নাঙ্গলকোটের ঐতিহ্য ঠান্ডা কালী বাড়ীর মেলা !
নাঙ্গলকোটের ঐতিহ্য ঠান্ডা কালী বাড়ীর মেলা। ব্রিটিশ আমল থেকে এখানে প্রতি বছর পহেলা মাঘ এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।। মৌকারা ইউনিয়নের মোঘরা গ্রামে গ্রাম বাংলার ঐতিয্যের ধারাবাহিকতায় শতাব্দীর প্রচীন ঠা-ন্ডা কালী মেলা যেন নাঙ্গলকোটবাসীর জাতীয় উৎসব। ব্রিটিশ শাসন আমল থেকে প্রতি বছর মাঘ মাসের একতারিখে নিয়মিত এ মেলা বসানো হয়। কুমিল্লার সবচেয়ে বড় মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ হরেক রকম পণ্য সামগ্রী বেচা কিনা করতে এ মেলায় সমবেত হয়। মূলত মেলাটি জমে একদিন। কিন্তু একদিনের মেলা হলেও মেলা শুরুর কয়েকদিন আগ থেকে ব্যবসায়ীরা
এখানে এসে দোকানপাট সজায় আবার মেলা শেষে মালামাল নিয়ে যেতে আরো ২/৩ দিন সময় লেগে যায়। সর্বপরি মেলায় কার্যক্রম চলে ৭/৮
দিন। তবে মেলা পুরোপুরি মিলে শুধু প্রতি মাঘ মাসের এক তারিখে। মেলার
ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতিবছর প্রচুর দেশী-বিদেশী দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সমাধিক্ষেত্রে আসেন।
ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান। এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি Commonwealth War Graves Commission (CWGC)
নির্বাচনের আগেরদিন দেবিদ্বার উপজেলার সেচ্ছাসেবকলীগ নেতা বক্তব্য ভিডিও দেখুন!!
নির্বাচনের পরে নৌকা পার্থী হেরে যাওয়ার তার ফেসবুকের স্ট্যাটাস হুবুহু পড়ুন!
কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলার
সুলতানপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাজমুলের বেদনাদায়ক মেসেজ-
😭😭আজ আওয়ামী লীগ ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, করেছি নৌকার কাজ তারপরও আমার বাড়িতে আক্রমণ, রাতের অন্ধকারে কোনরকমে বউ বাচ্চা নিয়ে জীবন নিয়ে চলে এসেছি, আজ আমার বাড়িতে তালা দেওয়া হয়েছে, সারাদিন আমার আওয়ামী লীগের নৌকার লোকদের উপর আক্রমণ করেছে, একটু পর পর কল আসছে ভাই, ভাতিজা, মামা ওরা মারতে আসছে, নৌকার কিছু মুরব্বিকেও ওরা আঘাত করেছে? কি করবো ভেবে পাচ্ছি না।😭😭
নাটোর ৪ আসন। বড়াইগ্রাম পাইলোট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগে রেজাল্ট শিট তৈরি করে রাখছে!!
কুমিল্লার নাঙ্গলকোটে ছোট বাচ্চার জাল ভোট মারা দৃশ্য!!
কুমিল্লা-৩ মুরাদনগরে সিল ছাড়াই ব্যালট বই কাটা শেষ!!
কুমিল্লার দাউদকান্দি শেষ সময়ে ব্যালেট পেপারে সিল মারার দৃশ্য!
কুমিল্লার চান্দিনায় সিল মারা ব্যালেট উদ্ধার!!
একজন বাংলাদেশী হিসাবে আপনার অনুভুতি কেমন??
ভারতে বাবার চিকিৎসার জন্য গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশী পর্যটক!!
টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন!!
তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল।
#Jamaat #BNP #politics #elections
তফসিল ঘোষণার প্রতিবাদে কুমিল্লা মহানগর বিএনপি মশাল মিছিল করে কুমিল্লা শহরে!!
#politics #elections #Cumilla #BNP #AwamiLeague
অর্থমন্ত্রী লোটাস কামালের সাথে উপজেলা আঃলীগ সদ্য বিলুপ্ত কমিটির আবুর স্ত্রীর সাথে ফোনালাপ ফাঁস!!
১১ মাসে তিনবার উপজেলা কমিটি পরিবর্তন করে জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, আ'লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ!
কুমিল্লা জাগরঝুলি বিশ্বরোড বিএনপির সাথে পুলিশের সংঘ_র্ষ!!
গুলি_বর্ষন যান চলাচল বন্ধ!!
#BNP #Cumilla #Jamaat #অবরোধ
বগুড়ায় অবরোধে পুলিশ বিএনপি মু'খো'মু'খি সং'ঘ'র্ষ
#বিএনপি #পুলিশ #bnp #police #bdnews #BNP #Bogura
মিরপুরে দুই পোশাক শ্রমিক নিহত!
থমথমে অবস্থা!!
#Dhaka #Mirpur #Labour
জামায়াতে সমাবেশ ফ্লাশব্যাক
জামায়াত যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাপলা চত্বর অভিমুখে রাজপথ দখলে নিয়েছে!
#Jamaat #BNP #AwamiLeague 28 October Flash back
বাংলাদেশ পুলিশের সদস্যরা জানেনা কিভাবে সাউন্ড গ্রেনেড ফায়ার করতে হয়। এক এপিসির সাউন্ড গ্রেনেড শেষ হয়ে যাওয়ার পর গোলাবারুদ ভর্তী আরেক এপিসি’র গ্রেনেড ব্যবহার করতে বলায় ওই পুলিশ সদস্য বলেন নির্দিষ্ট পুলিশ সদস্য জানেন না এটা কিভাবে ফায়ার করতে হয়, সে কিছুই জানেনা। উত্তেজিত হয়ে তিনি বলেন তারা কেউই জানেন না! কন্ট্রোল রুম থেকে বলা হয় “ট্রেনিং ওয়ালা কেউ আছে কিনা স্যার দেখেন, সবাইকেই তো ট্রেনিং করাইতে হইবো”।
এখন যদি এই গ্রেনেড নিক্ষেপ করতে গিয়ে কেউ আহত হয়, অথবা ভুল ভাবে নিক্ষেপ করা হয় তাহলে দোষ হবে কার?
পুলিশের আভ্যন্তরীণ বেতার বার্তা শুনুন।
কুমিল্লা আঃলীগের অফিসের সামনে তত্বাবধায়ক সরকার ও ৭ দফার দাবিতে শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল ও শোডাউন!!