29/10/2020
ছোট থেকেই বাবা মায়ের খুব ছোট-খাটো ঝগড়া, যা অন্যদের কাছে খুব silly লাগবে! এসব দেখেই একটা ছেলের বড় হয়ে ওঠা..
ছেলের জব শুরু তো মায়ের আবদার শুরু 'ছেলের বউ চাই'। এক পর্যায়ে নিজের নিয়ম আর সীমানা ভেঙ্গে মেয়ে দেখতে গেলো, এমন করতে করতে ২জন মেয়েকে বুঝিয়ে না বলে দিয়েছে। ছুটিতে বাবা মায়ের সাথে দেখা করতে গিয়ে ঘটনাচক্রে তার কাছের বন্ধু রিয়াদের সাথে দেখা, বন্ধুর মন সবসময় এমন উদাসীন থাকে কেন জানতে চাপাচাপি করতেই ছেলে তার অতীতের ভয়ানক একটা গল্প শুনিয়ে দিয়েছে মি. রিয়াদ কে।
ছেলে রুমে বসে মোবাইল হাতে ব্যাস্ত এমন সময় মায়ের পুরোন আবদার, ওনার বান্ধবীর বোনের মেয়েকে দেখে আসতে হবে। মাকে বিরক্তের সুরে না বলার পরেও একপ্রকার হেরে যাওয়া মানুষের মত পুনরায় মেয়ে দেখতে যাওয়া... মেয়ে হাজির!! ঘটনা মূলত এইখান থেকেই শুরু! দেখতে চোখ রাখুন "সস্তা প্রোডাকশন" এর ফেসবুক পেইজে।
(নিজের বক্তব্য- আসলে আমি কিছুই নাহ, আমার মধ্যে সামান্য জ্ঞান (যা অন্যদের কাছে প্রতিভা) পর্যন্ত নাই; বিশ্বাস করা মানুষ, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা-সাপোর্টের খুঁটি ধরে ভালো কিছু করতে চাইছি। দোয়া করবেন।🎬
এই স্বপ্নের কাজ শুরু করতে আমাকে স্বপ্ন দেখা আর সাহস দিয়েছেন আমার মেনটর শ্রদ্ধেয় জুনায়েদ ইভান ভাইয়া, অন্যজন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বড় ভাই প্রিয় জিয়াউল হক পলাশ ভাইয়া।💙
এই স্বপ্নের যুদ্ধে আমার সাথী হিসেবে পেয়েছি আমার পাশে বাবা মা আর ভাইকে, এরপর তউসিফ, রিদওয়ান, লিমন ভাই, ইনাভা, এরাবি আপু, তানজিলা, আহুতি, সাবিহা, ফারদিন, ওয়াসিল সহ আরো অনেকে।
শেষ সম্মানটুকু আমার পছন্দের বোন মিশকাত আপুর জন্য, আমাকে সাহস দেবার জন্য ধন্যযোগ আপু💛💙
[আপনার পছন্দের মানুষকে ইনভাইট করুন এবং সম্ভব হলে শেয়ার করুন, কৃতজ্ঞ আমি! ধন্যবাদ দিয়ে ছোট করবো নাহ।]😇
Zunayed evan Ziaul Hoque Polash💙