Today Headlines

Today Headlines We have published the latest news all over the world in sport, travel, politics, fashion, job news, and many others category.
(3)

14/05/2023

দুপুরে মোখার গতিপথ (ভিডিও)।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে।
#মোখা

13/05/2023

ঘূর্ণিঝড় মোখা'র সর্বশেষ গতিপথ। দেখুন সরাসরি

🇧🇩🇮🇳
05/05/2023

🇧🇩🇮🇳

যেদিন হুশ ফিরবে, সেদিন নিজেকে খুব অসহায় মনে হবে। তাই চারপাশ ক্ষতি করার আগে একটু ভাবুন।
26/02/2023

যেদিন হুশ ফিরবে, সেদিন নিজেকে খুব অসহায় মনে হবে। তাই চারপাশ ক্ষতি করার আগে একটু ভাবুন।

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা"
05/02/2023

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"

RIP
08/01/2023

RIP

15/08/2022

প্রতি মন্ত্রী জাকির হোসেন এই কি বললো🙄🤔

05/08/2022
দেখেন বাংলাদেশের সমুদ্রসীমার ঠিক পাশেই বিভিন্ন গ্যাস ব্লক থেকে মায়ানমার কিভাবে গ্যাস উত্তোলন করছে! মায়ানমারের সমুদ্রসীমা...
30/07/2022

দেখেন বাংলাদেশের সমুদ্রসীমার ঠিক পাশেই বিভিন্ন গ্যাস ব্লক থেকে মায়ানমার কিভাবে গ্যাস উত্তোলন করছে!

মায়ানমারের সমুদ্রসীমায় যদি গ্যাস পাওয়া যায়, তার পার্শ্ববর্তী বাংলাদেশের ব্লকগুলোতে তো গ্যাস না পাওয়ার কারণ নেই! প্রয়োজন শুধু জাতীয় স্বার্থ রক্ষা করে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের যথাযথ উদ্যোগ!

আমার মনে আছে ২০১২ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে মায়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে মীমাংসার পর "সমুদ্র বিজয়ের" উৎসব পালন করেছিল সরকার।

আমি জানি না এটা কেমন "সমুদ্র বিজয়", যখন নিজেদের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধান ও উত্তেলন না করে হাজার হাজার কোটি টাকা খরচ করে এলএনজি টার্মিনাল নির্মাণ ও বিদেশ থেকে তরল গ্যাস বা এলএনজি আমদানি করা হয়!

~কল্লোল

সদ্য রিলিজ করা ঐতিহাসিক এ ছবিটি খেয়াল করুন। কিছুক্ষণ আগে নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (হাবল টেলি...
12/07/2022

সদ্য রিলিজ করা ঐতিহাসিক এ ছবিটি খেয়াল করুন। কিছুক্ষণ আগে নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (হাবল টেলিস্কোপের উত্তরসূরি) দ্বারা তোলা এ ছবিটি উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছবির বিশেষত্ব? আপনি তাকিয়ে আছেন ৪.৬ বিলিয়ন বছর আগের সুদূর এক মহাবিশ্বের অনিন্দ্যসুন্দর দৃশ্যের দিকে, অবলোকন করছেন ছায়াপথগুচ্ছ। আরও বলি, এটি জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম ফুল-কালার ডিপ ফিল্ড ইমেজ, এবং সেই সাথে মানবজাতির ইতিহাসে দূর মহাবিশ্বের ডিপেস্ট ও শার্পেস্ট ইনফ্রারেড ইমেজ।
ডিপেস্ট বলতে কী বোঝানো হচ্ছে? ডিপ ফিল্ড ইমেজ হলো যখন একটা অ্যাস্ট্রোনমিকাল ছবি তুলতে আকাশের নির্দিষ্ট একটি অংশে অনেক লম্বা সময় ধরে এক্সপোজার রাখা হয়। এ ছবির ক্ষেত্রে সেটা সাড়ে বারো ঘণ্টা। এবং এ তো কেবল শুরু। হাবল টেলিস্কোপ যেসব জ্যোতিষ্ক 'চোখে'-ই দেখতে পেত না, সেটাও অনায়াসে দেখতে পাচ্ছে জেমস ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা। ছবিতে এটা Galaxy Cluster SMACS 0723।
এই পুরো ছবিটি মহাবিশ্বের বিশালত্বের তুলনায় ধুলিকণার সমানও নয়। নাসার ভাষায় বলতে গেলে, "This slice of the vast universe covers a patch of sky approximately the size of a grain of sand held at arm’s length by someone on the ground." জেমস ওয়েব টেলিস্কোপের মিশন হলো মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথগুলোর ইতিহাস ও বৈশিষ্ট্যগুলো বের করা। জেমস ওয়েবের ১০ বছরের পরিকল্পিত মিশনের (আর ২০ বছর আশা করে রাখা মিশনের) আজ সবে ৬ মাস ১৬ দিন গেল।
বেশি উজ্জ্বল আর বড় স্পাইক যে কয়টা আছে হাতেগোণা, ওগুলো আমাদের আকাশগঙ্গা ছায়াপথ মানে মিল্কিওয়ে গ্যালাক্সিরই প্রতিবেশী তারকা। বাদবাকি যত আলোকবিন্দু দেখতে পাচ্ছেন, সবই একেকটি ছায়াপথ, তারকা নয় কিন্তু! হাবল টেলিস্কোপও আকাশের এ অংশের ছবি তুলেছিল, জেমস ওয়েবের সাথে তার পার্থক্য কমেন্টে দেখে নিন!
দেখুন, অনেকগুলো ছায়াপথের ছবি কিছুটা কার্ভড হয়ে আছে, বেঁকে আছে। এটা হলো স্থান-কাল বক্রতা! জেনারেল থিয়োরি অফ রিলেটিভিটি অনুযায়ী, ছবির কেন্দ্রে থাকা ছায়াপথগুচ্ছের গ্র‍্যাভিটির কারণে স্পেস-টাইম কার্ভেচার (স্থান-কাল বক্রতা) দেখা যাচ্ছে।
আরেকটা মজার ব্যাপার খেয়াল করুন, এই ছায়াপথ গুচ্ছের সম্মিলিত ভর এত অকল্পনীয় রকমের বেশি যে, সেটি মহাকর্ষিক লেন্স হিসেবে কাজ করছে, আর সেই লেন্স দিয়ে আমরা পেছনের আরও দূরের ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু ম্যাগনিফাইড হয়ে উঠতে দেখছি। সেগুলোও একেকটি অদেখা ছায়াপথ! সেখানেও রয়েছে অগণিত গ্রহ উপগ্রহ।
কী ভয়ংকর বিশালত্ব এই মহাবিশ্বের!

যখন আমরা ফেসবুকে ইনিয়ে বিনিয়ে স্ট্যাটাস দেই তখন এই মানুষটা বৃষ্টির মধ্যে উল্টা পথে আসা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে আঙ্...
19/06/2022

যখন আমরা ফেসবুকে ইনিয়ে বিনিয়ে স্ট্যাটাস দেই তখন এই মানুষটা বৃষ্টির মধ্যে উল্টা পথে আসা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে প্রতিবাদ করেন!

ছবি: প্রথম আলো

সাব্বাস বাংলাদেশ 😕পদ্মা-সেতুই হোক জাতির মেরুদণ্ড।
12/06/2022

সাব্বাস বাংলাদেশ 😕
পদ্মা-সেতুই হোক জাতির মেরুদণ্ড।

শোক সংবাদ নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের মনিরুজ্জামান,  কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস কর্মী ছিলো। চ...
05/06/2022

শোক সংবাদ
নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের মনিরুজ্জামান, কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস কর্মী ছিলো। চট্টগ্রাম, সীতাকুণ্ডের বি.এম ডিপোতে আগুন নিভাতে গিয়ে সে শহীদ হয়েছে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিস্ফোরিত এলাকার সবাই কে আল্লাহ হেফাজত করুক 🙏🤲😥🤲

শরীর থেকে হাতটা বিছিন্ন হয়ে পরে আছে মাটিতে। এই হাতটাই ছিলো পরিবারের আশা ভরসার শেষ ঠিকানা।এই হাতটা দিয়েই আদরে ভুলিয়ে দিতো...
05/06/2022

শরীর থেকে হাতটা বিছিন্ন হয়ে পরে আছে মাটিতে। এই হাতটাই ছিলো পরিবারের আশা ভরসার শেষ ঠিকানা।

এই হাতটা দিয়েই আদরে ভুলিয়ে দিতো সন্তানদের, সহধর্মিণীর দুটি হাত ছাড়াও এই হাতটা ছিলো বিশ্বাসের হাত, জনম জনম একসাথে হাতে হাত রেখে পার করার অঙ্গীকার।

এই হাতটাই ছিলো বৃদ্ধ বাবা মায়ের মাথায় হাত বুলিয়ে বেচে থাকার নতুন আশ্বাস।

চট্রগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে আহত/নিহত সকল ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, সেচ্ছাসেবকদের পরিবারকে আল্লাহপাক ধৈর্য ধরার শক্তি দান করুন।।

Emergency Crisis Response ⚠️⚠️⚠️অসংখ্য এম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারী/ বেসরকারি হসপিটালের এম্বুলেন্স...
04/06/2022

Emergency Crisis Response ⚠️⚠️⚠️

অসংখ্য এম্বুলেন্স জরুরি প্রয়োজন।

চট্টগ্রামের সবকটি সরকারী/ বেসরকারি হসপিটালের এম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সিতাকুন্ডে যেতে বলা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে।

স্হানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন।

আজকের বিসিএস পরীক্ষার উত্তরপএযারা পরিক্ষা দিয়েছেন মিনিয়ে নিবেন।শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন
27/05/2022

আজকের বিসিএস পরীক্ষার উত্তরপএ
যারা পরিক্ষা দিয়েছেন মিনিয়ে নিবেন।
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন

এই স্কোরের ছবির হিসাবের মাধ্যমে মাথাপিছু আয়/GDP এর হিসাবের ধারনা পাওয়া যায়। গড়ে সবার রান ৩৩। অর্থাৎ ব্যক্তিগতভাবে ০ রান ...
25/05/2022

এই স্কোরের ছবির হিসাবের মাধ্যমে মাথাপিছু আয়/GDP এর হিসাবের ধারনা পাওয়া যায়। গড়ে সবার রান ৩৩। অর্থাৎ ব্যক্তিগতভাবে ০ রান করেও নিজের অজান্তেই ৩৩ রান করে ফেলেছে। কিন্তু এখানে রানে বড়লোক মাত্র দুইজন।

এই ফর্মুলাতেই আমাদের সবার মাথাপিছু ইনকাম ২৮২৪ ডলার। একজন দিনমজুর এবং শিল্পপতির ইনকাম একই অর্থাৎ ২৮২৪ ডলার।

সারাদিন শুধু "আমাদের মাথাপিছু আয় ২৮২৪ ডলার" বলে আত্ন-তৃপ্তির ঢেকুর গেলায় কোন লাভ নেই 🙄

Address

Kandirpar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Today Headlines posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Headlines:

Videos

Share

Nearby media companies