fotografía

fotografía fotografia’s mission is to develop the practice, enjoyment and understanding of photography and lens-based media in Bangladesh.

Our Purpose:

• To support the development of artists and arts practice in Bangladesh through exhibiting opportunities, courses and events, publishing and professional development activities

• To provide a quality and professional competition for photographers in which they can gain both acclaim and recognition.

• To develop audiences in Bangladesh through exhibition, touring and distribution o

f work, in both physical and virtual spaces.

• Promote the regions artists and increase cultural awareness of the region locally,regionally and Bangladesh wide.

• Provide meeting places for club activities and round table discussions.

• Present topics for inspiration, education, motivation, and the artistry of photography.

• Provide educational workshops.

• Promote the club and its members through the public display of photography.

• Provide scholarships to advance photography through education.

• To deliver new artistic programmes which are challenging and accessible, featuring the best international contemporary work in photography and lens-based media.

শুভ জন্মদিন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক প্রিয় ওয়াহিদ মালেক ভাইয়া । সবসময় ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।
06/04/2020

শুভ জন্মদিন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক প্রিয় ওয়াহিদ মালেক ভাইয়া । সবসময় ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।ঘরে থাকি, নিজেকে, পরিবারকে এবং দেশের মানুষকে সুস্থ রাখি ।
26/03/2020

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
ঘরে থাকি, নিজেকে, পরিবারকে এবং দেশের মানুষকে সুস্থ রাখি ।


13/03/2020
10/03/2020
International Women’s Day is a time to reflect on progress made, to call for change and to celebrate acts of courage and...
08/03/2020

International Women’s Day is a time to reflect on progress made, to call for change and to celebrate acts of courage and determination by ordinary women, who have played an extraordinary role in the history of their countries and communities.

Helping children of all ages and all genders find inspiration and courage from diverse women role models is key to education.

This day is a reminder for every human being in the world to love and admire women, for they deserved it. Happy Women’s day!

যে ভাষণে জাতি দিক নির্দেশনা পায়, জাতীয়তাবাদী আদর্শ ও স্বতন্ত্র জাতিসত্ত্বা বিনির্মাণে উদ্বুদ্ধ হয়, এ ভাষণ তদানীন্তন পূর্...
07/03/2020

যে ভাষণে জাতি দিক নির্দেশনা পায়, জাতীয়তাবাদী আদর্শ ও স্বতন্ত্র জাতিসত্ত্বা বিনির্মাণে উদ্বুদ্ধ হয়, এ ভাষণ তদানীন্তন পূর্ব পাকিস্তানেরআবাল বৃদ্ধ বণিতাকে এক পতাকাতলে সমবেত করে।এ ভাষণ ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।

এ এটি কোন প্রথাগত বা লিখিত ভাষণ ছিল না। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করেছে। ফলে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ মানবজাতির মূল্যবান ও ঐতিহ্যপূর্ণ সম্পদ হিসেবে স্বীকৃত ও গৃহীত হয়। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকৃত ৩০ লাখ শহীদ আর সম্ভ্রমহৃতকয়েক লাখ মা-বোনসহ দেশের সবার জন্য এটি আনন্দ ও বিরল সম্মানের বিষয়।

May this year bring new happiness, peace, prosperity and a lot of new inspiration for your life.Hope the coming year is ...
31/12/2019

May this year bring new happiness, peace, prosperity and a lot of new inspiration for your life.Hope the coming year is a joyful ride for you and your family. Happy New Year 2020.

 #সিভা_গুণীজন_সম্মাননা_পদক_প্রদান - ২০১৯ 'বিজয়ের এই গৌরবের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীত...
15/12/2019

#সিভা_গুণীজন_সম্মাননা_পদক_প্রদান - ২০১৯ '
বিজয়ের এই গৌরবের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘সিভা’ গত ১০ ডিসেম্বর , মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে জীবনযুদ্ধে হার না মানা বেগম মুশতারী শফী কে 'সিভা সম্মাননা পদক - ২০১৯' প্রদান করার সুযোগ পেয়ে আমরা সত্যি গর্বিত ও আনন্দিত ।

শহীদ জায়া' হিসেবে পরিচিত, জীবনযুদ্ধে হার না মানা এক আলোকবর্তিকার নাম মুশতারী শফী। দেশ, সমাজ ও নারীর কল্যাণে হেঁটেছেন দীর্ঘ পথ। তার চিন্তায় ষাটের দশকে গড়ে ওঠা 'বান্ধবী সংঘ' ছিল সে সময়কার নারীর অবাধ বিচরণের স্বতন্ত্র ক্যানভাস। দীর্ঘ সময়ের সাহিত্যচর্চায় রচনা করেছেনে অসংখ্য গ্রন্থ। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে রেখেছেন অনন্য অবদান। স্বাধীনতা সংগ্রামে হারিয়েছেন প্রাণপ্রিয় স্বামী ও আপন ছোট ভাইকে।

'স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র' প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনা হয় তার বাসভবনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ, আগরতলায় গিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। যুদ্ধপরবর্তী সময়ে গণআন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এখনও কাজ করে যাচ্ছেন তিনি আগের মতোই।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও প্রকাশক জনাব এম, এ মালেক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজয় বসাক, বিপিএম,পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিভার সন্মানিত উপদেষ্টা, জনাব মোহাম্মদ জোবায়ের , লেখক ও মাননীয় মেয়র সাতকানিয়া পৌরসভা ।

অনুষ্ঠানে বক্তারা বলেন শিশুর পূর্ণাঙ্গ বিকাশে সিভার প্রাক-প্রাথমিক শিক্ষার কার্যক্রম সত্যি প্রসংশনীয়, শৈশবই মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের উপযুক্ত সময়। পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের দেশপ্রেম, শ্রদ্ধাবোধ, আত্মনির্ভরশীলতা, সততা, শিষ্টাচার, দায়িত্বশীলতা ও শৃংখলাবোধ সম্পর্কে এ সময়েই যদি শিশুদের উদ্বুদ্ধ করা যায় তবে তারা নিঃসন্দেহে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সম্পদে পরিণত হবে। এজন্য প্রাক-প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে অবিলম্বে এবং সর্বাগ্রে। অতিথিদের বক্তব্যের পর ‘সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ২০১৯ সালে প্রাক-প্রাথমিক শিক্ষা সফল ভাবে শেষ করা শিশুদের সার্টিফিকেট তুলে দেয়া হয় ।

এম এ মালেক বলেন, পরিবর্তনের কথা সবাই বলি, নিজে কতটা পরিবর্তন হচ্ছি তা ভাবছি ক’জন? নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে যদি পরি...
11/12/2019

এম এ মালেক বলেন, পরিবর্তনের কথা সবাই বলি, নিজে কতটা পরিবর্তন হচ্ছি তা ভাবছি ক’জন? নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে যদি পরিবর্তিত হতে পারি, পরিবারকে পরিবর্তন করতে পারব। পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তিত হবে, দেশ পরিবর্তিত হবে। আমাদের সবার ভালোবাসার দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। শিশুদের মাঝে সেই বীজটা পিতা–মাতাকেই রোপণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভার উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন শহীদজায়া লেখিকা বেগম মুশতারী শফী ও সিএমপির উপ–পুলিশ কমিশনার বিজয় বসাক। বেগম মুশতারী শফী বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের পথ চলা সংঘাতহীন করার জন্যই তো একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি। এ অনুভূতিতে উদ্বুদ্ধ করতে হবে ছোট ছোট শিশুদের। স্বাধীনতা প্রাপ্তি একদিকে উৎসবের, অন্যদিকে গভীর আত্মত্যাগের ইতিহাস। এই ইতিহাস শিশুদের জানতে হবে। তাদের জানানোর দায়িত্ব আমাদের।

উপ–পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, একটি সমাজের জন্য সফল মানুষের চেয়ে বেশি জরুরি একজন ভালো মানুষের। শুধু এ প্লাস পাওয়া ভালো ছাত্রের মানদণ্ড হতে পারে না। আপনি আপনার ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছেন, সে ভালো রেজাল্ট করছে, আপনি গর্ব করছেন, আপনার প্রতিবেশীও হয়ত গর্ব করছে। কিছুদিন পর সেই ছেলে আপনাকে পাঠিয়ে দিচ্ছে ওল্ড হোমে। পিতা হিসেবে আমি যেমন চাই আমার সন্তানটা আমার কাছে থাকুক, তেমনি সন্তানেরও ভাবতে হবে তার পিতা–মাতা কী চায়। এটা শুধু চাওয়া নয়, এটা তাদের অধিকার। তবেই তো দেশ উন্নত হবে। আমরা প্রচুর এ প্লাস দেখেছি, যারা ভবিষ্যতে পচে গেছে, বখে গেছে। কারণ এবং উত্তরণের পথ আমাদেরই খুঁজে বের করতে হবে। ২০৪১ সালে নতুন উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রয়োজন পারস্পরিক হৃদ্যতা। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।

স্বাগত বক্তব্য দেন সিভার প্রতিষ্ঠাতা ও পরিচালক নুসরাত জাহান শিশু। শুভেচ্ছা বক্তব্য দেন সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ। অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারী শফীকে ‘সিভা গুণীজন সম্মাননা পদক–২০১৯ প্রদান করা হয়। এছাড়া সিভা–ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে ২০১৯ সালে প্রাক–প্রাথমিক শিক্ষা সফলভাবে শেষ করা শিশুদের সার্টিফিকেট দেওয়া হয়। সব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নৃত্য, সংগীত, নাটক ও আবৃত্তি।

চট্টগ্রামের সর্বজনশ্রদ্ধেয় গণমাধ্যম ব্যক্তিত্ব চিরসবুজ আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক— চট্টগ্রামের মানুষ উনাকে চেনেন এম এ ...
09/12/2019

চট্টগ্রামের সর্বজনশ্রদ্ধেয় গণমাধ্যম ব্যক্তিত্ব চিরসবুজ আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক— চট্টগ্রামের মানুষ উনাকে চেনেন এম এ মালেক নামে। সমাজসেবা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি ‘মালেক ভাই’।চট্টগ্রামের শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা-মানবকল্যাণ ও সংবাদপত্রশিল্পে তাঁর অবদান অপরিসীম। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক জনাব মালেক দায়িত্বপালন করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব, চিটাগং ক্লাব, সিনিয়র্স ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে। ছিলেন লায়ন্স ক্লাব চিটাগং এর গভর্নর, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর। চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সভাপতি, চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট। মানবসেবার ব্রতে নিরলসভাবে কাজ করছেন লায়ন্স চক্ষু হাসপাতাল, আনজুমানে মফিদুল ইসলাম, চট্টগ্রাম ক্যান্সার হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালসহ অসংখ্য দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে।

এমন একজন সমাজসেবক ও জনদরদি ব্যক্তিত্বকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়ে সিভা গর্বিত । সুন্দর আগামী নির্মানে উক্ত অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ অংশগ্রহন, অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সাফল্য দান করবে। সেই সাথে আপনার স্ব-বান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে, উৎসাহিত করবে।

সিভা - বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা প্রদান- ২০১৯ :
১০ ডিসেম্বর , মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ৬ টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম।

প্রধান অতিথি: জনাব এম, এ ,মালেক। সম্পাদক ও প্রকাশক দৈনিক আজাদী।

বিশেষ অতিথি ও সম্মাননা প্রদান: বেগম মুশতারী শফী, সাহিত্যিক,নারী নেত্রী ও শহীদজায়া ।

বিশেষ অতিথি: জনাব বিজয় বসাক, বিপিএম,পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।

বিশেষ বক্তা: জনাব আবুল মোমেন, সাংবাদিক, সাহিত্যিক ,শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা ফুলকি।

সভাপতিত্ব করবেন: জনাব মোহাম্মদ জোবায়ের , সিভার সন্মানিত উপদেষ্টা, লেখক ও মাননীয় মেয়র সাতকানিয়া পৌরসভা ।

ধন্যবাদ

ফোন: ০১৯৯ ২২২ ৩৭ ২২ / ০১৯৯ ২২৩ ৩৬ ২২

প্রিয় সুধী,                                                                                গভীর আনন্দের সাথে জানাচ্ছি যে...
07/12/2019

প্রিয় সুধী,
গভীর আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ১০ ডিসেম্বর , মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দে বিকেল ৫.৩০ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট এর মূল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ,সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল ও চিটাগাং ইনস্টিটিউট অব ভিজুয়াল আর্ট (সিভা) এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা প্রদান ও প্রি স্কুলারদের গ্রাজুয়েশন ডে । শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে – নৃত্য , সংগীত,নাটক,আবৃত্তি সহ অন্যান্য সৃজনশীল বিষয় সমূহ। বিজয়ের এই গৌরবের মাসে ‘সিভা’ শহীদ জায়া হিসেবে পরিচিত, জীবনযুদ্ধে হার না মানা আমাদের আলোকবর্তিকা বেগম মুশতারী শফী কে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে ।

এক নজরে অনুষ্ঠান সূচি :-

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- ১০ ডিসেম্বর, মঙ্গলবার ২০১৯- চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট ,সময় বিকেল ৫:৩০ মিনিট ।

প্রধান অতিথি: জনাব এম, এ ,মালেক। সম্পাদক ও প্রকাশক দৈনিক আজাদী।

বিশেষ অতিথি ও সম্মাননা প্রদান: বেগম মুশতারী শফী, সাহিত্যিক,নারী নেত্রী ও শহীদজায়া ।

বিশেষ বক্তা: জনাব আবুল মোমেন, সাংবাদিক, সাহিত্যিক ,শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা ফুলকি।

বিশেষ অতিথি: জনাব বিজয় বসাক, বিপিএম,পিপিএম, উপ-পুলিশ কমিশনার চট্টগ্রাম (উত্তর) মেট্রোপলিটন পুলিশ ।

সভাপতিত্ব করবেন: জনাব মোহাম্মদ জোবায়ের , সিভার সন্মানিত উপদেষ্টা, লেখক ও মাননীয় মেয়র সাতকানিয়া পৌরসভা ।

প্রত্যেক শিক্ষার্থীর সৃজনশীলতার পূর্ণ বিকাশের জন্য সিভা বদ্ধপরিকর। সুন্দর আগামী নির্মানে উক্ত অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ অংশগ্রহন, অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সাফল্য দান করবে। সেই সাথে আপনার স্ব-বান্ধব উপস্থিতি শিক্ষার্থীদের প্রাণিত করবে, উৎসাহিত করবে।

ধন্যবাদ

ফোন: ০১৯৯ ২২২ ৩৭ ২২ / ০১৯৯ ২২৩ ৩৬ ২২

দেশের টেলিভিশন এবং সংবাদপত্র সাংবাদিকতা জগতের দ্বিতীয় শীর্ষ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড গ্রহন করছেন স্বাধীন বাংলাদেশের প...
15/11/2019

দেশের টেলিভিশন এবং সংবাদপত্র সাংবাদিকতা জগতের দ্বিতীয় শীর্ষ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড গ্রহন করছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রথম হয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, তৃতীয় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

স্বাধীনতা যুদ্ধের পর ১৭ ডিসেম্বর ঢাকা থেকে কোন পত্রিকা প্রকাশিত না হলেও দৈনিক আজাদী প্রকাশিত হয়। সেদিন পত্রিকার শিরোনাম ছিল ‘জয় বাংলা, বাংলার জয়’। দৈনিক আজাদী চট্টগ্রামের মানুষের অদ্বিতীয় মুখপাত্র । প্রকাশনার শুরু থেকে দৈনিক আজাদী অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সেই আদর্শ আজো ধরে রেখেছে। আজাদী সব সময় এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ তুলে ধরতে পালন করে চলছে অগ্রণী ভূমিকা।

চিটাগাং ইনস্টিটিউট অফ ভিজুয়াল আর্টস- সিভা ও সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল দৈনিক আজাদী পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

COLORS OF BANGLADESHA Photography Competition & Exhibition by UNESCO DhakaUNESCO Dhaka Office and its partners are organ...
04/11/2019

COLORS OF BANGLADESH
A Photography Competition & Exhibition by UNESCO Dhaka

UNESCO Dhaka Office and its partners are organizing a photography competition and exhibition under the theme COLORS OF BANGLADESH. The photography competition & exhibition promotes photography as a visual art and as a part of the cultural and creative industries of Bangladesh, providing an opportunity for photographers living in Bangladesh to communicate and to enrich image-making culture for professionals and amateurs alike.

In close cooperation with the Bangladesh National Museum, generously supported by the Government of the Republic of Korea, and in partnership with Prito Reza Productions, the UNESCO Dhaka Office is inviting both amateur and professional photographers to submit their favorite photos to the COLORS OF BANGLADESH photography competition. A diverse panel of national and international expert judges review submissions and select their favorite photographs which will be displayed at the Photography Exhibition at the Bangladesh National Museum from 15 – 17 November 2019.

The goal of the photography competition and exhibition is to raise awareness and to promote Bangladesh’s photography industry as a cultural and creative sector in Bangladesh in light of the UNESCO 2005 Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions, and as a driver for sustainable development.

ENTRY Rules

1. RULES & REGULATION

1A Any Bangladeshi national can participate in this contest. Original works should be photographed by the participant and the copyright will retain with the photographer.

1B Contest theme is “COLORS OF BANGLADESH” with unique creativity. Negative images of Bangladesh, n**e photos, or photos expressing political or violent views will not be accepted.

1C UNESCO reserves all rights to disqualify any entry if not submitted as per the terms and conditions. UNESCO reserves the right to change the terms and conditions at any time without notification.

1E Exhibition Committee, Jury and their family members cannot participate in this competition.

1F Submitted images must be taken in Bangladesh by the author.

1G Entries must originate as photographs (image-captures of objects via light sensitivity) made by the entrant on photographic emulsion or acquired digitally. For digital imaging section(s) images may be acquired digitally, or scanned from traditional film to create a digital file. Images may be altered, either digitally or otherwise, by the maker and artwork or computer graphics created by the entrant may be incorporated if the photographic content predominates, subject to Nature, Photo Travel and divisional restrictions.

2. AUTHOR COPYRIGHT

Each entrant owns the copyright of the submitted images. The entrant certifies the work as his own. The entrant permits the organizers to reproduce the entered material free of charge for promotional purposes, online and in print media, unless specifically stated otherwise by the entrant on the entry form.

3. THEME: OPEN

4. NUMBER OF PHOTO ENTRIES

A minimum of 5 and a maximum of 10 images can be submitted.

5. ENTRY FEE

No Entry Fee

6. SUBMISSION OF ENTRY

E-mail: Submission by email to: [email protected]

CD by post/mailing address: UNESCO Office in Dhaka, House 122, Road 1, Block F, Banani, Dhaka -1213

7. WORK SIZE

Digital image format: JPEG, sRGB color profile, Maximum 4000 pixels, not less than 2000 pixels on longest side. Maximum file size 5MB, not less than 2MB.

8. SUBMISSION FILE NAME AS FOLLOW

Two Digit Serial Number_author Name_Title

For example, you are submitting works in open color section, your name is Adnan Islam and title is Joy of life. So, file name should be as follow: 01_Adnan Islam_Joy of life

9. RESULTS

Results will be notified by email and all the judging results or decisions are final.

10. EXHIBITION

50+ Prints (awarded and accepted images) will be displayed at the photo exhibition which will take place at Nalini Kanta Bhattasali Exhibition Hall at the Bangladesh National Museum in Dhaka.

11. AWARDS

1st Prize: DSLR Camera

2nd Prize: DSLR Lens

3rd Prize: DSLR Bag

Best Female Photographer: DSLR Lens

Each accepted participant will receive an official certificate.

12. Event Calendar

Submission Date: 03 to 10 November 2019
Judging Date: 11 November 2019
Notification Date: 12 November 2019
Exhibition Inauguration Date: 15 November 2019
Photography Exhibition: 15 to 17 November 2019
Venue: Bangladesh National Museum in Dhaka

আজ ৩ নভেম্বর বাঙ্গালী জাতীর এক কলঙ্কময় দিন ।  বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ৪৪ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ...
03/11/2019

আজ ৩ নভেম্বর বাঙ্গালী জাতীর এক কলঙ্কময় দিন । বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ৪৪ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

বাঙালী জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চির ভাস্বর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ পরিচালনা ও দেশবাসীর সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য জাতি তাঁদের চিরদিন স্মরণ করবে। সিভা পরিবার জাতীর শ্রেষ্ঠ সন্তান জাতীয় চার নেতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিটি মানুষ মাত্রই যেন একজন চিত্রশিল্পী হয়ে ওঠার কোমল বা...
10/10/2019

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিটি মানুষ মাত্রই যেন একজন চিত্রশিল্পী হয়ে ওঠার কোমল বাসনা মনের গহীনে ধারণ করে থাকেন। কেননা একজন চিত্রশিল্পীই পারেন সাদা ফ্রেমে জলরঙের ছাপে জীবনকে বাস্তবরুপে ফুটিয়ে তুলতে, জীবন সম্পর্কে নিজের অনুভূতিগুলোকে আলাদা আলাদা রং দিতে। এমনই একজন বিখ্যাত চিত্রকর হলেন শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস এম সুলতান নামে দেশে এবং বিদেশে সমধিক পরিচিত।

জীবনের মূল স্রোত, সুর ও ছন্দ তিনি খুঁজে পেয়েছিলেন বাঙালির গ্রামীণ জীবন, কৃষক এবং খেটে খাওয়া মানুষের মাঝে, বাঙালির দ্রোহ ও প্রতিবাদ, বিপ্লব ও সংগ্রাম, নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার ইতিহাস, অনুপ্রেরণার গ্রামীণ জীবনেই তিনি খুঁজে পেয়েছিলেন বাঙালির ইতিহাস, সংস্কৃতি। তিনি কৃষক পুরুষকে দিয়েছেন পেশীবহুল ও বলশালী দেহ আর কৃষক রমণীকে দিয়েছেন সুঠাম ও সুডৌল গড়ন, দিয়েছেন লাবণ্য ও শক্তি।

এস এম সুলতানের আজীবনের লালিত স্বপ্ন ছিল শিশুদের নিয়ে। ১৯৫৩ সালে তিনি নড়াইলে ফিরে আসেন এবং শিশু শিক্ষায় মনোনিবেশ করেন। নড়াইলে তিনি নিজের সঞ্চিত অর্থে নন্দন কানন নামের একটি প্রাইমারি ও একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিশুদের জন্য কিছু করার আগ্রহ থেকে তার শেষ বয়সে তিনি ‘শিশুস্বর্গ’ ও ‘চারুপীঠ’ প্রতিষ্ঠা করেন। নির্মাণ করেন ভাসমান শিশুস্বর্গ নামের একটি নৌকা। শিল্পীর ইচ্ছা ছিল এই নৌকায় করে কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে প্রকৃতি দেখবেন। শিশুরা প্রকৃতির সঙ্গে পরিচিত হবেন। প্রকৃতির ছবি আঁকবেন। কিন্তু তার সেই সাধ পূর্ণ হওয়ার আগেই ১৯৯৪ সালের ১০ অক্টোবর মহাপ্রয়াণ ঘটে এই বরেণ্য শিল্পীর।

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালি, পল কি, কনেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। বরেণ্য এ শিল্পী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ খেতাব লাভ করেন। কালোত্তীর্ণ এই শিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি দেহত্যাগ করেন। নড়াইল শহরের কুড়িগ্রামে সুলতান কমপ্লেক্স চত্বরে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলাদেশের এ কিংবদন্তি শিল্পী।

09/10/2019

fotografia & Dainik Azadi 1st Photo Festival – 2015 Judging is done by a panel of judge comprising of..

Shoeb Faruquee
Founder and Managing Director of Photobank Gallery .

Saiful Huq Omi
Documentary photographer and Principal of Counter Foto .

Abir Abdullah
Photographer at european pressphoto agency .

A big thanks to these amazing photographer for sharing their time and talents with us. This year professional photographers and amateur photo enthusiasts from countries submitted more than 700 entries and 3,500 photographs.
The theme of the contest is ''Bangladesh: Promise and Possibility'' . Photographs were entered in six categories: Festival, Portrait, Daily life, Nature, Documentary and Smartphone Photography .

>> The panel of judges evaluated the entries based on the following criteria:
- Artistic / visual appeal.
- Originality
- creativity
- relevance to the theme.

>> Results of the competition will be posted very soon on the fotografia official website, page and winners will also be notified via email and phone.

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের জনক ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের ৭১তম জন্মদিন আজ। সূর্যদী...
06/10/2019

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের জনক ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের ৭১তম জন্মদিন আজ। সূর্যদীঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, লালসালু ও অন্যজীবন সিনেমাসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক ছিলেন আনোয়ার হোসেন। ক্যামেরায় মুক্তিযুদ্ধ, বাংলার মাটি ও মানুষের কথা তুলে ধরেছিলেন আলোকচিত্রী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। তার সম্পর্কে বলা হয়, তিনিই বাংলাদেশের আলোকচিত্রীদের পুরো একটি প্রজন্মকে নতুন পথের দিশা দিয়েছেন।

চিটাগাং ইনষ্টিটিউট অফ ভিজুয়াল আর্টস-(সিভা) পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই কীর্তিমান মানুষটিকে স্মরণ করছে।

28/09/2019

Thank you to everyone who attended the CIVA Talk: an Artist Talk program which conducted by eminent artist and honorable adviser Rezaun Nabi.

CIVA is the first institute in Chittagong which is working on Art, Photography and Child Development . We regularly organize such a talk for helping people to realize art and culture . Art rises above language, class, religion, gender, and other factors that seem to divide the world. Art brings people together. It elicits different reactions and emotions but everyone can agree that it moves them to think, to feel, and to act.

Our Programme aims to give participants immersion into a contemporary arts . Our goal is to bring together bright minds to give talks that are idea-focused, and on a wide range of subjects, to foster learning and inspiration.

We are pleased to invite you to attend CIVA Talk: an Artist Talk program which conducted by eminent artist and   honorab...
25/09/2019

We are pleased to invite you to attend CIVA Talk: an Artist Talk program which conducted by eminent artist and honorable adviser Rezaun Nabi.
CIVA is the first institute in Chittagong which is working on Art, Photography and Child Development . We regularly organize such a talk for helping people to realize art and culture . Art rises above language, class, religion, gender, and other factors that seem to divide the world. Art brings people together. It elicits different reactions and emotions but everyone can agree that it moves them to think, to feel, and to act.

Our Programme aims to give participants immersion into a contemporary arts . Our goal is to bring together bright minds to give talks that are idea-focused, and on a wide range of subjects, to foster learning and inspiration.

and Time: Friday, 27th September 2019 at 5:30 PM. OPEN FOR ALL

Location: Chittagong Institute of Visual Arts - CIVA .Road No: 05, House No: 12, Nasirabad Housing Society, Chittagong.
: 0199 222 3622 / 0199 222 3722

Event Link: https://www.facebook.com/events/2956190841114928/?ti=icl

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৬০ তম বছরে পদার্পন উপলক্ষ্যে 'চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভা...
05/09/2019

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৬০ তম বছরে পদার্পন উপলক্ষ্যে 'চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভা’ ও ‘সিভা ফ্রিডম স্কুল’ এর পক্ষ থেকে আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক প্রিয় ওয়াহিদ মালেক ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আজকে সিভা পরিবার উপস্থিত হয়েছিল আজাদী কার্যালয়ে।

দৈনিক আজাদী স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা ছিল, কারণ হানাদার বাহিনী মুক্ত স্বাধীন বাংলাদেশের ১৬ ডিসেম্বর ১৯৭১ এ কোন দৈনিক প্রকাশিত হয় নি কিন্তু দৈনিক আজাদী লাল কালিতে ব্যানার হেড লাইন করে ( জয় বাংলা, বাংলার জয়) পত্রিকা প্রকাশ করে। আজাদী বাংলাদেশ ততা চট্রগ্রামের ঐতিহ্যের একটি স্মারক । চট্রগ্রাম মানেই আজাদী ।

শুভ জন্মদিন প্রিয় দৈনিক আজাদী ও আজাদী পরিবার ।

আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী। তুমি কি কেবলই ছবি, শুধু পটে আকা...“আমার তিন ছেলে মাটির নীচে শুয়ে আছে বাবা। আমি মা হয়ে জ...
03/09/2019

আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী। তুমি কি কেবলই ছবি, শুধু পটে আকা...

“আমার তিন ছেলে মাটির নীচে শুয়ে আছে বাবা। আমি মা হয়ে জুতো পায়ে হাটি কী করে? আমার বাছারা কষ্ট পাবে না?”

রমা চৌধুরী একাত্তরের মুক্তিযুদ্ধে সব হারিয়েছেন৷ পাকিস্তানি হায়েনারা একাত্তরে তাঁর সন্তান, ভিটেমাটি, সম্ভ্রম সব কেড়ে নিয়েছে৷ দুই সন্তানের দেহ মাটিতে আছে বলে রমা চৌধুরী জুতা পড়া বন্ধ করে দেন। ছেলেদের মৃত্যুর স্মৃতি তিনি কখনো ভুলতে পারেন নি । খালি পায়ে হাঁটতে হাঁটতে একসময় তাঁর পায়ে ঘা হয়ে যায়...

চট্টগ্রামের প্রথম নারী এমএ রমা চৌধুরী ১৯৬২ সাল থেকে ১৬ বছর শিক্ষকতা করেছেন৷ ২০ বছর ধরে লেখ্যবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছেন রমা চৌধুরী, লিখেছেন ১৫টি বই । খালি পায়ে হেঁটে নিজের লেখা বই বিক্রি করে চলতেন এই মহিয়সী যোদ্ধা । কারো কাছ থেকে তিনি কোন আর্থিক বা বৈষয়িক সাহায্য নেননি এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দেখা করেও কোন সাহায্য নিতে অস্বীকার করেন ।

“আমি বই বিক্রি করি। যেদিন বিক্রি করতে পারি সেদিন খাই, যেদিন পারি না, সেদিন উপোষ করি।”

আজীবন সংগ্রামী এই বীরমাতার ১ম মৃত্যুবার্ষিকীতে ফটোগ্রাফিয়া, চিটাগাং ইনষ্টিটিউট অফ ভিজুয়াল আর্ট - সিভা ও সিভা ফ্রিডম স্কুল জানাই বিনম্র শ্রদ্ধা।

World Photography Day is observed worldwide on 19th of August every year with a lot of zeal and enthusiasm. The day is n...
19/08/2019

World Photography Day is observed worldwide on 19th of August every year with a lot of zeal and enthusiasm. The day is not only celebrated by the staunch followers of photography, but all the people across the globe irrespective of their professions and interests come together and inspire the coming generations to understand the importance of photography.

📸 EXPOSURE - Travel & Photography delighted to publish an International Photography Competition -cum- Exhibition, 2019📍 ...
02/07/2019

📸 EXPOSURE - Travel & Photography delighted to publish an International Photography Competition -cum- Exhibition, 2019
📍 The contest consist of two sections: Student category formally named "Inter-school" for upto 18 year olds and "Open to All" category for above 18 year olds.
📍 "Open to All" category has various sections, such as Street, Landscape, Nature & Wildlife, Portrait, Culture, Wedding and a special one named Global Warming on the current situation of the Earth.
📈 All images will be judged by internationally renowned industry experts from across the globe, who come together in this platform.
✔️ So, what you are waiting for? Hurry up, shortlist your best works and participate. Don't miss this great opportunity.
🌐 For details, visit - https://exposuresop.com/contest/
📢 Please read full set of guidelines carefully on our website before submitting your images.

WORKSHOP ON WATERCOLORArtist: Sanjoy Sarker :21-25 December 2018Two indoor classes and Three outdoor classes. Outdoor Cl...
19/12/2018

WORKSHOP ON WATERCOLOR
Artist: Sanjoy Sarker

:
21-25 December 2018
Two indoor classes and Three outdoor classes.
Outdoor Class Place: Ambagan and Sadarghat
Workshop time: Everyday 10 am to 5pm.

: https://www.facebook.com/events/320309901900103/?ti=icl

:
Especially geared for the absolute beginner and for those who have been painting awhile but may have never gotten a good foundation in color mixing & theory and understanding values this watercolor workshop will help you gain confidence, loosen up and remember how to play.
Wet-in-wet, color mixing, neutrals, washes & glazes, values, hard and soft edges, negative space, backgrounds, working in a series, drawing, and more will be explored in a playful and supportive atmosphere.

1,500/- Taka. Limited Seats!
Materials are not included in the course fee.

: Your space(s) will be confirmed on receipt of payment. For ensuring your registration workshop fee can be paid through Bkash ( 01861197979 Personal )

:
Chittagong Institute of Visual Arts - CIVA . 1510, O.R Nizam Road, Suborna R/A ( Meristop Hospital Road ) , Golpahar Circle.
Call : 0199 222 3622 / 0199 222 3722

বরেণ্য আলোকচিত্রী ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি মোরতজা তওফিকুল ইসলাম আজ ১৩ ডিসেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল ...
13/12/2018

বরেণ্য আলোকচিত্রী ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি মোরতজা তওফিকুল ইসলাম আজ ১৩ ডিসেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। উনার মত একজন গুণী প্রবীণ আলোকচিত্রীর প্রয়াণে চিটাগাং ইনষ্টিটিউট অফ ভিজুয়াল আর্ট - সিভা পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করছি।

চট্টগ্রাম লালদিঘী মাঠে অনুষ্ঠিত ৬৬ সালের ৬ দফা আন্দোলনের ঐতিহাসিক ছবি তুলেছেন তিনি, সত্যজিৎ রায়ের দুর্লভ পোর্ট্রেট তাঁর তোলা, এ রকম কত বিচিত্র গৌরবে উনার জীবন ছিল ভরা।

উল্লেখ্য ২০১৫ সালে ফটোগ্রাফিয়া ও দৈনিক আজাদী আয়োজিত চট্টগ্রামের প্রথম ফটোগ্রাফি ফেষ্টিভ্যালে মোরতজা তওফিকুল ইসলামকে বাংলাদেশের ফটোগ্রাফিতে উনার অবদানের জন্য আজীবন সম্মাননা পুরষ্কার প্রদান করা হয় । উক্ত ফটোগ্রাফি ফেষ্টিভ্যালের অন্যতম আয়োজক ছিল চিটাগাং ইনষ্টিটিউট অফ ভিজুয়াল আর্ট - সিভার পরিচালক হাসান মুরাদ ।

ে_মোরতজা_তওফিকুল_ইসলাম:

তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামে ১৯৩৯ সালের ১৫ ই ফেব্রুয়ারী, বুধবার বেলা ১ ঘটিকার সময় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন ।

১৯৫২ চট্টগ্রাম সরকারী এম ই স্কুল হতে প্রাইমারী ,
১৯৫৭ ইসলামিয়া হাই স্কুল হতে মেট্রিক ও
১৯৫৯ চট্টগ্রাম সরকারী কলেজ হতে ইন্টারমিডিয়েট (সাইন্স) পাস করার পর
চট্টগ্রাম মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হন এবং ৩ বছর আধ্যয়ন করেন।

১৯৫৬ সালে ৫ টাকা দামের লটারী টিকিটের বদৌলতে "কোডাক ব্রাওনি - ২" একটি বক্স ক্যামেরা পান এবং সেই থেকে আলকচিত্র ভূবনে পদার্পণ ।
১৯৮৩ সালে তিনি চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসইটির প্রথম নির্বাচিত সভাপতি, নির্বাচিত হন । এবং সভাপতি হিসাবে সূদীঘ ১৬ বছর দায়িত্ব পালন করেন ।

১৯৯০ সালে চট্টগ্রাম ষ্টুডিও মালিক কল্যান সমিতি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ২৩ বছর যাবৎ আধিষ্টিত আছেন । এ ছাডা ও বিভিন্ন আলকচিত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নতুন প্রজন্মকে আলকচিত্রের উপর মৌলিক প্রশিক্ষন ও পরবর্তীতে ডিপ্লোমা কোর্স শেষে জীবন ও জীবিকার সন্ধান দিতে সক্ষম হয়েছেন।

তিনি আলকচিত্রীদের দল নিয়ে এ জাবত ভারতের কলকাতায় ৩ বার , মাদ্রাজের কোয়েম্বাটুরে , দিল্লীতে ২ বার , পাটনায় ও ব্যাঙ্গালরে সফল আলকচিত্র কনফারেন্স ও ওয়াকসপে যোগদান করেছেন ।
১৯৯৬ সালে Institute of Applied Photography (IAPC) প্রতিষ্ঠা করেন ।

ওনার ৭ টি একক ও ২১ টি যৌথ আলকচিত্র প্রদশনী করার আভিজ্ঞতা আছে ।বিদেশের মাটিতে যুক্তরাজ্যে ওনার ছাত্রদের দ্বারা সংগঠিত ৩ টি প্রদশনী করার কৃতিত্ব রেয়েছে ।

FIAP ও PSA এ তে ওনার ১৯ তি ছবি আন্তরজাতিক ভাবে গৃহীত ও প্রদশীরত হয়েছে। আন্তরজাতিক ভাবে উনি পাকিস্থান,ভারত, রুমানিয়া, ও ইটালি হতে ২ টি মোট ৪ টি ফেলোশিপে ভূষীত হয়েছেন ।

বাংলাদেশ হতে ও ৩ টি আলকচিত্র সংগঠন হতে তিনি আনারারী ফেলোশিপ পেয়েছেন ।
জাতিয় রাইফেল শুটার ।
চট্টগ্রাম নিউ মার্কেটে ৫২ বছর যাবত স্হিত “ফটোরমা” ষ্টুডিওর সত্তাধীকারী ।

কিংবদন্তি আলোকচিত্রশিল্পী ও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন প্রয়াত হয়েছেন। আনোয়ার হোসেনের আকস্মিক...
08/12/2018

কিংবদন্তি আলোকচিত্রশিল্পী ও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন প্রয়াত হয়েছেন। আনোয়ার হোসেনের আকস্মিক প্রয়াণে 'চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভা' গভীর শোক প্রকাশ করছে। আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী ও চলচ্চিত্র চিত্রগ্রাহক। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আনোয়ার হোসেনের ছবি এই দেশের হাজারো তরুণকে স্বপ্ন দেখিয়েছে!

কিংবদন্তির মৃত্যু নেই, অমর তাদের জীবন ও কীর্তি। তাই আনোয়ার হোসেনের জীবন ও কর্ম স্মরণ করবে 'চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভা'। আগামী ৯ ডিসেম্বর রোজ রোববার আলোকচিত্রি আনোয়ার হোসেনের স্মরণে ও শ্রদ্ধায় আমরা সবাই সিভা প্রাঙ্গনে মিলিত হব । চট্টগ্রামের সকল সাংষ্কৃতিক ও শিল্পপ্রেমী মানুষের অংশগ্রহন কামনা করছি

Event Link: https://www.facebook.com/events/2069190783127613/

#আলোচকঃ স্বনামধন্য ফটোগ্রাফার শোয়েব ফারুকী ।
#অতিথিঃ মওদুদুল আলম, সাবেক সভাপতি চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি ।

আনোয়ার হোসেনের জীবন ও কাজের উপর
একটি বিশেষ প্রেজেন্টেশন - পরিচালনা হাসান মুরাদ ।
৯ই ডিসেম্বর রোববার সন্ধ্যা ৫ঃ৩০, সিভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ।

#ঠিকানাঃ চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভা, ১৫১০ ইউনুছ ম্যানশান, ও,আর নিজাম রোড , সুবর্ণা আবাসিক, গোল পাহাড়ের মোড়
( মেরিষ্টোপ হসপিটাল গলি)।
#যোগাযোগঃ ০১৯৯ ২২২ ৩৬ ২২ / ০১৯৯ ২২২ ৩৭ ২২

14/09/2018

Senior Art Foundation Course Art History Class.
Class Conducted by ​​Artist ​​Shohrab Jahan .
Subject: 20th Century Art Movement.

 #ফটোগ্রাফি নিয়ে এখন অনেকেই ক্যারিয়ার গড়তে চান। তবে ক্যামেরা এখন সহজলভ্য এবং অনেকেই এই পেশায় ঝুঁকে পড়ার কারণে এই ক্ষেত্র...
11/09/2018

#ফটোগ্রাফি নিয়ে এখন অনেকেই ক্যারিয়ার গড়তে চান। তবে ক্যামেরা এখন সহজলভ্য এবং অনেকেই এই পেশায় ঝুঁকে পড়ার কারণে এই ক্ষেত্রে প্রতিযোগিতাও তৈরি হয়েছে। ফটোগ্রাফির কৌশল যথাযথভাবে রপ্ত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শখের পাশাপাশি পেশা হিসেবে নিতে চাইলে ফটোগ্রাফির ওপর মৌলিক জ্ঞান থাকাটা জরুরি। তাই ফটোগ্রাফিতে আগ্রহীরা 'চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস - সিভার' বেসিক ফটোগ্রাফি কোর্স, অ্যাডভান্স ফটোগ্রাফি কোর্স ও বিভিন্ন ওয়ার্কশপ করে নিতে পারেন।

আমাদের কোর্স সম্পর্কিত তথ্য জানার জন্য কল করুন: ০১৯৯২২২৩৬২২ / ০১৯৯২২২৩৭২২ । .

:

>Class Start From: 21/09/2018
>Duration: 6 Weeks
>Class Days: Friday and Saturday
>Class Time: 6 pm to 8 pm

**At the end of this course, you will:
• Know how to use various features of the camera to have creative control of your photographs.
• Be able to decide what type of lighting to use in a given situation to produce optimum results.
• See how photographic composition can make or break a photograph.
• Understand how to use photo editing software to improve the overall appearance of images.
• Certificate will be provided to each participant upon completion of the course.

:
Photography Department
Chittagong Institute of Visual Arts - CIVA . 1510, O.R Nizam Road, Suborna R/A ( Beside MFC Resturant) , Golpahar Circle.
Call : 0199 222 3722 / 0199 222 3622

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when fotografía posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to fotografía:

Share

Nearby media companies