Anando Dhara 24

Anando Dhara 24 জয় দয়াময়।
দয়াময় প্রভু সবার মঙ্গল করুক মলয়া সংঙ্গীত ও সর্ব্ব ধর্ম্ম সংঙ্গীত শুনুন
(7)

+                  জয় দয়াময় ★ গুরুভ্রাতা ও ভগিনীগণ  লক্ষ্য করুন  দয়াময় নামের মহিমা কতটা মধুর... 😊★শ্রীশ্রীমৎ আনন্দ স্বাম...
07/10/2024

+
জয় দয়াময়
★ গুরুভ্রাতা ও ভগিনীগণ লক্ষ্য করুন দয়াময় নামের মহিমা কতটা মধুর... 😊

★শ্রীশ্রীমৎ আনন্দ স্বামী কর্তৃক বিবৃত মহাগ্রন্থ
'প্রকৃত তত্ত্ব" এ বলা আছে.

√√√ ‌ভূত প্রেতাদির রূপ ও ঈশ্বরীয় রূপ √√√

৩৪। ভূত, প্রেত, জিন, পৈরি প্রভৃতি অতিবাহিক দেহধারী কোন জীব অলক্ষিতভাবে কার্য্য করিতে ও নানা প্রকার রূপ ধারণ করিয়া মনুষ্যের অনিষ্ট বা ইষ্ট সাধন করিতে সক্ষম, অনেকের মনে অদ্যাপি এই বিশ্বাস বর্ত্তমান রহিয়াছে। শাস্ত্রাদিতেও ইহাদিগের বিষয় লিখিত আছে। এ সকলকে দর্শন ও শ্রবণের ভ্রম বলিয়া অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু বহু লোক যাহা চাক্ষুস দর্শন ও যাহার শব্দ শ্রবণ করিয়াছে তাহা কেবল ভ্রম বলিয়াই নিরন্ত থাকিলে মন সন্তুষ্ট হইতে পারে না। যদি ভ্রমও স্বীকার করা যায় তথাপি এ ভ্রমের মূল কোথায়? ভাবুক হৃদয় এক ঈশ্বরের স্বাধীন ইচ্ছাকেই লক্ষ্য করে। বাস্তবিক যেরূপ অন্যবিধ সংশোধনের ব্যাপার জগতে বিদ্যমান আছে সেইরূপ ইহাও একটি সংশোধনী মঙ্গল কার্য্য, যাহা ঈশ্বর ভিন্ন কোন সৃষ্ট জীবের সাধ্যায়ত্ত নহে। তিনিই নানা রূপ ধারণ করেন, তিনিই শব্দ যোগ দেন, তিনিই ইহার দ্বারা মনের চমৎকার ভাব উপস্থিত করিয়া যে কার্য্য দ্বারা যাহার আত্ম-জ্ঞান লাভ করা নিৰ্দ্দিষ্ট আছে তাহার সেইরূপ যোগ দিয়া কার্য্য শেষ করেন। উক্ত প্রকার ভয়ের সময় “তুমি দয়াময়” এই নামের ভাব মনে করিলে অবশ্যই ভয় দূর হইয়া যাইবে।

Joy doyamoy
05/10/2024

Joy doyamoy

সর্ব্ব ধর্ম্ম মিশন যুব পরিষদের সেক্রেটারি হাজীপুর নিবাসী Sujon Sarker এর সাথে ইব্রাহিমপুর নিবাসী শ্রীযুক্তা Powrovi Paul...
04/10/2024

সর্ব্ব ধর্ম্ম মিশন যুব পরিষদের সেক্রেটারি হাজীপুর নিবাসী Sujon Sarker এর সাথে ইব্রাহিমপুর নিবাসী শ্রীযুক্তা Powrovi Paul এর সর্ব্ব ধর্ম্ম মতে বিবাহ অনুষ্ঠান।
দুই দম্পতির জন্য দয়াময় সমীপে প্রার্থনা রইল।

জয় দয়াময়।স্বয়ং ঈশ্বর নির্দেশিত, শ্রীমৎ লবচন্দ্র পাল গুরুমহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত, সর্ব্ব  ধর্ম্ম  মিশনে  আগামী 05 পৌষ 14...
18/09/2024

জয় দয়াময়।
স্বয়ং ঈশ্বর নির্দেশিত, শ্রীমৎ লবচন্দ্র পাল গুরুমহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত, সর্ব্ব ধর্ম্ম মিশনে আগামী 05 পৌষ 1431 বাংলা, আনন্দাব্দ-193, 21 ডিসেম্বর 2024 খ্রিঃ রোজ : শনিবার দিবসে উদযাপিত হবে সর্ব্বধর্ম্মোৎসব। উক্ত উৎসবে জাতি, ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত। স্থান : সর্ব্ব ধর্ম্ম মিশন, প্রধান কার্যালয়, ভোলাচং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। মিশনের বার্ষিক উৎসবকে সর্ব্ব ধর্ম্মোৎসব বলে। এই উৎসবের কার্য্য দ্বারাই পৃথিবীতে একচ্ছত্র সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইবে।
এইজন্য মিশন উৎসবে যোগ না দিয়া, ইহার কার্য্য না করিয়া কেহই সাধন পাইবে না। কারণ এই উৎসব সর্ব্ব ধর্ম্মানুসারে আবির্ভূত হয় এবং তদনুসারে ইহার পরিসমাপ্তি ঘটে। সুতরাং এই উৎসবের নাম সর্ব্বধর্ম্মোৎসব।
উৎসবে আসিলে সকলেই এই মিশন উৎসবের কার্য্য নিজের কার্য্য মনে করিবে নতুবা অনেক অসুবিধার সৃষ্টি হইবে।

জয় দয়াময় ❣️
13/09/2024

জয় দয়াময় ❣️

12/09/2024

দেখে আমি তাজ্জব হয়েছি❣️
#মলয়া_সংগীত

06/09/2024

যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে ❣️

“একমেবাদ্বিতীয়ম” (তিনি এক এবং অদ্বিতীয়)"ব্রহ্ম বা একমিদমগ্র আসীৎ নান্যৎ কিঞ্চনাসীৎ তদিদং সর্ব্বমসৃজৎ তদেব সর্ব্বশক্তিমৎ”...
06/09/2024

“একমেবাদ্বিতীয়ম” (তিনি এক এবং অদ্বিতীয়)

"ব্রহ্ম বা একমিদমগ্র আসীৎ নান্যৎ কিঞ্চনাসীৎ তদিদং সর্ব্বমসৃজৎ তদেব সর্ব্বশক্তিমৎ”

সর্ব্ব ধৰ্ম্ম মিশনান্তর্গত
রেজিঃ নং- এস ৪৬৭৫/১৯২৩, খ্রিষ্টাব্দ
আনন্দ মহা মহাকালী আশ্রম
গ্রাম: খাগাতুয়া, পো: রতনপুর, উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব
৭ই আশ্বিণ ১৪৩১ বাংলা (২৪ সেপ্টেম্বর ২০২৪ইং) আনন্দাব্দ ১৯৩, রোজ: মঙ্গলবার
উক্ত মহোৎসবে আপনি সবান্ধব যোগদান করিয়া আনন্দ বর্ধন করত: দয়াময়ের অসীম কৃপালাভে ব্রতী হওয়ার জন্য সানুরাগ আমন্ত্রন জয় দয়াময় 🙏

30/08/2024

কে যেন আমারে লুকিয়ে ডাকে মন মাঝে ♥️

মনোমোহন দত্ত
30/08/2024

মনোমোহন দত্ত

30/08/2024

জয় দয়াময় 🙏

20/04/2022

আদম খোদা মাত কহ্ জ্বি💕💕

20/04/2022

রসুল্লাবাজ হরিসেবায় চলছে অসাধারণ মলয়া সঙ্গীত।
াময়

20/04/2022

💞💞💞

18/04/2022
শুভ নববর্ষ-১৪২৯ বাংলাAnando Dhara 24 ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।।
14/04/2022

শুভ নববর্ষ-১৪২৯ বাংলা
Anando Dhara 24 ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।।

08/04/2022

অন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা | মলয়া সংঙ্গীত | সর্ব্ব ধর্ম্ম মিশন | Anando Dhara 24 | moloya

https://youtu.be/2s-AujdULxw
30/03/2022

https://youtu.be/2s-AujdULxw

মলয়া সংঙ্গীতঃঅন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা।‌রাধাকৃষ্ণ যুগলরুপে স্বভাবেতে গাঁথা।‌কালী কালী মহা মহাকালী, নি....

আসছে আজ রাত ৯টা ১৫ মিনিটের সময়। 💞💞দেখতে চোখ রাখুন Anando Dhara 24 ইউটিউব চ্যানেলে।অন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা।‌রাধ...
30/03/2022

আসছে আজ রাত ৯টা ১৫ মিনিটের সময়। 💞💞
দেখতে চোখ রাখুন Anando Dhara 24 ইউটিউব চ্যানেলে।

অন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা।
‌রাধাকৃষ্ণ যুগলরুপে স্বভাবেতে গাঁথা।
‌কালী কালী মহা মহাকালী, নিধুবনে কৃষ্ণকালী,
‌শিবকালী দূর্গাকালী, কালরুপে বাঁধা।
‌কামকালী প্রেমকালী, লীলাকালী নিত্যকালী,
‌জগৎ জোড়া আঁধার কালী, কালরূপ সুধা।
‌দর্শনেতে চমৎকার, একরুপে বহু আকার,
‌কালীর কালী ফুটলে পরে, রং ধরে সে সাদা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Anando Dhara 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share