A TV Bangla

A TV Bangla A TV is a YouTube Bangla Channel founded by Bengali YouTuber Shahadat Shohag. This channel is mainly

 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুনঃ ০১৭১৪-০৩০৯৩০ এবং ০১৮১৯-৯৬৭৮৯৮  নাম্বারে।
24/12/2022


জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুনঃ ০১৭১৪-০৩০৯৩০ এবং ০১৮১৯-৯৬৭৮৯৮ নাম্বারে।

13/12/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল লিংক-এঃ https://www.youtube.com/watch?v=A7r3iGuTvus

শাবা মঙ্গল, যিনি একজন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর। তার পাশাপাশি একাধারে একজন কবি, লেখক, গীতিকার, সুরকার আরো নানা গুণের অধিকারী। এত গুণ থাকা সত্ত্বেও, নিজেকে আড়াল করে রাখতে ভালবাসেন তিনি। অনেক গান আর কবিতার স্রষ্টা তিনি। কিছুদিন আগে আড়াল ভেঙ্গে এর ক্যামেরার সামনে আসেন । বলে যান অনেক না বলা কথা আর আবৃত্তি করে শোনালেন নিজের স্বরচিত কবিতা "আমাদের গান"। উনার স্বকন্ঠে স্বরচিত কবিতাটি তার সম্মানিত দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে।

08/12/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল লিংক-এঃ https://www.youtube.com/watch?v=N5BNCemZWoA

শাবা মঙ্গল, যিনি একজন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর। তার পাশাপাশি একাধারে একজন কবি, লেখক, গীতিকার, সুরকার আরো নানা গুণের অধিকারী। এত গুণ থাকা সত্ত্বেও, নিজেকে আড়াল করে রাখতে ভালবাসেন। অনেক গান আর কবিতার স্রষ্টা তিনি। কিছুদিন আগে নিজের আড়াল ভেঙ্গে এর ক্যামেরার সামনে আসেন তিনি। বলে যান অনেক না বলা কথা। তার সাথে সাথে স্মরণ করেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। আবেগে আপ্লুত হন আইয়ুব বাচ্চুর কথা বলতে গিয়ে। উনার বলে যাওয়া মূল্যবান কথা গুলো তার সম্মানিত দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে।

04/12/2022


সম্পূর্ণ সাক্ষাতকার দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল লিংকেঃ https://www.youtube.com/watch?v=Jd1bKKnfETE&t=17s
চলে গেলেন আইয়ুব বাচ্চু, রেখে গেলেন স্মৃতি। আজো তাকে স্মরণ করে তার অনুরগীরা। আর তেমনি একজন অনুরাগী হলেন ব্যান্ড তারকা মনি জামান। আমাদের Channel এর কাছে তিনি আইয়ুব বাচ্চু সম্মন্ধে অনেক অজানা কথা তুলে ধরেন। আইয়ুব বাচ্চুকে স্মরক করতে গিয়ে উনি কিছুটা আবেগ প্রবন হয়ে ওঠেন। আমরা চেষ্টা করেছি তার এই কথা গুলো আমাদের সম্মানিত দর্শকদের কাছে তুলে ধরতে।

27/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ভিজিট পাশে থাকা আমাদের ইউটিউব চ্যানাল লিংকেঃ https://www.youtube.com/watch?v=xCZyh6j--UQ
আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে রাতে স্মরন সভার আয়োজন করে চট্টগ্রাম আইয়ুব বাচ্চু এবি ফ্যান্স। সে সময় অনেক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এবং তারা আইয়ুব বাচ্চুকে নিয়ে তাদের স্মৃতিময় বক্তব্য তুলে ধরেন। সেদিন বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু-বার্ড ব্যান্ড এর সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মহিলা কয়াউন্সিল্র জনাব আনজুম আরা। তিনিও তার স্মৃতিময় মূল্যবান বক্তব্য প্রদান করেন। যা সেখানে উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। যার কিছু অংশ আমাদের চ্যানালের সম্মানিত দর্শকদের জন্য তুলে ধরা হলো।

24/11/2022
24/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানাল লিংকেঃ https://www.youtube.com/watch?v=C24bAUUVueg
আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে রাতে স্মরন সভার আয়োজন করে চট্টগ্রাম আইয়ুব বাচ্চু এবি ফ্যান্স। সে সময় অনেক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এবং তারা আইয়ুব বাচ্চুকে নিয়ে তাদের স্মৃতিময় বক্তব্য তুলে ধরেন। সেদিন প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভা ব্যান্ড এর ভোকাল জনাব আহমেদ ফজল। তিনিও তার স্মৃতিময় মূল্যবান বক্তব্য প্রদান করেন। যা সেখানে উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। যার কিছু অংশ আমাদের চ্যানালের সম্মানিত দর্শকদের জন্য তুলে ধরা হলো।

22/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানাল লিংকেঃ https://www.youtube.com/watch?v=RfOfcABIDzk
কিংবদন্তি আইয়ুব বাচ্চু চতুর্থ মৃত্যু বার্ষিকীতে, আইয়ুব বাচ্চু এবি ফ্যান্স চট্টগ্রাম নানা আয়োজন সম্পন্ন করে। তার মধ্যে রাতে স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারপর এই বিশিষ্টজনদের মাঝে এবি ফ্যান্স এর পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং অন্যান্য উপহার সামগ্রি প্রাদান করা হয়।

19/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন ইউটিউব চ্যানাল লিংক এঃ https://www.youtube.com/watch?v=Wby8bxKp2yY
চট্টগ্রামের অনলাইন নারি উদ্দোগতা দের নিয়ে অফিসার্স ক্লাব, চট্টগ্রাম-এ আয়োজন করা হয়েছে উন্টার এক্সপো এন্ড ফুড ফেস্ট ২০২২। এই মেলার উদ্দেশ্য হচ্ছে যার অনলাইন ব্যাবসার সাথে জড়িত তাদের অনলাইন থেকে অফলাইন প্ল্যাটফর্মে এনে তাদের ব্যাবসাকে আরো সম্প্রসারণ করা। এই মেলা বিভিন্ন ধরণের স্টলের সমাহার রয়েছে। ঘুরে আসতে পারেন পরিবারের সকলকে নিয়ে।

17/11/2022


সম্পূর্ণ আনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানাল লিংকঃ https://www.youtube.com/watch?v=At4hOP11eKc

যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগি,দানবীর ও রাজনীতিবিদ, নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাব খাজা মোহাম্মদ কাজল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বি.এন.পির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চ্যানেলের নিউজ।

15/11/2022


সম্পূর্ণ আনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানাল লিংকঃ https://www.youtube.com/watch?v=At4hOP11eKc

উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে এবি ফ্যান্স এর আয়োজনে আনুষ্ঠিত এক আনুষ্ঠানে উপলব্ধির এক মেধাবী সদস্য আসাধারণ বক্তব্য প্রদান করে। যা শুনে অবাক না হয়ে পারা যায়না। যার কিছু অংশ এর সম্মানিত দর্শকদের জন্য তুলে ধরা হলো।

13/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন আমাদের ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=X_6vZolbTjQ
কিংবদন্তি আইয়ুব বাচ্চু আজ আর নেই। রয়ে গেছে তার অমর সৃষ্টি। আজো তাকে মানুষ স্মরণ করে হৃদয় দিয়ে। তাই তার স্মরণে চট্টগ্রামের এবি ফ্যান্স এর উদ্যোগে অনাত শিশুদের আশ্রয় কেন্দ্র উপলবদ্ধিতে শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

09/11/2022


সম্পূর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=51PI2Adm_TI

শুনেছি বাচ্চাদের মাঝে নাকি বিধাতার বসবাস। তাদেরকে ভালবাসা মানে বিধাতাকে ভালবাসা। তাই সেদিন কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে এবি ফ্যান্স এর সদস্যরা "উপলব্ধি" নামক সমাজসেবা মুলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজ করে আর কিছুটা সময় কাটায়। এতে শিশুরাও একটু অনন্দ খুঁজে পায়।

যে কথা না বললেই নয়, "উপলব্ধি" হচ্ছে এমন একটি সেবামূলুক প্রতিষ্ঠান, যেখানে অনেক সমাজের অবহেলিত আর অনাথ শিশুর বসবাস।

07/11/2022

উপ-মহাদেশের ব্যান্ড সঙ্গীতের এক কিংবদন্তির নাম আইয়ুব বাচ্চু। যিনি মোরেও অমর হয়ে আছেন কোটি ভক্তদের অন্তরে। আজও তাকে স্মরণ করে কোটি বাঙালি।
চট্টগ্রামের চাইল্ড লার্নিং একাডেমি আইয়ুব বাচ্চুর স্মরণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সম্পুর্ণ ভিডিও দেখতে ক্লিক করুন ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=r2MSiYyxUOc

06/11/2022
নওশীনস ব্লগের #চাঁটগা_উইন্টার_ফেস্টhttps://youtu.be/1_eP1CzoqFMট
05/11/2022

নওশীনস ব্লগের

#চাঁটগা_উইন্টার_ফেস্ট

https://youtu.be/1_eP1CzoqFMট

এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার গড়িয়াছে নারি, অর্ধেক তার নর। নারিরা পারেনা এমন কিছু এখন আর ....

আইয়ুব বাচ্চু এবি বসের  ৪র্থ মৃত্যু বার্যিকীতে Ayub Bachchu AB fans এর মিলাদ, কবর জিয়ারত ও তবারুক বিতরন।
03/11/2022

আইয়ুব বাচ্চু এবি বসের ৪র্থ মৃত্যু বার্যিকীতে Ayub Bachchu AB fans এর মিলাদ, কবর জিয়ারত ও তবারুক বিতরন।

মানুষ মরবে, এটাই বাস্তবতা আর এটাই নিয়ম। কিন্তু কিছু মানুষ মরেও অমর হয়ে থাকে আর তুমি তাদেরি একজন। তোমার সৃষ্টি কখনও...

01/11/2022

তুমি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। তোমার গিটারের ঝংকার আজো বাঙ্গালীর কানে বাজে। তুমি অমর হয়ে থাকবে মানুষের হৃদয়ে হে কিংবদন্তি।

চট্টগ্রাম এবি ফ্যান্স এর উদ্যেগে পালিত হয়েছে কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর ৪র্থ মৃত্যু বার্ষিকী। এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে কয়েকটি ভাগে। তার মধ্যে আজ আমাদের channel থেকে প্রকাশিত হচ্ছে অনুষ্ঠানের প্রথম পর্ব। সাথেই থাকুন। বিস্তারিত দেখতে ভিজিট করুন নিচের Youtube Link এ। https://www.youtube.com/watch?v=HlBTub63NeU

29/10/2022

একজন মানুষ, পেশা ব্যবসা হয়েও যার রয়েছে সাহিত্য, গান আর কবিতার প্রতি গভীর অনুরাগ। ব্যবসার পাশাপাশি তিনি নিজেকে সাহিত্য চর্চায় মগ্ন রেখেছেন। তিনি তাঁর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এর সাথে। আমাদের এবারের অতিথি, জনাব হারুন চৌধুরী। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চেন্যাল https://www.youtube.com/watch?v=v6yMUpat5yA

27/10/2022

আমরা প্রবাসিদের নিয়ে কিছু পর্ব তৈরী করি। ইতিমধ্যে ২১ পর্ব শেষ করেছি। এটা আমাদের ২২ তম পর্ব। এতে আমরা তুলে এনেছি একজন স্বনাম ধন্য প্রবাসির জীবনের গল্প। আমাদের আজকের অতিথি জনাব আবুল কাশেম। উনি বর্তমানে USA - তে বসবাস করেন।
সম্পূর্ণ ভিডিও দেখতে ইউটিউব লিংক -
---------------

https://youtu.be/nDi7QNwDkkk

এক শয়তান, এক কিসিঞ্জার এর সাথে আমি এক ভদ্রলোক। # আকাশ ভিলা শুটিং স্পট, গাজীপুর।
30/09/2022

এক শয়তান, এক কিসিঞ্জার এর সাথে আমি এক ভদ্রলোক।

# আকাশ ভিলা শুটিং স্পট, গাজীপুর।

Address

Hasan Tower, 3rd Floor, Nur Ahammed Road, Kazir Dewri
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when A TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A TV Bangla:

Share