জনপ্রিয় বিষয় শেয়ার-Popular Topics Share

জনপ্রিয় বিষয় শেয়ার-Popular Topics Share জনপ্রিয় কিছু পেতে চাইলে, এই পেইজে ঘুরে আসুন

11/08/2023
04/06/2023
28/05/2023

BREAKING: Turkish President Recep Tayyip Erdogan has won re-election, according to unofficial data https://aje.io/gdumap

06/12/2022
07/10/2022

ইনফ্লামেশন কি?
ইনফ্লামেশন এর বাংলা প্রতিশব্দ প্রদাহ।

সহজভাবে বলা যেতে পারে যে, আঘাতের প্রত্যুত্তরে প্রাণীদেহের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়ার নামই ইনফ্লামেশন বা প্রদাহ। সেই আঘাত হতে পারে শরীরের বাইরে যা আমরা দেখতে পাই,আবার হতে পারে শরীরের ভিতরে যা আমরা চোখে দেখতে পাই না।
কারণ: পুড়লে, কাটলে, থ্যাতলালে প্রদাহ যেমন হতে পারে তেমনি হতে পারে অত্যধিক শীত, গরম ও বিকিরণের ফলে।

তাছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থও কোষ বা কোষীয় কলাকে আহত করতে পারে, যেমন ক্ষার, অম্ল, ফেনল মারকিউরিক ক্লোরাইড। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো রক্তের ইনফ্লামেশন যা আমাদের বেশি ক্ষতি করে।প্রসেস খাবার এবং অন্যান্য বিভিন্ন রকম ইনফেকনজনিত সমস্যা এই রকম ইনফ্লামেশন অন্যতম কারণ।
এছাড়াও ইনফ্লামেশন হতে পারে জীবাণু,ভাইরাস,প্রটোজয়া দ্বারা সংক্রমণের ফলে, কৃমি অধ্যুষণের ফলে, অ্যালার্জির ফলে এবং কয়েক ধরনের অটো ইমিউন রোগে।এমনকি কোষকলা মরে গেলেও ইনফ্লামেশন হয় চারপাশে। ইনফ্লামেশন বুঝার জন্য আমরা বিভিন্ন সিম্পটমস দেখে থাকি যেমন শরীরের বাইরে প্রদাহের পাঁচটি অতিপরিচিত লক্ষণ হল তাপ বেড়ে যাওয়া, ব্যথা অনুভব হওয়া, লালভাব হওয়া, ফুলে ওঠা ও কার্যক্ষমতা লোপ।

শরীরের ভিতর ইনফ্লামেশন বুঝার জন্য আমরা দেখে থাকি CRP (C- Reactive protein) যা শরীরে বা রক্তে ইনফ্লামেশন এর ফলে লিভার থেকে তৈরী হয়। দেহের বিভিন্ন স্থানে ইনফ্লামেশন বা প্রদাহের বিভিন্ন নাম রয়েছে।
যেমন -- জয়েন্ট এর ইনফ্লামেশন এর নাম আর্থ্রাইটিস, লিভার এর ইনফ্লামেশন এর নাম হেপাটাইটিস, প্যানক্রিয়াস এর ইনফ্লামেশন এর নাম প্যানক্রিয়েটাইটিস, পাকস্থলির ইনফ্লামেশন এর নাম গ্যাস্ট্রাইটিস ইত্যাদি।এই ধরনের প্রদাহ শরীরের বিভিন্ন অংশে হতে পারে এবং তার ফলশ্রুতিতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।
জেকে লাইফস্টাইল ফলো করার মাধ্যমে আমরা সহজেই রক্তের প্রদাহ নিয়ন্ত্রনে আনতে পারি। যার ফলে বিভিন্ন অঙ্গের ব্যাথা এবং মানসিক অস্থিরতা তথা ঘুমের সমস্যার সমাধান করতে পারি।

07/10/2022
07/10/2022

ফলের নাম ইংরেজিতে বাংলা অর্থসহ part 01

01 Almond (আঃমনড) -- বাদাম
02 Amla (আমলা)-- আমলকী
03 Apple (অ্যাপল) -- আপেল
04 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
05 Banana (ব্যানানা) -- কলা
06 Berry (বেরি) -- জাম
07 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
08 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
09 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
10 Coconut (কোকোনাট) -- নারিকেল
11 Cucumber (কিউকাম্বার) -- শসা
12 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
13 Date (ডেট) -- খেজুর
14 Fig (ফিগ) -- ডুমুর.
15 Grape (গ্রেপ) -- আঙ্গুর
16 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
17 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
18 Guava (গোয়াবা) -- পেয়ারা
19 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
20 Lemon ( লেমন) -- লেবু
21 Lime (লাইম) -- বাতাবী লেবু
22 Lychee (লিচি) -- লিচু
23 Mango (ম্যাংগো) – আম

পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️

ভর্তি হওয়ার লিংক➡️ https://10ms.io/leXLwE

ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

07/10/2022

শাক সবজির ইংরেজী নাম:✅🟢❤️

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

💥 💥📢 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️
ভর্তি হওয়ার লিং➡️ https://10ms.io/leXLwE
ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

05/10/2022
19/09/2022
"কনজাংটিভাইটিস" বা "চোখ ওঠা"
18/09/2022

"কনজাংটিভাইটিস" বা "চোখ ওঠা"

17/09/2022
15/09/2022
15/09/2022
13/09/2022
12/09/2022
11/09/2022

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনপ্রিয় বিষয় শেয়ার-Popular Topics Share posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category