07/10/2022
ইনফ্লামেশন কি?
ইনফ্লামেশন এর বাংলা প্রতিশব্দ প্রদাহ।
সহজভাবে বলা যেতে পারে যে, আঘাতের প্রত্যুত্তরে প্রাণীদেহের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়ার নামই ইনফ্লামেশন বা প্রদাহ। সেই আঘাত হতে পারে শরীরের বাইরে যা আমরা দেখতে পাই,আবার হতে পারে শরীরের ভিতরে যা আমরা চোখে দেখতে পাই না।
কারণ: পুড়লে, কাটলে, থ্যাতলালে প্রদাহ যেমন হতে পারে তেমনি হতে পারে অত্যধিক শীত, গরম ও বিকিরণের ফলে।
তাছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থও কোষ বা কোষীয় কলাকে আহত করতে পারে, যেমন ক্ষার, অম্ল, ফেনল মারকিউরিক ক্লোরাইড। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো রক্তের ইনফ্লামেশন যা আমাদের বেশি ক্ষতি করে।প্রসেস খাবার এবং অন্যান্য বিভিন্ন রকম ইনফেকনজনিত সমস্যা এই রকম ইনফ্লামেশন অন্যতম কারণ।
এছাড়াও ইনফ্লামেশন হতে পারে জীবাণু,ভাইরাস,প্রটোজয়া দ্বারা সংক্রমণের ফলে, কৃমি অধ্যুষণের ফলে, অ্যালার্জির ফলে এবং কয়েক ধরনের অটো ইমিউন রোগে।এমনকি কোষকলা মরে গেলেও ইনফ্লামেশন হয় চারপাশে। ইনফ্লামেশন বুঝার জন্য আমরা বিভিন্ন সিম্পটমস দেখে থাকি যেমন শরীরের বাইরে প্রদাহের পাঁচটি অতিপরিচিত লক্ষণ হল তাপ বেড়ে যাওয়া, ব্যথা অনুভব হওয়া, লালভাব হওয়া, ফুলে ওঠা ও কার্যক্ষমতা লোপ।
শরীরের ভিতর ইনফ্লামেশন বুঝার জন্য আমরা দেখে থাকি CRP (C- Reactive protein) যা শরীরে বা রক্তে ইনফ্লামেশন এর ফলে লিভার থেকে তৈরী হয়। দেহের বিভিন্ন স্থানে ইনফ্লামেশন বা প্রদাহের বিভিন্ন নাম রয়েছে।
যেমন -- জয়েন্ট এর ইনফ্লামেশন এর নাম আর্থ্রাইটিস, লিভার এর ইনফ্লামেশন এর নাম হেপাটাইটিস, প্যানক্রিয়াস এর ইনফ্লামেশন এর নাম প্যানক্রিয়েটাইটিস, পাকস্থলির ইনফ্লামেশন এর নাম গ্যাস্ট্রাইটিস ইত্যাদি।এই ধরনের প্রদাহ শরীরের বিভিন্ন অংশে হতে পারে এবং তার ফলশ্রুতিতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।
জেকে লাইফস্টাইল ফলো করার মাধ্যমে আমরা সহজেই রক্তের প্রদাহ নিয়ন্ত্রনে আনতে পারি। যার ফলে বিভিন্ন অঙ্গের ব্যাথা এবং মানসিক অস্থিরতা তথা ঘুমের সমস্যার সমাধান করতে পারি।