Shosta Production

Shosta Production We believe in work! we believe creation! Please stay with us, Thank you.

বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ একসাথে করে এক ফ্রেমে এনে গল্পের মতো করে বলতে চেয়েছি..There was no message or news, just tryi...
12/09/2021

বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ একসাথে করে এক ফ্রেমে এনে গল্পের মতো করে বলতে চেয়েছি..
There was no message or news, just trying to make something and here it is..
N.B- স্বস্তা প্রোডাকশনের প্রথম আপলোডেড ভিডিও!

®Shosta Production
Camera 1- Hasan Shanth
Camera 2- Shafayat Kabir Shahi
And our comrade Ridwan Khan

Published- 12 September 2021Main track- SafariArtist- Serena(It's not the original one, we just try to make something with this track, cheers)All right recei...

31/07/2021

একটা মধ্য বয়স্ক ছেলে সিএনজিতে করে drug trafficking করছে, পথিমধ্যে সিভিলে থাকা DB তাকে চেক করে তল্লাশি চালাচ্ছে! সে তখন এমন কায়দা করে তার শরীরের মধ্যে তার বহন করা প্যাকেট টা লুকিয়ে ফেলবে দর্শকরা মনে করবে সেই ছেলেটি নিজেকে পুলিশের সামনে থেকে হাওয়ায় নিজেকে মিশিয়ে ফেলছে...
কেমন হবে যদি এই গল্পটা আমি mobile এ shoot করি, যেখানে ডিভাইস হিসেবে আমার কাছে থাকবে I phone 11, One plus 8T and my POCO X3.. But the thing is এখানে আমি কোনো ট্রাইপড কিংবা Gimbal ব্যবহার না করে ফ্রি হ্যান্ডে শুট নেয়ার ট্রাই করবো! 4K রেজ্যুলেশনে শুট নিবো যদিওবা..
কেমন হবে আপনাদের মতামত দিন...

-শাফায়াত কবির

12/06/2021

পড়ালেখা VS ফিল্মমেকার!
ক্লাস ৯থেকেই ক্যামেরা নিয়ে কাজ করার ভুত চাপিয়ে আজ এত বছর পার করছি, ফ্রেম সেন্স ডেভলপের জন্য প্রচুর প্রয়োজনীয়- অপ্রয়োজনীয় ছবি উঠিয়েছি! এখনো ফ্রেম সেন্সটা অতটা সবল হয়ে ওঠেনি। আশার কথা হচ্ছে, আমি একটা শর্ট ফিল্ম বানানোর কাজে হাত দিয়েছিলাম এবং কারিগরি জটিলতায় আমি ব্যার্থ হই! গতবছরের অক্টোবর থেকে শুরু করে দুইবার টানা শুট করেও আমি ব্যার্থ হই!তাউসিফ, রিয়াজুল, রিদওয়ান সহ অনেকেই মন খারাপ করে, আমার এক বন্ধু আমাকে রীতিমতো এও বলেছে আমি জীবনে কোনোদিন ফিল্ম বানাতে পারবো না(যদিও এটা সে আমাকে জ্বলে ওঠার জন্য বলেছিলো)। 'ভালো-বাসা চাই' প্রজেক্টটি যখন ক্যান্সেল করি তখন আমি একা রুমে বসে কেঁদেছিলাম! কেমন কষ্ট পেয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। ইভান ভাইয়া আমার শর্টফিল্মে আমাকে কত সাহস জুগিয়েছিলো, কিভাবে সাহায্য করেছিলো সেটা আমিই জানি। আমি এই প্রজেক্ট একদিন আবার জীবিত করবো, ইনশাআল্লাহ! এই ব্যার্থতার গল্প বললাম কেনো জানেন? এই ব্যার্থতা আমাকে শিখিয়েছে ফিল্মমেকার হওয়া চাট্টিখানি কথা নাহ, এতো সহজ না। এই ব্যার্থতা আমাকে শিক্ষিত করেছে।
প্রজেক্টে ব্যার্থ হওয়ার পর শান্ত ভাই আমাকে সাথে নিয়ে ওনার টিমে কাজ করার সুযোগ দিয়েছিলেন। অনেক কিছু শিখেছি উনার থেকে। একটা শর্ট ফিল্মে কাজও করেছি ওনার আন্ডারে। সামনে সব ঠিক থাকলে আরো একটা সুন্দর প্রজেক্ট নামাবো।

এইবার আসি পড়ালেখা নিয়ে, ক্লাস ফোর পর্যন্ত আমি ভালো ছাত্র ছিলাম। এরপর আমার মাঝে আর কোনো ভালো ছাত্রের গুণ অবশিষ্ট ছিলো না, হয়ে যায় বেকবেঞ্চার! চায়না থেকে সেমিস্টার ব্রেকে দেশে আসছি সেই ব্রেকটা আর শেষের নাম গন্ধও নেই। আমি অপেক্ষায় আছি।
২১এর মধ্যে যদি পড়ালেখা নিয়ে কোনো কুল কিনারা না করতে পারি তাহলে ঢাকায় গিয়ে কাজ করা শুরু করে দিবো। পড়ালেখার পাশাপাশি প্রোডাকশন টিমের সাথে কাজ করবো। ফিল্মমেকার হবো মানে হবো!
আল্লাহ আমার সহায় হোন! আমীন।💙
পুনশ্চ১- ব্যার্থতার গল্প বলতে খারাপ লাগে না, আমি বিশ্বাস করি একদিন আমি ভালো মানুষ হবো। ব্যার্থতায় না হেসে নিজের চেয়ার শক্ত করার ব্যবস্থা করি। আমরা প্রায়ই যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের ব্যার্থতা দেখে হাসতে গিয়ে নিজের গদি থেকে ছিটকে পড়ি।
(ভিডিও- রিফাত) [অক্লান্ত পরিশ্রম করেছে ছেলেটা, দিনরাত দেখে নাই এমনভাবে কাজ করেছে ও।]
Post from Shafayat Kabir Shahi

20/01/2021

Need a line producer (who manage everything of his/her area) for a shooting team! After some days we're cook a new film so that we need a production manager!
Requirement- work friendly, love to deal everything

প্রজেক্ট: ভালো-বাসা চাই(রি-শুট)সম্ভাব্য রিলিজ ডেট- ৯জানুয়ারি!
29/12/2020

প্রজেক্ট: ভালো-বাসা চাই
(রি-শুট)
সম্ভাব্য রিলিজ ডেট- ৯জানুয়ারি!

ভালো থাকবেন স্যার আলি যাকের! 💙ছবি- কালেক্টেড
27/11/2020

ভালো থাকবেন স্যার আলি যাকের! 💙
ছবি- কালেক্টেড

18/11/2020

#স্ক্রিপ_রাইটার_চাই
ভালো গল্প(ডিটেইলসে গল্প/স্ক্রিপ্ট প্রাধান্য পাবে) বা স্ক্রিপ্ট থাকলে জমা দিতে পারেন, নির্বাচিত গল্প বা স্ক্রিপ্ট writer এর সাথে বসে আমরা পরর্বতী আলোচনা করবো।
**নোট- স্বাধীন কাজের ইচ্ছাশক্তি থাকলে ভেবে দেখবেন, কোনো প্রকার সম্মানী(অর্থ) দিতে না পারায় আমরা স্বস্তা প্রোডাকশন দুঃখিত! 💙

"মা, প্রত্যেকদিন তোমার বান্ধবীর মেয়ে, অমুকের বোনের মেয়ে দেখতে আমার আর ভালো লাগে না.. এসব বন্ধ করো প্লিজ!"প্রজেক্ট:- ভালো...
03/11/2020

"মা, প্রত্যেকদিন তোমার বান্ধবীর মেয়ে, অমুকের বোনের মেয়ে দেখতে আমার আর ভালো লাগে না.. এসব বন্ধ করো প্লিজ!"
প্রজেক্ট:- ভালো-বাসা চাই

ভালো-বাসা চাই।®সস্তা প্রোডাকশন
01/11/2020

ভালো-বাসা চাই।
®সস্তা প্রোডাকশন

The Director 🖤📸- Ridwan Khan
31/10/2020

The Director 🖤
📸- Ridwan Khan

প্রজেক্ট:- ভালো-বাসা চাই!অভিনয়ে- তউসিফ, রিদওয়ান, ইনাভা, তানজিলা, আহুতি, ফারদিন, প্রসেনজিৎ, এরাবি, জাওয়াদ(শিশু শিল্পী)©সস...
31/10/2020

প্রজেক্ট:- ভালো-বাসা চাই!
অভিনয়ে- তউসিফ, রিদওয়ান, ইনাভা, তানজিলা, আহুতি, ফারদিন, প্রসেনজিৎ, এরাবি, জাওয়াদ(শিশু শিল্পী)
©সস্তা প্রোডাকশন

প্রজেক্ট: ভালো-বাসা চাই!!🎬শ্রাবন্তি আর তউসিফ!📽️
30/10/2020

প্রজেক্ট: ভালো-বাসা চাই!!🎬
শ্রাবন্তি আর তউসিফ!📽️

29/10/2020

ছোট থেকেই বাবা মায়ের খুব ছোট-খাটো ঝগড়া, যা অন্যদের কাছে খুব silly লাগবে! এসব দেখেই একটা ছেলের বড় হয়ে ওঠা..
ছেলের জব শুরু তো মায়ের আবদার শুরু 'ছেলের বউ চাই'। এক পর্যায়ে নিজের নিয়ম আর সীমানা ভেঙ্গে মেয়ে দেখতে গেলো, এমন করতে করতে ২জন মেয়েকে বুঝিয়ে না বলে দিয়েছে। ছুটিতে বাবা মায়ের সাথে দেখা করতে গিয়ে ঘটনাচক্রে তার কাছের বন্ধু রিয়াদের সাথে দেখা, বন্ধুর মন সবসময় এমন উদাসীন থাকে কেন জানতে চাপাচাপি করতেই ছেলে তার অতীতের ভয়ানক একটা গল্প শুনিয়ে দিয়েছে মি. রিয়াদ কে।
ছেলে রুমে বসে মোবাইল হাতে ব্যাস্ত এমন সময় মায়ের পুরোন আবদার, ওনার বান্ধবীর বোনের মেয়েকে দেখে আসতে হবে। মাকে বিরক্তের সুরে না বলার পরেও একপ্রকার হেরে যাওয়া মানুষের মত পুনরায় মেয়ে দেখতে যাওয়া... মেয়ে হাজির!! ঘটনা মূলত এইখান থেকেই শুরু! দেখতে চোখ রাখুন "সস্তা প্রোডাকশন" এর ফেসবুক পেইজে।
(নিজের বক্তব্য- আসলে আমি কিছুই নাহ, আমার মধ্যে সামান্য জ্ঞান (যা অন্যদের কাছে প্রতিভা) পর্যন্ত নাই; বিশ্বাস করা মানুষ, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা-সাপোর্টের খুঁটি ধরে ভালো কিছু করতে চাইছি। দোয়া করবেন।🎬
এই স্বপ্নের কাজ শুরু করতে আমাকে স্বপ্ন দেখা আর সাহস দিয়েছেন আমার মেনটর শ্রদ্ধেয় জুনায়েদ ইভান ভাইয়া, অন্যজন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বড় ভাই প্রিয় জিয়াউল হক পলাশ ভাইয়া।💙

এই স্বপ্নের যুদ্ধে আমার সাথী হিসেবে পেয়েছি আমার পাশে বাবা মা আর ভাইকে, এরপর তউসিফ, রিদওয়ান, লিমন ভাই, ইনাভা, এরাবি আপু, তানজিলা, আহুতি, সাবিহা, ফারদিন, ওয়াসিল সহ আরো অনেকে।
শেষ সম্মানটুকু আমার পছন্দের বোন মিশকাত আপুর জন্য, আমাকে সাহস দেবার জন্য ধন্যযোগ আপু💛💙

[আপনার পছন্দের মানুষকে ইনভাইট করুন এবং সম্ভব হলে শেয়ার করুন, কৃতজ্ঞ আমি! ধন্যবাদ দিয়ে ছোট করবো নাহ।]😇
Zunayed evan Ziaul Hoque Polash💙

আসসালামু আলাইকুম,আমাদের যাত্রা শুরু করছি আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে। আমরা সৃষ্টিতে বিশ্বাসী এবং কাজে বিশ্বাসী।📽️🎬...
29/10/2020

আসসালামু আলাইকুম,
আমাদের যাত্রা শুরু করছি আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে। আমরা সৃষ্টিতে বিশ্বাসী এবং কাজে বিশ্বাসী।📽️🎬🎬
ভালো কিছু প্রজেক্ট আপনাদের উপহার দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের শেষ ভরসা।🎬
-Shafayat Kabir

Address

Chittagong

Telephone

+8801756664505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shosta Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shosta Production:

Videos

Share


Other Broadcasting & media production in Chittagong

Show All