শান্তিপল্লী-The peace village

শান্তিপল্লী-The peace village ফলো দিয়ে পাশে থাকুন
F O L L O W
(3)

13/09/2024

"Assalamualaikum"
সালামের উত্তর দেওয়া ওয়াজিব!🖤🌸

25/08/2024

এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।

24/08/2024

Hi everyone

24/08/2024

TSC’র গণত্রাণ কর্মসূচিতে আজ সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ হয়েছে। সাবাশ বাংলাদেশ।🫡❤️

Afseen Rahman আপনাদের যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে ইতিমধ্যে তারা আমার কুমিল্লার বাড়িতে আশ্রয় নিতে পারবেন। এখানে ১৫০-...
23/08/2024

Afseen Rahman
আপনাদের যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে ইতিমধ্যে তারা আমার কুমিল্লার বাড়িতে আশ্রয় নিতে পারবেন। এখানে ১৫০-২০০ জন মানুষ একসাথে থাকতে পারবে। এছাড়া আপনাদের জন্য যতটুক খাবার ব্যবস্থা করা যায় আমার পরিবার তা করবে। তাছাড়া যতোটুক জানি রেড এলার্ট ঘোষণা করা হয়েছে কুমিল্লার কিছু জায়গাতে। আমাদের বাড়িতে গ্যাস, পানি, কারেন্ট সব কিছুর ব্যবস্থা করা আছে।

ঠিকানা: কুমিল্লা, কংশনগর, ফুলতলি, ভূইয়া বাড়ি।
ফোন নম্বর: 01973316719
তাড়াতাড়ি প্রচার করুন
হয়তো অনেক মানুষ বেঁচে যাবে।

23/08/2024

Red Alert ‼️
খাবার না পেয়ে স্বেচ্ছাসেবক দের গায়ে হাত তুলছে বন্যার্তরা !💔😑

🚨🚨🚨স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও...
22/08/2024

🚨🚨🚨

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে এখন থেকে প্রায় দুই ঘণ্টা লাগতে পারে।

এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান,
সহযোগিতা পেতে যোগাযোগ করুনঃ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

21/08/2024

রাত এখন ঠিক ৪.২০ বাজে

বৃষ্টির শব্দ এতোই ভয়ংকর লাগছে যে
চোখ এক করতে পারছিনা।
আমি আমার জীবনে এতো জোরে টানা বৃষ্টি কখনো দেখিনি।

না জানি কত মানুষ ঘর ছাড়া হবে, কত মানুষের ঘর তলিয়ে যাবে।
ও আল্লাহ তুমি সাহায্য করো।

এখন আর বসে থাকার সময় নেই ভাই,
কে কি বলবে সেগুলো দেখার ও সময় নেই।

এখন সিলেটের মত কাধে কাধ মিলিয়ে বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের।

17/08/2024

নিজের কষ্ট'টা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে এটা দুই লাইনের গল্প মাত্র! 🙂💔

17/08/2024

১০ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ৪৮ কোটি ২৮ লাখ ডলার!🇧🇩
স্যালুট প্রবাসীদের!

14/08/2024

কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিলো, দরবেশকে চিনতে পারছিলো না।
আনিস বললো, উনি সালমান এফ রহমান উনাকেও ধরেন।

কিয়েক্টা অবস্থা🫣🫣

পুলিশ এবং ছাত্র একসাথে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে, ভালোবাসার জায়গাটা তৈরী হোক,এমনটাই চাওয়া ❤️
13/08/2024

পুলিশ এবং ছাত্র একসাথে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে,
ভালোবাসার জায়গাটা তৈরী হোক,এমনটাই চাওয়া ❤️

১৯টি ম'র'দে'হে'র পরিচয় এখনও পাওয়া যায়নি...
13/08/2024

১৯টি ম'র'দে'হে'র পরিচয় এখনও পাওয়া যায়নি...

দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে...
13/08/2024

দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে...

কি দেখার কত কি দেখছি🤣🤣🤣🤣
13/08/2024

কি দেখার কত কি দেখছি🤣🤣🤣🤣

বাংলাদেশের ছাত্র ছাএীরা যে এতো সুন্দর সুন্দর আট করতে জানে, দেশটা দ্বিতীয়বার স্বাধীন না হলে মনে হয় কেউ জানতোই না। ❤️❤️❤...
13/08/2024

বাংলাদেশের ছাত্র ছাএীরা যে এতো সুন্দর সুন্দর আট করতে জানে, দেশটা দ্বিতীয়বার স্বাধীন না হলে মনে হয় কেউ জানতোই না। ❤️❤️❤️

12/08/2024

মাশাআল্লাহ ❤️
আমার ছেলের ভাষ্কর্য চাইনা, তার নামে মসজিদ ও মাদরাসা হোক।
-শ*হী*দ আবু সাঈদের বাবা

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তিপল্লী-The peace village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies