সর্বমহলে সমালোচিত, inapplicable, impractical, insensible, neither student-friendly nor teacher-friendly নতুন কারিকুলাম নিয়ে ছোট্ট রিল!
অন্যান্য ভিডিও দেখতে কমেন্টে দেখুন!
[হেহে... ইয়ে মানে,. দুই মিনিট ভিডিওসহ 😜 হুম...]
বাচ্চাদের নতুন কারিকুলাম নিয়ে ষোল লক্ষ ভিউর কয়েকটি ভিডিও দেয়ার পর হাজার হাজার ( literally 😱) ইতিবাচক কমেন্টের বিপরীতে অতি অল্প কিছু সহ-মদ ( 🍾 ) ভাইয়া-আপ্পি আমাকে
⬇️(১) কারিকুলাম বাদ দিয়ে নিজের চরকায় তেল মারতে ও
⬇️ (২) ডাক্তারদের উপর মানুষের ক্ষোভ নিয়ে চিন্তা করতে ফ্রিতে উপদেশ দিচ্ছেন! 😜
তাদের জন্য আমার উত্তর কী??!! 🤔
(১) ➡️ হেহে... যেহেতু আমার ৭ম শ্রেণিতে পড়ুয়া সন্তান এই কারিকুলামের direct victim, তাই impractical, insensible, বাস্তবতাবিবর্জিত, উদ্ভট নতুন কারিকুলামই আমার নিজের চরকা! সহ-মদ ভাইয়েরা না, বরং সন্তানের বাপসূত্রে আমি নিজেই sitting at the HOT SEAT and I can feel the HEAT!! ক্লীয়ার??!!
উত্তর (২) ➡️ এই বিষয়ে এখন না; বহু বছর কাজ করছি, তাই পুরাইন্যা কথা দিলাম! ঝগড়া করার আগে পড়ুন! 🤣
================➡️ ➡️
সবারই ডাক্তারদের উপর ক্ষোভ কেন?
_________________________________
"জন্মিলে মরিতে হবে/
অমর কে কোথা কবে" -- মৃত্যুতো
তাই বলে ৫০০ হাঁচি??
হেহেহে.. রোগী একটু অতিরঞ্জিত করবেই, সেটা ঠিক, তবে নাকের এলার্জির রোগীদের দৈনন্দিন কষ্টের অভিযোগ আসলেই দুঃখময়! তিনি বললেন, আগের দিন কেঁদেই দিয়েছিলেন ( রোগ ভালো না হওয়ার রাগে, ক্ষোভে, দুঃখে,,হতাশায়)!!! 🥲😢
১ম কমেন্টে মূল সাড়ে আট লাখ ভিউ হওয়া ভিডিওটি দিয়েছি! ⬇️ ⬇️
ভিডিওটি দেখতে পারেন, যদি সত্যিকার অর্থেই এলার্জি নিয়ন্ত্রণ করতে চান বা আপনার নিকটজন কাউকে সাহায্য করতে চান! 🌿💯
আরো জানতে পারবেন, কেন মাসের পর মাস, বছরের পর বছর ঔষধ খেয়ে, ডাক্তার দেখিয়েও ঠিকমতো রোগটি নিয়ন্ত্রণ করতে পারছে না অনেকেই!
#allergies #allergicrhinitis #allergan #allergyfriendly #allergicconjunctivitis #AtopicDermatitis #bronchialasthma #bronchospasm #itchdust #এলার্জি #এলার্জিকরাইনাইটিস #এলার্জিককনজাংটিভাইটিস
বাচ্চাদের নতুন কারিকুলাম ভিডিও : 0️⃣4️⃣
______________________________________
দাবী করা হচ্ছে, নতুন কারিকুলামে বাচ্চাদের "পারস্পরিক প্রতিযোগিতা" / "অসুস্থ প্রতিযোগিতা" থেকে রেহাই দেয়ার সুযোগ তৈরি করা হয়েছে!!! 😊
আসুন দেখি, বাস্তবতা কী বলে? 🤔
Let's talk about the ground situation!
Ready?
[ শেয়ার করার মতো মনে করলে শেয়ার করুন। অন্যথায় নয়!]
আচ্ছা, প্রফেসর ড. জাফর ইকবালের মোবাইল কোন মোবাইল ব্যবহার করেন⁉️
_________________________
আমার মনে পড়ে, মোবাইল-পূর্ব যুগে, যখন ঘরে ঘরে টিভির একচেটিয়া রাজত্ব, তখন প্রফেসর ড. জাফর ইকবাল কোন কোন সাক্ষাতকারে বা লেখায় জানাতেন, তাঁর বাসায় কোন টিভি রাখা হতো না! আমরা তুমুল অবাক হতাম! এযুগে এটাও সম্ভব??!! 🤔
তিনি এখনো এই ভিডিওতে দেয়া ফোনটি ব্যবহার করেন! অথচ এমন এক অদ্ভুত কারিকুলাম বাচ্চাদের দেয়া হয়েছে, যাতে বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেয়ার অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে! আর এই কারিকুলামের সাথে উনার নাম জড়িয়ে দেয়া হয়েছে অনেকটাই!
কেউ ভিডিওটি উনাকে দেখানোর ব্যবস্থা করবেন, প্লিজ!
আর হ্যাঁ, বইয়ের ভূমিকায় এনসিটিবি চেয়ারম্যানের "পরীক্ষামূলক এই সংস্করণের ভুল বা অসঙ্গতি তুলে ধরা বা মান উন্নয়নের লক্ষ্যে পরামর্শ চেয়ে বিনীত অনুরোধ" করে আবার মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন?
আলোচনা করুন, পর
ভিডিও নং : 0️⃣3️⃣
বাচ্চাদের নতুন কারিকুলাম:
<<<<<===>>>>>>
'মুখস্থবিদ্যা' - থাকবে, কি থাকবে না?
-- যে বিষয়ে তর্কের অবকাশই নেই!!!
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
আচ্ছা, বার বার যে আমাদের শুনানো হচ্ছে, "মুখস্থবিদ্যা বাদ দিয়ে" "বুঝে পড়ার" জন্যই বাচ্চাদের এই নতুন শিক্ষাসূচী, এর উত্তর কী?
কারিকুলাম নির্মাতারা মুখস্থ করা মানেই "না বুঝে মুখস্থ করা" কেন মনে করছে?
আচ্ছা, যেটা মুখস্থ রাখতেই হবে, সেটা ভালোমতো বুঝে মুখস্থ করতে বাঁধা কোথায়?
"মুখস্থবিদ্যা বাদ দিতে হবে" - এই হালফ্যাশানের মিথ ( myth) কে ভাঙ্গবে?
"মুখস্থবিদ্যা" কী আদৌ "বুঝে পড়ার" সাথে সাংঘর্ষিক?
নাকি এরা একে অপরের পরিপূরক?
বাচ্চাদের নতুন কারিকুলাম প্রসঙ্গে ৩য় ভিডিও!
আসুন, দেখা যাক!!!
Ready, set, goooooooo!!!!!
[ গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করুন। গুরুত্বহীন মনে হলে এড়িয়ে যেতে পারেন!]
ভিডিও নং : 0️⃣2️⃣
আচ্ছা, প্রফেসর ড. জাফর ইকবাল
কোন মোবাইল ব্যবহার করেন?⁉️
_______________________________
আমার মনে পড়ে, মোবাইল-পূর্ব যুগে, যখন ঘরে ঘরে টিভির একচেটিয়া রাজত্ব, তখন প্রফেসর ড. জাফর ইকবাল কোন কোন সাক্ষাতকারে বা লেখায় জানাতেন, তাঁর বাসায় কোন টিভি রাখা হতো না! আমরা তুমুল অবাক হতাম! এযুগে এটাও সম্ভব??!! 🤔
তিনি এখনো এই ভিডিওতে দেয়া ফোনটি ব্যবহার করেন! অথচ এমন এক অদ্ভুত কারিকুলাম বাচ্চাদের দেয়া হয়েছে, যাতে বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেয়ার অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে! আর এই কারিকুলামের সাথে উনার নাম জড়িয়ে দেয়া হয়েছে অনেকটাই!
কেউ ভিডিওটি উনাকে দেখানোর ব্যবস্থা করবেন, প্লিজ!
আর হ্যাঁ, বইয়ের ভূমিকায় এনসিটিবি চেয়ারম্যানের "পরীক্ষামূলক এই সংস্করণের ভুল বা অসঙ্গতি তুলে ধরা বা মান উন্নয়নের লক্ষ্যে পরামর্শ চেয়ে বিনীত অনুরোধ" করে আবার মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন?
আলোচনা
আমাদের শিশুদের গিনিপিগ
বানানো বন্ধ হবে কবে?
===============
আগে বেসিক পার্থক্য বুঝুন!
জীবন থেকে শিক্ষা আর টেক্সট বই শিক্ষাকে এক করে দেখার সুযোগ নেই -there's a FINE LINE of DIFFERENCE between the two!
সারা পৃথিবীর কোথাও এগুলো মাখিয়ে এক করে ফেলা হয় না!
দুটো সাংঘর্ষিক নয়, একে অপরের পরিপূরক! আর তাই "জীবন থেকে নেয়া" সব হাতে-কলমে শিক্ষাকে টেক্সট বইয়ে স্থান দেয়ার চেষ্টা করা বোকামি!
আর যদি তাই করেন, আমাদের so called policymakers আর curriculum planner-দের বলছি, come on to take the challenge!
তাহলে নিজের সন্তানের জীবনে সর্বক্ষেত্রে তা প্রয়োগ করে দেখান দেখি! 😝
#education #educationforall #textbooks #lifelearning #LifeLearningskills #কর্মমুখীশিক্ষা #বৃত্তিমূলকশিক্ষা #কারিগরিশিক্ষা #কারিগরি #textbook #practicallife #PracticalLearning
চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা, সত্যি!! তাই? 😎
- শুধু মজা নিয়েই সন্তুষ্ট থাকবো... নাকি bigger picture টা, বেকার ছেলেমেয়েদের ভোগান্তিটা বুঝার চেষ্টা করবো?
কানের পর্দা ফেটে গেলে করণীয়
কার্টেসীঃ মেডিভয়েস - MediVoice
#healthtips #ENT #Medivoice #ChronicOtitisMedia
নাকের এলার্জির রোগীদের দৈনন্দিন কষ্টের অভিযোগ - যা তাদের প্রতিদিনের স্বাভাবিক কর্মস্পৃহাকে বাধাগ্রস্ত করে, হতাশাগ্রস্থ করে! 😪🤔😥
মূল সাড়ে আট লাখ ভিউ হওয়া (😳) ভিডিওটি ১ম কমেন্টে দেয়া আছে! ⬇️ ⬇️
দেখতে পারেন, যদি সত্যিকার অর্থে এলার্জি নিয়ন্ত্রণ করতে চান বা আপনার নিকটজন কাউকে সাহায্য করতে চান! আন্তরিক ধন্যবাদ! 🌿💯
[ ডিসক্লেইমার : জনস্বার্থে রোগীর অনুমতি নিয়ে ভিডিও করা হয়েছে। তবুও চোখ অস্পষ্ট করে দেয়া হলো। ]
সমাধান কোথায়?
কিছু কিছু রোগী তাদের সমস্যা নিয়ে জেনারেল প্রেকটিসনার ( জিপি), মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষব্যাধী বিশেষজ্ঞ, ইএনটি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে ঘুরতে থাকেন!
এই এলার্জি সমস্যার রোগীরা খুবই হতাশাগ্রস্থ থাকেন, কারণ ঔষধ খেয়ে কিছুদিন ভালো থাকলেও আবার তারা এলার্জির চক্রে বাঁধা পড়ে যান!
কেউ কেউ এলার্জির সমস্যাটি প্রেসক্রিপসনে ঠিকমতো ডিটেইল উপদেশ লিখে ডাক্তার কর্তৃক বুঝিয়ে না দেয়া বা কাউন্সেলিংয়ের অভাবকে দায়ী করেন। কিন্তু মজার বাস্তব অভিজ্ঞতা হলো, প্রেসক্রিপসনে লিখিত উপদেশ অনেক রোগীই পরে বাসায় গিয়ে পড়ে না! আর মুখে মুখে দেয়া উপদেশ ভুলে যাওয়াতো সময়ের ব্যাপার মাত্র! 😜
তাই মূলত ভিডিও বানানো, যাতে অন্তত আমাদের রোগীরা দেখে ফলো করে আর সাথে সাথে দেশ-বিদেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়। ✅
ভালো কথা!! রিল যেহ
রাজনীতিবিদদের নিয়ে সেই "আশ্বাসের কথা বলে বলে নিয়তই কেড়ে খায় অনাহারী মানুষের মুখের গ্রাস" কবিতার লাইনের মতই বাচ্চাদের মিথ্যে ছলনায় ভুলিয়ে অপারেশনের টেবিলে শোয়ানোর সময় খারাপই লাগে -- মিথ্যে আশ্বাস দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওটিতে ঢুকানো ছাড়া আর কিবা করার আছে! 🤔🙄
#operationtheatre #operations #tonsillectomy #adenotonsillectomy #entoperation #anaesthesia #generalanesthesia #ENTCare #entot