Dr M Arif Murshed Khan - an open book

Dr M Arif Murshed Khan - an open book I'm a Bangladesh govt official & a specialist ENT & Head-Neck surgeon. Video creator.Writer. Speaker.
(4)

শুভ জন্মদিন, স্যার! ✅💯🌺নিজে লাল পুরাইন্যা বাটন ফোন ব্যবহার করবেন... সেটা সবাইকে দেখিয়ে সগর্বে ছবি তুলবেন... শত শত মানুষে...
24/12/2023

শুভ জন্মদিন, স্যার! ✅💯🌺

নিজে লাল পুরাইন্যা বাটন ফোন ব্যবহার করবেন... সেটা সবাইকে দেখিয়ে সগর্বে ছবি তুলবেন... শত শত মানুষের সামনে মঞ্চে বক্তৃতায় এই লাল বাটন ফোন উঁচু করে ধরে বলবেন, "এই ফোনেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফোন দেন, কথা বলেন, অসুবিধা হয় না, স্মার্টফোন লাগে না".... কিন্তু ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে গুগল, ইউটিউব, ফেসবুক তুলে দেয়া, গেমস তুলে দেয়া, পর্নগ্রাফি তুলে দেয়া, ষড় রিপু তুলে দেয়া কারিকুলামের বিরুদ্ধে বলা দূরের কথা, সেটা দায়িত্ব নিয়ে প্রমোট করবেন স্মার্টফোন ব্যবহার সিলেবাসের পাঠ - একথা বলে....
আমাদের জাতীয় দুর্ভাগ্য যে, এমন দ্বৈতচরিত্র সম্ভবত রাজনৈতিক নেতার বাইরে বাংলার ইতিহাসে আর হয়নি!!!

🫣🤔

কথা ছিলো একটি পতাকা পেলেভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুতে-ভাতে।ক...
16/12/2023

কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুতে-ভাতে।

কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

______ #হেলাল_হাফিজ!

🔴 🇧🇩 🟢 🇧🇩 🔴 🇧🇩 🟢

বিজয় দিবসে অতো কিছু নাই বা হলো, অন্তত এটুকু হোক যে, কেউ শিরদাঁড়া সোজা করে বলছে, এটা সত্য নয় অথবা ওটা মিথ্যে নয়!

অতো কিছু নাই বা হলো, কেউ সকল সংকীর্ণতা ঝেড়ে বলুক, "আমি ঘরের নই, আমি সবার! আমি দলের নই, আমি দেশের"!

অতো কিছু নাই বা হলো, কেউ অনুভূতির গভীর চোখ মেলে বলুক, সত্য কথা বলতে দাও, সত্যকে শুনতে দাও!

অতো কিছু নাই বা হলো, লাশগুলো কেঁদে বলে উঠুক, সে স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা, নাকি হত্যার করুণ শিকার!

অতো কিছু নাই বা হলো, জীবনের পড়ন্ত বেলায় এসে আসন্ন মৃত্যুর অমোঘ বাস্তবতার মুখে বিবেকের দংশনে শুভ প্রত্যাবর্তন হোক সততা, নৈতিকতা ও দেশপ্রেমের দিকে!

অতো কিছু নাই বা হলো, জনতার ঘামে ও রক্তে কেনা বেগমপাড়ায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, দুবাইয়ে বিনিয়োগের একটা বড় অংশ ফিরে আসুক বাংলার রাজকোষে!

অতো কিছু নাই বা হলো, অর্ধ শতাব্দী পার করা স্বাধীন দেশের বুকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা অন্তত হোক!

অতো কিছু নাই বা হলো, অন্ধ দলাদলির উর্ধ্বে নিখাদ দেশপ্রেমে দেশের পক্ষে কথা বলা মানুষদের আগেই 'অতি সুশীল' ট্যাগ না দিয়ে তাদের কথার সত্যাসত্য যাচাইপূর্বক ট্যাগায়িত করা হোক!

অতো কিছু নাই বা হলো, শামসুর রাহমানের "স্বাধীনতা তুমি, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা" বাস্তবায়িত হোক!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে! 🌺🌿☘️🌷❤️💚

15/12/2023

[হেহে... ইয়ে মানে,. দুই মিনিট ভিডিওসহ 😜 হুম...]

বাচ্চাদের নতুন কারিকুলাম নিয়ে ষোল লক্ষ ভিউর কয়েকটি ভিডিও দেয়ার পর হাজার হাজার ( literally 😱) ইতিবাচক কমেন্টের বিপরীতে অতি অল্প কিছু সহ-মদ ( 🍾 ) ভাইয়া-আপ্পি আমাকে

⬇️(১) কারিকুলাম বাদ দিয়ে নিজের চরকায় তেল মারতে ও
⬇️ (২) ডাক্তারদের উপর মানুষের ক্ষোভ নিয়ে চিন্তা করতে ফ্রিতে উপদেশ দিচ্ছেন! 😜

তাদের জন্য আমার উত্তর কী??!! 🤔

(১) ➡️ হেহে... যেহেতু আমার ৭ম শ্রেণিতে পড়ুয়া সন্তান এই কারিকুলামের direct victim, তাই impractical, insensible, বাস্তবতাবিবর্জিত, উদ্ভট নতুন কারিকুলামই আমার নিজের চরকা! সহ-মদ ভাইয়েরা না, বরং সন্তানের বাপসূত্রে আমি নিজেই sitting at the HOT SEAT and I can feel the HEAT!! ক্লীয়ার??!!

উত্তর (২) ➡️ এই বিষয়ে এখন না; বহু বছর কাজ করছি, তাই পুরাইন্যা কথা দিলাম! ঝগড়া করার আগে পড়ুন! 🤣
================➡️ ➡️

সবারই ডাক্তারদের উপর ক্ষোভ কেন?
_________________________________

"জন্মিলে মরিতে হবে/
অমর কে কোথা কবে" -- মৃত্যুতো বটেই, রোগ/ শোক/ জরা/ ব্যধি - যেহেতু প্রতিটি মানুষের ( অর্থাৎ, ডাক্তারের নিজের ক্ষেত্রেও) নিজের বা পরিবারের কোন না কোন সদস্যের জীবনের নিত্য অনুসঙ্গ, কাজেই এ বিষয়ে যারাই কাজ করেন ( ডাক্তার, নার্স, হেলথকেয়ার টিমের সদস্য), তাদের কপালে কখনোই শান্তি নাই, দীর্ঘমেয়াদে কোন প্রশংসা নাই - এটাই বাস্তবতা বা ground reality!

উদাহরণ দেই, কেমন?

আচ্ছা, আসুন, শুধু ডায়াবেটিসের কষ্ট নিয়েই যদি বলি ( কিছু ভয়াবহ কিন্তু বাস্তব সত্য):

👉 বিশ্বের ৫০ ভাগ টাইপ-২ ডায়াবেটিস রোগী জানেই না তারা ডায়াবেটিক ( জানার পরতো চিকিৎসার ব্যাপার, ওরাতো এখনো জানেই না!!!)

👉 বিশ্বে বর্তমানে ডায়াবেটিসের রোগী ৪২ কোটি, যা ২০৪০-এ হবে ৫০ কোটি!!

👉 বাংলাদেশে ডায়াবেটিসের রোগী ১ কোটি ৩০ লাখ, যা ২০৪৫ সালে হবে দেড় কোটি!!

তাহলে বুঝতেই পারছেন, রোগীরা কষ্টই পাচ্ছে রোগের কারণে ( কী আর করা! রাগতো রোগের উপর দেখানো যায় না, তাই না? 🙄), কিন্তু দিনশেষে বিরক্তি প্রকাশ করছে স্বাস্থ্যব্যবস্থাপনা ও ডাক্তারের উপর। এই রোগীদের মধ্যে লক্ষ লক্ষ ডাক্তারও কিন্তু রোগী!!

➡️ প্রমাণ কী?
রোগ-শোকের চিকিৎসা নিয়ে পৃথিবীর কোথাও কেউ যে সুখি না, তার সবচেয়ে বড় প্রমাণ : আপনার ফ্রেন্ডলিস্টে থাকা কোন প্রবাসী বাংলাদেশিরই "বিদেশে দ্রুত ও সুখকর চিকিৎসা প্রাপ্তির" কোন পোস্ট সোস্যাল মিডিয়ায় আপনি দেখবেন না!!! বরং উল্টোটা পাবেন!

যারা কথায় কথায় ভারতীয় ডাক্তারের কথা বলেন, তারা এই ভারতীয় প্লাস্টিক সার্জনের কথা ( বাংলা সাবটাইটেল দিয়েছি) শুনলেই বুঝবেন, "জনগণের সরলীকৃত নেতিবাচক ধারণার" বিপরীতে ডাক্তারদের সারা পৃথিবীর সর্বত্র প্রতিনিয়ত যুদ্ধ করতেই হচ্ছে!!

অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ৯৫% স্বাস্থ্যকর্মী জীবনে কোন না কোন সময় রোগী / স্বজন কর্তৃক নিগ্রহের শিকার হয়েছেন। ( লিংক কমেন্টে)

In fine চানখাঁরপুল বা লিভারপুল, দোহার বা দোহা, বেলতলি বা বেলজিয়াম -- ডাক্তারি পেশার এ এক করুণ নিয়তি! 😥

15/12/2023

বাচ্চাদের নতুন কারিকুলাম নিয়ে আলোচনা!
জয়েন করতে পারেন, এক্ষুণি!

সেই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁরা হারিয়ে গেলেন...৫২ বছর ধরে আর দেখা নেই!সে এক নির্মম, নিঠুর, নির্মোহ সত্য বটে! 🤔 বিনম্র...
14/12/2023

সেই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁরা হারিয়ে গেলেন...
৫২ বছর ধরে আর দেখা নেই!
সে এক নির্মম, নিঠুর, নির্মোহ সত্য বটে! 🤔

বিনম্র শ্রদ্ধা '৭১ এর বীর শহীদ বুদ্ধিজীবীদের! 🌹🌿☘️🌱🌺🙏

09/12/2023

বাচ্চাদের নতুন কারিকুলাম ভিডিও : 0️⃣4️⃣
______________________________________
দাবী করা হচ্ছে, নতুন কারিকুলামে বাচ্চাদের "পারস্পরিক প্রতিযোগিতা" / "অসুস্থ প্রতিযোগিতা" থেকে রেহাই দেয়ার সুযোগ তৈরি করা হয়েছে!!! 😊
আসুন দেখি, বাস্তবতা কী বলে? 🤔
Let's talk about the ground situation!
Ready?
[ শেয়ার করার মতো মনে করলে শেয়ার করুন। অন্যথায় নয়!]

23/11/2023

ভিডিও নং : 0️⃣3️⃣
বাচ্চাদের নতুন কারিকুলাম:
>
'মুখস্থবিদ্যা' - থাকবে, কি থাকবে না?
-- যে বিষয়ে তর্কের অবকাশই নেই!!!
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

আচ্ছা, বার বার যে আমাদের শুনানো হচ্ছে, "মুখস্থবিদ্যা বাদ দিয়ে" "বুঝে পড়ার" জন্যই বাচ্চাদের এই নতুন শিক্ষাসূচী, এর উত্তর কী?

কারিকুলাম নির্মাতারা মুখস্থ করা মানেই "না বুঝে মুখস্থ করা" কেন মনে করছে?
আচ্ছা, যেটা মুখস্থ রাখতেই হবে, সেটা ভালোমতো বুঝে মুখস্থ করতে বাঁধা কোথায়?

"মুখস্থবিদ্যা বাদ দিতে হবে" - এই হালফ্যাশানের মিথ ( myth) কে ভাঙ্গবে?
"মুখস্থবিদ্যা" কী আদৌ "বুঝে পড়ার" সাথে সাংঘর্ষিক?
নাকি এরা একে অপরের পরিপূরক?
বাচ্চাদের নতুন কারিকুলাম প্রসঙ্গে ৩য় ভিডিও!
আসুন, দেখা যাক!!!
Ready, set, goooooooo!!!!!

[ গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করুন। গুরুত্বহীন মনে হলে এড়িয়ে যেতে পারেন!]

23/11/2023

ভিডিও নং : 0️⃣2️⃣
আচ্ছা, প্রফেসর ড. জাফর ইকবাল
কোন মোবাইল ব্যবহার করেন?⁉️
_______________________________

আমার মনে পড়ে, মোবাইল-পূর্ব যুগে, যখন ঘরে ঘরে টিভির একচেটিয়া রাজত্ব, তখন প্রফেসর ড. জাফর ইকবাল কোন কোন সাক্ষাতকারে বা লেখায় জানাতেন, তাঁর বাসায় কোন টিভি রাখা হতো না! আমরা তুমুল অবাক হতাম! এযুগে এটাও সম্ভব??!! 🤔
তিনি এখনো এই ভিডিওতে দেয়া ফোনটি ব্যবহার করেন! অথচ এমন এক অদ্ভুত কারিকুলাম বাচ্চাদের দেয়া হয়েছে, যাতে বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেয়ার অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে! আর এই কারিকুলামের সাথে উনার নাম জড়িয়ে দেয়া হয়েছে অনেকটাই!
কেউ ভিডিওটি উনাকে দেখানোর ব্যবস্থা করবেন, প্লিজ!
আর হ্যাঁ, বইয়ের ভূমিকায় এনসিটিবি চেয়ারম্যানের "পরীক্ষামূলক এই সংস্করণের ভুল বা অসঙ্গতি তুলে ধরা বা মান উন্নয়নের লক্ষ্যে পরামর্শ চেয়ে বিনীত অনুরোধ" করে আবার মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন?
আলোচনা করুন, পরামর্শ করুন, সমস্যার সমাধান করুন! That's all!

[ শেয়ার করে ছড়িয়ে দিন, যদি আপনি দায়িত্ব মনে করেন! ] ✅💯

15/11/2023

চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা, সত্যি!! তাই? 😎

- শুধু মজা নিয়েই সন্তুষ্ট থাকবো... নাকি bigger picture টা, বেকার ছেলেমেয়েদের ভোগান্তিটা বুঝার চেষ্টা করবো?

14/11/2023

কানের পর্দা ফেটে গেলে করণীয়

কার্টেসীঃ মেডিভয়েস - MediVoice

13/11/2023

নাকের এলার্জির রোগীদের দৈনন্দিন কষ্টের অভিযোগ - যা তাদের প্রতিদিনের স্বাভাবিক কর্মস্পৃহাকে বাধাগ্রস্ত করে, হতাশাগ্রস্থ করে! 😪🤔😥

মূল সাড়ে আট লাখ ভিউ হওয়া (😳) ভিডিওটি ১ম কমেন্টে দেয়া আছে! ⬇️ ⬇️

দেখতে পারেন, যদি সত্যিকার অর্থে এলার্জি নিয়ন্ত্রণ করতে চান বা আপনার নিকটজন কাউকে সাহায্য করতে চান! আন্তরিক ধন্যবাদ! 🌿💯

[ ডিসক্লেইমার : জনস্বার্থে রোগীর অনুমতি নিয়ে ভিডিও করা হয়েছে। তবুও চোখ অস্পষ্ট করে দেয়া হলো। ]

কী ছিলো বিধাতার মনে!!! 🤔 📲==================বাচ্চা রোগীর চটপটে মা তার বাচ্চাকে না দেখিয়ে চুপিচুপি হাতে ছোট্ট চিরকুট গুঁজ...
05/11/2023

কী ছিলো বিধাতার মনে!!! 🤔 📲
==================

বাচ্চা রোগীর চটপটে মা তার বাচ্চাকে না দেখিয়ে চুপিচুপি হাতে ছোট্ট চিরকুট গুঁজে দিলেন! 🥺

হায় আল্লাহ! টিনের চালে কাক, আমিতো রীতিমতো অবাক!!
একি হচ্ছে এসব!!!!! 😳😳😳 হঠাৎ হৃদয়ে দখিনা দুয়ার খোলার মতো বয়স, সময়, পরিস্থিতি সবই বদলে গেছে অনেক আগেই!!

ভদ্রমহিলা আমাকে আরো হতবিহ্বল করে দিলেন চোরা চাহনিতে 👁️‍🗨️ ইশারা করে! যে ইশারার প্রায়োগিক অর্থ ছিলো, তার ছেলেকে না দেখিয়ে যেন চিরকুটটা পড়ে নেই!! 😜

'পড়ে না চোখের পলক' মার্কা অপলক দৃষ্টি চিরকুটে নিবদ্ধ করে দ্রুত সম্বিৎ ফিরে পাই!

যাক, বাঁচা গেলো! বাচ্চার মা চাচ্ছেন যেন ডাক্তার সাহেব রোগীকে সতর্ক করে বলে দেন, বেশি মোবাইল দেখলে রোগ বাড়বে কিন্তু! হুমমম !!! 😜

05/10/2023

সুইডিশ পদার্থবিজ্ঞানী এন লুইয়ের Anne L'Huillier ( এবারের ২০২৩-এ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী) ঠিক কী বলেছিলেন নোবেল কমিটিকে?
বাংলাদেশে যেভাবে মিডিয়ায় বলা হয়, আর কোথাও কি তা বলে?

"আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি" বলে তিনি কি সত্যি সত্যি আমাদের মিডিয়ায় ব্যবহৃত হেডলাইন দেখলে যা বুঝায়, অর্থাৎ "রেগুলার ক্লাসকে নোবেল বিজয়ের চেয়ে কম গুরুত্ব" দেয়ার মতো কিছু বলেছিলেন? 🤔 অথবা, পুরস্কারটা উনার কাছে "তেমন গর্ব করার কিছুই না" - এরকম ব্যাপার ছিলো??
তাই কী?
বাস্তবতা আসলে কী?

অপারেশনের রোগী মারা যায় নাই!তবুও ইয়ে... এই মুখ আর আমি দেখাচ্ছি না! 🤣( ১ম কমেন্ট দ্রষ্টব্য)  ⬇️
04/10/2023

অপারেশনের রোগী মারা যায় নাই!
তবুও ইয়ে... এই মুখ আর আমি দেখাচ্ছি না! 🤣
( ১ম কমেন্ট দ্রষ্টব্য) ⬇️

"নগদ" যা পাও,হাত পেতে নাও!বাকির খাতা শূন্য থাক! 🤣😂😜
04/10/2023

"নগদ" যা পাও,
হাত পেতে নাও!
বাকির খাতা শূন্য থাক! 🤣😂😜

29/09/2023

আজ ( সেপ্টেম্বর ২৯) বিশ্ব হৃদয় দিবস ( World Heart Day ❤️).

বাংলাদেশে আজকের দিনটি শুক্রবার হওয়ায় অধিকাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানে দিনটির আনুষ্ঠানিক উৎযাপন হবে আগামীকাল শনিবার।

যাক, সামনে টুপ করে আসলো গতবারের রিল। 😎✅

কাজেই কথাবার্তা যেহেতু একই, নতুন বোতলে পুরাতন ইয়ে 🍾 সাপ্লাই দেয়াটাই যুক্তিযুক্ত হবে! 😜

Use ❤️, Know ❤️ ( হৃদয়ের ব্যবহার করুন, হৃদয়কে জানুন)

https://www.facebook.com/reel/917803395847228?mibextid=9drbnH

26/09/2023

অন্যায়ভাবে, মানুষকে কষ্ট দিয়ে, মেরে-ধরে আপনি যতো উপরে উঠবেন, প্রতিটা রাতে শোয়ার সময়ের এক একটা বুক হাহাকার করা দীর্ঘশ্বাসে আপনার সন্তানরা (বা, কোন একজন বা দু'জন সন্তান) .... হয় কুকর্মে, বা সম্মান হারানোয় অথবা এমনকি অনিবার্য ও চিকিৎসাহীন শারীরিক অসুস্থতায় ( শেষ বিষয়টিতে মোটাদাগে কারো কোন হাত থাকে না) আপনাকে এমনভাবে কাবু করে নিচে টেনে নামিয়ে ফেলে, যে সারাদিনের "অন্যায্য প্রতিযোগিতায় জয়ের ফসল" এক একটা দীর্ঘশ্বাসে অর্থহীন হয়ে পড়ে!

পরদিন নতুন ভোরে আবার সব শুরু করতে হয় শূন্য থেকে! 🙄

Arif Murshed Khan

সমস্যাটা এমনই জটিল ও অনেক পরিবারেই এমনভাবে লুকিয়ে থাকে যে, লজ্জায় অনেকে বাইরে বলতেও চায় না!! 🙄চলতে থাকে পারিবারিক ভুল বু...
24/09/2023

সমস্যাটা এমনই জটিল ও অনেক পরিবারেই এমনভাবে লুকিয়ে থাকে যে, লজ্জায় অনেকে বাইরে বলতেও চায় না!! 🙄
চলতে থাকে পারিবারিক ভুল বুঝাবুঝি, মান-অভিমান - যার খেসারত শুধু রোগী না, দেয় পরিবারের প্রতিটি মানুষ!!!

এ বিষয়ে একটা ভিডিও কমেন্টে দিচ্ছি, যা আগে অনেক অনেক জায়গায় সমাদৃত হয়েছিলো, অনেক ফোরামে, সেমিনারে পাওয়ারপয়েন্টে উপস্থাপন করা হয়েছে!

আপনার বা প্রিয়জনের নিকট পরিবারে শেয়ার করতে পারেন! ধন্যবাদ! 🌹

14/09/2023

শুক্রবার স্পেসাল! 😜
◾◾◾◾◾◾◾
"তুমি কেমন করে গান করো হে গুণী!
আমি অবাক হয়ে শুনি!"

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
"সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন! এটা আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না!!"
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর, ২০২৩) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলাদেশ: দ্য ইয়ুথ পার্সপেক্টিভ’ "Smart Bangladesh : The Youth Perspective" শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত না; আমরা এমন অবস্থায় যাবো যাতে আমাদের ডেকে নিয়ে ভিসা দেবে।".. 😜 🤔 🙄 🤣

হাসপাতালের ওয়ার্ডে রাউন্ডের সময় চারপাশে এতো মানুষের কোলাহলের মাঝেই ক্লান্ত-শ্রান্ত বাবা-মেয়ের কী স্বর্গীয় প্রশান্তির ঘুম...
29/08/2023

হাসপাতালের ওয়ার্ডে রাউন্ডের সময় চারপাশে এতো মানুষের কোলাহলের মাঝেই ক্লান্ত-শ্রান্ত বাবা-মেয়ের কী স্বর্গীয় প্রশান্তির ঘুম! আহা! 💤😴 💤 😴

৩য় ছবিতে ঘুম থেকে উঠা বাবার সলজ্জ কৈফিয়ত, "হাসপাতালে ( অর্থাৎ অচেনা পরিবেশে) আমারে ছাড়া ( মেয়ে) ঘুমাইতে চায় না!"

আর এদিকে আমাদের কতজনের কতো সময়ই না চলে যায় ঘুমের প্রাণান্ত চেষ্টায়, তবুও ঘুম যে আসে না!!!

আহা জীবন!

[ Disclaimer : ছবি অনুমতি নিয়ে তোলা নয়! 🤪 অনুমতি ঘুম ভাঙ্গার পরে নেয়া হয় ও অনুমতিক্রমে পোস্ট করা হলো ]

আচ্ছা বলো, সেদিন ওরা, গ্রেনেড মাঠে"জিয়ার সৈনিক" ছিলো যারা!তারাই আজ "বঙ্গবন্ধু জাতির পিতায়"দেখো, মগ্ন কেমন পাগলপারা!তোমরা...
21/08/2023

আচ্ছা বলো, সেদিন ওরা, গ্রেনেড মাঠে

"জিয়ার সৈনিক" ছিলো যারা!

তারাই আজ "বঙ্গবন্ধু জাতির পিতায়"

দেখো, মগ্ন কেমন পাগলপারা!

তোমরা যারা চক্ষু বুজে

ধরেও ধরোনা ঠগবাজীটা!

কেমন করে বুঝবে বলো

"একশো আশি ডিগ্রী" ডিগবাজিটা!

19/08/2023

পাব্লিকে কয়, এত্তো কঠিন কথা কও... মাইনসে তুমারে বুঝবার পারে না!!

তাই উইকএন্ডে হালকার উপ্রে ঝাপসা বিনোদন ব্রেক... ইয়ে মানে, পাবলিক চাইলে অবশ্য আরো চালানো যেতে পারে সামনে! 😜

রোগীরঙ্গ: চাচার সম্পদ! 😜🤣

বঙ্গবন্ধু কোথায়?______________" এত রক্ত দেয়ার পর যে স্বাধীনতা এনেছি, চরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই।এখনো ঘুষখোর, দুর্নী...
15/08/2023

বঙ্গবন্ধু কোথায়?
______________
" এত রক্ত দেয়ার পর যে স্বাধীনতা এনেছি, চরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই।
এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরাকারবারী বাংলার দুঃখী মানুষের জীবন অতিষ্ট করে দিয়েছে।
এত চোরের চোর কোত্থেকে পয়দা হয়েছে?
পাকিস্তানিরা সব নিয়ে গেছে।
এই চোরগুলিকে নিয়ে গেলে আমি বাঁচতাম। "

-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা। (১৯৭৩)

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

"মানুষকে ব্যবহার, ভালোবাসা ও প্রীতি দিয়েই জয় করা যায়; অত্যাচার, জুলুম ও ঘৃণা দিয়ে জয় করা যায় না!

দুঃখ আমার নাই। একদিন মরতেই হবে!
অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে!"

- অসমাপ্ত আত্মজীবনী (পৃষ্ঠা: ২০০)

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ চর্চা?
নাকি, লোক দেখানো আনুষ্ঠানিকতা?

বঙ্গবন্ধুর আদর্শকে ভালো না বেসে বঙ্গবন্ধুকে ভালোবাসার অভিনয় ??!!

লম্বা কালো ব্যানারে সাদা লেখা, শ্রদ্ধার প্রতীক বিশালাকার ফুলের তোড়া, কালো পোশাক বা কালো ব্যাজ, গরু-খাসীর বিরিয়ানির প্যাকেটে বঙ্গবন্ধুর চেয়ে বড় করে লেখা আয়োজকের নাম-ছবি, দেশ জুড়ে বা নগরী জুড়ে ব্যানার, পোস্টার ( যাতে বঙ্গবন্ধুর সাদাকালো ছবির চেয়ে দ্বিগুণ বড় করে নিজের রঙ্গিন হাই রেজ্যুলেশন ছবি 🤪), ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস - এসব খুবই সহজ কাজ!

বঙ্গবন্ধুর জীবনদর্শন হৃদয়ে অনুভব করা আর ব্যক্তি বা সমাজ জীবনে বাস্তবায়ন করা , বঙ্গবন্ধুকে নিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা করা, খুবই সিরিয়াস ইস্যুতে পর্যন্ত হাসি-ঠাট্টা-কমেডিময়-বাঁচাল একটা anti-meritocracy সমাজের বিপরীতে শোষণহীন, মননশীল, বুদ্ধিবৃত্তিক, সৎ, দেশপ্রেমী, জনকল্যাণকামী সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে যার যার অবস্থান থেকে দেশপ্রেম ও সততার সাথে কাজ করে যাওয়া - বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রকৃত পদ্ধতিগুলোর চর্চা কিন্তু এতো সহজ নয়! এর জন্য আড়ম্বর লাগে না, আনুষ্ঠানিকতা লাগে না!

আজ বঙ্গবন্ধুর আত্মত্যাগের আর আদর্শের চর্চা থাকলে সত্য কথা বলতে ভয়ের সংস্কৃতি, গরিবের মাথায় কাঁঠাল ভাঙ্গার সংস্কৃতি, দুর্নীতি-অসততা-গুন্ডামির সংস্কৃতি, তেলবাজির সংস্কৃতি, জনগণের ঘাম আর রক্তের টাকা বিদেশে পাচারের সংস্কৃতি, কানাডার বেগম পাড়া বা দুবাই, মালয়েশিয়ায় সেকেন্ড, থার্ড হোমের সংস্কৃতি, সুইস ব্যাংকে সুইস ফ্রাঁর পাহাড় গড়ার সংস্কৃতি, খেলাপি ঋণের সংস্কৃতি এভাবে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসতো না।

বঙ্গবন্ধু নিজে এসব করেননি, কিন্তু তাঁর ছবিযুক্ত কালো ব্যাজ বুকে এঁটেই আমরা সগৌরবে এসব করছি!
এসব কেমন বঙ্গবন্ধুচর্চা?
ক্ষমা করো, পিতা 🙏🙏🙏 🌺 🌷 🌹

বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও জীবনদর্শনের চর্চা কবে হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠতম হাতিয়ার? কবে??

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

সব দোষ আমাদের কবি-সাহিত্যিকদের!প্রকল্পসংশ্লিষ্টদের আর দোষ কী, বলুন?সেই ছোটবেলা থেকেই আঁকাবাঁকা মেঠো পথের সৌন্দর্যের কথাই...
14/08/2023

সব দোষ আমাদের কবি-সাহিত্যিকদের!

প্রকল্পসংশ্লিষ্টদের আর দোষ কী, বলুন?

সেই ছোটবেলা থেকেই আঁকাবাঁকা মেঠো পথের সৌন্দর্যের কথাই পড়েছি সাহিত্যে, ছন্দে, গানে, কবিতায়!!!

তো, মেঠোপথের স্মার্ট ভার্সন রেলপথে কেন নয়?

আমার দেশের অপার সৌন্দর্য অতুলনীয়!

গলা ছেড়ে গাইতে থাকুন...

"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!"

[ 👉 সবার জন্য অবশ্যপাঠ্য ]৫৬ দিন পর সেন্ট্রাল হাসপাতালেরঅপারেশন থিয়েটারে... না বলা কথা..._______________________________...
11/08/2023

[ 👉 সবার জন্য অবশ্যপাঠ্য ]
৫৬ দিন পর সেন্ট্রাল হাসপাতালের
অপারেশন থিয়েটারে... না বলা কথা...
_________________________________

আজ ৫৬ দিন পর সেন্ট্রাল হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকার সুযোগ পেলাম! অপারেশন থিয়েটার খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

একটি দুর্ঘটনা অনেক মানুষের কান্না!- সেন্ট্রাল হাসপাতালে এক গর্ভবতী মায়ের অপারেশনের পর অপারেশনজনিত জটিলতায় কয়েকদিন পর অন্য হাসপাতালে মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক - সেই সাথে জন্মের কয় দিন পর তার নবজাতকের মৃত্যু মানুষের মনকে দুঃখ ভারাক্রান্ত করেছে।
মৃত্যু এমন একটি যাত্রা, যা একমুখী, ফিরবার কোনো পথ নেই। তাই মৃত্যু কারো কাম্য নয়।যেই চিকিৎসকরা এই মৃত্যুর সাথে সংশ্লিষ্ট তাদের অন্তরের বেদনা বুঝবার কেউ নেই।

চিকিৎসকদের বিরুদ্ধে শুধু একটি কথা "ডাক্তার ভুল চিকিৎসা করে রোগী মেরে ফেলেছে।" সব ক্ষেত্রেই কি তাই?
ডাক্তার রোগী মারলে ডাক্তারের কী লাভ- এটা কি কেউ বলতে পারবে? এতে কি তার সারা জীবনের অর্জিত সুনাম বাড়বে, নাকি আর্থিকভাবে লাভবান হবে? বরং উল্টোটাই হয়! তার আর্থিক, মানসিক, শারীরিক, সামাজিক এবং পেশাগত ক্ষতি হয়। কখনো কখনো জেলেও যেতে হয়। এসকল ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে তড়িৎ গতিতে কাজ করতে দেখা যায়। এটা তারাই ভালো জানেন - শুধু অভিযোগের ভিত্তিতেই একজন চিকিৎসককে জেলে নেয়া যায় কিনা। সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দু'জন নবীন চিকিৎসক এক মাস জেল খেটেছেন এবং এখন জামিনে আছেন। জামিনে আছেন আরোও দু'জন চিকিৎসক মামলার আসামি। এসকল মামলায় যারা পরেন, তারাই জানেন কত ধানে কত চাল।

কর্তৃপক্ষ সদয় হবার কারণে এবং সকল চিকিৎসকদের আন্দোলন ও একদিন চেম্বার বন্ধ রাখার পর তারা জামিন পান।

প্রত্যেক পেশার যেমন বিপদ থাকে তেমনি চিকিৎসা পেশারও ঝুঁকি আছে। অনেক উন্নত দেশে অপারেশনজনিত কারণে রোগীর মৃত্যু হয়। সেসব দেশে ক'জন চিকিৎসককে জেলে যেতে হয়েছে? আমরা যারা এই সার্জারী পেশার সাথে যুক্ত, মনে হয় মাথার উপর সব সময় খাড়া ঝুলছে। যেকোনো সময় আমার উপর বিপদ আসতে পারে। বিশেষ করে বয়স্ক রোগী যাদের হার্টের রোগ, উচ্চরক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনীর জটিলতাসহ বিভিন্ন কো-মরবিডিটি থাকে তাদের উপর যখন ক্যান্সারের জন্যে দীর্ঘসময় জটিল অপারেশন করি, তখন অনেক বেশি ঝুঁকির ভয় থাকে। অপারেশনের সময় রোগীকে ঔষধ দিয়ে অজ্ঞান করা হয়, কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালানো হয় এবং অপারেশন শেষে ঔষধ দিয়ে জ্ঞান ফিরানো হয়! এই অজ্ঞান সময়ে রোগীর ব্রেইন, হার্ট, কিডনীতে যেকোনো সমস্যা দেখা দিতে পারে এবং রোগী মারা যেতে পারে। তাছাড়া সার্জারিজনিত কারণেও রোগী খারাপ হতে পারে, এই সবই অনাকাঙ্ক্ষিত এবং এগুলো রোধ করার জন্য সকল প্রকার চেষ্টা করা হয়, তারপরেও দুর্ঘটনা ঘটে, যার সংখ্যা খুবই কম। এই ঘটনা যেকোনো রোগীর জন্যই ঘটতে পারে। সেজন্যে আমরা লিখিত কন্সেন্ট (consent) নেই এবং কাউন্সিলিং করে ভিডিও করে রাখি। আইনের ক্ষেত্রে এগুলি কি সহায়ক হয়?

এখন প্রশ্ন হলো এসব রোগীরা কোথায় যাবে? যেমন, এই ৫৬ দিনে আমার অনেক জটিল রোগী ফিরে গেছে - কেউ দেশে বা বিদেশে চিকিৎসা নিয়েছেন। সবাই কি বিদেশে যেতে পারেন?

সেন্ট্রাল হাসপাতালের ওটিতে ৮৬ জন বিভিন্ন বিষয়ের সার্জন এবং এনেস্থেটিস্ট কাজ করেন।গড়ে প্রতিদিন ৩০-৪০ টি অপারেশন হয়। এই ৫৬ দিনে গড়ে ২০০০ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। সংশ্লিষ্টরা আর্থিকভাবে, সামাজিকভাবে ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, তার জন্যে প্রায় ৮২ জন চিকিৎসককে মাশুল দিতে হলো-- যারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। এ বিষয় কি আপনারা কেউ ভেবে দেখেছেন?
এই হাসপাতালে যারা কাজ করেন, তারা জানেন এখানকার ওটিগুলো সুসজ্জিত, সেবার মান ভালো এবং খরচ সহনীয় - তাই এই হাসপাতালে কোনো বিজ্ঞাপন ছাড়াই বহু রোগী সেবা নিতে আসেন।
একটি পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, তদন্ত কমিটি তিন পক্ষকে দায়ী করেছে। কিন্তু শাস্তি কোন পক্ষ বেশি পেলো? হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আর্থিক এবং সুনামের কী ক্ষতি হলো, তারা বলতে পারবেন। যার সন্তান এবং স্ত্রী মারা গেল -- তার কী বিরাট ক্ষতি হয়েছে, তিনি বলতে পারবেন। আর যারা মামলায় পড়েছেন, তারা জানেন তাদের কী ক্ষতি হয়েছে। আর আমরা যারা ৫৬ দিন এখানে কাজ করতে পারিনি আমরা জানি আমাদের কী ক্ষতি হয়েছে।

হাসপাতালের অনিয়ম থাকলে, বিএমডিসির রেজিস্ট্রেশন নবায়ন না হলে, এগুলো দেখার যথাযথ কর্তৃপক্ষ রয়ে গেছেন। তারা নিশ্চয়ই এখন থেকে তদারকি করবেন। তাহলে হয়তো এত দীর্ঘ সময় কোন হাসপাতালের ওটি এবং আইসিইউ বন্ধ রাখতে হবে না।

মিডিয়াতে এখন আর এসব বিষয়ে তেমন কোন সংবাদ দেখি না। কিছু দিন আগেও প্রতি মিনিটে মিনিটে এই সংবাদের ফলোআপ দেখতাম। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা - এটা মিডিয়ার লোকেরাই ভালো বলতে পারবেন। কোনো একটা দুর্ঘটনা ঘটলে মিডিয়া এত বেশি সক্রিয় হয়, যাতে কোনরকম আত্মপক্ষ সমর্থনের আগেই ডাক্তারের মিডিয়া ট্রায়াল হয়ে যায়। তার সারা জীবনের অর্জিত সুনাম প্রশ্নের মুখে পরে যায়। ডাক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং তার পেশাগত কাজে বিঘ্ন ঘটে। এসকল প্রচারণায় দেশের স্বাস্থ্যব্যবস্থার উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এতে লাভ হয় অন্যদের! ক্ষতি হয় দেশের সাধারণ রোগীদের! তারা দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা হারায় এবং বিভ্রান্ত হয়।
আমরা যে সারাজীবন লক্ষ লক্ষ রোগীর সফল অপারেশন করি, সেটার কয়টা মিডিয়াতে প্রচার হয়?

করোনার দুই বছর ডাক্তাররা নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে গেছেন। সেটা কি সবাই স্বীকার করেছেন?
আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন একটি পত্রিকায় করোনায় বিভিন্ন পেশায় মৃত ব্যক্তিদের একটি তালিকা ছাপা হয়েছিলো - কিন্ত সেখানে একটি ডাক্তারের নামও ছিলো না। অথচ মিডিয়ার কর্মীদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দিয়েছি এবং করোনার টিকা পাওয়ার ব্যবস্থা করেছি।

২০২০ সালের আগষ্ট মাসে জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে আমি প্রথম অপারেশন শুরু করি, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ৫০ বয়স উর্ধ্বদের অপারেশন করা বারণ ছিলো। কিন্তু ক্যান্সার রোগীদের ওই সময় অপারেশনে দেরি করলে তাদেরকে বাঁচানো যেতো না। তাই আমরা ঝুঁকি নিয়েছি। আমি, আমার স্ত্রী এবং আমার সন্তানেরা করোনায় আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, ওইসব রোগীদের পরবর্তী চিকিৎসা এবং জীবনযাপনের জন্য প্রত্যেককে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ করে *হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট* *ফাউন্ডেশনের* পক্ষ থেকে দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি।

মানিকগঞ্জের মিতরায় গরীব মানুষের জন্য নিজেরা টাকা দিয়ে অলাভজনক ক্যান্সার হাসপাতাল বানাচ্ছি। কই, এসব খবর কি কেউ ছেপেছে? একটি রোগীর মৃত্যু হলে সেটি তদন্তের মাধ্যমে জানা যায় কী কারণে রোগীটির মৃত্যু হয়েছে। কিন্তু এই তদন্ত রিপোর্ট আসার আগেই প্রচার হয়ে যায়, ডাক্তারের ভুলের জন্যে রোগীর মৃত্যু হয়েছে। সত্যি কী অসহায় এই চিকিৎসক সমাজ! এটা ডাক্তারের প্রতি অবিচার! এতে করে ডাক্তারদের, রোগীদের কী অপরিমেয় ক্ষতি হয়, তারা কি সেটা খেয়াল রাখে? এক সময় বিষয়টি ফয়সালা হয়। চিকিৎসকরা নির্দোষও প্রমাণিত হয়। কিন্তু তাদের যে অপূরণীয় ক্ষতি হয়, সেটা কি তারা ফিরে পান? এই বিষয়ে সবারই সতর্ক ও সদয় হওয়া উচিত। কারণ সবারই চিকিৎসা নিতে হয়। পরিশেষে বলবো, ডাক্তারদের নিরাপত্তা দরকার। তা না হলে জটিল রোগীর অপারেশন করতে ডাক্তাররা যদি ভয় পান বা এড়িয়ে চলেন, তাহলে অনেক রোগীর ক্ষতি হবে। যদি চিকিৎসকের অবহেলায় কোনো রোগীর ক্ষতি হয় সেই চিকিৎসকের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নেয়ার সুযোগ রয়ে গেছে।

*এই দেশকে এই দেশের মানুষকে ভালোবাসার দায়িত্ব সবার।*

[…টেক্সটের লেখক:
প্রফেসর ডা. মো. আবু হানিফ
প্রফেসর অফ ইএনটি এন্ড হেড-নেক সার্জারি
সাবেক পরিচালক,
জাতীয় ইএনটি এণ্ড হেড-নেক সার্জারি ইন্সটিটিউট]

10/08/2023

ওরে বাপরে! 😳
শরীরে নাকি ১৩৬টা (🤔🥸),..... হ্যাঁ, ১৩৬টা রোগ নিয়ে তিনি খাওয়া, পরা, ফুর্তি করা, ঔষধ খাওয়া -- সব নিয়ে ভালোই আছেন! 💯🌿😊

প্রাণশক্তি যাকে বলে আরকি!!! 💪💪

ওরে বাপরে!! আলহামদুলিল্লাহ!!! ফেসবুক নোটিফিকেশন দিলো:I've received 105,000 reactions to my posts in the past 30 days. Th...
30/07/2023

ওরে বাপরে!! আলহামদুলিল্লাহ!!!

ফেসবুক নোটিফিকেশন দিলো:

I've received 105,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

গত ৩০ দিনে লক্ষাধিক ( এক লক্ষ পাঁচ হাজার!!! 😳🥺) রিয়েকসন / প্রতিক্রিয়া.... ফলোয়ার ভাই, বোন, বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! 🙏🌹🌿🌺

না ব্যক্তিগত চাওয়া-পাওয়া, মনিটাইজেসন কিছুই দরকার নেই! শুধুমাত্র জনসচেতনতার জন্যই এই পেইজ!

[ যারা এ বিষয়ে প্রায়ই প্রশ্ন করেন, তাঁদেরকে অত্যন্ত বিনীতভাবে বলি, yes, I literally mean it!
দেখুন, আমাকে যারা চিনেন, তারা সবাই জানেন, একটা ভিডিও বানাতে বা কিছু লিখতে ও বহুমাত্রিক কমেন্টের উত্তর দিতে যে সময়ের প্রয়োজন হয়, সে সময়ে আমার সিরিয়াল নিতে না পেরে দুঃখ পেয়ে "গালি দিতে থাকা" রোগীদের কয়েকজনকে দেখে দিলে অনেক বেশি টাকা রোজগার করা সম্ভব! আমি জেনে-বুঝেই আর্থিকভাবে (অলাভজনক নয়, বরং) ক্ষতিকর এ পথে মাঝে মাঝে হাঁটি! 🤣 কেন?

কারণ, অনলাইনে যে জনসচেতনতা বা লক্ষ বা কোটি ব্যক্তির ব্যক্তিগত / পারিবারিক কল্যাণ সম্ভব, রোগ না বুঝে বারে বারে ঔষধ/ ডাক্তার দেখানোর অর্থব্যয় ও সময় হিসাবে শত শত কোটি টাকা সাশ্রয় আসলে one-on-one মানুষকে নিয়ে কাজ করে ৫০০ বছরেও তা করা সম্ভব না আর আমাদের জীবনতো দীর্ঘ নয়ই, বরং একেবারেই ক্ষণস্থায়ী! আজ আছি তো কাল নেই!! 🤔 আমার সোস্যাল কমিটমেন্টের জায়গাটাতে একদম দ্বিধাহীন থাকতে চাই! একদম!!

একটা এলার্জির ভিডিও নয় লক্ষ বা নাক ডাকার ভিডিও সাত লক্ষ ভিউ মানেই এতো অধিক মানুষকে সঠিক স্বাস্থ্য শিক্ষা দেয়া, যা আমি বহু বছর চেষ্টা করেও person to person / one on one একজন একজন করে এতো এতো ব্যক্তিকে আলাদাভাবে কিছুতেই দিতে পারতাম না!!]

সবাইকে আবারো আন্তরিক কৃতজ্ঞতা! 🍀🌹

বাবু,...  খাইছো??নাকি,... খাবা??
29/07/2023

বাবু,... খাইছো??

নাকি,... খাবা??

28/07/2023

ওদিকে ভারতে রোগীর স্বজন কর্তৃক ডাক্তার লাঞ্ছনার প্রতিবাদে ভাইরাল ভিডিও...

বাংলাদেশের জন্য আরো কিছু যোগ করতে হবে!

সিটের তিনগুণ রোগী ভর্তি ক্যান?
সিট নাই ক্যান?
অন্য হাসপাতালে যামু ক্যান?

এসো, ডাক্তার পিটাই! 🤣

"বিদায়ের সেহনাই বাজেনিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারেসুন্দর পৃথিবী ছেড়েএই যে বেঁচে ছিলামদীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়...
28/07/2023

"বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!"
🖤🖤🖤
আমাদের তিন ভাইবোনকে এতিম করে দিয়ে আব্বুজির শেষ বিদায়ের দুই বছর চলে গেলো চোখের পলকে!
বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের কর্মকর্তা এডভোকেট মো. আনিসুল হক খান আমৃত্যু একজন রসিক, সহজ-সরল, ভালো মানুষ হিসাবে আত্মীয়-পরিজন, সহকর্মী ও পরিচিতজনের কাছে সম্মান পেয়েছেন।
যে কোন পারিবারিক বা সামাজিক আড্ডায় খুব সহজেই প্রাণবন্ত গল্প-কৌতুক দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারতেন - বিষয়টা ছিলো একেবারেই স্বভাবজাত।
প্রকৃত অভাবী ও দুঃখী মানুষদের খুঁজে খুঁজে সাহায্য করতেন। সামর্থবান ব্যক্তি আলসেমির কারণে সাহায্যপ্রার্থী হলে বেশ বকাঝকা দিয়ে কিভাবে কঠোর পরিশ্রম করে সফল হতে হবে, সে উপায় বাতলে দিতেন; এ ধরণের লোকদের সাহায্য করতে আমাদের নিষেধ করতেন!
যাকাতের হিসাব ও অন্যান্য হিসাবের ক্ষেত্রে খুবই নিখুঁত ছিলেন। কাউকে ঋণ দিলে সে ঋণের টাকা ফেরত না পেলেও নিয়মমাফিক সে টাকার যাকাত প্রতি বছর হিসেব করে দিতেন।
মামনি ও আমাদের তিন ভাইবোনকে প্রায়ই বলতেন, "আল্লাহর রহমতে আমি কারো কাছে কোন ঋণ রেখে যাচ্ছি না; কাজেই আমার মৃত্যুর পর ঋণের টাকা বা সম্পদের দাবি নিয়ে কেউ তোমাদের কাছে আসবে না, আলহামদুলিল্লাহ!"
আমরা একটু মজা করে বলতাম, 'সে তো বুঝলাম। কিন্তু আপনি যাদেরকে ঋণ দিয়েছেন, তারা ঠিকমতো ফেরত দিলো কিনা, সেটাতো জানালেন না!'
হ্যাঁ, যারা কষ্টে থাকে, তাদের কাছ থেকে টাকা ফেরত চাইবেন না বলেই নিয়ত করতেন। কিন্তু পরিচিতজনদের মধ্যে কেউ কেউ সংকটকালে ঋণ নিয়ে পরে খুব স্বচ্ছল জীবনযাপন করলেও "ঋণ নেয়ার বিষয় বেমালুম ভুলে যাওয়ার" কাজটি উনাকে ব্যথিত করতো, কিন্তু সরাসরি তাদের কিছু বলতেন না।
আমার রোগী দেখার চেম্বারে গিয়ে ( উনার জন্য রিজার্ভ করে রাখা কালো বড় একটা ইজি চেয়ারে বসে) সিরিয়াল দেয়া রোগিদের তালিকাটা লিটন ভাই, সুমন ( পুরাতন ড্রাইভার), সালেহ বা জুয়েলের কাছ থেকে নিয়ে কে কে কসবা বা ব্রাহ্মণবাড়িয়া থেকে এলো, সেটাতে একবার চোখ বুলিয়ে নিতেন।
"সমগ্র বাংলাদেশ পাঁচ টন" সিস্টেমে সবাইকে একই পাল্লায় মাপা রোগীর সিরিয়াল নেয়ার পদ্ধতির কারণে এলাকা থেকে আসা কিছু কিছু চালাক (😎) রোগী ( বিশেষত, মহিলারা 🤣) উনাকে চাচা, মামা, নানা, দাদা ডেকে এমন আন্তরিকভাবে কথা বলতেন ও মাথায়, কাঁধে হাত বুলিয়ে দিতেন, ভক্তিভরে সালাম করতেন, যাতে তিনি সহজেই পটে গিয়ে তাদের পক্ষে হালকা সুপারিশ করতেন, যাতে সিরিয়ালে অনেকক্ষণ বসিয়ে না রেখে তাদের একটু আগেই আমি দেখে দেই। 😜
চেম্বারে অপেক্ষমাণ রোগীদের সাথে আমাদের তিন-ভাইবোনের গল্প, চাকরিজীবনের গল্প, উকালতির গল্প ও অন্যান্য গল্পে কী যে তুমুল উৎসাহ পেতেন, তা বলাই বাহুল্য।
জীবনের শেষের দিকের কয়েকটা মাস কিছুটা কষ্টই করেছেন। আগের মতো সহজে হাঁটতে-চলতে পারতেন না, তাই চেম্বারে বসে গল্প করার দিনও ফুরিয়ে আসছিলো মৃত্যুর কয়েক মাস আগে থেকেই! 😥
আমার সব সময় ভয় লাগতো, পরিস্থিতি আরো খারাপের দিকে গিয়ে কিডনি জটিলতায় নাকি জীবনের শেষ দিনগুলোতে খুব শারীরিক, মানসিক কষ্ট পান। হাসপাতালে (১) বার্ধক্যজনিত রোগীদের কষ্ট, (২) চিকিৎসা বিজ্ঞানের অসহায়ত্ব, (৩) অধিকাংশ ক্ষেত্রেই আবেগের বিপরীতে বাস্তব ও সাহসী সিদ্ধান্ত নিতে রোগীর স্বজনদের ভিন্নমত ও বিব্রতকর বাস্তবতা -- এসব আমার খুব কাছ থেকে দেখা আর এসব আমাকে সব সময় বিচলিত করতো, এখনো করে!
মহান আল্লাহর ইচ্ছায় খুব সহজ, শান্তিপূর্ণ মৃত্যু হয় একেবারে ঘুমের মধ্যেই!
আব্বুজিকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না। দোষে-গুণেই মানুষের জীবন। বিরল ক্ষেত্রে খুব রেগে গেলে মানুষকে উচ্চস্বরে বকা দিতেন। কেউ কেউ কষ্ট পেয়ে থাকবেন ; উনারা নিশ্চয়ই আব্বুজিকে মাফ করে দেবেন। 🙏
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন! 🤲🤲🤲
"রাব্বীর হামহুমা কা'মা রাব্বাইয়ানি সাগিরা!"

( শেষ ছবিটি আব্বুজির মৃত্যুর ২৪ ঘন্টারও কম সময় আগের।)

19/07/2023

ওরে বাবা!

যেই না বললাম, মাশা'আল্লাহ তোমার এই চোখে-মুখে কথা বলা আমার খুবই ভালো লেগেছে; আমি ভিডিও পোস্ট দিয়ে দিচ্ছি কিন্তু! 🌹

সে একেবারেই স্মার্টলি যে উত্তর দিলো, তাতে আমি রীতিমতো অবাক!

এ যুগের পোলা বলে কথা!!! 🤣

19/07/2023

আচ্ছা, জানেন কী, ডাক্তারদের
উপর সবার ক্ষোভ কেন?
___________________________

"জন্মিলে মরিতে হবে/
অমর কে কোথা কবে" -- মৃত্যুতো বটেই, রোগ/ শোক/ জরা/ ব্যধি - যেহেতু প্রতিটি মানুষের ( অর্থাৎ, ডাক্তারের নিজের ক্ষেত্রেও) নিজের বা পরিবারের কোন না কোন সদস্যের জীবনের নিত্য অনুসঙ্গ, কাজেই এ বিষয়ে যারাই কাজ করেন ( ডাক্তার, নার্স, হেলথকেয়ার টিমের সদস্য), তাদের কপালে কখনোই শান্তি নাই, দীর্ঘমেয়াদে কোন প্রশংসা নাই - এটাই বাস্তবতা বা ground reality!

উদাহরণ দেই, কেমন?

আচ্ছা, আসুন, শুধু ডায়াবেটিসের কষ্ট নিয়েই যদি বলি ( কিছু ভয়াবহ কিন্তু বাস্তব সত্য):

👉 বিশ্বের ৫০ ভাগ টাইপ-২ ডায়াবেটিস রোগী জানেই না তারা ডায়াবেটিক ( জানার পরতো চিকিৎসার ব্যাপার, ওরাতো এখনো জানেই না!!!)

👉 বিশ্বে বর্তমানে ডায়াবেটিসের রোগী ৪২ কোটি, যা ২০৪০-এ হবে ৫০ কোটি!!

👉 বাংলাদেশে ডায়াবেটিসের রোগী ১ কোটি ৩০ লাখ, যা ২০৪৫ সালে হবে দেড় কোটি!!

তাহলে বুঝতেই পারছেন, রোগীরা কষ্টই পাচ্ছে রোগের কারণে ( কিন্তু রোগের উপর রাগ দেখানোর সুযোগতো নেই 🙄), কিন্তু দিনশেষে বিরক্তি প্রকাশ করছে স্বাস্থ্যব্যবস্থাপনা ও ডাক্তারের উপর। এই রোগীদের মধ্যে লক্ষ লক্ষ ডাক্তারও কিন্তু রোগী!!

যারা কথায় কথায় ভারতীয় ডাক্তারের কথা বলেন, তারা এই ভারতীয় প্লাস্টিক সার্জনের কথা ( বাংলা সাবটাইটেল দিয়েছি) শুনলেই বুঝবেন, "জনগণের সরলীকৃত নেতিবাচক ধারণার" বিপরীতে ডাক্তারদের সারা পৃথিবীর সর্বত্র প্রতিনিয়ত যুদ্ধ করতেই হচ্ছে!!

অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ৯৫% স্বাস্থ্যকর্মী জীবনে কোন না কোন সময় রোগী / স্বজন কর্তৃক নিগ্রহের শিকার হয়েছেন।

চানখাঁরপুল বা লিভারপুল, দোহার বা দোহা, বেলতলি বা বেলজিয়াম -- এ পেশার এ এক করুণ নিয়তি!!

17/07/2023

খুবই স্পষ্ট বক্তব্য.... loud and clear!

প্রফেসর ডা. মো. ফয়জুল বাসার
প্রিন্সিপাল
পটুয়াখালী মেডিক্যাল কলেজ!
💯✅🌷

🔴🔴 "জরুরি বিজ্ঞপ্তি" 🔴🔴জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য বিনা প্রমাণে, সুযোগসন্ধানীদের উষ্কানিতে, হয়রানিমূলক মামলা দিয়ে ডাক...
16/07/2023

🔴🔴 "জরুরি বিজ্ঞপ্তি" 🔴🔴

জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য বিনা প্রমাণে, সুযোগসন্ধানীদের উষ্কানিতে, হয়রানিমূলক মামলা দিয়ে ডাক্তার গ্রেফতার করে জেলে পুরানো, আইনত প্রাপ্য জামিন না দেয়া, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৮৮, ৮৯ কে অকার্যকর করে অবৈধ মামলা ও গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সকল মেডিক্যাল ও সার্জিক্যাল সোসাইটি এবং সোসাইটি অফ অটোল্যারিংগোলজিস্ট এন্ড হেড-নেক সার্জনস অফ বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ( ১৭/০৭/২০২৩) এবং পরশু (১৮/০৭/২০২৩) আমার ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে ও সকল প্রাইভেট সার্জারি বাতিল করা হলো।

সম্মানিত রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত!

14/07/2023

কখনো কখনো মৃত 💀 ফেসবুক বন্ধুরা উঁকি দেয় - সদৃশ কোন নামের লিংক লিখতে গিয়ে বা কারো মিউচুয়াল ফ্রেন্ড দেখার মুহূর্তে নামটা, প্রোফাইল ছবিটা সামনে চলে আসে বিভিন্নভাবে... 🙄 😢 😥

আমাদের জীবনের প্রতিটি বাঁকেই গভীর অনুভূতির তুমুল উপাদান থাকে, যদি অনুভবের চোখ 👁️ 👁️ দিয়ে তা দেখার চেষ্টা আমরা করি!!

মোতাহের হোসেন চৌধুরি যেমন বলেছেন, "বৃক্ষের 🌴🌲🌴 দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়", ঠিক তেমনি ফেসবুকও জীবন-মরণের মাঝে সূক্ষ্ম, অতি ক্ষীণ দেয়ালের কথা মনে করিয়ে দিতে পারতো, যদি আমাদের পর্যবেক্ষণে গভীর অনুভবের মমতা থাকতো!

কিন্তু হায়!

কতো সহজেই না থাকা বন্ধুটিকে পাশ কাটিয়ে চলে যাই আমরা - 'হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও ; অন্য কোনখানে' - যেন খুব স্বাভাবিক ব্যাপারই ছিলো, এমনটিই অমোঘ নিয়তি ছিলো ফেবুবন্ধুটির না থাকা আর আমার বেঁচে থেকে তার ফেবু আইডিকে গা ঘেঁষে আত্মভোলা ছুটে চলা! আচ্ছা, ঘটনা ঠিক তার উল্টোটাও হতে পারতো - তা-ই বা কল্পনায় আনার সময় আমাদের কই?

হায় জীবন!

08/07/2023

আহা! এইভাবে
গণভবন ঘুরে,
আবার সে যদি
আসতো ফিরে!!

Address

The Oasis, Ispahani Colony, Moghbazar, Ramna, Dhaka. , "Greenwood Valley", Jhawtala, Cumilla
Comilla

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Telephone

+8801795549527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr M Arif Murshed Khan - an open book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr M Arif Murshed Khan - an open book:

Videos

Share