ভবঘুরে

ভবঘুরে This is a tour and Bengali food page. All Street food review and tour TheTimesNewsBD.blogspot.com

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইডকানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক ...
11/12/2024

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইড

কানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক তথ্য এবং নির্দেশনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সহজ ও পরিপূর্ণ গাইড দেওয়া হলো, যা আপনাকে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে।

১. প্রাথমিক প্রস্তুতি

✅ IRCC (Immigration, Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান: IRCC অফিশিয়াল সাইট https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html

✅ GCKey অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন তথ্য সংরক্ষণ করুন।

২. অ্যাপ্লিকেশন শুরু

✅ আপনার GCKey অ্যাকাউন্টে লগইন করে "Apply to come to Canada" সিলেক্ট করুন।

✅ "Visitor Visa, Study and Work Permit" নির্বাচন করুন এবং প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিন।

৩. ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে:

✅ পূরণকৃত আবেদন ফর্ম (IMM5257)

✅ পাসপোর্ট কপি

✅ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি

✅ ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার

✅ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

✅ পরিবার সম্পর্কিত তথ্য (IMM5245 ফর্ম)

✅ কর্মসংস্থান সম্পর্কিত তথ্য বা NOC

৪. পেমেন্ট

✅ ভিসা ফি: 100 CAD

✅ বায়োমেট্রিক ফি: 85 CAD

✅ অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে মোট 185 CAD পরিশোধ করুন।

৫. বায়োমেট্রিক এবং আবেদন প্রক্রিয়া

✅ পেমেন্টের পর VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন।

✅ বায়োমেট্রিক সম্পন্ন করুন।

৬. ফলাফল ও পাসপোর্ট জমা

✅ GCKey অ্যাকাউন্টে আপডেট চেক করুন।

✅ ভিসা অনুমোদনের পর VFS-এ পাসপোর্ট জমা দিন এবং ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করুন।

৭. পুনরায় আবেদন (প্রয়োজনে)

✅ রিজেকশন হলে কারণ বুঝে নতুন করে আবেদন করুন।

✅ বায়োমেট্রিক পুনরায় দিতে হবে না (১০ বছরের জন্য বৈধ)।

প্রয়োজনীয় লিংকসমূহ:

✅ কানাডা ভিসার তথ্য https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

✅ অনলাইনে আবেদন https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application.html

✅ VFS গ্লোবাল সেবা https://www.vfsglobal.ca/Canada/Bangladesh/

এই নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই কানাডা ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন।

30/11/2024
21/08/2024

Fire on Students protest

19/08/2024

Send a message to learn more

06/08/2024

০৫ আগস্ট এর বিজয়ের পর যে ব্যক্তি যে দল সমর্থন করে সেই দল ক্ষমতায় আসা নিয়ে ব্যস্ত।

এদিকে আমরা সাধারণ মানুষরা ব্যস্ত আমাদের জীবিকা নির্বাহ নিয়ে।
কারণ দিন শেষে জুলুমকারী সরকারের তালিকায় আমাদেরই পড়তে হয়।
দলীয় ব্যক্তিরা তো বেঁচে যাবেন কারণ আপনারা তখন ক্ষমতাসীন দলের সমর্থক, সুযোগ সুবিধা ভোগ করতে থাকবেন।
এদিকে আমাদের মাঝে একটাই ভয় কাজ করে আবার কোন অত্যাচারী, দুর্নীতিবাজ, স্বৈরশাসক এর কাছে না দেশ চলে যায়।

ছাত্রদের এমন মৃত্যু এই স্বাধীন দেশে আবার কখনও পুনরাবৃত্তি হোক কখনও চাই না কারণ আমাদের সাধারণ জনগণের সাধারণ ঘরের মায়েদের কাছে প্রতিটা মৃত্যু মানে একটা পরিবারের জীবন থমকে যাওয়া।

অন্যান্য দলগুলো ১৫ বছরে যেটা পারেন নি তা ১৫/২০ দিনে ছাত্ররা দেখিয়ে দিয়েছে।

এই আন্দোলনে একেকটা ছাত্রের পাশে ছিল এক একটা পরিবার, শিক্ষক, সুশীল সমাজ সাধারণ খেটে খাওয়া মানুষ, সকল শ্রেণীপেশার অত্যাচারিত/নিপীড়িত জনগণ এবং বিশেষ করে সম্মানিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা।

০৫ আগস্ট মানুষের এই ঢল দেখে মনে কইরেন না মানুষ কোন দলের স্বার্থের জন্য এসেছিল।
মানুষ এসেছিল জেঁকে বসা এই সৈরতান্ত্রিক সরকার এর হাত থেকে দেশকে মুক্ত করতে।

তবে এই আন্দোলন এবং ফ্যাসিস্ট হাসিনার মতো কঠিন অবস্থা ভবিষ্যতে পুনরাবৃতি হবে যদি কোন দল গণতন্ত্র ভুলে অত্যাচারী, দুর্নীতিবাজ, সৈরাচারী হয়ে উঠে।

06/08/2024

১৫ বছর ধরে খেয়ে যাওয়া আর
১৫ বছর ক্ষুধার্ত থাকা দুই দলই ভয়ঙ্কর!

29/07/2024

আপনি আ*ন্দো*লনে নামসেন, ওরা ভয় পাইসে দেখে গু*লি ছুড়সে।

আপনি অনলাইনে পোস্ট করসেন, ওরা ভয় পাইসে দেখে নেট নিয়ে গেসে।

আপনি প্রতি*বাদ করসেন, ওরা ভয় পাইসে দেখে কার*ফিউ দিসে।

আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াই খবর দিসেন, ওরা ভয় পাইসে দেখে আবলতাবল বকতেসে।

আপনি রেমিট্যান্স পাঠাচ্ছেন না, ওরা ভয় পাইসে দেখে রেমিট্যান্স পাঠানোর জন্য ভিক্ষা করতেসে।

আপনি কথা বলতেসেন, ওরা ভয় পাইসে গুজব ছড়াইতেসে।

ওরা ভয়ে পেয়েছে, ভয় পাচ্ছে, শুধু আমি আর আপনি যেনো কথা বলা চালু রাখি। আর দয়া করে নিজেদের নিউজফিড ফানি মূল্যহীন meme* দিয়ে পূর্ণ না করি!!

18/07/2024

হাসিনার চিরাচরিত টেকনিক মোবাইল ইন্টারনেট বন্ধ!
আগে নির্বাচনের দিন বন্ধ করতো ভোট চুরি করার জন্য। আজকে বন্ধ করেছে আন্দোলন রুখে দেওয়ার জন্য।

দেশের জাতীয় পশু শিম্পাঞ্জি
16/07/2024

দেশের জাতীয় পশু শিম্পাঞ্জি

16/07/2024

অবাক কান্ড
দেশপ্রেমিকদের মাথায় হেলমেট আর হাতে চাপাতি অথচ রাজাকারদের মাথায় বাংলাদেশের পতাকা।

Address

Debidwar

Alerts

Be the first to know and let us send you an email when ভবঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভবঘুরে:

Videos

Share

Category