Daily News BD

Daily News BD দেশের সকল ধরনের সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন..ধন্যবাদ।
(1)

11/07/2023

কুমিল্লায় পিতা হ*ত্যার দায়ে ৩ ছেলের ফাঁ*সির আদেশ

11/07/2023

মা বাবা হারা এতিম আব্দুস সালামের লা,শ এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা!

11/07/2023

এখন থেকে বিদেশ যেতে ৩ দিনে লোন দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এজন্য কোনো জামানত লাগবে না। এই তথ্য জানালেন ব্যাংকের পরিচালক ও বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
(এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যোগাযোগ করুন)
এই ভিডিও বার্তার বিপরীতে যদি কোনো হয়রানি মূলক আচরণ বা নিয়ম বহিরাগত কোনো কাজ করেন তাহলে সে বিষয়ে আপনি ব্যাক্তিগত ভাবে ভিডিও করে আমাদের মাধ্যমে কতৃপক্ষের নজরে আনতে পারেন।
অন্যায়ভাবে অনিয়ম যদি কিছু থাকে সেসব আমরা অবশ্যই প্রচার করবো।।

- দেবিদ্বারে মেয়র প্রার্থী হতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ্যতাগদেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা ...
13/06/2023

- দেবিদ্বারে মেয়র প্রার্থী হতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ্যতাগ

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করার উদ্দেশ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আবুল কাশেম ওমানী।
মঙ্গলবার বিকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতার হাতে তার পদত্যাগ পত্রটি জামা দেন।
পদত্যাগ জমা দিয়ে সাংবাদিকদের তিনি জানান, আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন। সে লক্ষ্যেই তিনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আবুল কাশেম ওমানী দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি পদে রয়েছেন প্রয়োজনে এ পদ থেকেও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
এদিকে, পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, আবুল কাশেম ওমানীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এটি জেলা প্রশাসকের বরাবর পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী নির্দেশনায় দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ ও নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।

দেবিদ্বারে অগ্নিকান্ডে একই পরিবারের তিনটি ঘরসহ গরু, আসবাপত্র পুড়ে ছাই, দেবিদ্বার সুবিল ইউনিয়ন এর শিবনগর গ্রামের কুদ্দুস ...
16/05/2023

দেবিদ্বারে অগ্নিকান্ডে একই পরিবারের তিনটি ঘরসহ গরু, আসবাপত্র পুড়ে ছাই,

দেবিদ্বার সুবিল ইউনিয়ন এর শিবনগর গ্রামের কুদ্দুস ডাক্তার'র বাড়ির মোঃ কাদের হোসেন ও তার দুই ছেলের তিনটি ঘর, গবাদি পশু সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সোমবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডে এই দূর্ঘটনাটি ঘটে।

- বাংলাদেশ ছাত্রলীগ,দেবিদ্বার উপজেলা শাখার অন্তর্গত রাজামেহের ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন ...
15/05/2023

- বাংলাদেশ ছাত্রলীগ,দেবিদ্বার উপজেলা শাখার অন্তর্গত রাজামেহের ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সংগ্রামী
আহ্বায়ক- আসাদুর রহমান রনি ।
যুগ্ন-আহ্বায়ক, সারোয়ার হোসেন রাকিব, ইমরান হোসেন ইমু,গাজী আসিফ বিন লতিফ, আল-আমিন সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

07/05/2023

চতুর্দিকে শুধু হত্যা আর হত্যা! এ যেন কেয়ামতের স্পষ্ট আলামত। হয়তো স্বজন খুন হওয়ার পর প্রতিটা প্রিয়জনের অবস্থাই এমন হয়। ছেলের লাশ দেখে শেষ বক্তব্য দেয়ার পর পর এভাবেই মৃত্যুর কোলে ঢলে পরেন বটবৃক্ষ নামক বাবা। সন্তানের মৃত্যু কতটা ভয়াবহ যন্ত্রণার এ ঘটনা তার স্পষ্ট স্বাক্ষী।

#আমি_স্তব্ধ_বাকরুদ্ধ

ছেলের লাশ দেখে বাবার মৃত্যু!

বাড়িতে দুই লাশ দেখে শোকের ছায়া নেমে আসে এলাকায়। আহাজারিতে ভাড়ি হয়ে উঠেছে এলাকার বাতাস। শোকে পাগলপ্রায় মাহিনের প্রেমিকা ও পরিবারের সদস্যরা।

কুমিল্লা মাঝিগাছায় প্রেমিকার পরিবারের পিটুনিতে মাহিন নামের এক যুবকের মৃত্যু; ছেলের লাশ দেখে বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
#স্মার্টবাংলাদেশ

ভিডিওঃ সাপ্তাহিক পথিকৃৎ কুমিল্লা।

**ক্যাপ্টেন (অব:) সুজাত আলী সাহেবের বাস ভবন মাদকাসক্তদের অভয়াশ্রম!************************************কুমিল্লার দেবিদ্বা...
05/05/2023

**ক্যাপ্টেন (অব:) সুজাত আলী সাহেবের বাস ভবন মাদকাসক্তদের অভয়াশ্রম!**

**********************************

কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এর প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রশিক্ষক, স্বাধীন বাংলায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রথম সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) মোঃ সুজাত আলী সাহেবের বাস ভবনটি মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।

জানা যায়, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামস্থ ক্যাপ্টেন সুজাত আলী সাহেব এর বাড়িটি বর্তমানে ব্যাবসায়ীদের কাছে লিজ দেওয়া হলে তার সুযোগ নিয়ে কতিপয় মাদকাসক্তরা নিয়মিত মাদকের আড্ডা, জুয়া এবং বাইরে থেকে নারী এনে নানান অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার সনামধন্য ক্যাপ্টেন (অব:) মোঃ সুজাত আলী সাহেবের গ্রামের বাড়িকে অপরাধীদের হাত থেকে মুক্ত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

দেবিদ্বারের কৃতি সন্তান এবিএম গোলাম মোস্তফা'র দৌহিত্র বিশ্ব ব্যাংক এর কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা  ড. ইফতেখার মোস্তফা...
05/05/2023

দেবিদ্বারের কৃতি সন্তান এবিএম গোলাম মোস্তফা'র দৌহিত্র বিশ্ব ব্যাংক এর কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা নিজ এলাকা দেবিদ্বার'কে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড়শালঘরে কৃষি বিষয়ক উপদেশ, ধান কাটা কর্মসূচি, নিজ এলাকার মাজার জিয়ারত, পারিবারিক মতবিনিময়, এবিএম গোলাম মোস্তফা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ২০২৩ইং অনুষ্ঠানে অংশগ্রহণ, ইউছুফপুরে পরিচিতি সভা ও মতবিনিময় এর মধ্যে দিয়ে দেবিদ্বারে রাজনৈতিক ও সমাজসেবামূলক কার্যক্রম শুরু করেন!!

বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তিপ্রকল্প পাঁচটি হলো:১. ‘অ্যাকসিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেন ইস্টার্...
05/05/2023

বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

প্রকল্প পাঁচটি হলো:
১. ‘অ্যাকসিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেন ইস্টার্ন সাউথ এশিয়া প্রোগ্রাম পেইজ-১’ এর আওতায় পরিবহন ও ট্রেন কানেকটিভিটি বাড়াতে ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প।
২. ৫০০ মিলিয়ন ডলারের ‘রেজিলিয়েন্স ইনফ্রাসট্রাকচার বিল্ডিং প্রকল্প’। এটি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে প্রথম বড় বিনিয়োগ প্রকল্প।
৩. ৫০০ মিলিয়ন ডলারের প্রথম বাংলাদেশ সবুজ ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন প্রকল্প।
৪. ২৫০ মিলিয়ন ডলারের সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্র্যান্সফরমেশন (স্মার্ট) প্রকল্প।
৫. ২৫০ মিলিয়ন ডলারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবলিটি অ্যান্ড ট্র্যান্সফরমেশন প্রকল্প।

#বিশ্বব্যাংক #বাংলাদেশ #শেখহাসিনা #প্রকল্প #উন্নয়ন #অগ্রগতি #স্মার্টবাংলাদেশ

04/05/2023

দেবিদ্বার পৌর নির্বাচন হওয়ার সম্ভাবনায় ইতিমধ্যে ডজন-খানেক মেয়র পদপ্রার্থী ও ৯-ওয়ার্ডে শতের উপরে কাউন্সিলর সম্ভাব্য পদপ্রার্থী সোস্যাল মিডিয়াতে প্রচার করছে

-দেবিদ্বার হামলা বাড়ি বিধবা কৃষাণীর ৪৫ শতাংশ  ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ
03/05/2023

-দেবিদ্বার হামলা বাড়ি বিধবা কৃষাণীর ৪৫ শতাংশ ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ

03/05/2023

পটুয়াখালীর পুরানবাজারের টিনপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট

03/05/2023

তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে ঢাকা উত্তর সিটি
----------------
বিস্তারিত জানতে চোখ রাখুন পেইজে

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily News BD:

Share



You may also like