Magnet School and College

Magnet School and College Magnet School and College পেইজটিতে সকল ক্লাসের, সকল বিষয়ের লেকচার পাবেন। আপডেট নিউজও পাওয়া যাবে। My name is Md. Jahidul Islam.

Founder of Magnet School and College
I am from Bangladesh. Our Youtube Channel Name : Magnet School and College

This special gift from my dear student, Nusrat Jahan Salma. Please pray for my student. Thank you so much my dear studen...
05/10/2024

This special gift from my dear student, Nusrat Jahan Salma. Please pray for my student.
Thank you so much my dear student.

03/08/2024
05/07/2024

ষান্মাসিক | বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন | ৬ষষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণীর | সকল শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে এখানে পাবেন ইনশাআল্লাহ।

পুরোপুরি ইংরেজি শেখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে কোথায় থেকে পড়া, লেখা, শোনা এবং বলা উচিত তা সম্পর্কে অনবগত থাকা। 😥😥😥৮০% ...
26/04/2024

পুরোপুরি ইংরেজি শেখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে কোথায় থেকে পড়া, লেখা, শোনা এবং বলা উচিত তা সম্পর্কে অনবগত থাকা। 😥😥😥

৮০% এর ও অধিক ইংরেজি শিখতে চাওয়া মানুষ উক্ত বিষয় সম্পর্কে জানে না। 😯😯😯😥😥😥

অনলাইনের ফ্রী কোর্সগুলোতেও তা শেখানো হয়না। একমাত্র পেইড কোর্সেই শিখানো হয়। যার মূল্য ধরা ছোয়ার বাইরে। তাও বেস্ট ওয়েতে টিচিং দেয় এমন প্লাটফর্ম একেবারেই নগন্য। বেশিরভাগ-ই বিজনেসের উদ্দেশ্যে ক্লাস করায়। 😡😡😡

সুতরাং, আমার খুব ইচ্ছা যে আমি একেবারে ইন-ডিটেইলস/ বিস্তারিত শুরু থেকে ফ্রী ভিডিও মেইক করবো। একেবারে ইংরেজি বর্ণমালার শুদ্ধ উচ্চারণ থেকে শুরু করবো। শুধুমাত্র বাংলা পড়তে পারে এমন সব্বাইকে ইংরেজি শিখানোর চ্যালেঞ্জ নিয়ে লেকচারগুলো প্রস্তুত করবো ইনশাআল্লাহ। 😯😯😯❤️❤️❤️🥰🥰🥰😍😍😍

কিন্তু তেমন রেসপন্স পাইনা বলে মেইক করিনা। সুতরাং সবাই পাশে থাকলে ভালো কিছু করে দেখানোর ইচ্ছা আছে। এমন কিছু নিয়ে আসতে চাই যা এর পূর্বে বাংলাদেশে কেউ হয়তো চিন্তাও করে নাই।🤔🤔🤔😊😊😊😍😍😍

তবে এখন চিন্তা করছি, রেসপন্স না পেলেও লেকচার দিবো ইনশাআল্লাহ। তাও আবার একেবারে লেভেলঃ১ থেকে।😯😯😯😯😯😯😯

আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে দিতে পারেন। ইনশাআল্লাহ গ্রহণ করার সর্বোচ্ছ চেস্টা করবো। 🙏🙏🙏

লেকচারগুলো নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করার চেস্টা করবো। 😯😯😯😯😯😯😯

ইউটিউব চ্যানেল লিংকঃ( চ্যানেলের নামঃ Magnet School and College ) https://www.youtube.com/

ফেইজবুক পেইজ লিংকঃ( পেইজের নামঃ Magnet School and College ) https://www.facebook.com/magnetschoolandcollege?mibextid=ZbWKwL

ফেইজবুক গ্রুপ লিংকঃ(গ্রুপের নামঃ Magnet School and College ) https://www.facebook.com/groups/214068210322587/?ref=share_group_link

ইনসটাগ্রাম লিংকঃ( আইডির নামঃ jahid.sir ) https://www.instagram.com/jahid.sir?igsh=MWxzY3JkZGM3OGhlNQ==

টিকটক লিংকঃ( আইডির নামঃ jahid.sir ) https://www.tiktok.com/.sir?_t=8lr5q8846bY&_r=1

সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। 😍🥰❤️😍😊🥰❤️

বি.দ্রঃ লিংকে ক্লিক করে প্রবেশ করা না গেলে, কস্ট করে সার্চ দিয়ে ঘুরে আসতে পারেন, ধন্যবাদ।

সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, Magnet School and College ইউটিউব চ্যানেল-এ আপনাকে স্বাগতম। আমি সর্বদা চেষ্টা করি, সকল শ্রেণীর শিক্ষার....

26/04/2024

আপনার পরিচিতি বাড়াতে, অন্যকে শিখাতে এবং নিজে শিখতে, আপনার ট্যালেন্টকে ছড়িয়ে দিতে, ভিউজ এবং ফলোয়ার বাড়াতে,

আপনার তৈরি যেকোনো শিক্ষামূলক ভিডিও/ক্লাস/ লেকচার Magnet School and College ফেইজবুক গ্রুপটিতে আপলোড করতে পারেন।

বি.দ্রঃ শুধু শিক্ষামূলক ভিডিও এপ্রুভ করা হবে। একাডেমি বা তার বাইরের শিক্ষামূলক ভিডিও হলেও এপ্রুভ করা হবে।

সকলের প্রতি রইলো শুভকামনা এবং ভালোবাসা অবিরাম। ❤️🥰❤️🥰❤️🥰

26/04/2024

Magnet School and College ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সকল ক্লাসের, সকল বিষয়ের ভিডিও লেকচার পাওয়া যাবে খুব শিগগিরই তাই এখনি ফলো করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের শেয়ার করে উপকৃত হওয়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।

পেইজ লিংকঃ https://www.facebook.com/magnetschoolandcollege?mibextid=ZbWKwL

Magnet School and College পেইজটিতে সকল ক্লাসের, সকল বিষয়ের লেকচার পাবেন। আপডেট নিউজও পাওয়া যাবে।

28/02/2024

জ্ঞানীরা সাড়া দাও।
নিকোলা টেসলা নাকি টমাস আলভা এডিসন?
বি.দ্র. আমি নিকোলা টেসলার বড় ফ্যান। অবশ্য, এর শতাধিক কারণ রয়েছে।

টমাস আলভা এডিসনের রাগ/ক্ষোভ/জিদকে আমি ঘৃণা করি কিন্তু তার পরিশ্রমকে আমি শ্রদ্ধা করি। উনি টেসলার মত টেকনিক জানলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো।

"ভাষার কোনো ধর্ম নেই, ধর্মীয় ভাষা আছে।"- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। স...
23/02/2024

"ভাষার কোনো ধর্ম নেই, ধর্মীয় ভাষা আছে।"
- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।
এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।
এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।
এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ! এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই, কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!©
মুফতি হাই মোহাম্মদ সাইফুল্লাহ্ সায়খের টাইমলাইন থেকে।

ইংরেজিতে কথা বলা এখন শুধুমাত্র ফ্যাশন নয়, বরং ক্যারিয়ারের জন্য অপরিহার্য। So, Learn English & boost up your career.

23/02/2024

ইংরেজিতে কথা বলা এখন শুধুমাত্র ফ্যাশন নয়, বরং ক্যারিয়ারের জন্য অপরিহার্য। So, Learn English & boost up your career.

27/01/2024

২০২৪ নতুন কারিকুলাম এর পরিবর্তন প্রসঙ্গেঃ
আমি বরাবরই ভালো দিকগুলোর প্রসংশা এবং খারাপ দিকগুলোর বিরুদ্ধে কথা বলে এসেছি। আমি যেহেতু সকল ক্লাসের স্টুডেন্ট পড়াই সেই সুবাদে সকল বই সম্পর্কে ধারণা রাখি/রাখতে হয়।

আর সেই জায়গায় দাড়িয়ে, ২০২৩ সালে প্রনয়ণ করা কিছু বিষয়ের, কিছু পাঠের পরিবর্তন চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ২০২৪ এ এসে তার অনেকগুলোর-ই পরিবর্তন হয়েছে।
গণিত, বিজ্ঞান, ইংরেজি, তথ্যসহ কয়েকটি বিষয়ের উপর খুব ভালো কিছু পরিবর্তন আনা হয়েছে এবং কাজ করা হয়েছে। ঠিক একিভাবে কিছু অসংগতিও ছিলো। আর সেইগুলোর ও পরিবর্তন করা হয়েছে মাশা-আল্লাহ।
পড়াতে গিয়ে প্রতিনিয়ত খেয়াল করছি বিষয়গুলো। ৬ষষ্ঠ শ্রেণির গণিত বইয়ের অধ্যায় বিন্যাস, অধ্যায় বাতিল, সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে অনেকটাই মজবুত করেছে।
এভাবেই ৬ষষ্ঠ এবং ৭ম শ্রেণির কয়েকটি বিষয়ে পরিবর্তন করে সুন্দর একটা কারিকুলাম তৈরির যথেষ্ট চেষ্টা করেছে।

দুখের সাথে বলতে হয়, কিছু বইয়ে পরিবর্তন আনা হয়নি, যেমনঃ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে, শরিফ, শরিফার গল্প। এছাড়াও আরো কিছু অসংগতি রয়েছে।

আমি/আমরা যেই পরিবর্তনগুলো চেয়েছিলাম, সেইগুলোর অনেকাংশেই পরিবর্তন এসেছে।
আমি আশাবাদী, বাকি পরিবর্তনগুলো আনার মাধ্যমে নতুন কারিকুলামকে একটি শ্রেষ্ঠ কারিকুলাম হিসেবে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

৯৫% মুসলিমের দেশে, ধর্মীয় অনুভুতিতে আঘাত আনে এমন কিছু আমরা মেনে নিতে পারিনা/ পারবোনা।
নতুন কারিকুলাম এর কিছু পদ্ধতি এবং কিছু বিষয়ের পরিবর্তন, পরিমার্জন কামনা করছি।

ইনশাআল্লাহ, আগের মতোই পরিবর্তন করে আমাদের বাধিত করবেন।

পরিশেষে বলতে চাই, নতুন কারিকুলাম এ অনেক ভালো কিছু পরিবর্তন আনা হয়েছে যা আমাদের শিক্ষা ব্যাবস্থাকে অনেক সমৃদ্ধ করবে।
ঠিক একিভাবে কিছু বিষয়ের অসংগতি অনেক পিছনে ফেলে দিবে। সুতরাং অসংগতিগুলোর পরিবর্তনের ধারা বজায় রেখে শ্রেষ্ঠ একটি কারিকুলাম উপহার দেওয়ার অনুরোধ করছি।

বি.দ্র. অসংগতিগুলো এবং ভালো দিকগুলোর রেফারেন্স দিলামনা কারণ এই বিষয়ে আমার অনেকগুলো পোস্ট করা আছে প্রমাণসহ। শুধু এইটুকুই বলবো, পরিবর্তনের ধারা বজায় থাকবেই, শ্রেষ্ঠ কারিকুলাম পাবোই/ পেতে হবেই ইনশাআল্লাহ।

16/01/2024

২০২৪, নতুন কারিকুলামের আলোকে, সকল ক্লাসের ইংরেজি এবং গণিত বিষয়ের উপর ভিডিও লেকচার তৈরি করতে চাই, সর্বপ্রথমে।

তাও আবার, সম্পূর্ণ ভিন্ন আজ্ঞিকে যা এর আগে কেউ ভাবতেও পারেনি। ভেজ্ঞে, ভেজ্ঞে প্রত্যেকটি পৃষ্ঠার ব্যাসিক বিস্তারিত আলোচনা করে, ১০০% সহজ এবং সঠিক উপায়ে লেকচারগুলো তৈরি করতে চাই।

এ বিষয়ে আপনার মতামত কী?

16/01/2024

কালো জাদুর কবিরাজ, রহিম এবং শিক্ষার্থীবৃন্দ।😊😊😊 ‎

12/01/2024

ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সবচেয়ে সহজে || Demo class 2 || How translate English to Bangla || Prepared by Jahid Sir

05/01/2024

ক্লাস ৬, ৭ এর নতুন বইয়ের কভার এবং কিছু ভুল পরিবর্তন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আশা করি, এই পরিবর্তনের ধারা বজায় রেখে, বাকিসব অসংগতিপূর্ণ কাজগুলোরও পরিবর্তন করে, বাংলাদেশকে একটি উন্নত শিক্ষাব্যবস্থা উপহার দিবে ইনশাআল্লাহ।
বি.দ্র. আমাদের দেখা, ভুলগুলো নিয়ে আমরা যেভাবে পূর্বে কথা বলেছি, সেইভাবেই আমাদের মন্তব্য, আলোচনা, প্রতিবাদ আমরা চালিয়ে যাবো, শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে যারা জড়িত আছে তাদের নজরে এগুলো পড়ার জন্য।
ইনশাআল্লাহ, তারা ভুলগুলো পরিবর্তন করে একটি উন্নত শিক্ষাব্যবস্থা উপহার দিবে এই সমাজকে।
আমরা ব্যক্তিগত কোনো স্বার্থে কথা বলিনা, বলবোও না, এদেশকে ভালোবাসি, ভালোবাসি এদেশের মাটিও মানুষকে তাই এদেশের মানুষের উন্নতির জন্য কথা বলবই ইনশাআল্লাহ।
পরিশেষে বলবো, বাকি অসংগতিগুলো আগামীতে পরিবর্তন করে আমাদের বাদিত করবেন, ধন্যবাদ। .........MD Jahidul Islam

25/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম
০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

[ Collected]

আগে কি জানতেন?
22/12/2023

আগে কি জানতেন?

Address

Cumilla

Telephone

+8801837060313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magnet School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magnet School and College:

Videos

Share

Category