Md Saiful Islam

11/06/2023

দীর্ঘ দিন পরে জমায়েত ইসলামির আগের পরিবেশ ফিরে এলো রাজধানীতে ❤️

আলু ৫৫/৬০ টাকাআদা ৩৫০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাকারসুন ১৮০/২০০ টাকা এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?সেটা...
03/06/2023

আলু ৫৫/৬০ টাকা
আদা ৩৫০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ১৫/২০ টাকা আটি
চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব চারিদিকে হতাশা
আয় করি সামান্য টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবো কি করবো বুঝতে পারি না।
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা আমার লিখা হলেও হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুজি।

❤️বিশ্ব মুসলিমের অহংকার❤️
02/06/2023

❤️বিশ্ব মুসলিমের অহংকার❤️

23/05/2023

সাবরাং ৫ নং ওয়ার্ডের ডেইল পাড়ার কলেজ ছাত্র জিয়া অপহরণের শিকার,২ লাখ টাকা মুক্তিপণ দাবী।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন জিয়ার পরিবার।

অভিনন্দন❣️💛অবিসংবাদিত বিশ্ব মুসলিম নেতা রিসেপ তাইয়েব এরদোগানতুরস্কের জাতীয় নির্বাচনে পূনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে...
15/05/2023

অভিনন্দন❣️💛
অবিসংবাদিত বিশ্ব মুসলিম নেতা রিসেপ তাইয়েব এরদোগান

তুরস্কের জাতীয় নির্বাচনে পূনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশ্বের অবিসংবাদিত মুসলিম নেতা জনাব রিসেপ তাইয়েব এরদোগান। টানা দুই দশকের শাসনে এরদোগান তুরস্ককে বিশ্ব দরবারে যে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছেন- আশা করি সে ধারা অব্যাহত থাকবে । দোয়া, ভালোবাসা, অভিনন্দন ও নিরন্তর শুভকামনা।

উখিয়ায় নারী নেত্রী লুলু আল মারজান (৩৮)কে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন, ঘাতক মো. ইউছুপের পি...
07/05/2023

উখিয়ায় নারী নেত্রী লুলু আল মারজান (৩৮)কে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম (৬০) ও ভাই মো. সেলিম (২১)।

রবিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় শনিবার রাতে প্রায় ৭ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইইছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেজ মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি ৪ জন। অজ্ঞাতনামা রয়েছে আরো ৪ জন।

নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।

পুলিশ জানিয়েছে, ইউছুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।

নিহত লুলু আল মারজানের পিতা আলমগীর মেম্বারকে ২৫ বছর আগে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম।

নিহত মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে

খু"নি ইউসুফ কে ধরিয়ে দিতে সহযোগিতা করুন ছড়িয়ে দিন প্লিজ ডেইলি বর্ডার টাইমস সরাসরি লাইভে আছেন
05/05/2023

খু"নি ইউসুফ কে ধরিয়ে দিতে সহযোগিতা করুন ছড়িয়ে দিন প্লিজ
ডেইলি বর্ডার টাইমস সরাসরি লাইভে আছেন

02/04/2023
I have reached 16K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
01/04/2023

I have reached 16K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

26/01/2023

Bangladesh

26/01/2023

উত্তপ্ত ৯ নং- ওয়ার্ড় ।
উখিয়া কক্সবাজার,পালংখালি ৯,য় নাম্বার ওয়ার্ড়ের আওয়ামিলীগের সাবেক--বর্তমান দুই মেম্বারের তুমুল যুদ্ধ!

পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্নপূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পা...
25/01/2023

পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্নপূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে হিরো আলমের জীবনী

তার টাকা-পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপ—কিছুই ছিলো না। একটা নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লাগছে, বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো। সারাদিন হকারি করে রাতে ফিরেই স্ত্রীর সাথে ঝগড়া করা ছিলো তার বাবার নিত্যদিনের কাজ।

ক্লাশ থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে হিরো আলম ওরফে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকেসহ ঘর থেকে বের করে দেয়। সে রাতে হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানার বাড়িতে। এখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিলো অনেক বড়ো। বলতে গেলে আকাশকুসুম কল্পনা। সিনেমায় অভিনয় করা।

সে যত পরিচালকের কাছে ততজনই তাকে অপমান, তুচ্ছতাচ্ছিল্য করে বিদায় করে দিছে। অথচ দেখেন সে দমিয়ে যায়নি, নিজের স্বপ্নপূরণ করতে কোনো কমতি রাখেনি। একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই করেছে। এবং বলা যায় সফলও হয়েছে। আজকে হয়ত আপনি তাকে ঘৃণা করতে পারেন, মূর্খ বলে গালাগালি করতে পারেন। করেন সমস্যা নাই, কিন্তু তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন—

আচ্ছা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এতো এতো ট্রল, হাসাহাসির শিকার হতেন, কখনো এভাবে টিকে থাকতে পারতেন, নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন?

এতো এতো মানুষের কাছে তুচ্ছতাচ্ছিল্য, গালমন্দের শিকার হওয়ার পরও নিজের স্বপ্নপূরণ করতে এভাবে লড়াই করে যেতে পারতেন?

আমার মনে হয় না আপনারা কেউ উত্তর - হ্যা দেবেন। অথচ দেখেন হিরো আলম কিন্তু পেরেছে। আশরাফুল আলম থেকে নিজের নাৃ হিরো আলম বানাতে পেরেছে।
আজকে সে কোটি টাকার মালিক, এক সময় যাঁরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করতো তারাই আজকে তাকে ব্যবসার জন্য কাছে ডাকছে।

বন্যাসহ বিভিন্ন দূর্যোগে সে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যাঁরা ফেসবুকে হাই-প্রোফাইল লেকচার দিই, তারা মানুষের জন্য কী করতে পেরেছি!

সে মাত্র ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়ে যে চমৎকারভাবে সাংবাদিকদের নানান কটাক্ষের জবাব দেয় তাতে তার কাছ থেকে শিক্ষিত সমাজের শেখার অনেক কিছু আছে। নিচে দুই-একটা নমুনা দিই—

একবার চ্যানেল টুয়েন্টিফোরে এক উপস্থাপক জিজ্ঞেস করেছিলো, আপনি এত প্রতিভার চাপ সামলান কী করে?

হিরো আলম খুব চমৎকারভাবে উত্তর দিছে, দেখেন আমি গান গাইতে পারি না, অভিনয় পারি না জানি। কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম। আমি কয়েকটা সিনেমা বানিয়েছি। সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার, সুরকার, শিল্পীদের কাছে গান চাইলাম, তারা দিল না। তারা বলল, আমাকে গান দিলে তাদের মানসম্মান থাকবে না। তখন আমি বাধ্য হয়ে নিজে গাওয়া শুরু করলাম।

আমি গাইতে পারি না তাও জানি। আল্লাহতালা আমাকে গানের গলা দেননি। তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারব না?

কয়দিন আগে সাংবাদিক জিজ্ঞেস করছিলো, আপনার কী যোগ্যতা আছে আপনি এমপি নির্বাচন করার?

সে কী উত্তর দিয়েছে জানেন? শুনুন - দেখেন নায়িকা মাহিয়া মাহি চেষ্টা করল, ক্রিকেটার মাশরাফি নির্বাচন করল, মমতাজ নির্বাচন করল, তাদেরকে কখনো এই প্রশ্ন করেছেন, তাদের কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার! তারা তো ক্রিকেট খেলেছে, কেউ অভিনয় করেছে, কেউ গান গাইছে। দেখেন আমার পড়ালেখা নাই কিন্তু আমার স্বপ্ন এবং ইচ্ছে আছে মানুষের জন্য কাজ করার। আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।

কয়দিন আগে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে, কিন্তু সে দমিয়ে যায়নি। লড়াই করে প্রার্থীতা ফিরে এনেছে এবং বগুড়া ৬ আসন উপ নির্বাচনে একতারা মার্কায় নির্বাচন করবেন।

আমি নিশ্চিত গায়ক মমতাজ কিংবা যে শিক্ষিত এমপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের চাইতে হাজারগুনে হিরো আলম এমপি হওয়ার যোগ্য!

আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন, কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখি। কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই চালিয়ে যেতো হয়, কিভাবে নিজের স্বপ্নপূরণে লেগে থাকতে হয়— সেটা Hero Alom -এর জীবনের দিকে তাকালে শেখা যাবে!
(একজন ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া হয়েছে এই লিখাটা)

06/01/2023

স্মার্ট বাংলাদেশ গড়ার আগে স্মার্ট মঞ্চ তৈরী করুন জনাব, মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওকা

13/12/2022

10/12/2022

বিএনপিকে দাঁড়াতে দিতে চান না বালেষ্টার সুমন!

09/12/2022

সরাসরি সমাবেশ স্থল থেকে জনতার ঢল।

09/12/2022

প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফোন করে ক্ষমা চাইতে বললেন, ভিপি নুর!

07/12/2022

০৭-১২-২০২২ বুধবার

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিনা উস্কানিতে পুলিশের নেক্কারজনক হামলা,গুলিবর্ষণ, মকবুল হোসেন হত্যা,দুশতাধিক নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মশাল মিছিল।

07/12/2022

দেখুন গাড়ি কারা ভাঙ্গে নাশকতা কারা করে?
ছোট্ট ১টি প্রমাণ দিলাম।
নয়াপল্টনে আওয়ামী পুলিশ নিজেই গাড়ি ভাংচুর করে, পরবর্তী বিএনপি'র ঘাড়ে দোষ চাপায়!

ভিডিওটি সকলে #শেয়ার #করুন.....

04/12/2022

হায়নাদের আক্রমণের লোমহর্ষক বর্ণনা দিলেন জনতার মেয়র ইশরাক।

04/12/2022

বিএনপি ভেসে আসেনি, পুরো ঢাকা হবে বিএনপির সমাবেশ ।

29/11/2022

এক দুই তিন চার, শেখ হাসিনা গদি চাড়!

29/11/2022

◈ কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ◈

✓আয়োজনে : ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।

28/11/2022

পিনাকী ভট্টাচার্য হিন্দু হয়ে যেটা বুঝলো। মুসলিম হয়েও তারা সেটা বুঝেনি 😭

26/11/2022

কুমিল্লা বিএনপির সমাবেশে জনতার ঢল।

25/11/2022

পুলিশের গুলিতে নিহত নয়ন হত্যার প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন জনতার মেয়র ইশরাক হোসেন।

24/11/2022

লক্ষীপুর জেলা আ'লীগের সম্মেলনে
নেতা কর্মী শূন্য।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Saiful Islam:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Cox's Bazar

Show All