#অালহামদুলিল্লাহ্।
অদ্য ১৭ই রমজান ১৯শে এপ্রিল'২০২২ইং মঙ্গলবার #ঐতিহাসিক_বদর_দিবস উপলক্ষে অায়োজিত বার্ষিক মাইজভাণ্ডারী ত্বরীকত ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
পরিচালনায়ঃ খলীফায়ে দরবারে গাউছুল অা'যম মাইজভাণ্ডারী, চৌদ্দগ্রাম গাউছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরজাদা শায়েখ ইদ্রিছ শাহ্ চৌদ্দগ্রামী অাল্ ক্বাদেরী (মু,জি,অা,)।
উপস্থিত ছিলেন উপজেলা ত্বরীকত নেতৃবৃন্দ।
#স্থানঃ গাউছুল অা'যম রেস্তোরা, কালিরবাজার, পৌরসদর চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লা।
চিশতিয়া ত্বরীকার জনক, নায়েব-এ মোস্তফা অাতায়ে রাসূল (দ.) শোলতানুল হিন্দ, খাজায়ে খাজেগান হযরত খাজা গরীবে নেওয়াজ সৈয়দ মইনুদ্দীন হাসান চিশতী অাজমেরী সনজরী (রাদ্ধিঃ অানহুর) #মোরশেদ_কেবলাহ্
হযরত সাইয়্যিদিনা খাজা উছমান হারুনী (রাদ্ধিঃ অানহুর) #পবিত্র_মাজার_শরীফঃ
সুবহানআল্লাহ।
#পৃথিবীর_সর্বপ্রথম_কবর।
সমগ্র অাদম জাতের পিতা
নবী সাইয়্যিদিনা বাবা অাদম সফিউল্লাহ্ (অা.)
#এঁর_সন্তান
হযরত হাবিল (অা.) এঁর কবর মুবারক।
#সুবহানআল্লাহ।
#পবিত্র_মুনাজাত_শরীফঃ
অাওলাদ রাসূল (দ.), শাইখূল ইসলাম, ইমামে অাহলে সূন্নাত, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার দিকপাল, শাহজাদায়ে গাউছুল অা'যম অালহাজ্ব শাহসূফী মাওলানা #সৈয়দ_মইনুদ্দিন_আহামদ_
আল্ হাসানী ওয়াল হুসাইনী মাইজভান্ডারী (কু,ছি,অা,)।
"প্রিয় নবী রাহমাতুল্লিল অালামীন নূরে মোজাসসাম (দ.) এঁর এস্কে ফানা হয়ে পবিত্র দরূদ ছালাম পেশ করলে নিসন্দেহে মহান রাব্বুল অালামীন ঐসকল মুমিন বান্দাদের সকল হাজত মকছোদ ফরীয়াদ দোয়া কবুল করেন, প্রিয় নবী (দ.) এঁর দিদার মুবারক তাঁর (মুমিন বান্দাদের) একদিন না একদিন তকদিরে নসীব হয়।" (সুবহানআল্লাহ)।
গতকাল ৪ঠা মার্চ'২০২২ইং শুক্রবার বাদ এশা
চট্টগ্রাম জেলা জোরারগঞ্জ থানাধীন করেরহাট (রামগড় রোড) নয়টিলা মাজার কুতুবে জামান হযরত নূর অালী শাহ্ (রহ.) এঁর উরশ শরীফে দরূদ মিলাদ ছালাতু ছালাম ও মোনাজাত পরিচালনা করেন- খলীফায়ে দরবারে গাউছুল অা'যম মাইজভাণ্ডারী, চৌদ্দগ্রাম গাউছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া চৌদ্দগ্রাম উপজেলার দিকপাল, পীরজাদা শায়েখ ইদ্রিছ শাহ্ চৌদ্দগ্রামী অাল্ ক্বাদেরী (মু,জি,অা,)।
এবং উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা সহ বাংলাদেশের বিভি
ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) পবিত্র ১২ই রবিউল অাউয়াল #জশনে_জুলুস।
ঢাকা মহানগর নাট্যমঞ্চ গুলিস্তান।
২০শে অক্টোবর'২০২১ইং।
চৌদ্দগ্রাম গাউছিয়া দরবার শরীফ ।এর সাজ্জাদানশীন
পীরজাদা শায়েখ ইদ্রিছ শাহ্ চৌদ্দগ্রামী অাল্ ক্বাদেরী।