Islamic video

Islamic video Assalamu Alaikum how are you all hope you are well stay with us to get all Islamic short videos

02/01/2023
02/01/2023
31/12/2022

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘সুশীল কুমারকে কৃতজ্ঞতা জানাই। হরিয়ানা মহাসড়কের এই চালক জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্তকে বের করে তাঁকে চাদর দিয়ে মুড়িয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। আপনার এই নিঃস্বার্থ সেবার কাছে আমরা ঋণী হয়ে গেলাম।’

ঋষভ পন্ত ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন শুক্রবার সকালে। গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডের বাড়িতে যাচ্ছিলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। পথে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি কয়েকবার ওলট-পালট খায়, একপর্যায়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে পন্তকে স্থানীয় রুরকি সিভিল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখন দেরাদুনে ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পন্ত। চিকিৎসকদের সূত্রে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, সেরে উঠতে ছয় মাস সময় লাগতে পারে।

31/12/2022

মোটরসাইকেল নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ছিল তরুণ জয় রাজ দাশের (২২) শখ। তিনি ‘রাঙ্গুনিয়া বাইক লাভার্স’ নামের বাইকারদের একটি সংগঠনের সদস্য। কয়েক বছর ধরে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালানোর সময় সতর্ক করতেন বন্ধুদের। কিন্তু সেই মোটরসাইকেলই কেড়ে নিল তাঁর প্রাণ।

গতকাল শুক্রবার দুপুরের দিকে বান্দরবান জেলার থানচি উপজেলা সদরের কাছাকাছি থানচি-বান্দরবান সড়কে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত একটার দিকে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য হয়েছে।

জয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে। তিনি কাপ্তাইয়ের বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখার তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

31/12/2022

জীবিকার তাগিদে কয়েকজন শ্রমিক তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে শহরে যাচ্ছিলেন। বাহন ছিল ব্যাটারিচালিত ভ্যান। চালাচ্ছিলেন নাজমুল হোসেন (৩০) নামের এক শ্রমিক। পথে পেছন থেকে ভ্যানটিকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। নিমেষেই ঝরে যায় ভ্যানচালক নাজমুলের প্রাণ। গুরুতর আহত হন ভ্যানে থাকা যাত্রী আরও দুজন নির্মাণশ্রমিক।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাজমুল হোসেন কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের বাসিন্দা। আর আহত ব্যক্তিরা একই এলাকার হেলাল উদ্দিন (২৫) ও রাসেল হোসেন (২০)। তাঁরা সবাই পেশায় নির্মাণশ্রমিক। নাজমুল ভ্যান চালিয়ে শহরে শ্রমিকদের আনা নেওয়ার কাজও করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজমিস্ত্রির কাজের জন্য নাজমুল, হেলাল ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন নিহত হন। আর স্থানীয় লোকজন ওপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ভ্যানটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

31/12/2022

চলতি বছর রাজনীতির মাঠ উত্তপ্ত ছিল। এ সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে রাজনৈতিক সংঘাতের ঘটনা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেড়েছে। এ বছর দুই দলের মধ্যে যে সংখ্যায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা গত পাঁচ বছরের মধ্যেও সর্বোচ্চ।

বিএনপি এবং সমমনা দলগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ার কারণেই এ বছর এসব সংঘাত বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন। রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ার পেছনে দুটি দল অবশ্য পরস্পরকে অভিযুক্ত করেছে।

চলতি বছর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ৭৪টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। প্রতিষ্ঠানটি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং তা নিয়ে প্রতিবেদন তৈরি করে। পত্রিকার প্রতিবেদন এবং নিজস্ব মানবাধিকার কর্মীদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে তৈরি হয় এ প্রতিবেদন। আসকের হিসাবে দেখা গেছে, গত পাঁচ বছরের মধ্যে এবার দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় সংঘাতের ঘটনা ঘটেছে। মোট ৭৪টি সংঘাতের ঘটনায় একজন নিহত হয়েছেন।

সংঘাতে আহত হয়েছেন ১ হাজার ৪৬১ জন। এ সময় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও বিএনপির সংগঠন ছাত্রদলের মধ্যেও সংঘর্ষ হয়। দুই ছাত্রসংগঠনের মধ্যে ১০টি সংঘর্ষে আহত হন ৭৪ জন।

চলতি বছর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের যত সংঘাত ও সেসব ঘটনায় যত প্রাণহানি হয়েছে, তা–ও গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময় ১ হাজার ৩৯টি সংঘাতের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পাঁচজন। চলতি বছর ছাড়া বাকি চার বছরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

২০১৪ সালের সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও এর সমমনা দলগুলো। এর তীব্র বিরোধিতায় নামে তারা। ২০১৩ সালের শেষের দিক থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগপর্যন্ত রাজনৈতিক হানাহানি ঘটে ব্যাপক হারে। দেশজুড়ে জ্বালাও-পোড়াও শুরু হয়। ২০১৫ সালেও এ অবস্থা চলে। তবে এরপর পরস্থিতি কিছুটা শান্ত হয়। ২০১৮ সালে নির্বাচনের বছরে আবার দুই দলের মধ্যে সংঘাত কিছুটা বাড়ে।

আগের নির্বাচন বয়কট করলেও ২০১৮ সালে নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর দলটি তেমন কোনো জোরালো কর্মসূচি দেয়নি। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে তারা ঢাকাসহ আট বিভাগে বিভাগীয় সমাবেশের কর্মসূচি নেয়। বিএনপির এসব সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনো বাড়ে। বিভিন্ন স্থানে পরিবহন বন্ধ করে দেওয়া ও নেতা-কর্মীদের বাধা দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব সমাবেশ হয় ঘোষণা মেনেই। শেষে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হয় গোলাপবাগ মাঠে।

আ.লীগ-বিএনপির সংঘর্ষ ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি
সরকারের এ মেয়াদে মাঠে প্রায় নিষ্ক্রিয় বিএনপির এ বছরের শেষ দিকে সক্রিয় হয়ে ওঠা এবং তাতে বাধা দেওয়ার কারণেই দুই দলের মধ্যে সংঘাত বেড়েছে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান। তিনি প্রথম আলোকে বলেন, বিরোধী দলের ওপর বল প্রয়োগের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি, বরং বেড়েছে। সরকার আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা বেড়েই চলবে। ২০২৪ সালে নির্বাচন হবে বলে ঘোষণা এসেছে। যদি রাজনৈতিক সহিষ্ণুতা না তৈরি হয়, তবে আগামী বছরে এসব সংঘাত আরও বেড়ে যাবে।

কথার লড়াই চলুক, শক্তিশালী রাজনৈতিক কথার লড়াই হোক, এটা আমরা চাই। কিন্তু সংঘাত একেবারেই চাই না। আর সংঘাতহীন সুস্থ রাজনৈতিক চর্চা তো রাজনৈতিক দলগুলোই নিশ্চিত করতে পারে
শান্তনু মজুমদার, ঢাবি অধ্যাপক
এ বছর সংঘাত বেড়ে যাওয়ার জন্য সরকারের অসহিষ্ণু আচরণকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ার কারণ সেটাই। সব ক্ষেত্রে দেখা যায়, বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের আক্রমণের শিকার। এসব ঘটনা কোনোক্রমেই প্রত্যাশিত নয়, তবে দুর্ভাগ্যক্রমে সেটা ঘটছে। সরকার সংযত হলে এসব ঘটনা ঘটতেই পারত না।’

চলতি বছর সংঘর্ষ বেড়ে যাওয়ার কারণ হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ‘বিএনপির চিরাচরিত সহিংস আচরণ’কে দায়ী করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপির আন্দোলন মানে পেট্রল বোমা, মানুষ হত্যা। এটা এ দেশের প্রতিটি নাগরিক ২০১৩ থেকে শুরু করে পরের বছরগুলোতে দেখেছেন। বিএনপি এর ধারাবাহিকতা বজায় রেখেছে।’

তবে রাজনৈতিক সংঘাতের সংখ্যা এতটা বেড়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন হানিফ। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়। বিএনপির কোনো ব্যক্তি এসব ঘটনায় জড়িয়ে পড়লে তখন রাজনৈতিক কারণকে তুলে ধরা হয়।’

বিএনপি ও সমমনা দলগুলো সম্প্রতি যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ জন্য গতকাল গণমিছিলের ডাক দেয় বিএনপি। তাদের সমমনা দলগুলোও একই কর্মসূচি নেয়। বিএনপির মিছিল নিয়ে কোনো সংঘাত না হলেও জামায়াতে ইসলামীর মিছিল করার সময় পুলিশের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে। জামায়াতের কর্মীদের হামলায় কয়েক সদস্য আহত হয় বলেও জানায় পুলিশ। আগামী ১১ জানুয়ারি আবার বিএনপি ও সমমনা দলগুলো অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী বছরজুড়েই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যাবে দলগুলো। আগামী বছরে রাজনৈতিক উত্তাপ কী আরও বাড়বে, তা থেকে সংঘাতের ঘটনাও কী বেড়ে যাবে?

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কথার লড়াই চলুক, শক্তিশালী রাজনৈতিক কথার লড়াই হোক, এটা আমরা চাই। কিন্তু সংঘাত একেবারেই চাই না। আর সংঘাতহীন সুস্থ রাজনৈতিক চর্চা তো রাজনৈতিক দলগুলোই নিশ্চিত করতে পারে।’

Address

Chittagong
4216

Telephone

+8801646501849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic video:

Videos

Share

Category