)কুমিল্লা ০৮(বরুড়া)
07/01/2024

বেলা বাড়তেছে কিন্তু ভোটার উপস্থিতি নাই; কাকৈরতলা,একবাড়িয়া,পেরপেটি (আদ্রা ইউনিয়ন)
কুমিল্লা ০৮(বরুড়া)

কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে নৌকার সমর্থক পেনসিডিল নয়ন আগ্নেয়া*স্ত্র হাতে!! চৌদ্দগ্রামে নোয়াগ্রাম কেন্দ্রে ফুলকপির দুই সমর্থক...
07/01/2024

কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে নৌকার সমর্থক পেনসিডিল নয়ন আগ্নেয়া*স্ত্র হাতে!! চৌদ্দগ্রামে নোয়াগ্রাম কেন্দ্রে ফুলকপির দুই সমর্থককে কু-পিয়ে ঝখম।

কুমিল্লা সিটি করপোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত  সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল...
13/12/2023

কুমিল্লা সিটি করপোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

03/12/2023

একজন বাংলাদেশী হিসাবে আপনার অনুভুতি কেমন??
ভারতে বাবার চিকিৎসার জন্য গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশী পর্যটক!!

কুমিল্লা বোর্ডের পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ!!
26/11/2023

কুমিল্লা বোর্ডের পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ!!

চাকরি থেকে কুবির অফিস সহকারী বহিষ্কার!!
19/11/2023

চাকরি থেকে কুবির অফিস সহকারী বহিষ্কার!!

সরিষাবাড়ি, জামালপুর এ যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আ'গু'ন।সরিষাবাড়ি ফায়ার স্টেশন এর ২টি ইউনিট পুলিশ প্রটেকশ...
18/11/2023

সরিষাবাড়ি, জামালপুর এ যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আ'গু'ন।

সরিষাবাড়ি ফায়ার স্টেশন এর ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করছে।

Address

Jaotola
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when CumillaViews24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CumillaViews24.Com:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Cumilla

Show All