Nurus Sultan

Nurus Sultan যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নে।

12/08/2024

ঠান্ডা মাথার খুনিরা

এতো সুন্দর চাহনিতে আমি প্রতিবারই মুগ্ধ হই।
30/07/2024

এতো সুন্দর চাহনিতে আমি প্রতিবারই মুগ্ধ হই।

পানির বন্যা হলে ডাক দিও,, রক্তের বন্যা হলে না 🤚🚫রক্তের বন্যায় টাকা পাবোনা
17/07/2024

পানির বন্যা হলে ডাক দিও,,
রক্তের বন্যা হলে না 🤚🚫
রক্তের বন্যায় টাকা পাবোনা

সংগৃহীতবাংলা সাহিত্য নিয়ে পড়ার ফলে এই শহরে গত  ৮ বছরের সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা আমি আমার বহু ছাত্র-ছাত্রীকে পড়িয়ে...
17/07/2024

সংগৃহীত
বাংলা সাহিত্য নিয়ে পড়ার ফলে এই শহরে গত ৮ বছরের সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা আমি আমার বহু ছাত্র-ছাত্রীকে পড়িয়েছি। কিন্তু আঠারো বছর বয়সের দুঃসাহসিকতা তাদেরকে বুঝানোর জন্য ভালো কোনো রেফারেন্স পাচ্ছিলাম না। আজকে এই ছবিটা দেখিয়ে দেখিয়ে পুরো কবিতাটা তাদের পড়িয়ে আসলাম। মনে একটা প্রশান্তি কাজ করছে। সুকান্ত বাবু মনে হয় আজকের দিনের জন্যই তাঁর "আঠারো বছর বয়স" কবিতাটি লিখে ছিলেন।

আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ দেশের বুকে আঠারো আসুক নেমে দুর্বার গতিতে।

15/07/2024

কোটায় নয় মেধায় হোক চাকরি

14/07/2024
12/07/2024

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে #স্মার্ট #সুন্দর ও #ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক #সময় ..!

12/07/2024

অনেক মজার নাসীহাত

09/07/2024

ডিভোর্সের ৬ মাস পর মা যখন তার কলিজার সন্তান দেখতে আসে!
পুলিশের সহায়তায় সন্তানকে একপলক দেখার আকুতি মায়ের।
জীবনের কঠিন সময়ে সন্তান যখন মা-বাবাকে কাছে না পেয়ে পথভ্রষ্ট হয়ে যায় সেটার দায়ভার অবশ্যই মা-বাবাকে নিতে হবে।
ছোট্ট বাচ্চাটার মনে কত আক্ষেপ থাকলে গর্ভধারিনী মায়ের চেহারার দিকে না তাকিয়ে থাকতে পারে 😭
মা ছেলেকে টাকা দিতে গিয়েও ব্যার্থ,আসলে দুঃখ কখনো টাকা দিয়ে কেনা যায় না।
ভুল করার আগে ভাবা দরকার।
Rtv । আরটিভি GTV somoynews.tv ATN Bangla Entertainment Shakib Al Hasan Shakib Khan Atif Aslam Pori Moni

06/07/2024

ছাত্ররা কোটায়,
শিক্ষকরা পেনশনে,
অভিভাবকরা টেনশনে,
আর লেখাপড়া নির্বাসনে!

আর্জেন্টিনা আরও একটি নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়লো।ফাইনালের আগে আরও একটি ফাইনাল আমরা দেখতে পেলাম।  somoynews.tv ATN Bangla E...
06/07/2024

আর্জেন্টিনা আরও একটি নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়লো।
ফাইনালের আগে আরও একটি ফাইনাল আমরা দেখতে পেলাম।
somoynews.tv ATN Bangla Entertainment Atif Aslam Rtv । আরটিভি GTV Shakib Al Hasan Shakib Khan Pori Moni

28/06/2024

এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্র হলো মানুষের আত্মা যাতে রয়েছে প্রতিশোধের আগুন।

26/03/2024

তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে
থাকবে আল্লাহ কখনও তাদের
ওপর আজাব দেবেন না।
– [আনফাল, আয়াত : ৩৩]

আপনারাই আমাদের প্রকৃত বন্ধু আর সবাই তদন্ত কমিটি।
02/03/2024

আপনারাই আমাদের প্রকৃত বন্ধু আর সবাই তদন্ত কমিটি।

25/02/2024

কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা।
– [লুকমান (আ:)]

17/02/2024

যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করল।

16/02/2024

যে ব্যক্তি সত্য কথা বলে সে সব সময় শান্তিতে থাকে।

– জেরেমিয়া

08/04/2020

চট্টগ্রাম নগরীর শাপলা আবাসিকে করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একটু আগে।
দোয়া রইল যেন সুস্থ হয়ে তিনি আবার ফিরে আসেন।

08/04/2020

হয়তো করোনায় আক্রান্ত হয়েই ৮ এপ্রিল রাত আড়াইটায় মৃত্যুবরণ করেছেন ডিপ্লোমা ইন্টার্নী চিকিৎসক সেলিম আকন্দ। তিনি করোনা রোগীর চিকিৎসক ছিলেন। মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত দশদিন নারায়ণগঞ্জ সদর হসপিটালের করোনা ইউনিটে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
---
নমুনা পরীক্ষায় যদি তার শরীরে করোনা রোগের জীবাণু মেলে, তাহলে ডা. সেলিম আকন্দই হবেন করোনায় মৃত্যুবরণ করা বাংলাদেশের প্রথম করোনা চিকিৎসক। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

08/04/2020
আগামীকাল সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত

আগামীকাল সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে দেশব্যাপী পালিত হবে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত। মুসলিমদের .....

08/04/2020

আগামীকাল থেকে মাতারবাড়ী লকডাউন....
সকাল থেকে প্রজেক্টের সব ধরনের গাড়ি চলাচল বন্ধ জানালেন চেয়ারম্যান -মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ।

08/04/2020

জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো।
জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।
"ডিসি কক্সবাজর"

08/04/2020
কক্সবাজার জেলার নিম্নবিত্ত/মধ্যবিত্ত যারা কষ্টে আছেন কিন্তু লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে চান না

কক্সবাজার জেলার নিম্নবিত্ত/মধ্যবিত্ত যারা কষ্টে আছেন কিন্তু লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে চান না

08/04/2020

করোনা তুমি আজ ধনি গরিবের মধ্যে পার্থক্য সমান করে দিয়েছো...!

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurus Sultan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Mirza Vlogs History

Video Creator,Blogger

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All