Smriti Nur

Smriti Nur আসসালামু আলাইকুম Amader page ta choto. Like & share

প্রতিবেশির কাছে বাচ্চা সেইফ না,হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ছেলের কাছে মা সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও ছেলেটা সেইফ...
13/11/2024

প্রতিবেশির কাছে বাচ্চা সেইফ না,হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ছেলের কাছে মা সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও ছেলেটা সেইফ থাকল না।
আসলে কেউ কোথাও সেইফই না...💔
কেমন যেন মনে হচ্ছে জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করতছি,সত্য কখনো চাপা থাকে না 😭😭

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে !!🥺😓
আল্লাহ আমাদের হেদায়েত করুন আমিন😓

📌তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের, আমি কেন তোমা...
26/09/2024

📌তুমি পাহাড়ি,
তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার।
তাহলে সমতলের,
আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে!!
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার।
কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না??🤔

30/08/2024

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই 🤔

24/08/2024

ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ 🙏🙏

কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদঃ

ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে!!!! ভাই মাফ কইরা দেন আমাদের, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন।"মাফ কইরা দেন ভাই!!!!

©

ত্রাণ নিতে নয়,ত্রাণ দিতে মানুষের ঢল। অদ্ভুত অসাধারণ বদলে যাওয়া এক নতুন বাংলাদেশ।১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অন...
24/08/2024

ত্রাণ নিতে নয়,ত্রাণ দিতে মানুষের ঢল। অদ্ভুত অসাধারণ বদলে যাওয়া এক নতুন বাংলাদেশ।

১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে
বন্যার অনুদান জমা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

১ দিনে টিএসসিতে জমা হয়েছে
১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকা।

দাদা (ভারত) ভুল জাতির সাথে খেলতে আসছ।🥹
মারতে পারবে দমাতে পারবে না।
ইনশাআল্লাহ সফল হয়ে ঘরে ফিরবো✊

21/08/2024

ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে! ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে! সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিলো!

বন্যার পানি কমে যাবে এমন আ'শা করা যাচ্ছে না! ত্রিপুরার গেটটি খুলে দেয়ার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলা সমূহ প্লাবিত হয়েছে এবং এটি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে! সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান করছি।

গেট খোলার আগে একটু তো সময় দিবি মানুষ গুলা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য!! 🥺🥺

আবার এরা নাকি আমাদেরকে বন্ধু রাষ্ট্র ভাবে!!

আল্লাহ সকলকে হেফাজত করুন 🤲

"মুগ্ধ" নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগিতায় নেমে আপনারা কি তাঁর সম্মান বাড়াচ্ছেন নাকি মানুষের ইমোশনকে পুঁজি করার পায়ত...
13/08/2024

"মুগ্ধ" নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগিতায় নেমে আপনারা কি তাঁর সম্মান বাড়াচ্ছেন নাকি মানুষের ইমোশনকে পুঁজি করার পায়তারা করছেন। এতটা ভালোবাসা দেখাতে ইচ্ছে হলে প্রতিটি জেলায় ভিবিন্ন মোড়ে মোড়ে "মুগ্ধ" নামে বিশুদ্ধ পানিয় পানির ব্যবস্থা করুন মানুষ যেন ফ্রি'তে পানি পান করতে পারে। মুগ্ধ সবাইকে ফ্রী পানি পান করিয়েছিলেন। তার নাম ব্যবহার করে ব্যবসার পরিকল্পনা অসুস্থ মানসিকতা ছাড়া আর কিছু না।

05/08/2024

দেশের মানুষের মাঝে বর্তমানে বিভিন্ন রকম মতবাদ দেখা যাচ্ছে, হয়তো যার যার অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় সবাই সঠিক। তবে এই সময়টা সবাই সবার পাশে থাকার কথা ছিলো, কেননা বিপদ এখনও যায়নি।

তাছাড়া যার স্লোগান দিয়ে আন্দোলন চলাকালীন নিজে অনুপ্রাণিত হলেন, তার প্রতি বিজয়ের পরে এতো অসম্মান ?
সালাম, রফিক, জব্বার এর গল্প পড়ে আমরা বড় হয়েছি, শহীদ কি জিনিস শিখেছি!

আজ রাফি,আবু সাঈদ, মুগ্ধ, ইরফান দের কারণে যখন নিজের চোখে বিজয় দেখলাম, তখন আমাদের পূর্বের শহীদদের প্রতি অসম্মান করতে কি একবারও দ্বিধা হলো না ?

দেশটা আমাদের সবার, আমরা সবাই দেশটাকে ভালোবাসি। দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্ব টা আমাদের সবার, তাই বিবেকহীন ভাবে কিছু না করে দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি !! সবাই সবার পাশে দাড়াই !!

05/08/2024

সব দেশে যে পদত্যাগ করে তাকে সবাই ঘৃনা করে তার একটা সুতাও কেও স্পর্শ করেনা আর আমাদের দেশে কি করল🙂
পুরো পৃথিবী আমাদের এই লুটপাটের মতো নিচুকাজ দেখতেছে, হাসতেছে আর বলতেছে আমরা কতটা জঘন্য আর চোর 💔
এখন তো অন্যান্য দেশ আমাদের নিয়ে মজা নিবে ভাই🙂🙂

05/08/2024

আগস্ট মাস আসলেই শেখ পরিবারের শোকের মাস। এটা আজকেই প্রমাণিত। 🙂

05/08/2024

আলহামদুলিল্লাহ্‌ আবারও নতুন করে দেশ স্বাধীন হইছে 1971 দেখি নাই 2024 দেখেছি

বাপ-বেটি আগস্টেই পতন বাপের ১৫ই আগষ্ট মেয়ের ৫ই আগষ্ট । আজ থেকে আগস্ট শোকের মাস নয়, বিজয়ের মাস। আলহামদুলিল্লাহ!❤️
05/08/2024

বাপ-বেটি আগস্টেই পতন বাপের ১৫ই আগষ্ট মেয়ের ৫ই আগষ্ট । আজ থেকে আগস্ট শোকের মাস নয়, বিজয়ের মাস। আলহামদুলিল্লাহ!❤️

মার্ক জাকারবার্গ ভাবতেছে-"ফেসবুকের মালিক কি আসলেই আমি?? "নাকি....মার্ক পলকবার্গ মিস্ত্রিরি 🥴🤔
05/08/2024

মার্ক জাকারবার্গ ভাবতেছে-
"ফেসবুকের মালিক কি আসলেই আমি?? "
নাকি....মার্ক পলকবার্গ মিস্ত্রিরি 🥴🤔

04/08/2024

এই হ্যাশট্যাগ ব্যবহার করে শ্রীলংকায় সম্পুর্ণ ইন্টারনেট ফ্রী হয়ে গিয়েছিল আপনারা সবাই হ্যাশট্যাগ করুন।
ভুল হ্যাশট্যাগ এর কারণ হ্যাশট্যাগ কাউন্ট হচ্ছে না, এটা কপি করে শেয়ার করুন সবাই,






#কোটা_সংস্কারচাই✅
#বাংলাদেশ_কোটাআন্দোলন ✅
#কোটাআন্দোলন২০২৪✅


✅ ✅


✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅ ✅

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smriti Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category