সীতাকুণ্ড টাইমলাইন

সীতাকুণ্ড টাইমলাইন সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় খবরাখবর পাবেন
(1)

23/02/2024

কাপ্তাই সীতাকুণ্ডের গাড়ি দূ-র্ঘটনার কবলে পড়ে সবাই আতংকিত 😭😭😭

23/02/2024

কাপ্তাইয়ে সীতাকুণ্ডের যাত্রীবাহী রূপসী সীতাকুণ্ড দূ*র্ঘটনায় পড়েছে। ২০ জন আ'হ'ত।

21/02/2024

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল শহীদের স্মৃতির ❤️❤️প্রতি শ্রদ্ধাঞ্জলি ❤️❤️

20/02/2024

এবার দেখা গেলো কিস্তির থেকে টাকা লোন নিয়ে ডিসি পার্ক আর টানেল যাওয়া হয় অনেকের। 🎋🎋🎋🎋🎄🎄🎄🎋🎋🎋

17/02/2024

অভিভাবকদের সাথে একমত হয়ে বলতে চাই, পবিত্র রমজান মাসে প্রায় ৯০ ভাগ মুসলিম ৭ থেকে ১০০ বছর বয়সী কোন সমস্যা না থাকলে রোজা পালন করে।ধর্মীয় বিধান রোজা অবশ্য পালনীয় "ফরজ" কাজটি কঠিন তাই অধিকাংশ রোজাদার ফজরের নামাজ আদায়ের পর সকাল ৯ টা- ১০ পর্যন্ত ঘুমায়।তারপরও রোজার কারনে শরীর কিছুটা দুর্বল ও অলসতা থাকে। এমতাবস্থায় বিশেষ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি ১০/১২% এর বেশী হয় না।তারপরও দুই একটি ক্লাস হলেই অনেকে বাড়ী চলে যায়। তবে প্রতিষ্ঠান খোলা রেখে কর্তৃপক্ষ কি ফলাফল অর্জন করতে চান? ( এমনিতেই বিশেষ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া) বর্তমানে বেশীরবাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি ৪০% হয় কি'না তা নিয়ে আমার সন্দেহ আছে! আর মাদ্রাসা বন্ধ রেখে সাধারন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা ডিসক্রিমিনেশন নয়? কেন এই বিভাজন? সাধারণ শিক্ষার্থীরা কি ধর্ম কর্ম করে না? তাই আমার মত হলো পুরো রমজান মাস বন্ধ রাখাটা খুবই যৌক্তিক! শুধু শুধু প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষক কর্মচারীদের হয়রানী না করাই উত্তম। আশাকরি কর্তৃপক্ষ বিষয়টা সুবিবেচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত অতিসত্বর জানাবেন।ধন্যবাদ ❤️❤️❤️❤️

14/02/2024

বউকে বলেছিলাম বাজার থেকে কোনো কিছু আনলে ধুয়ে ফেলতে। বউ আমার চিনি, লবণ, মুড়ি, হলুদ মরিচ গুড়ো সব ধুয়ে ফেলছে। 😭😭😭

13/02/2024

চিটাইগেং ভাষা বুইজতে নাকি হেঁডাম লাগে হাঁচানা?

10/02/2024

ব্রেকিং! শিক্ষাব্যবস্থায় শিক্ষাক্রমে আবারো পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। তবে কত মার্কের সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি!

24/01/2024

ইউনিয়ন পরিষদে যারা কম্পিউটার অপারেটর থাকে তাদের জন্য রুলস করা উচিৎ তাদের ভূল হলে সেটি সংশোধন করা পুরা খরচ তার বহন করতে হবে।

23/01/2024

ছাত্রছাত্রীরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্কুলে গেলো গিয়ে দেখলো স্কুল বন্ধ
আবার কাঁপতে কাঁপতে ফিরে আসলো।মাঝখানে ঠান্ডা তো খেলো।😭😭😭

23/01/2024

আজ সকাল থেকে সকল স্কুল মাদ্রাসা বন্ধের ঘোষণা

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন, টিচার্স ডরমেটরির পেছনে মারকাজুদ দাওয...
11/01/2024

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন, টিচার্স ডরমেটরির পেছনে মারকাজুদ দাওয়াহ আত-তাকওয়া মাদ্রাসা অবস্থিত। উক্ত মাদ্রাসায় প্লে,নার্সারী থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত এবং উক্ত মাদ্রাসায় মক্তব সহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান। অত্র এলাকার মানুষ অত্যন্ত হতদরিদ্র এবং কিছু ছাত্র-ছাত্রী এতিম।উক্ত এলাকাসহ আরো কিছু পার্শ্ববর্তী এলাকার লোকজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উক্ত মানুষগুলোর অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ইলমে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। পার্শ্ববর্তী মাদ্রাসাগুলোতে পড়াশুনার খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। যদি তারা সঠিক সময়ে পড়াশুনার সুযোগ না পায় তাহলে তারা দেশ ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে ব্যর্থ হবে। ফলে তারা বিপদগ্রস্ত হয়ে পড়বে এবং সমাজে অকল্যাণ বয়ে আনবে। যার ফলশ্রুতিতে তাঁরা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে পড়বে। সুতরাং উক্ত বিষয়গুলো বিবেচনায় এনে আপনারা যদি উক্ত মাদ্রাসায় সাহায্য-সহযোগীতা প্রদান করেন তাহলে সেই হতদরিদ্র মানুষ গুলো ইলমে দ্বীনের শিক্ষায় আলোকিত হয়ে দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনতে পারবে।

BKash = 01867963350
Nagad = 01867963350

11/01/2024

ভাই বোনের রিলেশন গুলো খুবই আজব😒
- কিডনি দিয়ে দিবে কিন্তু TV Remote দিবে না!😂😛

07/01/2024
06/01/2024

ঘাতক বাস চালকের হাতে মুহূর্তেই একটি জীবনের অবসান।
সীতাকুণ্ডের জোড়আমতলে শুক্রবার (৫ জানুয়ারী) ভোরে এই ঘটনা।ঘাতক বাস চালকের হাতে মুহূর্তেই একটি জীবনের অবসান।
সীতাকুণ্ডের জোড়আমতলে শুক্রবার (৫ জানুয়ারী) ভোরে এই ঘটনা।

ভর্তি চলছে!! ভর্তি চলছে!!সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান C.T. মডেল স্কুলে প্লে থেকে...
19/12/2023

ভর্তি চলছে!! ভর্তি চলছে!!
সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান C.T. মডেল স্কুলে প্লে থেকে দশম শ্রেণিতে ২০২৪ সেশনে ভর্তি চলছে।
আজই আপনার সোনামনির ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন।
C.T. মডেল স্কুল
কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
মোবাইল :
০১৮৩১-৭৪৪৮৪৬
০১৮১৭-৩৬৬৪৬২

24/10/2023

প্রবল শক্তিতে ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ

23/10/2023

২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না মানবিক-বিজ্ঞান-ব্যবসায় বিভাগ,

23/10/2023

আমার ছেলে নার্সারীতে পড়ে। নার্সারীর প্রথম পার্বিক পরীক্ষার রেজাল্ট দিলো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বাচ্চারা পরীক্ষা দিয়েছে ওরা আসলেই বুঝতেই পারছে না। এটা পরীক্ষা না কি ওরা ওদের মতন ক্লাস করছে। কিন্তু বাচ্চার মায়েদের চোখে মুখে হতাশা। আহা। কারো বাচ্চা 100 তে হয়তো 94 পেয়েছে কোন বিষয়ে কিন্তু তার সে কি আফসোস। পড়ে মাত্র নার্সারীতে। আবার কোন বাচ্চা কতো পেল এক বাচ্চার সাথে অন্য বাচ্চাদের তুলনা করা সব ই অভিভাবক মানি মায়েরা করছে।। এতো প্রতিযোগিতা ইশ মনে হচ্ছে বোর্ড পরীক্ষার রেজাল্ট দিলো।। এক অভিভাবক বলছে ভাবী মেয়ে সব ভালো করেছে কিন্তু ড্রয়িং এ ১ নম্বর কম পেয়েছে। উনার মুখে কথায় বেশ হতাশ বুঝাই যাচ্ছে কি আফসোস আহা।। এই যদি হয় অভিবাক দের অবস্থা এরা অদূর ভবিষ্যতে কি করবে।। এখানে তো বেশীর ভাগ ই মা। তাই সবার প্রতি অনুরোধ বাচ্চাদের উপর বেশী প্রত্যাশা রাখবেন না। এক বাচ্চার সাথে অন্য বাচ্চার তুলনা করবেন না। সবার মেধা এক না।। আবার পরীক্ষায় অন্যে কোন বাচ্চা 100 তে 100 পেলেই ঔই বাচ্চা খুব ভালো আমার বাচ্চা কিছুই পারে না এই সব ভাবনা মনে পোষন করা যাবে না।। আর একটা কথা নার্সারীতে ভর্তির বয়স যেখানে সাড়ে 4 বছর সেখানে কিন্তু হাতে গোনা দুই তিন জন পাবেন এমন বয়সী। আর বেশীর ভাগ ই বয়স কমিয়ে বলবে সাড়ে 5 ছয়।। অথচ দাঁত পড়ে সব দাঁত উঠে গেছে তবুও শুনবেন বাচ্চার গ্রোথ ভালো তো তাই বড় দেখায়।। ওয়ান এ পড়ার বয়স হয়ছে সেই বাচ্চা কে দিয়ে রেখেছে নার্সারীতে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আবার অনেকেই 1 বছর দেড় বছর বাসায় টিচার রেখে পড়িয়ে দেয় নার্সারীতে।। তাই সব বাচ্চা তো এক না।। তাই কেউ বাচ্চার ফলাফল একটু খারাপ হলেই হতাশ হবেন না।।। উৎসাহ দিন।। ছোট বেলায় ক্লাসে রোল 1 হয়ে এতে আহামরি কিছু হয়ে যায় নাহ।। বাচ্চাদের আমরা শৈশব টা সুন্দর করে কাটাতে দেই।। অসুস্থ প্রতিযোগিতা থেকে দূরে রাখি।।

যারা হোম মেইড খাবার এর দাম বেশি বলে মনে করেনতাদের জন্য স্বাস্থ সম্মত খাবার এই যে!!!
20/10/2023

যারা হোম মেইড খাবার এর দাম বেশি বলে মনে করেন
তাদের জন্য স্বাস্থ সম্মত খাবার এই যে!!!

একজন পুরুষকে যদি বলেন আপনার চেইন খোলা....?এইটা বলার সাথে সাথে লজ্জা পেয়ে সে চেইন লাগিয়ে নেয়।                           ...
19/10/2023

একজন পুরুষকে যদি বলেন আপনার চেইন খোলা....?
এইটা বলার সাথে সাথে লজ্জা পেয়ে সে চেইন লাগিয়ে নেয়।
অথচ
একজন নারীকে যদি বলেন আপনার ওড়না ঠিক করেন ?
বলবে নিজের নজর ঠিক করেন।
নারী আর পুরুষের পাথর্ক্য এটাই।

18/10/2023

ভিডিও টা সবাই দেখা উচিত সিম কোম্পানির লোকদের জন্যে ফুচকা ফ্রী।

18/10/2023

যদি কল্পনাগুলো বাস্তব হতো ❤️
তাহলে বদলে যেত হাজারো জীবনের গল্প❤️

Address

Chittagong

Telephone

+8801867963350

Website

Alerts

Be the first to know and let us send you an email when সীতাকুণ্ড টাইমলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category