16/07/2024
আহারে অর্থ!
যিনি সৃষ্টি করেছেন, তিনি ভাল জানেন।
কখনো ভাবিনি এই বিয়ে টি সম্পর্কে দুটি কথা লিখব।কিন্তু পুরো ফেইসবুক আর মিডিয়া জুড়ে যা দেখছি,অবাক লাগে।মানুষের অর্থ থাকলেই যে এভাবে খরচ করতে হয়, রাস্তায় ফেলে দিতে হয়, এটা ভেবে পাইনা।
আমার বাবাকে দেখেছি খুব অল্প খরচে কিভাবে জীবন কাটাতে হয়, আমারো মন ঠিক সেভাবেই কাঁদে, দুটি টাকা বাঁচিয়ে কিভাবে একটি গরীব মা কে সেলাই মেশিন দেয়া যায়, কিভাবে একজন মানুষের জন্য পাশে দাঁড়ানো যায়। আর এই মানুষগুলো হাজার হাজার কোটি টাকা জলে ফেলে দিচ্ছে একটি বিবাহের নামে।মাঝেমধ্যে ভাবি যদি কোন দুর্ঘটনা ঘটে কাল অথবা যদি এই বিবাহটি না টিকে আগামীকাল থেকে তাহলে এই টাকাগুলোর কি হবে?অনেকগুলো মানুষকে তারা এই টাকাগুলো দিয়ে সহায়তা করতে পারতো।এখনো এই পৃথিবীতে এক চতুর্থাংশ মানুষ অভাবে অনাহারে থাকে। ঠিক এই মানুষটি যেখানে থাকেন তার পাশের গলিতেই হয়তো কেউ এভাবে অনাহারে অর্ধাহারে আছে, এটা সে ভেবে দেখেছে কিনা এটাই আমার প্রশ্ন। আমি নিশ্চিত এই পরিবারটি গরীব মানুষের জন্যে অনেক কিছুই হয়তো করেন এরপরো আমার দূর্বল মন উত্তর খুজে ফিরে!
বিধাতা জানেন এ খেলার শেষ কোথায়।আপনাদেরকে বিধাতা সেই বুঝ দান করুন, আমীন।
বর এবং কনে কে শুভেচ্ছা ও শুভকামনা।
ডা ফেরদৌস।