স্বপ্ন তো দেখার জন্যেই। আর তাই স্বপ্ন দেখতে দেখতে আমাদের নিরন্তর পথ চলা।
স্কুল জীবন থেকে যেই স্বপ্নটা আমরা দেখা শুরু করেছিলাম সেই স্বপ্নটা এখনো পুরোপুরি
সত্যি করতে না পারলেও সেই স্বপ্নটার আশেপাশেই এখন চলছে আমাদের বিচরন।
আমরা কতদুর এগিয়েছি বা কতোদূর এখনো যাওয়ার বাকি তা হিসেব করতে চাইনা।
একদিন আমাদের পথ চলা থেমে যাবে।তখনি বলা যাবে আমরা আমাদের স্বপ্নটাকে কোথায়
নিয়ে গিয়ে থেমেছি!!
ফিল্ম মেকিং এর
ঝোঁক যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে। ওই সময়ে পড়াশুনার বাইরে এই কাজের চিন্তা করা অনেকটা বিলাসিতা আর বখাটেপনার পর্যায়ে ধরে নিয়েছিল অনেকে।
ফিল্ম মেকার হওয়ার চিন্তা ছিল অনেকটা বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো।
তারপরও ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু করে দিলাম মিউজিক ভিডিও বানানো। আর ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে টুকটাক এডিটিং শিখে নিলাম।
তখন ২০০৯ সালের শেষের দিকে। একটা স্ক্রিপ্ট লিখা শেষে ঝামেলা শুরু হল বাজেট নিয়ে। চিন্তা করে ঠিক করলাম সবে এসএসসি দিয়ে এতো বাজেটের কিছু বানাতে পারবোনা। কিন্তু থেমে যাওয়া যাবেনা, ঠিক করলাম "জিরো বাজেট" শর্টফিল্ম বানানোর। কোন এক টং এর দোকানে বসে এভাবে ভাবতে ভাবতেই Epitaph Films এর পথ চলা শুরু।
তারপর ২০১১ সালের ২৯ ফেব্রুয়ারী প্রথম শর্টফিল্ম "ক্ষণিকের মোহ" মুক্তি পেল। টেকনিক্যাল কিছু সমস্যার কারনে শর্টফিল্ম পেশাদার ডিরেক্টরদের পছন্দ না হলেও সবার কাছ থেকে সাড়া পেলাম অনেক ভালোভাবেই। অনুপ্রেরনা পেলাম ছোট ভাই বড় ভাই অনেকের কাছ থেকে। আর কিছু "বিশেষ মানুষ" এর কথা না হয় নাই বললাম। অনুপ্রেরণা কাজ করল টনিকের মতো।
২০১২ সালে এসে "দেশ বদলে দিতে চাওয়া এক তরুনের" কাহিনী নিয়ে বানিয়ে ফেললাম "জাগরনের বার্তা। বরাবরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন কিছু বড় ভাইকে সিলেক্ট করলাম যাদের সাথে পরিচয় খুব বেশীদিনের না। ওদের কাছ থেকে সেরাটা আদায় করে নিয়ে ওদেরকে দিয়ে করালাম অভিনয়। এবারও মোটামুটি সাড়া পেলাম আর টেকনিক্যাল সমস্যাগুলো অনেকে দেখিয়ে দিল। প্রত্যেকটা ভুল নোট করে রাখলাম মাথায়।
২০১৩ তে এসে মোটামুটি পূর্ণতা পেল Epitaph Films । পেয়ে গেলাম আমার মতোই আগ্রহী আরও কিছু বন্ধু যারা আসলেই সিরিয়াস। কিছু একটা করতে চায় তারাও। শুরু করলাম তৃতীয় শর্টফিল্মের কাজ। এবার মোটামুটি পরিণত হয়ে কাজ করার চেষ্টা করছি। আগের মতো আর তাড়াহুড়া নয়। খুটিনাটি ভুলগুলো বিদায় করতে চাচ্ছি মনোযোগ দিয়ে ।
আমরা সীমিত জ্ঞান আর সম্পদ নিয়েও স্বপ্ন দেখে যাই আমাদের Epitaph Films নিয়ে। জিরো বাজেটের বস্তাপচা শর্টফিল্ম বানাতে বানাতে হয়তো একদিন তাক লাগিয়ে দিবো সবাইকে।
যদিও প্রফেশনাল কোন কাজ করা হয়নি এখনো তারপরও আমাদের আমাদের কাজগুলোর লিঙ্ক নিচে দিলাম।
https://www.youtube.com/playlist?list=PL5319D190BB9FD2AB&feature=mh_lolz