16/09/2024
১৯৫৮ সালে সৌমিত্রর প্রথম ছবি 'অপুর সংসার'। 'অপরাজিত' ছবি হচ্ছে জেনে সৌমিত্র আমার কাছে এসে অপুর ভূমিকায় অভিনয় করার ইচ্ছে প্রকাশ করে। আমি তখন বলি- অপুর পক্ষে তোমার বয়স বেশি। তার দু-বছর পরে যখন 'অপুর সংসার' করা স্থির করি তখন আমি নিজেই সৌমিত্রকে ডেকে নিই। আমার তরফ থেকে সৌমিত্রকে সার্টিফিকেট দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমার সাতাশটি ছবির চৌদ্দটিতে সে প্রধান ভূমিকায় অভিনয় করেছে। এ থেকেই বোঝা যায় আমি তার প্রতি কতটা আস্থা রাখি। এবং অভিনেতা হিসেবে আমি তাকে কোথায় স্থান দিই। তার প্রতি আমার নির্ভরশীলতা আমার শিল্পীজীবনের শেষদিন পর্যন্ত বজায় থাকবে, এটা আমি জানি
-সত্যজিৎ রায়
📖 সৌমিত্র চট্টোপাধ্যায় : বঙ্গসংস্কৃতির অগ্রপুরুষ
✍️ শৈবাল চৌধুরী
💰 মূল্য : ২০০ টাকা
ঘরে বসে ফোনে অর্ডার করুন বাতিঘর চট্টগ্রাম: 01733067005