![প্রচারিত সংবাদের প্রতিবাদ।আমি মাসুদ রানা ভূঁইয়াসাবেক চেয়ারম্যান জোড্ডা পশ্চিম ইউনিয়ন, নাঙ্গলকোট, কুমিল্লা। গত ১৬-১০-২০২৩...](https://img3.medioq.com/037/014/751015010370148.jpg)
18/10/2023
প্রচারিত সংবাদের প্রতিবাদ।
আমি মাসুদ রানা ভূঁইয়া
সাবেক চেয়ারম্যান জোড্ডা পশ্চিম ইউনিয়ন, নাঙ্গলকোট, কুমিল্লা।
গত ১৬-১০-২০২৩ weeklysobujpotra নামে একটা অনলাইন পোর্টালে এবং সবুজপত্র নামে একটা সাপ্তাহিক পত্রিকায় আমার নামে এবং আমার ভাই কাঞ্চন, বেলাল, হেলাল এবং আমার বড় ছেলে সৌরভ সহ সুমন, রাসেল, জনি, মুকবলের নামে কোনো প্রকার যাচাই বাঁচাই ছাড়া কোনো প্রমাণপত্র ছাড়াই একটা মিথ্যা ও বানোয়াট নিউজ তৈরি করে প্রকাশ করে। যা আমার জনপ্রিয়তা ও সম্মানহানির অপচেষ্টার বহিঃপ্রকাশ।
আমি ১৯৮০ এর দশক এ ছাত্রলীগে যোগদান করি, পরবর্তীতে নাঙ্গলকোট ছাত্রলীগের সদস্য নির্বাচিত হই। তারপর উপজেলা যুবলীগের সদস্য এবং আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হই এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলাম। বর্তমান নাঙ্গলকোট আওয়ামীলীগের সদস্য হিসেবে রয়েছি।
২০১৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হই।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে রাজনৈতিক অনেকগুলো মামলার আসামী করা হয় আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে। তারপর বিএনপির সে চক্র আরো কয়েকবার ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মামলা ও হয়রানি করে।
২০২২ এ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা কাউন্সিল থেকে আমাকে মনোনিত করার পরও এক কুচক্রী মহল সেটি পরিবর্তন করে, আমার রাজনৈতিক অবস্থান ধরে রাখা এবং এই এলাকায় প্রকৃত আওয়ামীলীগের কর্মীদের টিকিয়ে রাখার স্বার্থে আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছে।
এরপর থেকে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে হেয় করার জন্য আমার এবং আমার ভাইদের নামে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করে যা পুরোপুরি ভিত্তিহীন।
আমি অতীতেও এমন প্রতিহিংসার শিকার হয়েছি বর্তমানে আমি এসব নিউজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি এবং আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেই সাথে আমার সকল কর্মী সমর্থক সহযোদ্ধাদের প্রতি অনুরোধ করবো অতীতের ন্যায় আমরা এখনও সকলে মিলে এসব অপপ্রচার অপশক্তি রুখে সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ কাজ করে যাবো ইনশাআল্লাহ।