Current Context

Current Context This Collected Video Collection of Current Context

18/07/2024

হাসিনার চিরাচরিত টেকনিক মোবাইল ইন্টারনেট বন্ধ!
আগে নির্বাচনের দিন বন্ধ করতো ভোট চুরি করার জন্য। আজকে বন্ধ করেছে আন্দোলন রুখে দেওয়ার জন্য।

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️ ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ...
03/05/2023

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️
ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।

বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।

মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-

👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।

👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।

👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।

👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।

👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।

👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।

আমি যতটুকু জানতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম। বাজারে গেলে লম্বা আঙুর দেখলেই ভাববেন না যে এর দাম বেশি এবং ভালো মানের আঙ্গুর, দোকানদাররা আঙ্গুরের দামে আপনাকে মনাক্কা ধরিয়ে দিবে।

যারা আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি করছেন, আল্লাহ যেন এদের এবং সকল ধরনের অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দান করেন অথবা ধ্বংস করে দেন। (আমিন)

22/03/2023
কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
21/03/2023

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রী হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যার্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ , গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও !

নিরবে দুর্ভিক্ষে কাঁদছে আমার প্রিয় মাতৃভূমি।

 #জরুরী_সংবাদপ্রিয় দেশবাসি আসুন আমরা গরুর মাংস,মুরগী ও ডিম  খাওয়া থেকে বিরত থাকি অন্তত ১৫ দিন।বেশি প্রয়োজন ছাড়া এগুলো ...
17/03/2023

#জরুরী_সংবাদ

প্রিয় দেশবাসি আসুন আমরা গরুর মাংস,মুরগী ও ডিম খাওয়া থেকে বিরত থাকি অন্তত ১৫ দিন।

বেশি প্রয়োজন ছাড়া এগুলো কিনবো না।

৩০০/৪০০ টাকায় মূল্য নেমে আসবে গরুর মাংস, ৮০/৯০ টাকার মধ্যে পাবেন মুরগী, ডিমের হালি আসবে ২৫/৩০ টাকার মধ্যে।
একটু কষ্ট করে মাত্র ১৫/২০ দিন এইসব কিনা থেকে বিরত থেকে দেখেন কি হয়?

শীত আসছে, এই শীতে আপনাদের কার কি প্ল্যান জানান।
25/10/2022

শীত আসছে, এই শীতে আপনাদের কার কি প্ল্যান জানান।

26/09/2022

We are back again

24/06/2022

নতুন চাকরি পাওয়ার পর

23/06/2022

CC TV Footage

22/06/2022

Our new page started. Like our page and connect with us for latest exciting videos.

22/06/2022

মৃত্যু যেকোনো সময় আসতে পারে।

21/06/2022

Hello my friends
This is a new page for Video
I hope our journey will peaceful

21/06/2022

পদ্মা সেতুর পাইল বসানোর একটি ভিডিও।

21/06/2022

Address

Baniapara, Debidwar
Cumilla
3530

Telephone

+8801825444522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current Context posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Current Context:

Videos

Share

Category

Nearby media companies