জ্ঞানকোষ - বিশ্বজগৎ

জ্ঞানকোষ - বিশ্বজগৎ অজানা সব তথ্যর ভাণ্ডার 💭
(1)

বিসিএস'র প্রশ্ন বেচে তিলতিল করে টাকা জমিয়ে কেনা গাড়িতে পিএসসি’র চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর পুত্রের সাদামাটা জীবনের ...
08/07/2024

বিসিএস'র প্রশ্ন বেচে তিলতিল করে টাকা জমিয়ে কেনা গাড়িতে পিএসসি’র চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর পুত্রের সাদামাটা জীবনের খণ্ডচিত্র।

(এই মহান সরকারি ড্রাইভার পরিবারের সততা ও সাদামাটা জীবনের চিত্র দেখতে বিসমিল্লাহ বলে কমেন্টবক্সে ঢুকে পড়ুন। ধাক্কাধাক্কি করবেন না, লাইন ধরে দাঁড়ান। অবশ্যই লাইনে দাঁড়ানোর আগে অজু করে নিন)🤭🤭🤭

"যাদু কাটা নদী" বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?  #জ্ঞানকোষ_পর্ব
03/03/2024

"যাদু কাটা নদী" বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

#জ্ঞানকোষ_পর্ব

বায়ান্ন'র ভাষা আন্দোলনে শহীদদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র ছিলেন আবুল বরকত।★ শহীদ আবুল বরকত⚫ জন্মঃ ১৬ই জুন,...
22/02/2024

বায়ান্ন'র ভাষা আন্দোলনে শহীদদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র ছিলেন আবুল বরকত।

★ শহীদ আবুল বরকত

⚫ জন্মঃ ১৬ই জুন, ১৯২৭

⚫ জন্মস্থানঃ ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে।

⚫ পেশাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।

⚫ মৃত্যুঃ ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সাল ৷

⚫ সমাধিস্থলঃ আজিমপুর পুরনো কবরস্থান৷

🔴 প্রাপ্ত তথ্য অনুসারে শহীদ আবুল বরকতের ছবিটি ১৯৪৮ সালে তোলা।

© গেরিলা ১৯৭১

ঢাকার ধোলাইখাল কে খনন করেন? #জ্ঞানকোষ_পর্ব
16/02/2024

ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

#জ্ঞানকোষ_পর্ব

বর্ধমান হাউস কোথায় অবস্থিত?  #জ্ঞানকোষ_পর্ব
12/02/2024

বর্ধমান হাউস কোথায় অবস্থিত?

#জ্ঞানকোষ_পর্ব

ভূরুঙ্গামারী সীমান্ত কোন জেলায় অবস্থিত? #জ্ঞানকোষ_পর্ব
09/02/2024

ভূরুঙ্গামারী সীমান্ত কোন জেলায় অবস্থিত?

#জ্ঞানকোষ_পর্ব

কালি ও কলম কী ? #জ্ঞানকোষ_পর্ব
03/02/2024

কালি ও কলম কী ?

#জ্ঞানকোষ_পর্ব

মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী? #জ্ঞানকোষ_পর্ব
03/02/2024

মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?

#জ্ঞানকোষ_পর্ব

"পুকুর চুরি" বাগধারাটির অর্থ কী? #জ্ঞানকোষ_পর্ব
02/02/2024

"পুকুর চুরি" বাগধারাটির অর্থ কী?

#জ্ঞানকোষ_পর্ব

‘ঢাকা গেট’ নির্মাণ করেন কে? #জ্ঞানকোষ_পর্ব
30/01/2024

‘ঢাকা গেট’ নির্মাণ করেন কে?

#জ্ঞানকোষ_পর্ব

বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
29/01/2024

বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

26/01/2024

আমার জীবনে একবার মনে-মনে পড়াশোনা করতে ইচ্ছে করেনাই!

অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে একবার মন থেকে পড়াশোনা পুরোপুরি ভাবে উঠে যায়! মনে-মনে পড়াশোনা টোটালি করতে ইচ্ছে করেনি। এ-কথা আম্মাকে বলার পর আম্মা নালিশ দিলো আব্বার কানে। আব্বা এই খবর শোনার পর রেগেমেগে এমন মাইরটা-না দিলো সেই একমাইরে ঘর ছেড়ে দিয়েছিলাম। ৭টা দিন নানারবাড়ি ছিলাম ঘরে যাইনাই। নানিকে না বলে রাজমিস্ত্রীর কাজ করছিলাম পাঁচ দিন। কাজ জানিনা বলে ৭০ টাকা করে দিতো দিনে। শেষমেশ এই কষ্ট সহ্য করতে না পেরে মনে-মনে পড়াশোনার চলে যাওয়া ইচ্ছেটা আবার ফিরে আসে! ফিরে গেলাম আবার আব্বার হোটেলে। আব্বাকে বল্লাম এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবো, মনে-মনে আর পড়াশোনার প্রতি ঘৃণা জন্মাবেনা। আর আজ আমি ৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত পুলিশ ক্যাডার।

সেইসময় যদি মনে-মনে'র কথা প্রাধান্য দিয়ে পড়াশোনা ছেড়ে দিতাম তবে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার আব্বা আজ দুনিয়াতে নাই। আমি আব্বাকে আমার অর্জনের সুসংবাদ শুনাতে পারিনি। আব্বা যদি শুনতেন তার একমাত্র ছেলের এমন অর্জন, নিঃসন্দেহে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। এই জিনিসটা আমায় ভীষণ পীড়া দেয়। আমার আব্বার জন্য দোয়া করবেন।

মনে রাখবেন, সবসময় মনকে প্রাধান্য দিলে মন আপনাকে জাহান্নামের দুয়ারে পৌছিয়ে দিতে বিলম্ব করবেনা। তাই মনকে প্রাধান্য দিতে নেই। মনে-মনে বলতেও কোন জিনিস নেই।

★ একজন সুপারিশ প্রাপ্ত
পুলিশ ক্যাডার
৪৩তম বিসিএস

26/01/2024

বাংলাদেশের গবেষণা কেন্দ্র সমূহ...

★ আম গবেষণা কেন্দ্র→ চাঁপাইনবাবগঞ্জ
★ মসলা গবেষণা কেন্দ্র→ বগুড়া
★ রেশম গবেষণা কেন্দ্র→ রাজশাহী
★ বন গবেষণা কেন্দ্র→ চট্টগ্রাম
★ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র→ খাগড়াছড়ি
★ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র→চাঁদপুর
★ ধান গবেষণা ইনস্টিটিউট→ জয়দেবপুর,গাজীপুর
★ তুলা গবেষণা ইনস্টিটিউট→ যশোর
★ আলু গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
★ কলা গবেষণা ইনস্টিটিউট→ রামপাল,বাগেরহাট
★ চামড়া গবেষণা ইনস্টিটিউট→ হাজারীবাগ, ঢাকা
★ তামাক গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
★ গরু গবেষণা ইনস্টিটিউট→ সাভার
★ মহিষ গবেষণা ইনস্টিটিউট→ বাগেরহাট
★ ছাগল গবেষণা ইনস্টিটিউট→ সিলেট
★ হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→নারায়ণগঞ্জ
★ হরিণ গবেষণা ইনস্টিটিউট→ শরণখোলা,বাগেরহাট
★ কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→ ভালুকা, ময়মনসিংহ
★ কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট→দুলহাজারা, কক্সবাজার
★ মৎস্য গবেষণা কেন্দ্র→ বাকৃবি, ময়মনসিংহ
★ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট→ঢাকা বিশ্ববিদ্যালয়।
★ পাট গবেষণা বোর্ড→ মানিকগঞ্জ
★ নদী গবেষণা কেন্দ্র→ ফরিদপুর
★ রাবার গবেষণা বোর্ড→ কক্সবাজার
★ তাঁত গবেষণা বোর্ড→ নরসিংদী
★ চা গবেষণা কেন্দ্র→ শ্রীমঙ্গল, সিলেট
★ ইক্ষু গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
★ ডাল গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
★ গম গবেষণা কেন্দ্র→ দিনাজপুর

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

@জ্ঞানকোষ_পর্ব

★ বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তন কয় ধরণের?  #জ্ঞানকোষ_পর্ব
25/01/2024

★ বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তন কয় ধরণের?

#জ্ঞানকোষ_পর্ব

★ 'শোক' শব্দের বিপরীত শব্দ ? #জ্ঞানকোষ_পর্ব
23/01/2024

★ 'শোক' শব্দের বিপরীত শব্দ ?

#জ্ঞানকোষ_পর্ব

★ সুয়েজখাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? #জ্ঞানকোষ_পর্ব
22/01/2024

★ সুয়েজখাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

#জ্ঞানকোষ_পর্ব

সাধারণ জ্ঞান..  #জ্ঞানকোষপর্ব
20/01/2024

সাধারণ জ্ঞান..

#জ্ঞানকোষপর্ব

11/01/2024

কেনো এখনো কৈলাশ পর্বতের চুড়ায় মানুষের যাওয়ার সাধ্য হয়নি! এভারেস্টের চেয়ে কম উচু হওয়া সত্ত্বেও কেনো কোন মানুষ কৈলাশ জয় করতে পারেনি! জানুন সেই রহস্যময় ঘটনা....

#কৈলাশ #পর্বত #কৈলাশপর্বত

★ " সাক্ষী গোপাল " বাগধারার অর্থ কী?
06/01/2024

★ " সাক্ষী গোপাল " বাগধারার অর্থ কী?

তোমরা বললা, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। কিন্ত তোমরা কেউ প্রশ্ন তুললা না পুরুষ মানুষটারে বউ বাচ্চা সহ মারলো কে.?...
05/01/2024

তোমরা বললা, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। কিন্ত তোমরা কেউ প্রশ্ন তুললা না পুরুষ মানুষটারে বউ বাচ্চা সহ মারলো কে.? কেন মারলো.? সিসিটিভি ক্যামেরার ফুটেজ কই.? ট্রেনের অগ্নিনির্বাপক যন্ত্রাংশ কই.? ট্রেনের দায়িত্বশীলরা সব কই.? ফায়ার সার্ভিস আসতে ১ ঘন্টা দেরি করলো কেন.?

তোমরা কি তার বার্বিকিউ পরিবেশন করবে বলে, প্রশ্নগুলারে ধামাচাপা দিয়া প্রেমের গান ধরলা.?

আহা বাংলাদেশ!

05/01/2024

লালবাগ কেল্লার ভৌতিক কাহিনী ☠️

#বিশ্বজগৎ_পর্ব

★ ইন্টারনেটে স্বাধীনতা সূচকে বাংলাদেশ কততম? #জ্ঞানকোষ পর্ব
04/01/2024

★ ইন্টারনেটে স্বাধীনতা সূচকে বাংলাদেশ কততম?

#জ্ঞানকোষ পর্ব

★ কোনটি শুদ্ধ বানান? #জ্ঞানকোষ
03/01/2024

★ কোনটি শুদ্ধ বানান?

#জ্ঞানকোষ

চাটুকারীদের বাংলাদেশে মেধাবীদের ঠাঁই নেই চেতনার বাংলাদেশেপড়ালেখার দরকার নেই!
03/01/2024

চাটুকারীদের বাংলাদেশে
মেধাবীদের ঠাঁই নেই
চেতনার বাংলাদেশে
পড়ালেখার দরকার নেই!

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানকোষ - বিশ্বজগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Chittagong media companies

Show All