atvlive.news

atvlive.news atvlive.news is the lokal online news channel. news politics entertainment and etc.

03/11/2024

জেলে কার্ডের চাল দোকানে যাচ্ছে। বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা।

don't afraid publish the truth. All kinds news publish at daily news paper jobabdihi, news24bangla, Bangladesh news toda...
03/11/2024

don't afraid publish the truth.
All kinds news publish at daily news paper jobabdihi, news24bangla, Bangladesh news today, boishakhinews, Somoy journal, sangbadsarakkhon, dinkaltimes and atvlive.news

call us : 0182-3030245 (Bangladesh)

02/11/2024

মর্মান্তিক দূর্ঘটনা!
লক্ষ্মীপুর পিডিবি অফিসের সামনে বিদ্যুৎ লাইনে নিরাপত্তা বিহীন অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে পুড়ে গেছে বিদ্যুৎ কর্মী।😭😭
আল্লাহ আপনি ওনাকে সুস্থতা দান করুন 🤲

লক্ষ্মীপুরে ৪ ছাত্র হত্যার আলামত বিনষ্ট করে বাড়ি সংস্কারের প্রতিবাদে মানববন্ধন  জেলা যুবলীগ সাবেক সভাপতি ও সাবেক সদর উপজ...
01/11/2024

লক্ষ্মীপুরে ৪ ছাত্র হত্যার আলামত বিনষ্ট করে বাড়ি সংস্কারের প্রতিবাদে মানববন্ধন

জেলা যুবলীগ সাবেক সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খুনি সালাহ উদ্দিন টিপুর বাড়ী সংস্কার কাজ বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। বুধবার (৩০অক্টোবর) সকালে ঐ বাড়ির সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেদিন অনেককেই বলাবলি করতে শুনা গেছ এটা বাড়ি, নাকি মিনি ক্যান্টনমেন্ট। ৪আগষ্ট দুপুর বারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দু'টি ভবন থেকে টানা পাঁচঘন্টা ব্যাপী বিরতিহীনভাবে চলেছিল গুলি। যাতে চার ছাত্রসহ মোট ১২ জন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক ছাত্রজনতা। যাদের অনেকেই হাত, পা ও চক্ষু হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গছ। সবশেষ সন্ত্রাসীদের পরাজিত করে, খুনি টিপুর বাহিনীকে বিতাড়িত করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ঐ বাড়িতে গুলির দাগ ও সন্ত্রাসীদের বিভিন্ন আলামত লেগে আছে। একটি মহল সুকৌশলে এসব আলামত বিনষ্ট করার জন্য সংস্কারের নামে এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রশাসনকে প্রদক্ষেপ নেওয়ার আহবান করছি। না হয় ছাত্রজনতা তাদের প্রতিহত করতে বাধ্য হবে। এই বাড়ি মানুষের বসবাসের অযোগ্য এবং আবু জাহেলের বাড়ির সাথে তুলনা করে বাড়িটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণার দাবী জানিয়েছেন ছাত্ররা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক সমাজের ইসমাইল হোসেন রাসেল, মো. পারভেজ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম আসাদ, বেলায়েত পাটওয়ারী, বায়েজীদ হোসেন, ইব্রাহিম খলিল, শহীদ কায়সার হোসেন বিজয়ের ভাই বিপুল প্রমূখ।

লক্ষ্মীপুরে ঘরে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি!অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরে সদর উপজেলার...
01/11/2024

লক্ষ্মীপুরে ঘরে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাম্বাসার বাড়ীর শাহ আহমদ এর ঘরে বুধবার দিবাগত রাতে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রাত প্রায় ২ টার দিকে দুর্ধর্ষ সংঘবদ্ধ চুরি সংঘটিত হয়।চোরেরা শাহ আহম্মদকে বেঁধে রাখে ও তার স্ত্রী জোহরা খাতুনকে উত্তম মধ্যম দিয়ে ঘরে থাকা দেড় লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণলঙ্কার ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

শাহ আহম্মদের স্ত্রী জোহরা খাতুন(৫৫) বলেন আমার ঘরে সিঁদ কাটে আলী আহম্মদ(৫৮), মিজান(৩৮), শাহ আলম(৫৫), শাহ আহম্মদ(৪৮), শাকিল(২৩) সহ অজ্ঞতনামা আরো ৫-৬ জন এসে প্রথমে আমার স্বামী শাহ আহম্মদকে হাত পা বেঁধে এলোপাতারি কিল ঘুসি দিয়ে আহত করে পরবর্তীতে আমার বাড়ির আলমারি, খাট, ওয়ারড্রব, ড্রেসিন টেবিল এলোমেলো করলে আমি চিৎকার করলে আমার ছোট মেয়ে শাহিনুর আক্তার(২৫), বড় ছেলের বউ রুবি আক্তার(২৫) ঘরে আসতে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

শাহ আহম্মদ(৬৪) বলেন আমি খুব ভয় পেয়ে গেছি, আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে মারধর করে। আমার ঘরে আমার বোনের স্বামী আলী আহম্মদ তার ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরো ৫-৬ জনকে নিয়ে আমার বাড়িতে দা, ছুরি ও দড়ি নিয়ে ডাকাতি করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ টাকা সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। আলী আহাম্মদ আমার মালিকানা জায়গা সম্পত্তি জোরপূর্ব দখল করার অনেক পায়তারা করে। এর আগেও সে আমার বাড়িতে লোকজন এনে জায়গায় সম্পত্তি জন্য খুন করার হুমকি-ধমকি দেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন- ‘ডাকাতির ঘটনা নিয়ে জোহরা খাতুন নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেন, আমরা বিষটি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

31/10/2024

হিসাব মিলাতে পারছেন না বলে এতো রাতে গিয়ে লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের অফিসে গিয়ে যা দেখা গেলো। আহারে বেচারী ঘামে গরমে চরম অবস্থা। 😜😜😜


লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন সেমিনার অ আ  আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ভোক্তা অধিকার সংরক্ষণ ...
29/10/2024

লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন সেমিনার

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ২৮ অক্টোবর (বুধবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এর সহ সভাপতি শংকর মজুমদার, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি আজিজুল ইসলামসহ প্রমুখ। সভায় জানানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলায় ৩৫ টি অভিযানের মাধ্যমে ৩৫ টি অভিযান পরিচালনা করে ১০ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৪ অর্থ বছরে ৮ অভিযানের মাধ্যমে ১৪ টি প্রতিষ্ঠানে ৬৮০০ টাকা জরিমানা আদায় করে অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।

লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধনঅ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর সদরের পিআরবি ব্রিকস ...
29/10/2024

লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর সদরের পিআরবি ব্রিকস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইসলামিয়া মহিলা মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বশিকপুর মহিলা মাদরাসার সুপার মোরশেদ আলম, আবদুল মজিদ মাস্টার, নবম শ্রেণির ছাত্রী জান্নাত সুলতানা, সারিকা সুলতানা, সুমাইয়া ইসলাম, এলাকাবাসী আনোয়ার হোসেন, জামাল উদ্দিন ও মো. ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে বাহার পাটোয়ারী জনবসতি এলাকায় ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না হলেও স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাটা এলাকার একাধিক মানুষ জানায়, ভাটা মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করে এসেছেন তিনি। সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীকে প্রতি মাসে মাসোয়ারা দিতেন বাহার। এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন তিনি।

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা সদরের টুমচর ইউনিয়নে ধাওয়া করে দুট...
29/10/2024

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা সদরের টুমচর ইউনিয়নে ধাওয়া করে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে অস্ত্রসহ সোহেলকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি-ধামকি দেয়। এসময় অস্ত্রধারীরা তারেককে গুলি করার ভয় দেখায়। একপর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভালবারসহ নাইন এম এম নামে দুটি বিদেশি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর জিয়া উদ্দিন আহমেদ, সেনা সদস্যসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছ জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কিভাবে ওই যুবকের কাছে আসছে তা জানা যায়নি।

29/10/2024

লক্ষ্মীপুরে সরকারি অফিসে কর্মকর্তা দুইদিন অনুপস্থিত। তবুও এসি ও লাইট চলছে সমান তালে।

29/10/2024

লক্ষ্মীপুরে আদালত, ইউএনও, এসিল্যান্ড, ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমতি নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী কে এই সরকারি কর্মচারি!

27/10/2024

লক্ষ্মীপুরের রায়পুরের পল্লীতে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় দূর্বৃত্তরা |

25/10/2024

ছাতিম ফুলের মনমাতানো সৌরভ ছড়িয়ে গেলো সবখানে। রুপ রঙ গন্ধ ব্যকুল পথচারী মন।

24/10/2024

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজে সাধারন শিক্ষার্থীদের আনন্দ মিছিল।

রায়পুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ!  অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক ম...
24/10/2024

রায়পুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় নাম স্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে মুসা নামের ৪ বছরের একটি শিশু। নিহত মুসা সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ হায়দার আলী বেপারি বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক (চট্র মেট্রো-ট ১১-৭৮৯৩) মাল বোঝাই করে রায়পুর অভিমুখে যেতে থাকলে চৈতাইল্যা দিঘির পাড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুসা (৪) নামের শিশুটি ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায় সে।

সড়কের সাথে থেতলে যায় তার পুরো দেহ! দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে ততোক্ষণে পালিয়ে যায় চালক।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) আমির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

24/10/2024

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা শক্তিশালী হয়ে ক্রমান্বয়ে উপকূলের দিকে এগিয়ে এলেও লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে যাত্রী নিয়ে বলগেট ভোলা বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। নৌ পুলিশ ও কোস্টগার্ড দেখেও না দেখার ভান করছে।

23/10/2024

কোস্ট গার্ড, মজুচৌধুরী ঘাটের দায়িত্বে থাকা সদস্যদের কি উপহাসমূলক প্রচারণা! ঘাটে দাঁড়িয়ে থাকা মিনি লঞ্চের আবছা আলোয় কয়েকজন স্থানীয়কে ডেকে প্রচারণার রেকর্ড বাজিয়ে ফটো করে তারা।বাহিরের কাউকে ফটো বা ভিডিও করতে দেয়নি। মানুষ যেতে চায়নি ও লঞ্চগুলোও লাইট জ্বালাতে অনেক অনুরোধ করতে দেখা যায় কন্টিনজেন্ট কমান্ডারকে। এ ফটো ভিডিও দিয়ে তারা কি করবে?

এ ধরনের উপহাসমূলক প্রচারণার সাক্ষী এটিভিলাইভ.নিউজ

.news

Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when atvlive.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to atvlive.news:

Videos

Share

Category