সাগর পাড়ের লড়াকু

সাগর পাড়ের লড়াকু কক্সবাজারের আঞ্চলিক নিউজ সমূহের অগ্র

02/08/2024
16/07/2024

📢নিউজ 📢
আজ বিকেল ৩ টায় কক্সবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামছে,,✊✊
যার যার ব্যক্তিগত ওয়াল থেকে সেইম স্টাটাস কপি পেস্ট করুন। সময় সবাই একযোগে বিকাল ৩ টায়

16/07/2024

আহারে অর্থ!
যিনি সৃষ্টি করেছেন, তিনি ভাল জানেন।

কখনো ভাবিনি এই বিয়ে টি সম্পর্কে দুটি কথা লিখব।কিন্তু পুরো ফেইসবুক আর মিডিয়া জুড়ে যা দেখছি,অবাক লাগে।মানুষের অর্থ থাকলেই যে এভাবে খরচ করতে হয়, রাস্তায় ফেলে দিতে হয়, এটা ভেবে পাইনা।

আমার বাবাকে দেখেছি খুব অল্প খরচে কিভাবে জীবন কাটাতে হয়, আমারো মন ঠিক সেভাবেই কাঁদে, দুটি টাকা বাঁচিয়ে কিভাবে একটি গরীব মা কে সেলাই মেশিন দেয়া যায়, কিভাবে একজন মানুষের জন্য পাশে দাঁড়ানো যায়। আর এই মানুষগুলো হাজার হাজার কোটি টাকা জলে ফেলে দিচ্ছে একটি বিবাহের নামে।মাঝেমধ্যে ভাবি যদি কোন দুর্ঘটনা ঘটে কাল অথবা যদি এই বিবাহটি না টিকে আগামীকাল থেকে তাহলে এই টাকাগুলোর কি হবে?অনেকগুলো মানুষকে তারা এই টাকাগুলো দিয়ে সহায়তা করতে পারতো।এখনো এই পৃথিবীতে এক চতুর্থাংশ মানুষ অভাবে অনাহারে থাকে। ঠিক এই মানুষটি যেখানে থাকেন তার পাশের গলিতেই হয়তো কেউ এভাবে অনাহারে অর্ধাহারে আছে, এটা সে ভেবে দেখেছে কিনা এটাই আমার প্রশ্ন। আমি নিশ্চিত এই পরিবারটি গরীব মানুষের জন্যে অনেক কিছুই হয়তো করেন এরপরো আমার দূর্বল মন উত্তর খুজে ফিরে!

বিধাতা জানেন এ খেলার শেষ কোথায়।আপনাদেরকে বিধাতা সেই বুঝ দান করুন, আমীন।

বর এবং কনে কে শুভেচ্ছা ও শুভকামনা।

ডা ফেরদৌস।

10/02/2024

10/02/2024

নাকের গহ্বরে ক্যান্সার নিয়ে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নেন কারমা দেমা; কিন্তু তাতে কাজ না .....

10/02/2024

ইন্টার্ন চিকিৎসকরা রিপনকে মারধর করছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

10/02/2024
10/02/2024

#স্কুল

30/09/2023

জনগুরুত্বপূর্ণ

শিশির মোহাম্মদ মুনির ভাই কক্সবাজার এসেছেন; কারো "প্রবল+জটিল আইনি বিষয়" থাকলে তাকে খুঁজে বের করে আলাপ করতে পারেন

25/08/2023
13/08/2023

এ.এফ রহমান হলের অতিথি কক্ষে মেয়ে নিয়ে রাত কাটিয়েছেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান শুভ। গতরাত তিনটার দিকে ইডেন কলেজের এক মেয়েকে নিয়ে অতিথি কক্ষে প্রবেশ করে কক্ষের সকল পর্দা ফেলে দরজা ও জানালা বন্ধ করে দেয়। সকাল সাতটার দিকে দুজনকে দিকে দুজনকে অতিথি কক্ষ থেকে বের হতে দেখে হলে কর্মরত ব্যক্তিরা।

Group Study? 👀

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when সাগর পাড়ের লড়াকু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share