Ethar Vlog's

Ethar Vlog's Welcome to Ethar Vlog's

26/11/2024

সন্ত্রাসী গোষ্ঠীর নেতা গ্রেফতার হওয়ায় তো
ভালোই প্রতিবাদ করলেন।আজকে আপনার মুসলিম ভাই হত্যার প্রতিবাদ যে করছেন না?

31/10/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ এত বছর জানতই না আমাদের ছাপাখানা বন্ধ রেখে ভারতে আমাদের পাঠ্য বই ছাপানো হত! কি চমৎকার দেশপ্রেম ছিল।

18/07/2024

পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি,
নাতির নামে পুতি খাবে, উপোশ থাকবে জাতি.!!
বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে!
কোটায় গড়া জাতি!

কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

Akto Base Cute♥️♥️♥️
01/02/2024

Akto Base Cute♥️♥️♥️

29/01/2024
রাস্তা যত কঠিন হবেগন্তব্য ততো বেশি সুন্দর হবে।
27/01/2024

রাস্তা যত কঠিন হবে
গন্তব্য ততো বেশি সুন্দর হবে।

26/01/2024

I gained 12 followers, created 26 posts and received 274 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

 #বয়কট ৫ টাকায় দিলেও আর কিনবো না। 😂কে জানি বলেছিল এসবে কিছুই হয়না, এগুলা ইমোশন দেখায় নাকি লাভ নেই। আসলেই কি লাভ নেই? আস...
10/12/2023

#বয়কট

৫ টাকায় দিলেও আর কিনবো না। 😂
কে জানি বলেছিল এসবে কিছুই হয়না, এগুলা ইমোশন দেখায় নাকি লাভ নেই। আসলেই কি লাভ নেই? আসলেই কি এটা শুধুই ইমোশন?

আরেক দিকে বয়কটে স্টারবাকসের ১২ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। কোকাকোলা বার বার মোড়ক চেন্জ করছে। মুসলিম দেশগুলোতে KFC প্রায় ক্রেতাশূন্য।

বয়কটের বড় প্রভাব রয়েছে। আমি না কিনলে আর কি হবে এমন মনে করবেন না। কিপ বয়কটিং......

02/12/2023

এতো অহংকার! এতো এতো যশ,খ্যাতি
একটা কাঁপুনিতেই
ধূলিসাৎ হতে পারে।

24/11/2023

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

অশেষ শুভেচ্ছা,
প্রিন্সিপাল।

©

04/11/2023

নিজের এমন একটা বাড়ি যে কবে হবে। আল্লাহ ভালো জানেন।

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ethar Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ethar Vlog's:

Videos

Share