NAF VOICE TV

NAF VOICE TV Yes

Permanently closed.
20/05/2024
আসসালামু আলাইকুম,,,,,,,,,,,,কক্সবাজার টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধারসহ দু...
23/11/2023

আসসালামু আলাইকুম,,,,,,,,,,,,

কক্সবাজার টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। ফলে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধে র‌্যাব-১৫ প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ এর আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে গত ২২ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান ১০.১৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং কতিপয় মাদক কারবারী তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ও পলাতক মাদক কারবারীদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। সাইফুল প্রকাশ আতর সাইফুল (৩০), পিতা-শামশুল আলম প্রকাশ আতর শামশু, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব সিকদারপাড়া, ৩নং ওয়ার্ড এবং ২। মোঃ জোবায়ের (১৯), পিতা-আবু তাহের, মাতা-ফুলবাহার, সাং-পশ্চিম সিকদারপাড়া, ৫নং ওয়ার্ড, উভয় ইউনিয়ন হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় পলাতক মাদক কারবারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছিল। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে জানায়।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

03/08/2023

হায়রে মৃত্যু! প্রতিদিন ঘুম ভাঙলে শুনতে পাই এক একটি অঘটনের ঘটনা।

ভালো নেই টেকনাফ। চু'রি'র আ'ঘা'তে মৃ'ত্যু হয় হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে সালমানের! 😭

অধ্যাপক মোহাম্মদ আলী স্যার
17/02/2023

অধ্যাপক মোহাম্মদ আলী স্যার

30/06/2022

Naf voice tv

25/05/2022

Naf voice tv

হ্নীলায় ঘূর্ণিঝড়ে গাছ পড়ে পা ভাঙ্গা যুবক চিকিৎসার অভাবে মৃত্যুর পথে,জীবন বাঁচাতে মানবিক সহায়তার এগিয়ে আসুন।বিশেষ প্রতিবে...
21/03/2022

হ্নীলায় ঘূর্ণিঝড়ে গাছ পড়ে পা ভাঙ্গা যুবক চিকিৎসার অভাবে মৃত্যুর পথে,জীবন বাঁচাতে মানবিক সহায়তার এগিয়ে আসুন।

বিশেষ প্রতিবেদক::
প্রায় গত ৫বছর আগে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে হ্নীলায় এক বাড়িতে গাছ পড়ে পা ভেঙ্গে যাওয়া অতিদরিদ্র পরিবারের দিন-মজুর বাবার এক ছেলে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে।

এখন সে আর্থিক দৈন্যতায় চিকিৎসা সেবা না পেয়ে শারীরিক যন্ত্রণায় থাকায় এখন সে নিজ, পরিবার, সমাজ ও এলাকার প্রতি চরম অভিমানী হয়ে উঠেছে। এমতাবস্থায় আমরা সকলে মানবিক সহায়তার মনোভাব নিয়ে তার পাশে না দাড়ালে সে আত্নঘাতী হয়ে উঠতে পারে।খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭সালের ৩০মে সকালে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফুলের ডেইলের দিন-মজুর (বলাপিড়া বিক্রেতা) কামাল হোছনের বাড়িতে ইউক্লিপটাস (বাম) গাছ ভেঙ্গে পড়ে।

তখন বাড়িতে থাকা লোকজন কান্নাকাটি করলে আশ-পাশে লোকজন এসে গাছের নীচে চাপা পড়া কামালের ২য়পুত্র হামিদ হোছাইন (২৯) কে বাম পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
সে ঘরে ৪ বোন ২ ভাইয়ের মধ্যে ৩য় সন্তান। অতিদরিদ্র অসহায় পিতা কামাল হোছন নিজের সহায়-সম্বল যা ছিল এবং সমাজের বিত্তবান ও দানবীরদের সহায়তায় কক্সবাজার আল-ফুয়াদ হাসপাতালে ভর্তি হয়ে ১৫দিন থাকেন। এরপর ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়ে ১৩দিন থাকেন।
সেখানে অপারেশনের পর নির্ধারিত সময়ে অপারেশন খুলে নেওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ২০১৯সালে ৩য় দফায় জেনারেল হাসপাতালে দুই দফায় ৩৭দিন থাকলেও আর্থিক অভাবে চিকিৎসা সহায়তা মিলেনি। এরপর ২০২১সালে ৪র্থ দফায় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি হয়ে ৫দিন অবস্থান করে।

সুস্থতা হওয়ার নিশ্চয়তা ছাড়া ২লাখ টাকায় অপারেশনের কথা বলা হলেও আর্থিক সংকটে নিরুপায় হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ২৭দিন অবস্থান করে একটু সুস্থ হওয়ার আশায় কাতরালেও কেউ চিকিৎসা সেবা দিতে রাজি হইনি।
এরপর ৫ম বার চমেক হাসপাতালে নেওয়া হলে কক্সবাজারের ডাক্তারের অপারেশন রোগী যেখানে চিকিৎসা নিয়েছে সেখানে করাতে হবে বলে রাজি হইনি। সর্বশেষ ঢাকা পঙ্গু হাসপাতালে গেলে ৫লাখ টাকায় অপারেশনে ১৩দিনের মধ্যে সুস্থ করে দেওয়ার কথা বলা হয়।

টাকার অভাবে উখিয়া-টেকনাফের বিভিন্ন হাসপাতালেও চেষ্টা চালিয়ে তবে এই অপারেশন এখানে হয়না বলে বিফল হয়ে ফিরে এসেছে বার বার। কিন্তু বুকের মধ্যে হাজারো স্বপ্ন একে রাখা যুবক হামিদের বাবা অতিদরিদ্র এবং দিন-মজুর হওয়ায় এমনিতে সংসার চালাতে সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। তার উপরে পা ভাঙ্গা ছেলের চিকিৎসা খরচ যোগাড়ের কথা যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত কথা।এরই মধ্যে হামিদ হোছাইনের অপারেশন করা উরুতে (রানে) গত বছরের ৭জুলাই হতে ইনফেকশন শুরু হয়েছে।

প্রতিরাতে বিষাক্ত রক্ত ও পুইজ পড়তে শুরু করেছে। এখন সে আর্থিক সংকটে নিয়মিত ড্রেসিং পর্যন্ত করাতে পারছেনা। তাই সে চরম হতাশ হয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে।তার ঘনিষ্ট বন্ধুদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে,সে দারিদ্রতা আর নিজের প্রতি চরম অভিমানে আতœহননের মতো জঘন্য পথে পা দিতে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
তাই আমরা সকলে একটি জীবন বাঁচাতে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান রইল।

কেউ তার সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বার-(০১৮৫৫-৭৭৯২৯০) কথা বলতে পারেন।এই ব্যাপারে সাবেক জেলা ছাত্রলীগ নেতা এবং গ্রীন এনভায়রনমুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক মাহমুদ রনী জানান,একটি দরিদ্র পরিবারের সন্তান ও তার স্বপ্নকে বাঁচাতে আমরা একটি চিকিৎসা সহায়তা বোর্ড গঠন করবো। আশাকরি আমরা সকলে দলমতের উর্ধ্বে উঠে মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসব। জয় হোক মানবতা।
যোগাযোগ 01855779290

17/02/2022

Hi

14/02/2022

দয়াকরে সবাই সার্পোট করেন

আগামীকাল সোমবার ,২৪ জানুয়ারী,  ২০২২ইং তারিখে সকাল ০৭ টা হতে দুপুর ০৩ টা পর্যন্ত টেকনাফ উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরা...
23/01/2022

আগামীকাল সোমবার ,২৪ জানুয়ারী, ২০২২ইং তারিখে সকাল ০৭ টা হতে দুপুর ০৩ টা পর্যন্ত

টেকনাফ উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের স্বার্থে সময়ের তারতম্য হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত পল্লী বিদ্যুৎ টেকনাফ

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম পদকে ভূষিত মোঃ আতিকুর রহমান গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধিঃ ২০২১ সালে গুরুত্বপূর...
21/01/2022

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম পদকে ভূষিত

মোঃ আতিকুর রহমান
গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধিঃ

২০২১ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য স্বীকৃতি হিসেবে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা পদক) পাচ্ছেন।

২০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রেম সিনিয়র সহকারী সচিব সিরাজুম মুনিরা স্বাক্ষিরত এক প্রজ্ঞাপনে প্রশংসনীয় অবদানের জন্য নাটোরের পুলিশ সুপারসহ ২৫ জন পুলিশ সদস্যেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা প্রদান করা হয়েছে ।

লিটন কুমার সাহা বলেন, এই অর্জন আমার একার নয়। নাটোর জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগিদার। জেলা পুলিশের প্রতিটি সদস্য আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা। এসপি লিটন কুমার সাহা তার কর্মজীবনের আরো সাফল্যের জন্য সবার কাছে দোয়া, আশির্বাদ ও সহযোগিতা চেয়েছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা পদক) ভূষিত হওয়ায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ, জেলা পুলিশের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

20/01/2022

এনজিওর গাড়িগুলো বেপরোয়াঃ
রিদুয়ান খান টেকনাফঃ
আজ সকাল সাড়ে ৮টার দিকে দরগার ছড়া মেরিনড্রাইভে WFP এনজিওর, গাড়ি এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার সহ ঘটনা স্থলে দুইজন নিহত,(ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন)আরও দুই যাত্রী (মহিলা) মূমুর্ষূ অবস্থায় চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়া হয়েছে,,নিহত সিএনজির ড্রাইভার সাবরাং নোয়াপাড়ার বলে জানা গেছে,,,,আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো,,আমিন,,,,

এনজিওর গাড়িগুলো বেপরোয়াঃরিদুয়ান খান টেকনাফঃআজ সকাল সাড়ে ৮টার দিকে দরগার ছড়া মেরিনড্রাইভে WFP এনজিওর, গাড়ি এবং সিএনজি মুখ...
20/01/2022

এনজিওর গাড়িগুলো বেপরোয়াঃ
রিদুয়ান খান টেকনাফঃ
আজ সকাল সাড়ে ৮টার দিকে দরগার ছড়া মেরিনড্রাইভে WFP এনজিওর, গাড়ি এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার সহ ঘটনা স্থলে দুইজন নিহত,(ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন)আরও দুই যাত্রী (মহিলা) মূমুর্ষূ অবস্থায় চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়া হয়েছে,,নিহত সিএনজির ড্রাইভার সাবরাং নোয়াপাড়ার বলে জানা গেছে,,,,আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো,,আমিন,,,,

ডিএনসির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটককক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের জেটি ঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দু...
09/01/2022

ডিএনসির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের জেটি ঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

আজ (৯ জানুয়ারি)বিকাল ৫ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে কক্সবাজার শহরের জেটি ঘাটের উত্তর পাশে জিলানী হোটেলের সামনের রাস্তা থেকে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো,কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দিন এর ছেলে মোঃ নুরুল আলম প্রকাশ কালু (২২)ও একই এলাকার মোহাম্মদ আলমগীর এর ছেলে মোঃইউনুছ (২০)।

আটককৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন।

08/01/2022

 রিদুয়ান খান টেকনাফঃ কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ হ্নীলা ম.....

টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরেরঅভিযানে ইয়াবাসহ আটক দুই রিদুয়ান খান /কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে টেকনাফ...
04/01/2022

টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের
অভিযানে ইয়াবাসহ আটক দুই

রিদুয়ান খান /
কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া প্রবাসী উম্মে সালমার দখলীয় বাড়ির ভাড়াটিয়ার বাসা থেকে ৩ জানুয়ারি বিকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে আটকৃরা হলেন নতুন পল্লান পাড়ার লাল মিয়া ও ফাতেমা বেগমের পুত্র মনসুর আলম (৩৪) ও উত্তর লেংগুরবিলের মাওঃ জহির আহমদ ও জয়নব বেগমের পুত্র মোঃ ইউসুফ (৩২) টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়. টেকনাফ মাদকদ্রব্যের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার সংগৃহীত গোপন তথ্যের ভিত্তিতে এবং তার নির্দেশনায় ইন্সপেক্টর ( পরিদর্শক) বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে একদল চৌকস সিপাই দল এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করেন। আটককৃত ২ আসামিদের বিরুদ্ধে মাদক ও ইয়াবা মামলায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়। উল্লেখ্য আটককৃত মোহাম্মদ ইউসুফ ইয়াবা কারবারি এবং সে একজন ক্ষুদ্র ব্যবসার আড়ালে মাদক পাচার ও ব্যবসা করে জিরো থেকে হিরো বনে যায়। যা নিয়ে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে।

আসসালামু আলাইকুম,গত ১ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ১৯.০০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা এলাকায় অভিযান পরিচা...
02/10/2021

আসসালামু আলাইকুম,

গত ১ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ১৯.০০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার।

ধন্যবাদ।

01/10/2021

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ আনন্দ বড়ুয়া(২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতা.....

আসসালামু আলাইকুম,অদ্য ১ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে ০৩ কেজি ভয়ঙ্কর মাদকদ্রব্য ...
01/10/2021

আসসালামু আলাইকুম,

অদ্য ১ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে ০৩ কেজি ভয়ঙ্কর মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ সহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার।

ধন্যবাদ।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when NAF VOICE TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAF VOICE TV:

Videos

Share

Category