News Bangla HD tv

  • Home
  • News Bangla HD tv

News Bangla HD tv নিউজ বাংলা টিভি পেইজ থেকে ঘুরে আসার অনুরোধ রইলো প্রিয়.!��

আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।ফিরছেন হাসিনাআজ, ২২ ডিসেম্বর, আন্তর্জাতিক আ...
22/12/2024

আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।ফিরছেন হাসিনা

আজ, ২২ ডিসেম্বর, আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে, যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। চিঠিতে উল্লেখ করা হয় যে, যদি বাংলাদেশ ৩০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয়, তাহলে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে।

এই ঘোষণার পর, সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কী করবে? বাংলাদেশের ভবিষ্যত কী হবে? এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে।

শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা

এদিকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার বক্তৃতা থেকে স্পষ্ট হচ্ছে, তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তার রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের প্রতি দলের বিশ্বাস দেশের পরিস্থিতি পাল্টে দিতে পারে।

সেনাবাহিনীর পদক্ষেপ: মার্শাল ল নাকি সেনা কূটনীতি?

এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে। তারা কী করবে? দেশের পরিস্থিতি যদি আরও বেগতিক হয়, তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে, নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে? প্রশ্ন উঠছে, সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কীভাবে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘের চাপ এবং সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামোকে প্রভাবিত করবে।

ক্রমবর্ধমান যাত্রী চাহিদার মেটাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। পাশাপাশি বর্তম...
21/12/2024

ক্রমবর্ধমান যাত্রী চাহিদার মেটাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। পাশাপাশি বর্তমানে চলাচলরত বিশেষ ট্রেনটিও স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই রেলওয়ের পূর্বাঞ্চল থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে রেল মহাপরিচালকের দপ্তরে।

প্রস্তাবিত ট্রেনের নামও চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। বর্তমানে চলাচলরত বিশেষ ট্রেনের ইঞ্জিনটি দিয়েই দুই বার করে মোট চার বার ট্রেন যাতায়াতের পরিকল্পনা করছে রেলওয়ে। তবে কোচ ও ইঞ্জিনসংকটের কারণে বিরতিহীন আন্তঃনগর ট্রেন সহসাই চালুর সম্ভবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের তথ্যমতে, ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথটি গত বছরের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়।

এরপর ডিসেম্বরে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হয়। ইঞ্জিন, কোচ ও লোকবল সংকট দেখিয়ে চট্টগ্রাম থেকে ট্রেন চালু হয়নি। পরে অবশ্য ক্ষোভ ও সমালোচনার মুখে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ রাখা হয়। জানুয়ারিতে চালু হয় আরেকটি আন্তঃনগর ট্রেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হয়। ট্রেনটি জনপ্রিয় হয়ে ওঠলেও ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়।

পরে স্থানীয়দের ক্ষোভের মুখে ঈদুল আজহার সময়, ১২ জুন থেকে আবারও চালু করা হয় ওই বিশেষ ট্রেন— যা এখনো চলছে।

চট্টগ্রাম থেকে স্থায়ী ট্রেন চালুর দাবি দীর্ঘ দিনের। ফলে বিশেষ ট্রেনটি স্থায়ী করার পাশাপাশি আরেকটি নতুন ট্রেন চালুর প্রস্তবনাসহ একটি চিঠি গত ১১ ডিসেম্বর রেলওয়ের মহাপরিচালককে দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

কক্সবাজারের সামাজিক, মিডিয়া এবং রাজনৈতিক নেতারাও এই প্রস্তাবকে সমর্থন জানান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমান বিশেষ ট্রেনটির নাম 'সৈকত এক্সপ্রেস' এবং নতুনটির নাম 'প্রবাল এক্সপ্রেস' রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি ট্রেনে ১৬টি কোচে মোট আসন থাকবে ৭৪৩টি।

প্রস্তাবনায় অনুযায়ী, প্রথম ট্রেন চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টায়। ওই ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। পরে আবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা ২টা

Rtv । আরটিভি
12/12/2024

Rtv । আরটিভি

ফটিকছড়িতে ৩ স্কুল শিক্ষার্থীসহ ৪জন নি খোঁ জ!ডেস্ক নিউজ:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৩স্কুল শিক্ষার্থী সহ চারজন নিখোঁজের ঘ...
12/12/2024

ফটিকছড়িতে ৩ স্কুল শিক্ষার্থীসহ ৪জন নি খোঁ জ!
ডেস্ক নিউজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৩স্কুল শিক্ষার্থী সহ চারজন নিখোঁজের ঘটনা ঘটেছে। গত ১১ ডিসেম্বর (বুধবার) সকাল থেকে বিকালের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২জন স্কুল শিক্ষার্থী (ছাত্রী) এবং মো: জাকারিয়া রমিজ নামের এক কিশোর নিখোঁজ হন। এর আগে গত ৫ ডিসেম্বর নিখোঁজ হন আরো এক স্কুল শিক্ষার্থী নুরহাবা আক্তার নিশু।

নিখোঁজকৃতরা হলেন-

১। নাম সানজিদা ইসলাম। ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের দাবী বুধবার সকাল ৯ টায় ফটিকছড়ি স্কুলে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোনভাবে নি'খোঁ'জ হয় সে। অভিভাবক : 01814143403

২। মো. জাকারিয়া রমিজ, পিতা আবু বক্কর, সুন্দরপুর ১নং ওয়ার্ড, আমানির বাড়ী। দুপুর থেকে তার ব্যবহ্ত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। সকাল ১১ টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। যোগাযোগে(পিতা): 01612394229

৩। নিহা। পাইন্দং ইউপির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সেও পরিক্ষা দিতে গিয়ে বুধবার নি'খোঁ'জ হয়। অভিভাবক: 01819706903

৪। নুরহাবা আক্তার নিশু। পিতা- নুরুল হুদা। হেয়াঁকো গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল। বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে গিয়ে সে নিঁখো-জ হয়। অভিভাবক: 01612935713, 01311108981

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ০৮ জন।  গতকাল ১৮/১০/২৪ খ্রি. রাত ২২:৩০ ঘটিকার সময় সি...
20/10/2024

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ০৮ জন।

গতকাল ১৮/১০/২৪ খ্রি. রাত ২২:৩০ ঘটিকার সময় সিএমপির চান্দগাঁও থানার এসআই মোহাম্মদ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট নিরিবিলি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ০৪ জন নারী ও ০৪ জন পুরুষসহ মোট ০৮ জনকে গ্রেফতার করেন।
Chattogram Metropolitan Police

জরুরি বার্তাবেশ কিছু দিন ধরে আমাদের পেইজ এবং ফেইসবুক আইডি হ্যাকারের হাতে ছিলো বিতর্কিত পোস্ট এর জন্য আমরা আন্তরিক দুঃখ প...
11/10/2024

জরুরি বার্তা
বেশ কিছু দিন ধরে আমাদের পেইজ এবং ফেইসবুক আইডি হ্যাকারের হাতে ছিলো বিতর্কিত পোস্ট এর জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি

প্রচারে
এডমিন & মডারেটর টিম

দালাল মিরান নিজস্ব প্রতিবেদক।মিরানের দাদার বাড়ি পেকুয়ার পুরাতন বাজ্ঞুজারা। কোন এক সুত্র ধরে হারবাং উত্তর নূনাছড়ি তে অবস্...
03/10/2024

দালাল মিরান
নিজস্ব প্রতিবেদক।
মিরানের দাদার বাড়ি পেকুয়ার পুরাতন বাজ্ঞুজারা। কোন এক সুত্র ধরে হারবাং উত্তর নূনাছড়ি তে অবস্থান নিয়েছিল মিরানের বাবা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করে মুক্তিযুদ্ধা বনে যাওয়া ইউচুপ। আওয়ামী সরকার গঠন করার পরে ২০০৫ সালে এক গেজেটের মাধ্যমে তার বাবার না মুক্তিযুদ্ধাদের তালিকায় প্রকাশ করা হয়। গেজেট নং ৭৬। এই মিরান প্রচুর মানুষকে হয়রানি করেছে অনেক মানুষকে জিম্মি করেছে। তার দালালির প্রথম হাতিয়ার ছিল পুলিশ আর কিছু চকরিয়াস্থ সাংবাদিক নামের সাংঘাতিক। এগুলা দিয়ে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করত। মানুষের মুরগি হারিয়ে যাওয়ার বিচার থেকে শুরু করে সাংসারিক যেকোন দালালিতে তার ট্রেক্স থাকতে হবে। সারারাত পুলিশের সাথে ষ্টেশন সহ সকল এলাকায় দালালি করার জন্য থাকত। হারবাং পুলিশ ফাড়ির অনেক পুলিশ অফিসারকে মুক্তিযুদ্ধার সন্তান বলে জিম্মি করে রেখেছিল। মিরান বললে আসামী ধরত মিরান বল্লে আসামী ছেড়ে দেওয়া হতো মুটা অংকের টাকা নিয়ে। টাকা না দিলে আদালতে চালান করিয়ে দিত। আসামী ধরিয়ে দিতে বাদিরাও গিয়ে মিরানকে টাকা দিলে পুলিশ আসামী ধরত। ষ্টেশনের তার চালের দোকান ছিল টর্শাল চেল যেখানে বিভিন্ন সময়ে মানুষকে অমানবিক নির্যাতন করা হতো। তার বাবার মুক্তিযুদ্ধা সার্টিফিকেট ভুয়া। এইটা ভুয়া প্রমাণে ব্যবস্থা নেওয়া হচ্ছে

সাবেক চেয়ারম্যান মিরান যেন শূন্য থেকে কোটিপতি। নিউজ বাংলা টিভি নিজস্ব প্রতিবেদক। জনাব মিরানুল ইসলাম মিরান সাবেক চেয়ারম্য...
01/10/2024

সাবেক চেয়ারম্যান মিরান যেন শূন্য থেকে কোটিপতি।
নিউজ বাংলা টিভি
নিজস্ব প্রতিবেদক।
জনাব মিরানুল ইসলাম মিরান সাবেক চেয়ারম্যান হারবাং ইউনিয়ন পরিষদ। ছিলেন সামান্য রিক্সার মিকার। ষ্ঠেশনের পূর্ব পাশে একটা ছোট দোকান ছিল। তিনি ফ্রিডম পার্টির সাথে সংযুক্ত ছিলেন। হয়ে গেলেন আওয়ামীলীগের নেতা। হারবাং ষ্ঠেশনে পেড়েল রিক্সা মালিক সমিতির নামে খুলে বসেন সমিতি। এক সময় কিছুই ছিল না। ২০১৬ সালের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে আওয়ামীলীগ একক ভাবে নির্বাচন করে তখন নির্বাচনে ছিল না বিএনপি বা জামাত। আওয়ামীলীগ হারবাং ইউনিয়নে ততকালীন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জাফরের একমাত্র আস্থাভাজন মিরানুল ইসলাম মিরানকে মনোনয়ন দেন। এই যেন মিরানের জন্য সোনার হরিণ। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে লক্ষ করলে দেখবেন সব রাতের ভোট। সাবেক এমপি জাফর আলম উপজেলা থেকে যেভাবে নির্বাচিত করেছেন তারা হয়েছে চেয়ারম্যান মেম্বার। চেয়ারম্যান হওয়ার পরে বদলাতে থাকে মিরানের পেশা রিক্সার মিকার থেকে চেয়ারম্যান। আর এই দিকে চালাতে থাকে অবৈধ কার্যক্রম। হারবাং ষ্ঠেশনের পূর্ব পাশে যে দুতলা বিল্ডিং দেখা যায় ওটা অবৈধ ভাবে দখল করা জায়গায় তিনি বিল্ডিং তৈরি করেছে। এগুলা রিজার্ভ জায়গা কেড়ে নিয়ে ফেলেছে। তেমনি হারবাং দুইল্লাছড়ি এলাকাও মানুষের শত শত একর জায়গা দখল করে নিয়েছে, কিনেছে গাড়ি ও। তার সময়ে টাকা ছাড়া কোন বিচার হতো না টাকা না দিলে আদালত দেখায় দিত ওনি বিচার করতে পারবে না। আমি প্রতিবেদকের নিজের চোখে দেখা হলো বিদ্যুৎতের খুটি আনার জন্য টাকা নিয়ে ২০ হাজার টাকা নিয়ে আর ফেরত দেয় নাই এমন ঘটনা ও আছে। জনাব মিরান হারবাংয়ে মানুষকে বেশি পরিমাণে নির্যাতন করেছেন। বর্তমানে তার সম্পদের হিসাব আর ২০১৬ সালের নির্বাচনে হলফনামায় দেওয়া হিসাব দেখলে মিলিয়ে নিতে পারবেন মানুষের উপর কত নির্যাতন করেছেন। তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিব ইনশাআল্লাহ।

01/10/2024
লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে অন্যটির বাড়ে কয়েক গুণ। কাঁচাবাজার নিয়ে এমনটাই...
13/09/2024

লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে অন্যটির বাড়ে কয়েক গুণ। কাঁচাবাজার নিয়ে এমনটাই অভিযোগ...

16/07/2024

কোটা আন্দোলনে সরাসরি সংঘর্ষ চট্টগ্রাম মুরাদপুর

Address


Alerts

Be the first to know and let us send you an email when News Bangla HD tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla HD tv:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share