কুমিল্লার ডায়েরি Cumillar Diary

কুমিল্লার ডায়েরি Cumillar Diary বৃহত্তর কুমিল্লার যেকোনো ঘটনাপ্রবাহ, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির খবর

 এই গরমে এর থেকে আর ভালো বুদ্ধি পাওয়া যাচ্ছে না🤣 এটা কোন জেলার মানুষের বুদ্ধি হতে পারে বলুন তো?
24/05/2023


এই গরমে এর থেকে আর ভালো বুদ্ধি পাওয়া যাচ্ছে না🤣 এটা কোন জেলার মানুষের বুদ্ধি হতে পারে বলুন তো?

18/05/2023

সতর্কীকরণ পোস্টঃ

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ।
------সংগৃহীত।

বলতে হবে এটা কোন জায়গা!!
17/05/2023

বলতে হবে এটা কোন জায়গা!!

09/05/2023

কুমিল্লার বরুড়ায় পুলিশসহ আহত ৭, পরীক্ষার্থী ও শিক্ষকসহ ১৩ জন বহিষ্কার

কুমিল্লার বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করতে
বাঁধা দেয়া এবং কেন্দ্রে কড়াকড়ি পাহারা দেয়ার অভিযোগ এনে শিক্ষকদের উপর
হামলা করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও বহিরাগতরা মিলে উত্তরপত্র ছিনিয়ে নেবারও চেষ্টা করে বলে জানা গেছে। এই ঘটনায় ৬ আহতের খবর দিয়েছে এলাকাবাসী। অপরদিকে মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে খাতা নিয়ে আসার পথে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করলে নুরুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়। বরুড়া উপজেলায় মঙ্গলবারের পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষক সহ ১৩ জন কে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন, সম্পুর্ন নকল
মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে কয়েকজন শিক্ষক কে

অব্যহতি দেওয়া হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, হাজী নোয়াব আলী
উচ্চ বিদ্যালয়ের গোলযোগের খবর পেয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছে।
দ্রুত বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরীক্ষার খাতা ছিনিয়ে নেবার সময়ও
টের পেয়ে পুলিশ সেগুলো রক্ষা করে শিক্ষা বোর্ডে পাঠানোর ব্যবস্থা করে।

জানা গেছে, অংক পরীক্ষা শেষে খাতা টানার অভিযোগ এনে কয়েকজন পরীক্ষার্থী
এক শিক্ষকের মোটরসাইকেল এর গ্লাস ভাংচুর করে। এতে পুলিশ বাঁধা দিলে
কয়েকজন পরীক্ষার্থী ও বহিরাগতদের মাঝে ইটপাটকেল ও ধাওয়া পাল্টা দাওয়া
হয়। এতে সজিব হোসেন( ২১) তাজুল ইসলাম (১৫) মোহাম্মদ আলী (৩৮) উদয় (১৭)ফাহাদ (১৭) মোঃ ফারুক (২১) নামে আহত হয়েছে। মোঃ ফারুক হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল প্রেরণ করেছে বলে জানা যায়।

কেন্দ্রের কয়েকজন শিক্ষক জানান, আমরা কাউকে বহিঃস্কার করেনি। বাহির থেকে
কোন নকল সরবাহ করতে না পারার কারণে কিছু সংখ্যক পরীক্ষার্থী পরিক্ষা শেষে
ভুল অভিযোগ দিয়ে পরিস্হিতি অশান্ত সৃষ্টি করছে।
পুলিশ এতে বাঁধা দিলে বহিরাগত কিছু লোকজন এসে তাদের সাথে যোগ হয়ে পরীক্ষার হলের বাহিরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং স্কুলের দক্ষিণ পাশের বিল্ডিং এর কয়েকটি গ্লাস ভাংচুর করে।
খাতা নিয়ে যেতে বাঁধা দিবে বলে গুনজন উঠলে ২ ঘন্টা পর আনুমানিক ৩ টার
দিকে খাতা নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ
লাটিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়েছে। বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ
ফিরোজ হোসেন সুকৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা
জানান।

এছাড়া ও বিভিন্ন কেন্দ্রে ২ শিক্ষার্থী ১১ জন শিক্ষক কে অব্যহতি দেওয়া হয়েছে। বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্রে কৃন্ষপুর মাদরাসার ১ জন শিক্ষার্থী ও তলাগ্রাম ত, চ,লাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। বাতাইছড়ি কেন্দ্রে কেমতলী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সরোয়ার আলম ও শিমুল চন্দ্র ভৌমিক, আড্ডা উমেদারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঝলম স্কুল এন্ড কলেজের শিক্ষক জহিরুল ইসলাম, হাবিবুর রহমান, রন্জিত সরকার, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্রে বাতাইছড়ি মাদরাসা শিক্ষক রাবেয়া আক্তার, চালিতাতলী মাদরাসা শিক্ষক ইলিয়াছ মিয়া, ঝলম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃন্ষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিনা ইসলাম ছোটতুলাগাও উচ্চ বিদ্যালয় শিক্ষক খোকন চন্দ্র শর্মা, পয়ালগাছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শাহিদা আক্তার কে দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়েছে।

বরুড়া হাই স্কুল কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থীরা জানান, ঘাড় ফেরাতে দেয়নি
পরিদর্শকরা, পেছন থেকে আমার খাতা একজনে দেখে লিখেছে আমার খাতা ও নিয়ে
গেছে। অথচ অনুরোধ করার পর আমার খাতা টি দেয় নি।

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মেধাদ উদ্দিন
বলেন, নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষে বহিরাগত
কিছু লোকজন পরীক্ষা হলের বাহিরে গোলযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

কুমিল্লা মাঝিগাছায় প্রেমিকার পরিবারের পিটুনিতে মাহিন নামের এক যুবকের মৃত্যু; ছেলের লাশ দেখে বাবার ঘটনাস্থলেই মৃত্যু।
07/05/2023

কুমিল্লা মাঝিগাছায় প্রেমিকার পরিবারের পিটুনিতে মাহিন নামের এক যুবকের মৃত্যু; ছেলের লাশ দেখে বাবার ঘটনাস্থলেই মৃত্যু।

এক ব্যক্তি গৌতম বৌদ্ধের কাছে গিয়ে বললেন "আমি সুখ চাই,উত্তরে বৌদ্ধ বললেন,প্রথমে তোমার বক্তব্য থেকে "আমি" শব্দটি বাদ দাও, ...
05/05/2023

এক ব্যক্তি গৌতম বৌদ্ধের কাছে গিয়ে বললেন
"আমি সুখ চাই,

উত্তরে বৌদ্ধ বললেন,
প্রথমে তোমার বক্তব্য থেকে
"আমি" শব্দটি বাদ দাও,
এটা আত্মকেন্দ্রিকতা (Ego)প্রকাশ করে।

এরপরে "চাই" শব্দটি বাদ দাও,
এটা কামনা বা বাসনা প্রকাশ করে।

এবার দেখবে তোমার কাছে শুধু
"সুখ" ই আছে
অন্য কিছুই নাই।

আত্মহত্যা কোন সমাধান নয়আজ বিয়ের অনুষ্ঠান, গতকাল রাতে কন্যার জাকজমকপূর্ণ গায়েহলুদ অনুষ্ঠান ছিল।ঐ অনুষ্ঠানে প্রেমিক হাজির ...
05/05/2023

আত্মহত্যা কোন সমাধান নয়

আজ বিয়ের অনুষ্ঠান, গতকাল রাতে কন্যার জাকজমকপূর্ণ গায়েহলুদ অনুষ্ঠান ছিল।ঐ অনুষ্ঠানে প্রেমিক হাজির হয়ে কনের সামনে চিৎকার করে কান্নাকাটি করছিলেন।কনেপক্ষের লোকজনের হস্তক্ষেপে প্রেমিক অনুষ্ঠানস্হল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

অনুষ্ঠানশেষে রাতে বাড়ী ফিরে কনে আত্বহত্যা করেছেন।আজ বিয়ের অনুষ্ঠানের অবস্হা ?ছবিটি কুমিল্লা নগরের বাগিচাগাও ওয়াইন্ড কমিউনিটি সেন্টার এর সামনে থেকে তোলা

22/04/2023

কুমিল্লা সিটি করপোরেশন এর ১৭ নং ওয়ার্ড এর তেলিকোনা মজনুবাবার মাজারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড

#কুমিল্লা #অগ্নিকাণ্ড #১৭নংওয়ার্ড #সিটিকর্পোরেশন

নিখোঁজ সংবাদ/নিখোঁজ সংবাদ কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউপিস্থ ধনপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনগত ২৫/৩/২০২৩ ইং রোজ শনিব...
31/03/2023

নিখোঁজ সংবাদ/নিখোঁজ সংবাদ কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউপিস্থ ধনপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনগত ২৫/৩/২০২৩ ইং রোজ শনিবার বাড়ী থেকে বের হয় এই পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে /০১৮১৯৮৪৩৮৭০-/০১৭৩১২২৫৪৭০
প্রত্যেকে আমারে পোস্ট শেয়ার করে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি

কুমিল্লা চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আফজল খান পুত্র মাসুদ পারভেজ খান ইমরান স্ট্রোক করেছেন। দুপুরে কুমিল্লা ...
06/03/2023

কুমিল্লা চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আফজল খান পুত্র মাসুদ পারভেজ খান ইমরান স্ট্রোক করেছেন। দুপুরে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোন আঞ্জুম সুলতানা সীমা এমপি।

©©

01/02/2023

কোন স্ত্রীকে দেখিনি স্বামীর জন্য তার মা বাবাকে ত্যাগ করতে...

কিন্তু অনেক স্বামীকে দেখেছি স্ত্রীর জন্য
মা বাবাকে ত্যাগ করতে..!

30/01/2023

"নামাজ পড়লে চেহারা সুন্দর হয়"..!!🖤😊

কুমিল্লায় মাইক্রো চালকের ইটের আঘাতে অপর চালকের মৃ'ত্যু।বিস্তারিত পড়ুন কমেন্টে
20/10/2022

কুমিল্লায় মাইক্রো চালকের ইটের আঘাতে অপর চালকের মৃ'ত্যু।
বিস্তারিত পড়ুন কমেন্টে

18/10/2022

বান্দরবান থেকে ফেরত পাঠানো হচ্ছে পর্যটকদ

14/10/2022

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন
ভোট হবে ইভিএমে, থাকছে কড়া নিরাপত্তা

13/10/2022

কুমিল্লার মেঘনায় গৃহিনী জামিলা বেগম হ’ত্যা মামলায় ৩ জনের মৃ’ত্যুদণ্ড।...বিস্তারিত পড়ুন কমেন্টে

08/10/2022

যে নদীতে মোশতাক গোসল করতো
সেটির নামে কীভাবে বিভাগ হয়
---- বাহার

কুমিল্লা বাসির নিরাপত্তার কথা চিন্তা করে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যেসব স্থানগুলো সিসি ক্যামেরাr আওতাভুক্ত করা...
21/09/2022

কুমিল্লা বাসির নিরাপত্তার কথা চিন্তা করে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যেসব স্থানগুলো সিসি ক্যামেরাr আওতাভুক্ত করা হয়েছে,
√ শাসনগাছা,
√ পুলিশ লাইন,
√ কান্দিরপাড়,
√ টমসম ব্রিজ,
√ জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড,
√ পদুয়ার বাজার,
√ ইপিজেড রোড,
√ সদর হসপিটাল রোড,
√ রাজগঞ্জ,
√ চকবাজার মদিনা বাস স্ট্যান্ড,
√ চকবাজার ট্রাঙ্ক রোড,
√ সুয়াগাজি

ঔষধের ভ্যানে ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা পাচার!বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ মিজানুর রহমান নামে এক মাদককারবারীকে পদুয়ারবাজার বিশ্...
09/09/2022

ঔষধের ভ্যানে ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা পাচার!

বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ মিজানুর রহমান নামে এক মাদককারবারীকে পদুয়ারবাজার বিশ্বরোড থেকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২।

জাতীয় বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-এ চট্টগ্রাম বিভাগে সেরা হয়েছে-'কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ'।
07/09/2022

জাতীয় বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-এ চট্টগ্রাম বিভাগে সেরা হয়েছে-

'কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ'।

05/09/2022

১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে এসএসসি পরীক্ষা ।

কুমিল্লায় অপারেশন থিয়েটারের ফ্রিজে গরুর গোশত, হাসপাতাল বন্ধের ঘোষণা।
03/09/2022

কুমিল্লায় অপারেশন থিয়েটারের ফ্রিজে গরুর গোশত, হাসপাতাল বন্ধের ঘোষণা।

03/09/2022

ইয়া আল্লাহ!

আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন!🌸

আমিন!'🖤

02/09/2022

প্রিয় কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমার দেখা সবচেয়ে সুন্দর, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে যখন কুমিল্লার নামের বিভাগ নিয়ে ষড়যন্ত্র চলছে।
https://youtu.be/akIZw9yyN2E

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বড় গোবিন্দপুর যাত্রীবাহী বাস ও লরির সং.ঘর্ষে সড়ক দুর্ঘ.টনা ঘটেছে এতে বাসের যাত্রীর কোন ক...
01/09/2022

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বড় গোবিন্দপুর যাত্রীবাহী বাস ও লরির সং.ঘর্ষে সড়ক দুর্ঘ.টনা ঘটেছে এতে বাসের যাত্রীর কোন ক্ষয় ক্ষতি না হলেও লরি চালক ও হেলপারের অবস্থা আশংকা জনক ।

https://comillarkagoj.com/2022/08/29/158384.php
29/08/2022

https://comillarkagoj.com/2022/08/29/158384.php

বগুড়ায় ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন আপন ভাই। বৃহস...
27/08/2022

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন আপন ভাই। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদেরকে সেখানকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হিরন নিহতদের পরিবারের বরাত দিয়ে বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান। বাকি দুইজনের অবস্থাও আশংকাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার চায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

মুরগী বি‌ক্রি ক‌রে‌ছেন ২‌কে‌জি ১০০ গ্রাম ওজন ক‌রে। প‌রে যাচাই ক‌রে দেখা গেল ১ কেজি ৭২০ গ্রাম। ২ কে‌জি‌তেই ৪০০ গ্রাম নেই!...
26/08/2022

মুরগী বি‌ক্রি ক‌রে‌ছেন ২‌কে‌জি ১০০ গ্রাম ওজন ক‌রে। প‌রে যাচাই ক‌রে দেখা গেল ১ কেজি ৭২০ গ্রাম। ২ কে‌জি‌তেই ৪০০ গ্রাম নেই! ফা‌ঁকি ১১৬ টাকা! আজ তদার‌কি অ‌ভিযা‌নে ওজ‌নে কারচূ‌পি করায় রাজগ‌ঞ্জের রু‌বেল ব্রয়লার হাউজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা। প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।
#‌ভোক্তা_অধিকার_কু‌মিল্লা

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লার ডায়েরি Cumillar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share