![+ জয় দয়াময় ★ গুরুভ্রাতা ও ভগিনীগণ লক্ষ্য করুন দয়াময় নামের মহিমা কতটা মধুর... 😊★শ্রীশ্রীমৎ আনন্দ স্বাম...](https://img5.medioq.com/393/741/948736703937416.jpg)
07/10/2024
+
জয় দয়াময়
★ গুরুভ্রাতা ও ভগিনীগণ লক্ষ্য করুন দয়াময় নামের মহিমা কতটা মধুর... 😊
★শ্রীশ্রীমৎ আনন্দ স্বামী কর্তৃক বিবৃত মহাগ্রন্থ
'প্রকৃত তত্ত্ব" এ বলা আছে.
√√√ ভূত প্রেতাদির রূপ ও ঈশ্বরীয় রূপ √√√
৩৪। ভূত, প্রেত, জিন, পৈরি প্রভৃতি অতিবাহিক দেহধারী কোন জীব অলক্ষিতভাবে কার্য্য করিতে ও নানা প্রকার রূপ ধারণ করিয়া মনুষ্যের অনিষ্ট বা ইষ্ট সাধন করিতে সক্ষম, অনেকের মনে অদ্যাপি এই বিশ্বাস বর্ত্তমান রহিয়াছে। শাস্ত্রাদিতেও ইহাদিগের বিষয় লিখিত আছে। এ সকলকে দর্শন ও শ্রবণের ভ্রম বলিয়া অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু বহু লোক যাহা চাক্ষুস দর্শন ও যাহার শব্দ শ্রবণ করিয়াছে তাহা কেবল ভ্রম বলিয়াই নিরন্ত থাকিলে মন সন্তুষ্ট হইতে পারে না। যদি ভ্রমও স্বীকার করা যায় তথাপি এ ভ্রমের মূল কোথায়? ভাবুক হৃদয় এক ঈশ্বরের স্বাধীন ইচ্ছাকেই লক্ষ্য করে। বাস্তবিক যেরূপ অন্যবিধ সংশোধনের ব্যাপার জগতে বিদ্যমান আছে সেইরূপ ইহাও একটি সংশোধনী মঙ্গল কার্য্য, যাহা ঈশ্বর ভিন্ন কোন সৃষ্ট জীবের সাধ্যায়ত্ত নহে। তিনিই নানা রূপ ধারণ করেন, তিনিই শব্দ যোগ দেন, তিনিই ইহার দ্বারা মনের চমৎকার ভাব উপস্থিত করিয়া যে কার্য্য দ্বারা যাহার আত্ম-জ্ঞান লাভ করা নিৰ্দ্দিষ্ট আছে তাহার সেইরূপ যোগ দিয়া কার্য্য শেষ করেন। উক্ত প্রকার ভয়ের সময় “তুমি দয়াময়” এই নামের ভাব মনে করিলে অবশ্যই ভয় দূর হইয়া যাইবে।