Debidwar News 212

  • Home
  • Debidwar News 212

Debidwar News 212 It's a local media.

https://www.comillarkagoj.com/details.php?id=162827
27/11/2022

https://www.comillarkagoj.com/details.php?id=162827

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ...

প্রাপ্তি সংবাদঃএকটি ছেলে পাওয়া গেছে বাড়ি এবং নাম ঠিকানা বলতে পারছে না।যদি কেউ ছেলেটিকে চিনে থাকেন, তাহলে যোগাযোগ করুন।As...
20/11/2022

প্রাপ্তি সংবাদঃ
একটি ছেলে পাওয়া গেছে বাড়ি এবং নাম ঠিকানা বলতে পারছে না।

যদি কেউ ছেলেটিকে চিনে থাকেন, তাহলে যোগাযোগ করুন।
Ashik Alahi
01641097129
গ্রাম-মাশিকাড়া
ইউনিয়ন- গুনাইঘর ইউনিয়ন (দক্ষিণ)
থানা- দেবিদ্বার
জেলা-কুমিল্লা

আজকে সকাল ৬ টার সময় নিন্মের ছবির লোকটি  চান্দিনার উদ্দেশ্য রওনা দিয়ে আর বাড়ি ফিরে যায় নাই। যদি কোন ব্যক্তি উনাকে পেয়ে থা...
20/09/2022

আজকে সকাল ৬ টার সময় নিন্মের ছবির লোকটি চান্দিনার উদ্দেশ্য রওনা দিয়ে আর বাড়ি ফিরে যায় নাই। যদি কোন ব্যক্তি উনাকে পেয়ে থাকেন, তাহলে নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য করা হলো।
01608262492
01820650748
উনার নামঃ জলিল সরকার
গ্রামঃ বরকামতা,সরকার বাড়ি
থানাঃদেবিদ্বার, জেলাঃ কুমিল্লা।

একটি নিখোঁজ সংবাদনিচের ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন, সে গত ২৬/০৮/২০২২ তারিখ জুম্মার নামাজের পর আর সে বাসায় ফিরেনি।নামঃ মো ...
02/09/2022

একটি নিখোঁজ সংবাদ

নিচের ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন, সে গত ২৬/০৮/২০২২ তারিখ জুম্মার নামাজের পর আর সে বাসায় ফিরেনি।

নামঃ মো আলমগীর
পিতাঃ হানিফ মিয়া (ব্যবসায়ী)
বয়সঃ১৫
গায়ের রংঃ কালো
ঠিকানা--
গ্রাম- পীর মহেশপুর
(ওলফত আলী মাওঃ সাহেবের বাড়ি)
ওয়ার্ড নং -০৬
২নং ইউসুফপুর ইউনিয়ন
থানা-দেবিদ্বার
জেলা-কুমিল্লা।

যদি কেউ নিখোঁজ হওয়া ছেলেটির সন্ধান পান তাহলে নিন্মলিখিত মোবাইল নাম্বারে যোগোযোগ করার জন্য অনুরোধ রইল।

মোবাইলঃ 01690 13 46 40
01986755453

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটিঃ সভাপতিঃ একেএম সফি উদ্দিনসহসভাপতিঃ একেএম মনিরুজ্জামান মাস্টারসাধারণ সম্পাদকঃ মো...
02/09/2022

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটিঃ

সভাপতিঃ
একেএম সফি উদ্দিন
সহসভাপতিঃ
একেএম মনিরুজ্জামান মাস্টার

সাধারণ সম্পাদকঃ
মোস্তফা কামাল চৌধুরী
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ
হুমায়ুন কবির
যুগ্ম সাধারণ সম্পাদকঃ
এজাজ মাহমুদ (বাবু)

দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ।

আজ রাত ৯ টায় কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছুফুয়া ফাজিল মাদ্রাসার তিন জন দাখিল পরীক্ষার্থী নিহত হয়। আগ...
17/08/2022

আজ রাত ৯ টায় কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছুফুয়া ফাজিল মাদ্রাসার তিন জন দাখিল পরীক্ষার্থী নিহত হয়।

আগামী কাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ছুফুয়া মাদ্রাসা মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটিএ ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত...
15/08/2022

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটিএ ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত...

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা।। মাসুমুর রহমান মাসুদ।।কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাস...
14/08/2022

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে চান্দিনা থানায় লিটন সরকারকে প্রধান করে ১১জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।

জানা যায়, গত ১১ আগস্ট রাত ৮টার চান্দিনা স্টেশন রোডের একটি দোকানের সামনে এক কলেজ মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে মো. সাইদুল ইসলাম সাগর (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্রে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত সাগর বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাদী সাইফুল ইসলাম তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন সরকার দলবল নিয়ে এসে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সাগর এর মাথায় লিটন সরকার রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক কাটা যখম করে।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার জানান, মামলায় যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ওই ঘটনার দিন ও সময়ে আমি মাধাইয়া বাজার এলাকায় চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমরা শোকসভা শেষে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এসে জানতে পারি এক মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। পরবর্তীতে জানতে পারি একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমাকে ওই মামলায় প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

https://www.facebook.com/100064771983567/posts/440918048077258/?app=fbl
13/08/2022

https://www.facebook.com/100064771983567/posts/440918048077258/?app=fbl

***দেবিদ্বার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক বহনকালে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ***

মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ দেবিদ্বার থানা কমল কৃষ্ণ ধর এর সার্বিক তত্ত্বাবধানে এসআই/মোঃ মাহবুবুর রহমান খাদিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩/০৮/২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকার সময় দেবিদ্বার থানাধীন উজানীজোড়া সাকিনস্থ উজানীজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিনে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়কারে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ গোলাম নবী(৩৬), পিতা-মৃত রেনু মিয়া, গ্রাম- উজানীজোড়া, থানা- দেবীদ্বার, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় পূর্বের একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

13/08/2022

সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, ফিরেছেন সাব্বির রহমান..

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, ‍মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে) ও তাসকিন আহমেদ।

13/08/2022

ব্রেকিং নিউজ-
এশিয়া কাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত হয়েছেন সাকিব আল হাসান।

12/08/2022

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তদারকি করবে ডিসি- ইউএনও। থাকছে না কোন কমিটি
সুত্র -মাউশি

লোডশেডিং ও জ্বালানি সংকট এর প্রতিবাদের মিছিলে পুলিশের গুলিতে গুরুতর আহত ভোলা ছাত্রদল সভাপতি শহীদ হয়েছেন।
03/08/2022

লোডশেডিং ও জ্বালানি সংকট এর প্রতিবাদের মিছিলে পুলিশের গুলিতে গুরুতর আহত ভোলা ছাত্রদল সভাপতি শহীদ হয়েছেন।

শাহাদাত হোসেন মিঠু সভাপতি, গভর্নিং বডি,মোহনপুর পাবলিক কলেজ।
27/07/2022

শাহাদাত হোসেন মিঠু
সভাপতি,
গভর্নিং বডি,
মোহনপুর পাবলিক কলেজ।

Address


Telephone

+8801876485354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debidwar News 212 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share